শেফিল্ড শীল্ড অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ঘরোয়া প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতার ট্রফিবিশেষ । এটি পুরা কাপ নামেও অভিহিত করা হয়। অস্ট্রেলিয়ায় এ ট্রফিটি সাংবার্ষিকভিত্তিতে ছয়টি রাজ্য ক্রিকেট দলসমূহের মধ্যে নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়ে থাকে। জয়, পরাজয়, ড্র ও টাইয়ের উপর নির্ভর করে পয়েন্ট সংখ্যা নির্ধারিত হয়। নিয়মিতভাবে চার-দিনের খেলায় দলগুলো একে-অপরের বিপক্ষে দ্বৈত রাউন্ড-রবিন লিগ পদ্ধতিতে দুইবার নিজ মাঠ-প্রতিপক্ষীয় মাঠে খেলে থাকে। শীর্ষস্থানীয় দুই দল চূড়ান্ত খেলায় পাঁচ দিনের খেলায় প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে মৌসুম শেষ করে। নিউ সাউথ ওয়েলস ক্রিকেট দল সর্বাধিক ৪৬বার শিরোপা জয় করেছে। বর্তমান শিরোপাধারী দল হচ্ছে ভিক্টোরিয়া ।
শেফিল্ড শিল্ড প্রতিযোগিতা প্রবর্তনের পূর্বে একগুচ্ছ আন্তঃউপনিবেশ ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে। ১৮৯১-৯২ মৌসুমে আর্ল অব শেফিল্ড ডব্লিউ. জি. গ্রেসের নেতৃত্বাধীন ইংরেজ দলের অস্ট্রেলিয়া সফরের উদ্যোক্তা ছিলেন। সফর শেষে লর্ড শেফিল্ড নিউ সাউথ ওয়েলস ক্রিকেট সংস্থাকে আন্তঃউপনিবেশ ক্রিকেট খেলা বার্ষিকভিত্তিতে আয়োজনের জন্য ১৫০ পাউন্ড স্টার্লিং প্রদান করেন।
১৮৯২-৯৩ মৌসুমের গ্রীষ্মে প্রথমবারের মতো নিউ সাউথ ওয়েলস , সাউথ অস্ট্রেলিয়া এবং ভিক্টোরিয়া দল প্রতিযোগিতায় অবতীর্ণ হয়েছিল। লর্ড শেফিল্ড এ ট্রফিটি দান করেছেন বিধায় তাঁর সম্মানার্থে ট্রফিটির নামকরণ করা হয়। ট্রফির নকশাকার ছিলেন ফিলিপ ব্ল্যাশকি নামীয় এক পোলীয় অভিবাসনকারী।[ ১] রূপা দিয়ে তৈরি এ শিল্ডটি ৪৩x ৩০-ইঞ্চি (৭৬০ মিমি) উচ্চতাবিশিষ্ট। প্রথম টেস্ট জয়ের ১৫ বছর পর এ প্রতিযোগিতার কথা ঘোষণা করা হয়।
১৯২৬-২৭ মৌসুমে কুইন্সল্যান্ড , ১৯৪৭-৪৮ মৌসুমে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া এবং ১৯৭৭-৭৮ মৌসুমে তাসমানিয়া দল এতে যুক্ত হয়।
ব্যবসায়িক চুক্তি ও নাম পরিবর্তন[ সম্পাদনা ]
১৯৯৯ সালে তৎকালীন অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড (বর্তমানে - ক্রিকেট অস্ট্রেলিয়া) ব্যবসায়িক চুক্তির কারণে শেফিল্ড শিল্ডের নাম পরিবর্তন করে পুরা মিল্ক কাপ রাখে। পরের মৌসুমেই তা পুরা কাপ নামে পরিচিত পায়।[ ২]
ফিলিপাইনভিত্তিক স্যান মিগুয়েল কর্পোরেশন কর্তৃক পরিচালিত ন্যাশনাল ফুডসের ব্রান্ড নাম হচ্ছে পুরা । বার্ষিক পুরস্কারের অর্থ মূল্য A$২২০,০০০ অস্ট্রেলীয় ডলার ধার্য্য করা হয়। তন্মধ্যে বিজয়ী দল A$৭৫,০০০ এবং রানার্স আপ দল A$৪৫,০০০ অস্ট্রেলীয় ডলার লাভ করে।
১৬ জুলাই, ২০০৮ তারিখে উইট-বিক্স ২০০৮-০৯ মৌসুমের প্রতিযোগিতায় চুক্তি সম্পাদন করে। তখন থেকেই শেফিল্ড শিল্ড বা শেফিল্ড শিল্ড প্রেজেন্টেড বাই উইট-বিক্স নামে পরিচিত হয়।[ ৩] ২০১১-১২ মৌসুমে বুপা প্রতিযোগিতায় ব্যবসায়িক চুক্তি সম্পাদন করে।
১৯৮২–৮৩ মৌসুমের প্রতিযোগিতার পূর্বে নিজ মাঠ ও প্রতিপক্ষের মাঠে কোন দলকে সর্বাধিক পয়েন্ট সংগ্রহের মাধ্যমে বিজয়ী ঘোষণা করা হতো। চূড়ান্ত খেলার প্রবর্তনের ফলে শীর্ষস্থানীয় দল নিজ মাঠে দ্বিতীয় স্থানের অধিকারী দলের সাথে পাঁচদিনের খেলায় অংশগ্রহণ করে। অতিথি দলকে চ্যাম্পিয়নশীপের শিরোপা লাভের জন্যে বিজয়ী হতে হয়। অন্যদিকে স্বাগতিক দলকে চ্যাম্পিয়নশীপের শিরোপা লাভের জন্যে টাই কিংবা ড্র করলেই চলবে। বিস্তারিত বিষয়াদি ক্রিকইনফো[ ৪] ও ক্রিকেটআর্কাইভে খেলার স্কোরকার্ডে উল্লেখ রয়েছে।[ ৫]
মৌসুম
বিজয়ী
দ্বিতীয় স্থান
তৃতীয় স্থান
১৮৯২-৯৩
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
১৮৯৩–৯৪
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
১৮৯৪-৯৫
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
১৮৯৫-৯৬
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৮৯৬-৯৭
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
১৮৯৭-৯৮
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
১৮৯৮-৯৯
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
১৮৯৯-১৯০০
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯০০-০১
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
১৯০১-০২
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯০২-০৩
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯০৩-০৪
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯০৪-০৫
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯০৫-০৬
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯০৬–০৭
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
১৯০৭-০৮
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
১৯০৮–০৯
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
১৯০৯-১০
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
১৯১০-১১
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
১৯১১-১২
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯১২-১৩
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
১৯১৩-১৪
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
১৯১৪-১৫
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
১৯১৫-১৬
প্রথম বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯১৬-১৭
প্রথম বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯১৭-১৮
প্রথম বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯১৮–১৯
প্রথম বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯১৯–২০
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯২০–২১
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯২১–২২
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
১৯২২-২৩
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯২৩-২৪
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
১৯২৪-২৫
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
১৯২৫-২৬
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
মৌসুম
বিজয়ী
দ্বিতীয় স্থান
তৃতীয় স্থান
চতুর্থ স্থান
১৯২৬-২৭
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
১৯২৭-২৮
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
১৯২৮-২৯
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
১৯২৯–৩০
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
১৯৩০-৩১
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
১৯৩১-৩২
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
১৯৩২-৩৩
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
১৯৩৩–৩৪
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
১৯৩৪–৩৫
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
১৯৩৫–৩৬
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
১৯৩৬-৩৭
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
১৯৩৭-৩৮
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
১৯৩৮-৩৯
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
নিউ সাউথ ওয়েলস
১৯৩৯–৪০
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
১৯৪০-৪১
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯৪১-৪২
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯৪২-৪৩
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯৪৩-৪৪
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯৪৪-৪৫
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯৪৫-৪৬
দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অনুষ্ঠিত হয়নি
১৯৪৬-৪৭
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দল ১৯৪৮ সালে শেফিল্ড শিল্ডে অন্তর্ভুক্ত হয়।
মৌসুম
বিজয়ী
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
পঞ্চম
১৯৪৭-৪৮
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
১৯৪৮–৪৯
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১৯৪৯-৫০
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
১৯৫০-৫১
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
১৯৫১-৫২
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১৯৫২-৫৩
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
১৯৫৩-৫৪
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১৯৫৪-৫৫
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
১৯৫৫-৫৬
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯৫৬-৫৭
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯৫৭-৫৮
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯৫৮-৫৯
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯৫৯-৬০
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
১৯৬০-৬১
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
১৯৬১-৬২
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১৯৬২–৬৩
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
১৯৬৩–৬৪
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১৯৬৪–৬৫
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
১৯৬৫-৬৬
নিউ সাউথ ওয়েলস
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
১৯৬৬-৬৭
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
১৯৬৭-৬৮
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
১৯৬৮-৬৯
সাউথ অস্ট্রেলিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
১৯৬৯-৭০
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
১৯৭০-৭১
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
১৯৭১–৭২
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
১৯৭২–৭৩
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
১৯৭৩-৭৪
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
নিউ সাউথ ওয়েলস
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯৭৪-৭৫
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
১৯৭৫–৭৬
সাউথ অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
১৯৭৬–৭৭
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
মৌসুম
বিজয়ী
দ্বিতীয়
তৃতীয়
চতুর্থ
পঞ্চম
ষষ্ঠ
১৯৭৭–৭৮
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
তাসমানিয়া
১৯৭৮–৭৯
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
তাসমানিয়া
১৯৭৯–৮০
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
তাসমানিয়া
১৯৮০–৮১
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
তাসমানিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯৮১–৮২
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
তাসমানিয়া
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
১৯৮২–৮৩
নিউ সাউথ ওয়েলস
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
তাসমানিয়া
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
১৯৮৩–৮৪
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
তাসমানিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
১৯৮৪–৮৫
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
তাসমানিয়া
১৯৮৫–৮৬
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
তাসমানিয়া
১৯৮৬–৮৭
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
তাসমানিয়া
১৯৮৭–৮৮
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
তাসমানিয়া
১৯৮৮–৮৯
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
নিউ সাউথ ওয়েলস
তাসমানিয়া
ভিক্টোরিয়া
১৯৮৯–৯০
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
তাসমানিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
১৯৯০–৯১
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
তাসমানিয়া
১৯৯১–৯২
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
তাসমানিয়া
১৯৯২–৯৩
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
তাসমানিয়া
ভিক্টোরিয়া
১৯৯৩–৯৪
নিউ সাউথ ওয়েলস
তাসমানিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
১৯৯৪–৯৫
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
তাসমানিয়া
১৯৯৫–৯৬
সাউথ অস্ট্রেলিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
তাসমানিয়া
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
১৯৯৬–৯৭
কুইন্সল্যান্ড
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
তাসমানিয়া
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯৯৭–৯৮
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
তাসমানিয়া
কুইন্সল্যান্ড
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
১৯৯৮–৯৯
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
তাসমানিয়া
নিউ সাউথ ওয়েলস
১৯৯৯–২০০০
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
তাসমানিয়া
নিউ সাউথ ওয়েলস
২০০০–০১
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
তাসমানিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
২০০১–০২
কুইন্সল্যান্ড
তাসমানিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
২০০২-০৩
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
তাসমানিয়া
২০০৩-০৪
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
তাসমানিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
২০০৪-০৫
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
তাসমানিয়া
২০০৫–০৬
কুইন্সল্যান্ড
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
তাসমানিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
২০০৬-০৭
তাসমানিয়া
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
২০০৭-০৮
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
তাসমানিয়া
সাউথ অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
২০০৮-০৯
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
সাউথ অস্ট্রেলিয়া
তাসমানিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
২০০৯-১০
ভিক্টোরিয়া
কুইন্সল্যান্ড
নিউ সাউথ ওয়েলস
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
তাসমানিয়া
সাউথ অস্ট্রেলিয়া
২০১০-১১
তাসমানিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
২০১১-১২
কুইন্সল্যান্ড
তাসমানিয়া
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
২০১২-১৩
তাসমানিয়া
কুইন্সল্যান্ড
নিউ সাউথ ওয়েলস
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
২০১৩-১৪
নিউ সাউথ ওয়েলস
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
সাউথ অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
তাসমানিয়া
ভিক্টোরিয়া
২০১৪-১৫
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
তাসমানিয়া
সাউথ অস্ট্রেলিয়া
২০১৫-১৬
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
তাসমানিয়া
২০১৬-১৭
ভিক্টোরিয়া
সাউথ অস্ট্রেলিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
কুইন্সল্যান্ড
তাসমানিয়া
২০১৭-১৮
কুইন্সল্যান্ড
তাসমানিয়া
ভিক্টোরিয়া
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
নিউ সাউথ ওয়েলস
সাউথ অস্ট্রেলিয়া
২০১৮-১৯
ভিক্টোরিয়া
নিউ সাউথ ওয়েলস
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
কুইন্সল্যান্ড
তাসমানিয়া
সাউথ অস্ট্রেলিয়া
প্রত্যেক মৌসুম শেষে শেফিল্ড শিল্ডের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার প্রদান করা হয়ে থাকে।[ ৬] ১৯৭৬ সালে এ পুরস্কার প্রবর্তনের পর থেকেই পুরো মৌসুমে সেরা ক্রীড়াশৈলী প্রদর্শনকারী খেলোয়াড়কে একদল বিচারকমণ্ডলী নির্বাচন করেন। ভিক্টোরিয়ান ও দক্ষিণ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ম্যাথু এলিয়ট সর্বাপেক্ষা বেশি পুরস্কার প্রাপক হয়েছেন। তিনি তিনটি পৃথক মৌসুমে বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হয়েছেন।
তিন রাজ্যের প্রতিনিধিত্বকারী খেলোয়াড়[ সম্পাদনা ]
খেলোয়াড়
সময়কাল
রাজ্য
খেলার সংখ্যা
গ্রেইম ওয়াটসন
১৯৬৪–৬৫ থেকে ১৯৭৬–৭৭
নিউ সাউথ ওয়েলস, ভিক্টোরিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
৬০
গ্যারি কোজিয়ার
১৯৭১–৭২ থেকে ১৯৮০–৮১
ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, কুইন্সল্যান্ড
৪৬
ট্রেভর চ্যাপেল
১৯৭২–৭৩ থেকে ১৯৮৪–৮৫
নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
৬৩
রড ম্যাককার্ড
১৯৮০–৮১ থেকে ১৯৮৪–৮৫
সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ভিক্টোরিয়া
৩৩
ডার্ক ওয়েলহাম
১৯৮০–৮১ থেকে ১৯৯১–৯২
নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, তাসমানিয়া
৯৯
কলিন মিলার
১৯৮৫–৮৬ থেকে ২০০১–০২
ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া
৮৪
মাইকেল বেভান
১৯৮৯–৯০ থেকে ২০০৬–০৭
সাউথ অস্ট্রেলিয়া, নিউ সাউথ ওয়েলস, তাসমানিয়া
১১৮
শেন ওয়াটসন
২০০০–০১ থেকে বর্তমান
তাসমানিয়া, কুইন্সল্যান্ড, নিউ সাউথ ওয়েলস
৮১
শেন জার্গেনসেন
১৯৯৯–২০০০ থেকে ২০০৩–০৪; ২০০৬–০৭
ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, তাসমানিয়া, কুইন্সল্যান্ড
২৩
আইডেন ব্লিজার্ড
২০০৭–০৮ থেকে ২০১২–১৩
ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া
২১
মাইকেল ক্লিঙ্গার
১৯৯৮–৯৯ থেকে বর্তমান
ভিক্টোরিয়া, সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া
১১২*
উৎস: A Century of Summers: 100 years of Sheffield Shield cricket, Geoff Armstrong, p. 278 . সর্বশেষ হালনাগাদ: ৩০ নভেম্বর, ২০০৮
অন্য ছয়জন খেলোয়াড় অস্ট্রেলিয়ার তিনটি রাজ্যদলের পক্ষে শীর্ষস্থানীয় ক্রিকেটে অংশ নিয়েছেন। তবে তারা শেফিল্ড শিল্ডে ঐ তিন দলের পক্ষে খেলেননি। তারা হলেন - নীল হক (সাউথ অস্ট্রেলিয়া, তাসমানিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া); ওয়াল্টার ম্যাকডোনাল্ড (কুইন্সল্যান্ড, তাসমানিয়া, ভিক্টোরিয়া); পার্সি ম্যাকডোনেল (নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, ভিক্টোরিয়া); কার্ল কুইস্ট (নিউ সাউথ ওয়েলস, সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া); গ্রেগ রোয়েল (নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, তাসমানিয়া); ওয়াল ওয়ামেসলি (নিউ সাউথ ওয়েলস, কুইন্সল্যান্ড, তাসমানিয়া)।
অবস্থান
রান
খেলোয়াড়
সময়কাল
১
১৩,৬৩৫ (২৬৬ ইনিংস)
ড্যারেন লেহম্যান (সাউথ অস্ট্রেলিয়া/ভিক্টোরিয়া)
১৯৮৭–৮৮ থেকে ২০০৭–০৮
২
১০,৮২১ (২৯৫ ইনিংস)
জ্যামি কক্স (তাসমানিয়া)
১৯৮৭–৮৮ থেকে ২০০৫–০৬
৩
১০,৬৪৩ (২৫৯ ইনিংস)
জ্যামি সিডন্স (ভিক্টোরিয়া/সাউথ অস্ট্রেলিয়া)
১৯৮৪–৮৫ থেকে ১৯৯৯–২০০০
৪
১০,৬২১ (২১১ ইনিংস)
মাইকেল বেভান (সাউথ অস্ট্রেলিয়া/নিউ সাউথ ওয়েলস/তাসমানিয়া)
১৯৮৯–৯০ থেকে ২০০৬–০৭
৫
১০,৪৭৪ (২৫৪ ইনিংস)
ব্র্যাড হজ (ভিক্টোরিয়া)
১৯৯৩–৯৪ থেকে ২০০৯–১০
উৎস: [৬] সর্বশেষ হালনাগাদ: ২৫ মার্চ, ২০১৫
অবস্থান
রান
খেলোয়াড়
গড়
মৌসুম
১
১,৫০৬ (১৭ ইনিংস)
সাইমন ক্যাটিচ (নিউ সাউথ ওয়েলস)
৯৪.১২
২০০৭–০৮
২
১,৪৬৪ (১৮ ইনিংস)
মাইকেল বেভান (তাসমানিয়া)
৯৭.৬০
২০০৪–০৫
৩
১,৩৮১ (২০ ইনিংস)
ম্যাথু এলিয়ট (ভিক্টোরিয়া)
৮১.২৩
২০০৩–০৪
৪
১,৩৫৮ (২০ ইনিংস)
অ্যাডাম ভোজেস (ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া)
১০৪.৪৬
২০১৪–১৫
৫
১,২৫৪ (১৮ ইনিংস)
গ্রাহাম ইয়ালপ (ভিক্টোরিয়া)
৬৯.৬৬
১৯৮২–৮৩
উৎস: [৭] সর্বশেষ হালনাগাদ: ৩১ মার্চ, ২০১৯
অবস্থান
গড়
খেলোয়াড়
সময়কাল
১
১১০.১৯ (৯৬ ইনিংস)
ডন ব্র্যাডম্যান (নিউ সাউথ ওয়েলস/সাউথ অস্ট্রেলিয়া)
১৯২৭–২৮ থেকে ১৯৪৮–৪৯
২
৮৩.২৭ (৭০ ইনিংস)
বিল পন্সফোর্ড (ভিক্টোরিয়া)
১৯২০–২১ থেকে ১৯৩৩–৩৪
৩
৭০.৮৮ (৯৫ ইনিংস)
অ্যালান কিপাক্স (নিউ সাউথ ওয়েলস)
১৯১৮–১৯ থেকে ১৯৩৫–৩৬
৪
৬৮.০০ (৮১ ইনিংস)
মন্টি নোবেল (নিউ সাউথ ওয়েলস)
১৮৯৩–৯৪ থেকে ১৯১৯–২০
৫
৬৭.০৩ (৬৪ ইনিংস)
বিল উডফুল (ভিক্টোরিয়া)
১৯২১–২২ থেকে ১৯৩৩–৩৪
যোগ্যতা: ২০ ইনিংস .
উৎস: [৮] সর্বশেষ হালনাগাদ: ৩১ মার্চ, ২০১৯
খেলোয়াড়ী জীবনে সর্বাধিক উইকেট[ সম্পাদনা ]
The History of the Sheffield Shield , Chris Harte
A Century of Summers: 100 years of Sheffield Shield cricket , Geoff Armstrong
A History of Australian Cricket 1993 , Chris Harte
জাতীয় সংস্থা জাতীয় দলসমূহ রাজ্য সংস্থা রাজ্য দল বিগ ব্যাশ লিগ নগর দলসমূহ প্রতিযোগিতাসমূহ সম্মাননা তালিকাসমূহ অন্যান্য
ফুটবল কোড অন্যান্য মহিলাদের