বিষয়বস্তুতে চলুন

খাদ্য

উইকিউক্তি, মুক্ত উক্তি-উদ্ধৃতির সংকলন থেকে

খাদ্য

খাদ্য সম্পর্কে উক্তি

[সম্পাদনা]
  • পরিমাণ মতো খাবার গ্রহণ কর এবং পান করো, তবে অপচয় করো না।
    • আল-কোরআন, সূরা আল আ'রাফ - ৩১ নং আয়াত
  • নিজহস্তের কর্ম দ্বারা যে-ব্যক্তি খাদ্য সংগ্রহ করে, তার চেয়ে উত্তম খাদ্য আর কখনো কেউ গ্রহণ করে না ৷
    • আল-হাদিস (বুখারী ২০৭২), মিকদাম ইবনে মা’দীকারিব (রাঃ) থেকে বর্ণিত
  • ভালো খাবার হলো আসল সুখের মূল রহস্য।
    • অগাস্টি ইসকফিয়ার (বিখ্যাত ফরাসি রন্ধনবিদ)
  • নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ঐ ব্যক্তি, যে মানুষকে খাবার খাওয়ায় ।
    • আল হাদিস ( মুস্তাদরাকুল হাকীমঃ ৭৭৩৯ )
  • খাদ্য শরীর এর জন্য প্রয়োজনীয় জ্বালানী হতে পারে কিন্তু ভালো খাদ্য হলো আত্মার জন্য জ্বালানী স্বরূপ।
    • ম্যাকলম ফোর্বস, ফোর্বস ম্যাগাজিনের সভাপতি ও সম্পাদক
  • আপনি জীবনকে নষ্ট করে ফেলেন যখন আপনি কোনো ভালো খাদ্যকে নষ্ট করেন।
    • ক্যাথরিন অ্যান পোর্টার (আমেরিকান লেখিকা), "ফ্লাওয়ারিং জুডাস অ্যান্ড আদার স্টোরিস (২০১৪)", লাইব্রেরি অফ আমেরিকান ইবুক ক্লাসিক, পৃষ্ঠা নং:১০৪
  • ভালো খাবার খেতে কখনোই আপনাকে রূপোর চামচ ব্যবহার করতে হবে না।
    • পল প্রুধম্মি (আমেরিকান সেলিব্রেটি শেফ)
  • কোনো সমাজ বা জাতি সমন্ধে জানতে তাদের খাবার সম্পর্কে জানা শুরু করুন।
    • গিলবার্ট স্ট্যানলি মার্কস (আমেরিকান খাদ্য লেখক এবং ইতিহাসবিদ), "এনসাইক্লোপিডিয়া অব জিউস ফুড" বইয়ের ভূমিকায় লেখক কর্তৃক রচিত
  • খাবারের প্রতি ভালোবাসার চেয়ে অন্য কোনো ভালোবাসা এত মহৎ হতে পারে না।
    • জর্জ বার্নাড শ (১৮৫৬-১৯৫০), আইরিশ নাট্যকার ও সমাজকর্মী, "ম্যান অ্যান্ড সুপারম্যান (১৯০৩)" নাটকের ১ম অঙ্কে বর্ণিত
  • নিকৃষ্টতম খাদ্য হলো ঐ অনুষ্ঠানের খাদ্য, যেখানে শুধু ধনীদের দাওয়াত দেয়া হয় এবং গরীবদের উপেক্ষা করা হয় ।
    • আবু দাউদঃ ৩৭৪২, আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে বর্ণিত
  • কেউ ভালোভাবে না খেয়ে থাকলে ভালোভাবে চিন্তা করতে পারে না, ভালোবাসতে পারে না, ভালো ঘুমাতে পারে না।
    • ভার্জিনিয়া উলফ, "এ রুম অফ ওয়ান'স ওউন (১৯২৯), অধ্যায়-১

বহিঃসংযোগ

[সম্পাদনা]