তীর্থরেণু/অতুলন
অবয়ব
অতুলন
(একটি মালাই পান্তুমের হুগো কৃত ফরাসী অনুবাদ হইতে)
প্রজাপতিগুলি খেলিয়া ফিরিছে পাখার ভরে,
শৈল-মেখলা সিন্ধুর কূলে গেল গো তারা!
পঞ্জরতলে মন কাঁদে মোর কাহার তরে,
জন্ম অবধি সারাটা জীবন এমনি ধারা।
শৈল-মেখলা সিন্ধুর কুলে গেল গো তারা!
গৃধ্র উড়িল-চলিল সে বান্তামের পানে;
জনম অবধি সারাটা জীবন এমনি ধারা,
কিশোর মুরতি বড় ভাল লাগে মোর নয়ানে।
গৃধ্র উড়িয়া চলে ওই বান্তামের পানে,
পত্তনপুরে পৌঁছি’ গুটায় পক্ষ দুটি;
কিশোর মুরতি বড় ভাল লাগে মোর নয়নে,
তবু ভাল যারে বাসি তার মত নাইক দুটি।
পত্তনপুরে গৃধ্র গুটায় পক্ষ দু’টি,
যুগল কপোত চলেছে উড়িয়া দেখ গো চাহি;
ভাল যারে বাসি তার মত আর নাইক দু’টি,
মরম-দুয়ার খুঁজে নিতে তার তুল্য নাহি।