বিষয়বস্তুতে চলুন

মেহমেদ গরমেজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মেহমেদ গরমেজ
President of the Directorate of Religious Affairs
কাজের মেয়াদ
11 November 2010 – 31 July 2017
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬২ (বয়স ৬১–৬২)
নিজিপ, গাজিয়ানতেপ, তুর্কি
জাতীয়তাতুর্কিশ
দাম্পত্য সঙ্গীখাদিজা গরমেজ
সন্তান3
শিক্ষাAnkara University, Islamic Studies[]
ওয়েবসাইটhttp://www.mehmetgormez.com/

মেহমেদ গরমেজ (জন্ম 1959) সাবেক প্রেসিডেন্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয় (তুর্কি: Diyanet İşleri Başkanlığı নভেম্বর 2010 থেকে 31 জুলাই 2017 পর্যন্ত,[] এটা সবার কাছে দিয়ানত হিসেবে পরিচিত) এবং যেমন আইনত সর্বোচ্চ স্তর হিসাবে ইসলামিক স্কলার ইন তুরস্ক এবং উত্তর সাইপ্রাসের তুর্কি প্রজাতন্ত্র.

পটভূমি

[সম্পাদনা]

মেহমেদ গরমেজ ১৯৬২ সালে তুরস্কের গাজিআনতেপ শহরের নিজিপ এ এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার মাতামহ ছিলো তুর্কি, এবং পিতামহী কুর্দি।

তিনি ২০১০ সালের নভেম্বর থেকে ১০১৭ সাল পর্যন্ত দিয়ানতের প্রেসিডেন্ট ছিলেন। ১৯৮৭ সালে আঙ্কারা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্টাডিজ এ অনার্স সম্পন্ন করেন। অনার্স শেষ করার পর প্রখ্যাত হাদীস শাস্ত্রবিদ প্রফেসর ড. সাঈদ হাতীবওলুর অধীনে একই বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। তাঁর মাস্টার্সের থিসিস ছিলো, ‘মুসা জারুল্লাহ বিগিয়েফের চিন্তা ও দর্শন’। ১৯৯৪ সালে “সুন্নত ও হাদীস বুঝা এবং ব্যাখ্যা করার ক্ষেত্রে পদ্ধতিগত সমস্যা” এই বিষয়ের উপরপিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি 2006 সালে অধ্যাপক হন।

তিনি আহমেদ ইয়েসেভি বিশ্ববিদ্যালয়, হাজেত্তেপে বিশ্ববিদ্যালয় এবং আঙ্কারা বিশ্ববিদ্যালয়সহ অনেক বিশ্ববিদ্যালয়, ইন্সটিটিউট ও গবেষণা কেন্দ্রে শিক্ষকতা করেন। বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করার পাশাপাশি তিনি অন্যান্য ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করেন। যেমনÑইসলাম শিক্ষা গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার ক্ষেত্রে উল্লেখযোগ্য ভ‚মিকা রাখেন। তুরস্কের ইসলামী আন্দোলনের মহান নেতা প্রফেসর ড. নাজমুদ্দিন এরবাকনের সাথে দীর্ঘদিন কাজ করেন।

তিনি তুর্কি, আরবি, ইংরেজি,[] এই তিনটি ভাষায় কথা বলেন। তাঁর স্ত্রীর নাম খাদিজা গরমেজ। তাদের তিনটি সন্তান রয়েছে।

বাংলা ভাষায় অনূদিত তাঁর বইসমূহ

[সম্পাদনা]

১. সুন্নত ও হাদীস বুঝার মেথডোলজি।
২. ইসলামী জ্ঞানে উসূলের ধারা।
৩. বিশ্বায়নের যুগে ইসলাম, উম্মাহ এবং সভ্যতা।
৪. বিশ্বব্যাপী আখলাকী সংকট।


তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Diyanet İşleri Başlanlığı"। www.diyanet.gov.tr। ১৫ জুন ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. "Turkey's top cleric retires from his post"। Anadolu Agency। ৩১ জুলাই ২০১৭। 
  3. "Interview by Faruk Bildirici"Hürriyet। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১৯