ভারতীয় সাহিত্য
অবয়ব
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত।(মে ২০১৯) |
ভারতীয় সাহিত্য |
---|
প্রাচীন |
প্রাথমিক মধ্যযুগীয় |
মধ্যযুগ থেকে প্রাক আধুনিক |
ভারতীয় সাহিত্য বলতে ১৯৪৭ সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশের সাহিত্য এবং পরবর্তীকালের ভারতীয় প্রজাতন্ত্রের সাহিত্যকে বোঝায়, যা ভারতীয় প্রজাতন্ত্রের 22 টি সরকারি ভাষায় রচিত।
ভারতীয় সাহিত্যের আদি কাজ গুলোর মধ্যে আদিতম হল মৌখিক সংস্কৃত সাহিত্য যার শুরু ঋগবেদ। ঋগবেদ ১৫০০-২০০০ খ্রিস্ট-পূর্বাব্দে রচিত পবিত্র স্তবগানের একটি সংকলন। সংস্কৃত মহাকাব্য রামায়ণ ও মহাভারত রচিত হয় খ্রিস্টের জন্মের দুই হাজার বছর আগে।