বিষয়বস্তুতে চলুন

বল্লভভাই পটেল

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

বল্লভভাই প্যাটেল (৩১ অক্টোবর ১৮৭৫ – ১৫ ডিসেম্বর ১৯৫০) ছিলেন একজন ভারতীয় পণ্ডিত ও জাতীয়তাবাদী নেতা। তিনি সরদার প্যাটেল নামেই বেশি পরিচিত ছিলেন। তাকে ভারতের লৌহমানববলা হয়। তিনি স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ছিলেন।

উক্তি

[সম্পাদনা]
  • ব্রিটেনের প্রতিশ্রুতি সত্ত্বেও তুর্কি সাম্রাজ্য বিভক্ত হয়েছিলো। সুলতানকে কনস্টান্টিনোপলে বন্দী করা হয়। সিরিয়া ফ্রান্সের দখলে চলে যায়। স্মুর্ণা ও থ্রেস গ্রিস গ্রাস করে নেয় এবং মেসোপটেমিয়া ও ফিলিস্তিন ব্রিটিশরা দখল করে নেয়। আরবেও একজন শাসক তৈরি হয়েছিল যিনি ব্রিটিশদের সমর্থন করবেন। এমনকি ভাইসরয়ও স্বীকার করেছিলেন যে শান্তির কিছু শর্ত মুসলিম সম্প্রদায়কে ক্ষুব্ধ না করে পারে না। ভারতীয় মুসলমানদের জন্য এটি একটি হৃদয় বিদারক ঘটনা এবং কীভাবে হিন্দুরা তাদের সহকর্মী দেশবাসীকে এইভাবে দুর্দশাগ্রস্ত হতে দেখে অপ্রভাবিত থাকতে পারে?

বহিঃসংযোগ

[সম্পাদনা]