বিষয়বস্তুতে চলুন

হিল্ড হোলার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

হিল্ড হোলার (née Hilde Sofer, মঞ্চনাম হিল্ড হোলজার; ১৮ অক্টোবর ১৯০৫ – ২২ সেপ্টেম্বর ২০০১) ছিলেন একজন অস্ট্রীয় অভিব্যক্তিবাদী নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার এবং নৃত্য শিক্ষক। []

তিনি নাৎসি নির্যাতন থেকে পালিয়ে মুম্বই পালিয়ে চলে আসেন। [] ভারতের বিভাজন শেষে তিনি লন্ডনে যান। সেখানে তিনি অক্ষম শিক্ষার্থীদের শেখাতে থাকেন নাচ। তার পুত্রের ডাউন সিনড্রোম ছিল। তিনি ৫০ বছরেরও বেশি সময় ধরে ক্যামডেন শহরে নৃত্য শিখিয়েছিলেন। ২০০১ সালে তার মৃত্যুর পর থেকে তার আর্কাইভ ও এস্টেট তার মেয়ে দ্বারা পরিচালিত হয়েছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Obituary: Hilde Holger"the Guardian (ইংরেজি ভাষায়)। ২০০১-০৯-২৬। সংগ্রহের তারিখ ২০২২-০১-১৪ 
  2. Pascal, Julia (৮ মার্চ ২০০০)। "Adi Boman : Scientist on an unresolved search for a cancer cure"The Guardian। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১২