বোল-আউট
অবয়ব
বিশ্বকোষীয় পর্যায়ে যেতে এই নিবন্ধে আরো বেশি অন্য নিবন্ধের সাথে সংযোগ করা প্রয়োজন। |
আন্তর্জাতিক টি২০ ক্রিকেটে যখন কোন ম্যাচ টাই হয় তখন টাই ভাঙ্গার জন্য বর্তমানে সুপার ওভার সিস্টেম চালু আছে। কিন্তু পূর্বে এমনটা ছিলনা। ছিল বোল আউট সিস্টেম। নিয়মটা হলো, একজন বোলার বল করবেন আর একজন উইককেট কিপার থাকবেন। এইখানে কোনো ব্যাটসম্যান থাকবে না।বিশ্বকাপ টি২০ ২০০৭ এ ভারত ও পাকিস্থানের ম্যাচ ড্র হলে ম্যাব গড়ায় বোল আউট সিস্টেমে। সে ম্যাচে প্রথম বলটি করেন বীরেন্দর শেবাগ আর কিপিং করেন এমএস ধনি। সেবাগ সফল। পাকিস্থানের হয়ে প্রথম বলটি করেন ইয়াসির আরাফাত আর কিপিং করেন কামরান আকমল। আরাফাত বিফল। এরপর ভারতের হয়ে বল করেন হরভজন শিং এবং রবিন উথপা, তারা দুজনেই সফল। কিন্তু পাকিস্থানের পক্ষে বল করেন ওমর গুল ও শহীদ আফ্রিদি এনারাও বিফল হয়ে গেলে বিশ্ব ক্রিকেট এই প্রথম এমন ম্যাচ ৩-০ ফিগারের ফলাফল দেখতে পায়।