কমন্স:ধ্বংসপ্রবণতা
Shortcuts: COM:V • COM:VAND • COM:VANDAL ধ্বংসপ্রবণতাবিশিষ্ট ঘটনা, যেমন বিদ্যমান কোনো ফাইলের স্থলে অশ্লীল ফাইল আপলোড করা বা অন্য কোনো অনাকাঙ্ক্ষিত পরিবর্তন – এসব ক্ষেত্রে আপনি বেশকিছু কাজ করতে পারেনঃ
- যদি এটা ছবির বর্ণনার কোনো পরিবর্তন হয়, ধ্বংসপ্রবণ সম্পাদনাটি বাতিল করে পূর্বাবস্থায় ফেরত নিন।
- যদি ছবিটিই ধ্বংসপ্রবণ হয়:
- ছবিটি বাতিল করে পূর্বাবস্থায় নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনাকে নিজ অ্যাকাউন্টে প্রবেশ করতে হবে এবং আপনার অ্যাকাউন্টের নিশ্চিতকৃত বা স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিতকৃত অধিকার থাকতে হবে। (যদি আপনার অ্যাকাউন্ট না থেকে থাকে, তবে তৈরি করুন। কাজটি বিনামূল্যে করতে পারবেন, মাত্র অল্প কয়েক সেকেন্ড সময় নেবে, বিস্তারিত ব্যক্তিগত তথ্যের প্রয়োজন পড়বে না। স্বয়ংক্রিয়ভাবে নিশ্চিত হওয়ার জন্য চারদিন অপেক্ষা করতে হবে।)
- এরপর ছবির নিচের অংশে থাকা "File history" (ফাইলের ইতিহাস) দেখুন। ছবিটির আগেরকার সংস্করণগুলো যেখানে রয়েছে তার পাশেই "(rev)" (পূর্বাবস্থায় ফেরত) লিঙ্কটিতে ক্লিক করুন। (আপনার করা পরিবর্তনটি গৃহীত হয়েছে, যদিও হয়ত ব্রাউজার ক্যাশের কারণে সাথে সাথে আপনি সেটা দেখতে পাচ্ছেন না। এক্ষেত্রে আপনি আপনার সংস্করণের সময় ও তারিখ ক্লিক করুন, এবং ব্রাউজার রিফ্রেশ করুন। তাহলে আপনার করা পরিবর্তন দেখতে পাবেন।)
- এবং, ধ্বংসপ্রবণতা মুছে দিতে {{speedydelete|"ধ্বংসপ্রবণ সংস্করণটি অপসারণ করুন।"}} সংযুক্ত করে দিন।
- ধ্বংসপ্রবণতাসৃষ্টিকারীদের তাদের কাজের ফলাফল সম্পর্কে সতর্ক করে দিন {{Test}}, {{Test2}} এগুলো ব্যবহারের মাধ্যমে।
- যদি আপনার কোনো সহায়তার প্রয়োজন হয়, তবে প্রশাসকদের কাছ থেকে সাহায্য নিন, যারা কিনা ব্যবহারকারীদেরকে ব্লক করতে এবং কোনো পাতা মুছে দিতে পারেঃ
- প্রশাসকদের নোটিশবোর্ড/ধ্বংসপ্রবণতা পাতায় লিখুন, অথবা
- প্রবেশ করুন আমাদের IRC চ্যাটরুমে (#wikimedia-commons), এবং বলুন !admin@commons, অথবা কোনো প্রশাসককে জিজ্ঞেস করুন।
- যদি আপনি ধ্বংসপ্রবণতার বিরুদ্ধে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন, তবে নিরীক্ষক হিসেবে ধ্বংসপ্রবণতা বিরোধী দলে যুক্ত হোন।