মওজা বিনতে নাসের
এই নিবন্ধটি বিজ্ঞাপনের মত করে লেখা হয়েছে। (ফেব্রুয়ারি ২০২৩) |
মওজা বিনতে নাসের আল-মিসনাদ হলেন কাতার রাজ্যের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল সানির স্ত্রী ও বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ বিন খলিফা আলে সানির মা। [১] তিনি ১৯৮৬ সালে কাতার বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে বিএ করেছেন। তিনি দোহা ভিত্তিক আরব ডেমোক্রেসি ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের সভাপতিত্ব করেন। [২] তিনি কাতার ফাউন্ডেশন ফর এডুকেশন, সায়েন্স অ্যান্ড কমিউনিটি ডেভেলপমেন্টের পরিচালনা পর্ষদেরও সভাপতিত্ব করেন। [৩]
২০০৩ সালে জাতিসংঘের শিক্ষাগত, বৈজ্ঞানিক এবং সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো তাকে মৌলিক এবং উচ্চ শিক্ষার জন্য বিশেষ দূত হিসেবে নিযুক্ত করে এবং এই ক্ষমতায় তিনি শিক্ষার স্তরের উন্নতির লক্ষ্যে অনেক আন্তর্জাতিক প্রকল্পের প্রচার করেন। এখনো এটিকে বিভিন্ন অংশে উপলব্ধ করা হয়। ২০০৫ সালে তিনি জাতিসংঘের মহাসচিব কফি আনান কর্তৃক প্রতিষ্ঠিত জাতিসংঘের সভ্যতা জোটের উচ্চ-স্তরের গোষ্ঠীর একজন সদস্য হিসেবে নির্বাচিত হন ।
প্রারম্ভ ও শিক্ষা জীবন
[সম্পাদনা]মওজা নাসের বিন আবদুল্লাহ আল-মিসনাদের মেয়ে। তিনি ক্ষমতাসীন পরিবারদের বিরোধী কর্মী সুপরিচিত এবং তিনি বনি হাজারের মুহান্নাদ ইউনিয়নের প্রাক্তন সভাপতি। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ক্ষমতাচ্যুত সাবেক আমির আহমদ বিন আলী আলে সানি কর্তৃক প্রণীত নীতির বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করার জন্য ১৯৬৪ সালে নাসের ও সমগ্র মুহান্নাদ বংশ কুয়েতে স্ব-আরোপিত নির্বাসনে যান। [৪]
১৯৭৭ সালে নাসের অবিলম্বে তার পরিবারের সাথে কাতারে ফিরে আসেন। সেই বছর তার মেয়ে মওজা হামাদ বিন খলিফা আলে সানিকে বিয়ে করেছিলেন এবং তখন তিনি ক্রাউন প্রিন্স ছিলেন। [৫][৬] ১৯৮৬ সালে তিনি কাতার বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে বিএ ডিগ্রি অর্জন করেন এবং ২০০৩ সালে ভার্জিনিয়া কমনওয়েলথ বিশ্ববিদ্যালয় থেকে মানবিক পত্রে সম্মানসূচক ডক্টরেট পান।[৪]
পারিবারিক জীবন
[সম্পাদনা]তিনি ১৯৭৭ সালে কাতারের সাবেক আমির হামাদ বিন খলিফা আলে সানিকে বিয়ে করেন এবং তাদের সাতজন সন্তান রয়েছেন:
- শেখ জসিম ( আমিরের ব্যক্তিগত প্রতিনিধি )।
- শেখ তামিম বিন হামাদ ( কাতারের আমির )।
- শেখা আল মায়াসা ( কাতার জাদুঘর কর্তৃপক্ষের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান )।
- শেখা হিন্দ ( আমিরের অফিসের পরিচালক )।
- শেখ জায়ান ( কাতারি সশস্ত্র বাহিনীর একজন পদস্থ কর্মকর্তা )।
- শেখ মোহাম্মদ ( একজন দলনেতা )।
- শেখ খলিফা।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ السيرة الذاتية ضمن www.mozabintnasser.qa ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-১০-২০ তারিখে
- ↑ المؤسسة العربية للديمقراطية،المؤتمر-نت دخل في 20 ديسمبر 2010 ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৭-১২-০১ তারিখে
- ↑ قطر للتربية والعلوم وتنمية المجتمع، دخل في 20 ديسمبر 2010
- ↑ ক খ من هو ناصر المسند والد الشيخة موزة وقصة اعتقاله في قطر؟ ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-০২-০৭ তারিখে
- ↑ "Biography of Her Highness Sheikha Mozah Bint Nasser Abdullah al Missned"। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৫।
- ↑ "Backstory: The royal couple that put Qatar on the map"। كريسشان ساينس مونيتور। ৫ মার্চ ২০০৭। সংগ্রহের তারিখ ২৩ মে ২০১৫।