বিষয়বস্তুতে চলুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি
সভাপতিমোঃ শাহ আলম
সাধারণ সম্পাদকরুহিন হোসেন প্রিন্স
প্রতিষ্ঠা৬ মার্চ ১৯৪৮ (6 March 1948)
বিভক্তিপাকিস্তানের কমিউনিস্ট পার্টি
সদর দপ্তরমুক্তি ভবন, ২ কমরেড মনি সিংহ সড়ক, পুরানা পল্টন, ঢাকা, বাংলাদেশ ১০০০
ভাবাদর্শসাম্যবাদ,
মার্কসবাদ-লেনিনবাদ
আন্তর্জাতিক অধিভুক্তিকমিউনিস্ট ও ওয়ার্কার্স পার্টিসমূহের আন্তর্জাতিক সভা
আনুষ্ঠানিক রঙলাল
ওয়েবসাইট
http://www.cpbbd.org/
বাংলাদেশের রাজনীতি
রাজনৈতিক দল
নির্বাচন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সিপিবি হচ্ছে বাংলাদেশের একটি মার্কসবাদী–লেনিনবাদী রাজনৈতিক দল। এটি অবিভক্ত ভারতের কমিউনিস্ট পার্টির উত্তরাধিকার বহন করে। ভারত বিভাজনের পর ১৯৪৮ সালের ৬ই মার্চ দলটি পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি হিসেবে প্রতিষ্ঠিত হয়। সমাজতন্ত্র প্রতিষ্ঠার চূড়ান্ত লক্ষ্যকে সামনে রেখে জন্মলগ্ন থেকেই এ পার্টি আপোষহীনভাবে অসাম্প্রদায়িকতা, গণতন্ত্র ও মেহনতি মানুষের মুক্তির লক্ষ্যে প্রতিনিয়ত সংগ্রাম করে যাচ্ছে। বাংলাদেশের মুক্তিযুদ্ধে এ পার্টির বীরত্বপূর্ণ অবদান রয়েছে। ন্যাপ-ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির বিশেষ গেরিলা বাহিনীর প্রায় ১৯ হাজার মুক্তিযোদ্ধা ১৯৭১ এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে। [তথ্যসূত্র প্রয়োজন] এ পার্টির নেতা কমরেড মণি সিং মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন।

নীতি ও কৌশলসমূহ

[সম্পাদনা]

মতাদর্শ : মার্কসবাদ-লেনিনবাদ

লক্ষ্য : সমাজতন্ত্র-সাম্যবাদ

কৌশল : সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন

গঠনের ইতিহাস

[সম্পাদনা]
ময়মনসিংহ শহরে সিপিবি এবং বাসদের সম্মিলিত মিছিল

১৯৪৮ সালের ২৮শে ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত কলকাতায় ভারতের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসের সিদ্ধান্ত অনুসারে কংগ্রেসে আগত পাকিস্তানের প্রতিনিধিরা স্বতন্ত্রভাবে এক বৈঠকে মিলিত হয়ে ৯ সদস্যবিশিষ্ট পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন করেন। এই কমিটিতে ছিলেন সাজ্জাদ জহির, খোকা রায়, নেপাল নাগ, জামাল উদ্দিন বুখারি, আতা মোহাম্মদ, মণি সিংহ, কৃষ্ণবিনোদ রায়মনসুর হাবিবউল্ল্যাসাজ্জাদ জহির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হন। পাকিস্তানের পার্টি দুর্বল বিধায় এই পার্টিকে পরিচালনা করার জন্য সিপিআইয়ের পক্ষ থেকে ভবানী সেনকে দায়িত্ব দেয়া হয়। পাকিস্তানের কমিউনিস্ট পার্টি বা পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির রাজনীতি ছিলো কলকাতায় অনুষ্ঠিত সিপিআইয়ের দ্বিতীয় কংগ্রেসে গৃহীত রাজনীতিই। আলাদাভাবে বিশেষ কোনো রণনীতি বা রণকৌশল গ্রহণ করা হয়নি। নবগঠিত পাকিস্তানে স্লোগান তোলা হয়, ইয়ে আজাদী ঝুটা হ্যায়, লাখো ইনসান ভুখা হ্যায়, সশস্ত্র সংগ্রাম গড়ে তুলে এই সরকার হঠাও।[]

পার্টির কংগ্রেসসমূহ

[সম্পাদনা]

১৯৪৭ সালে দেশ ভাগের পূর্ব পর্যন্ত বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ভারতের কমিউনিস্ট পার্টির অংশ হিসাবে কর্মকাণ্ড পরিচালনা করতো। ১৯৪৭ সালে দেশ ভাগের পরপরই পার্টির বঙ্গীয় প্রাদেশিক কমিটির অধীনে পূর্ববঙ্গে (নববগঠিত পূর্ব পাকিস্তান) কাজকর্ম পরিচালনার জন্য একটি আঞ্চলিক কমিটি (জোনাল কমিটি) গঠন করা হয়। এই জোনাল কমিটিই ১৯৪৮ সালের মার্চ মাসে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন হওয়ার আগে পর্যন্ত দায়িত্ব পালন করে। ১৯৪৭ সালে গঠিত জোনাল কমিটির নেতারা ছিলেন-

১. খোকা রায় (সুধীন রায়)- সম্পাদক, (তিনি আগে থেকেই বঙ্গীয় প্রাদেশিক কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য), ২. মণি সিংহ, ৩. নেপাল নাগ, ৪. ফনী গুহ, ৫. শেখ রওশন আলী, ৬. মুনীর চৌধুরী, ৭. চিত্তরঞ্জন দাস

১৯৪৮ সালের মার্চ মাসে ভারতের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেসে পাকিস্তানের জন্য পার্টির পৃথক কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। কংগ্রেসে সমবেত প্রতিনিধিদের মধ্যে যারা পাকিস্তান ভূ-খণ্ডের অধিবাসী, ওই ভূ-খণ্ডের পার্টির কাজে নিয়োজিত থাকবেন এবং আরো ২/৪ জন আমন্ত্রিত প্রতিনিধি ১৯৪৮ সালের ৬ মার্চ পৃথকভাবে সভায় মিলিত হন। সেখানেই পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠন করা হয় এবং সেই পার্টির কেন্দ্রীয় কমিটি নির্বাচিত করা হয়। এ কমিটি নেতারা হলেন

১. সাজ্জাদ জহির- সাধারণ সম্পাদক এবং পলিটব্যুরোর সদস্য, ২. খোকা রায় (পলিটব্যুরোর সদস্য), ৩. কৃষ্ণ বিনোদ রায় (পলিটব্যুরোর সদস্য), ৪. মণি সিংহ, ৫. নেপাল নাগ, ৬. মনসুর হাবিব, ৭. জামালউদ্দিন বুখারী, ৮. মোহাম্মদ ইব্রাহিম, ৯. মোহাম্মদ আতা

১৯৪৮ সালের ৬ মার্চ অনুষ্ঠিত প্রতিনিধিদের বৈঠকে পাকিস্তানের কমিউনিস্ট পার্টি গঠন এবং তার কেন্দ্রীয় কমিটি নির্বাচন করার সঙ্গে সঙ্গে পার্টির পূর্ববঙ্গ (পূর্ব পাকিস্তান) প্রাদেশিক কমিটি গঠন করা হয়। সেই কমিটির নেতারা হলেন

১. খোকা রায়- সম্পাদক, ২. মণি সিংহ, ৩. নেপাল নাগ, ৪. বারীন দত্ত, ৫. মনসুর হাবিব, ৬. কৃষ্ণ বিনোদ রায়, ৭. ফনী গুহ, ৮. প্রমথ ভৌমিক, ৯. অবনী বাগচী, ১০. মুকুল সেন, ১১. মারুফ হোসেন, ১২. পূর্ণেন্দু দস্তিদার, ১৩. ইয়াকুব মিয়া, ১৪. আব্দুল কাদের চৌধুরী, ১৫. অমূল্য লাহিড়ী

১৯৪৮-৫০ সালের মধ্যে পূর্ববঙ্গে (পূর্ব পাকিস্তান) একাধিক স্বল্পকালীন অস্থায়ী প্রাদেশিক কমিটি গঠন করা হয়। স্বল্পকালীন এসব অস্থায়ী প্রাদেশিক কমিটিতে এক সময় শেখ রওশন আলী, আরেক সময় আলতাব আলী, ১৯৫০ সালে নেপাল নাগ প্রমুখকে সম্পাদকের দায়িত্ব দিয়ে প্রাদেশিক কমিটি কয়েকবার পুনঃগঠিত করা হয়। এর মূল কারণ হলো, এ সময় পার্টির বামহঠকারী লাইনের প্রতিফলন ঘটিয়ে পার্টির সর্বস্তরের কমিটিতে পরিবর্তন সাধন করা হয়। এক্ষেত্রে ‘বাম হঠকারীদের বাদ দিয়ে কমিটি গঠন করতে হবে’ ইত্যাদি নানা ফর্মুলা অনুসরণ করা হয়। বাম-হঠকারী লাইন থেকে পরে আবার ‘হঠকারীবাদীদের দিয়ে কমিটি করতে হবে’, ‘পার্টিকে ঐক্যবদ্ধ রাখতে পারে এ ধরনের কমরেডদের নেতৃত্বে কমিটি গঠন করতে হবে’- ইত্যাদি ফর্মুলাগুলো সে সময় অনুসরণ করা হয়। একপর্যায়ে ১৯৪৯ সালে নিম্নলিখিত তিনজন কমরেডকে নিয়ে অস্থায়ী প্রাদেশিক কমিটি গঠন করা হয়। যার নেতারা ছিলেন

১. শেখ রওশন আলী - সম্পাদক, ২. আলতাব আলী, ৩. আব্দুল বারী (রেল শ্রমিক)।

বাম-হঠকারী লাইন আনুষ্ঠানিকভাবে পরিত্যাগ করে একপর্যায়ে পার্টির অগ্রযাত্রার সুস্থির পটভূমিতে ১৯৫১ সালে অনুষ্ঠিত প্রাদেশিক কমিটি নির্বাচিত করা হয়। সেই কমিটির নেতারা ছিলেন ১. মণি সিংহ- সাধারণ সম্পাদক এবং সম্পাদকমণ্ডলী সদস্যরা ছিলেন ২. বারীণ দত্ত, ৩. নেপাল নাগ, ৪. সুখেন্দু দস্তিদার, ৫. খোকা রায় সদস্যরা ছিলেন ৬. শেখ রওশন আলী, ৭. শহীদুল্লাহ কায়সার, ১০. শচীন বোস

প্রথম কংগ্রেস

[সম্পাদনা]

১৯৫৬ সালে অনুষ্ঠিত প্রাদেশিক সম্মেলনে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক কমিটি নির্বাচিত করা হয়। সেই কমিটির নেতারা হলেন-

১. মণি সিং - সাধারণ সম্পাদক এবং সম্পাদকমণ্ডলীর সদস্যরা ছিলেন ২. খোকা রায়, ৩. নেপাল নাগ, ৪. বারীণ দত্ত, ৫. অনিল মুখার্জি সদস্যরা ছিলেন ৬. শহীদুল্লাহ কায়সার, ৭. সুখেন্দু দস্তিদার, ৮. মোহাম্মদ তোয়াহা, ৯. আমজাদ হোসেন, ১০. অমিয় দাস, ১১. কুমার মিত্র, ১২. মোহাম্মদ ফরহাদ

১৯৬৮ সালের অক্টোবর মাসে পার্টির পূর্ব পাকিস্তান প্রাদেশিক সম্মেলনে মিলিত হয়ে প্রতিনিধি কমরেডগণ এই প্রাদেশিক সম্মেলনকে পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টির প্রথম কংগ্রেস হিসেবে ঘোষণা করেন। ‘পূর্ব পাকিস্তানের কমিউনিস্ট পার্টি’র কেন্দ্রীয় কমিটি নির্ধারণ করেন। কমিটির নেতারা হলেন,

১. বারীণ দত্ত- সাধারণ সম্পাদক এবং সম্পাদকমণ্ডলীর সদস্য। সম্পাদকমণ্ডলীর অন্যান্য সদস্যরা হলেন- ২. খোকা রায়, ৩. অনিল মুখার্জি, ৪. মোহাম্মদ ফরহাদ

সদস্যরা হলেন ৫. মণি সিংহ, ৬. জ্ঞান চক্রবর্তী, ৭. আমজাদ হোসেন, ৮. বরুণ রায়, ৯. নুরুল ইসলাম মুন্সি, ১০. অধ্যাপক মোজাফফর আহমদ @ মান্নান (ছদ্মনাম), ১১. হামিদ (ছদ্মনাম)।

দ্বিতীয় কংগ্রেস

[সম্পাদনা]

১৯৭৩ সালের ৪-৯ ডিসেম্বর অনুষ্ঠিত হয় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির দ্বিতীয় কংগ্রেস। কংগ্রেসে কমরেড মণি সিংহকে সভাপতি ও কমরেড ফরহাদকে সাধারণ সম্পাদক করে সিপিবির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

তৃতীয় কংগ্রেস

[সম্পাদনা]

তৃতীয় কংগ্রেস অনুষ্ঠিত হয় ১৯৮০ সালের ২৪-২৮ ফেব্রুয়ারি। এ সম্মেলনে কমরেড মণি সিংহকে সভাপতি ও কমরেড মোহাম্মদ ফরহাদকে সাধারণ সম্পাদক পদে পুনঃনির্বাচিত করা হয়।

চতুর্থ কংগ্রেস

[সম্পাদনা]

১৯৮৭ সালের ৭-১১ এপ্রিল অনুষ্ঠিত হয় পার্টির চতুর্থ কংগ্রেস। এই সম্মেলনে কমরেড মোহাম্মদ ফরহাদকে সাধারণ সম্পাদক ও সাইফুদ্দিন আহমেদ মানিককে সহ-সাধারণ সম্পাদক করে সিপিবির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। এই কংগ্রেসের মাধ্যমেই গঠন করা হয় কন্ট্রোল কমিশন।

পঞ্চম কংগ্রেস

[সম্পাদনা]

১৯৯১ সালের ৩-৮ অক্টোবর অনুষ্ঠিত হয় পার্টির পঞ্চম কংগ্রেস। এ কংগ্রেসে সাইফুদ্দিন আহমেদ মানিককে সভাপতি ও নুরুল ইসলাম নাহিদকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সোভিয়েত ইউনিয়নের বিপর্যয়ের পর ১৯৯৩ সালের ১৫ জুন অনুষ্ঠিত হয় সিপিবির বিশেষ জাতীয় সম্মেলন (বিশেষ কংগ্রেস)। এই কংগ্রেসে সহিদুল্লাহ চৌধুরীকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

ষষ্ঠ কংগ্রেস

[সম্পাদনা]

১৯৯৫ সালের ৭-৮ এপ্রিল অনুষ্ঠিত হয় পার্টির ষষ্ঠ কংগ্রেস। কংগ্রেসে সহিদুল্লাহ চৌধুরীকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক করে পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।

সপ্তম কংগ্রেস

[সম্পাদনা]

১৯৯৯ সালের ৭-৯ মার্চ অনুষ্ঠিত হয় সিপিবির সপ্তম কংগ্রেস। কংগ্রেসে মনজুরল আহসান খানকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পার্টির কেন্দ্রীয় কমিটি গঠন করে।

অষ্টম কংগ্রেস

[সম্পাদনা]

পার্টির অষ্টম কংগ্রেস অনুষ্ঠিত হয় ২০০৩ সালের ৬-৯ মে। কংগ্রেসে পুনরায় মনজুরুল আহসান খানকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পার্টির কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

নবম কগ্রেস

[সম্পাদনা]

পার্টির নবম কগ্রেস হয় ২০০৮ সালের ৭-৯ আগস্ট রাজধানী মহানগর নাট্যমঞ্চে। কংগ্রেসে পুনরায় মনজুরুল আহসান খানকে সভাপতি ও মুজাহিদুল ইসলাম সেলিমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে পার্টির কেন্দ্রীয় কমিটি গঠিত হয়।

দশম কংগ্রেস

[সম্পাদনা]

সিপিবির দশম কংগ্রেস অনুষ্ঠিত হয় ২০১২ সালের ১১-১৩ অক্টোবর রাজধানীর মহানগর নাট্যমঞ্চে। কংগ্রেসে মুজাহিদুল ইসলাম সেলিমকে সভাপতি ও সৈয়দ আবু জাফর আহমদকে সাধারণ সম্পাদক করে সিপিবি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়।[]

একাদশ কংগ্রেস

[সম্পাদনা]

একাদশ কংগ্রেস অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২৮-৩১ অক্টোবর। ২৮ অক্টোবর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এরপর মহানগর নাট্যমঞ্চে কংগ্রেসের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কংগ্রেসে পুনরায় মুজাহিদুল ইসলাম সেলিমকে সভাপতি ও সৈয়দ আবু জাফর আহমদকে সাধারণ সম্পাদক করে সিপিবি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। পরবর্তীতে সৈয়দ আবু জাফর আহমদ স্বাস্থ্যগত কারণে অব্যাহতি নিলে মোঃ শাহ আলম দলের সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন।[][]

দ্বাদশ কংগ্রেস

[সম্পাদনা]

সর্বশেষ দ্বাদশ কংগ্রেস অনুষ্ঠিত হয় ২০২২ সালের ২৫-২৮ ফেব্রুয়ারি। মহানগর নাট্যমঞ্চে কংগ্রেসের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। কংগ্রেসে মোঃ শাহ আলম কে সভাপতি ও রুহিন হোসেন প্রিন্সকে সাধারণ সম্পাদক করে সিপিবি কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। [][]

উল্লেখযোগ্য সদস্যবৃন্দ

[সম্পাদনা]

নির্বাচনে অংশগ্রহণ

[সম্পাদনা]

জাতীয় সংসদ নির্বাচন

[সম্পাদনা]
ক্রমিক নির্বাচন অংশগ্রহণ (আসন) জয়লাভ নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্তভোট শতাংশ
প্রথম প্রথম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৭৩ ৩,৫২,০৫,৬৪২ ১,৯৩,২৯,৬৮৩ -- --
দ্বিতীয় দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৭৯ -- -- ১,৯৬,৭৬,১২৪ -- --
তৃতীয় তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৬ ৪,৭৮,৭৬,৯৭৯ ২,৮৯,০৩,৮৫৯ ২,৫৯,৭২৮ ০.৯
চতুর্থ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৮ বর্জন -- -- -- -- --
পঞ্চম পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯১ ৪৯ ৬,২১,৮১,৭৪৩ ৩,৪৪,৭৭,৮০৩ ৪,০৭,৫১৫ ১.৯
ষষ্ঠ ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, ফেব্রুয়ারি ১৯৯৬ বর্জন -- -- -- -- --
সপ্তম সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, জুন ১৯৯৬ ৩৬ ৫,৬৭,১৬,৯৩৫ ৪,২৮,৮০,৫৭৬ ৪৮,৫৪৯ ০.১১
অষ্ঠম অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, ২০০১ ৬৪ ৭,৪৯,৪৬,৩৬৪ ৫,৬১,৮৫,৭০৭ ৫৬,৯৯১ ০.১০
নবম নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ ৩৭ ৮,১০,৮৭,০০৩ ৭,০০,১২,১৯১ ৪২,৩৩১ ০.০৬
দশম দশম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪ বর্জন -- -- -- -- --

নির্বাচন বর্জনঃ চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৮, ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন, ফেব্রুয়ারি ১৯৯৬, দশম জাতীয় সংসদ নির্বাচন, ২০১৪

নির্বাচিত সংসদ সদস্যদের নাম

[সম্পাদনা]

তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন, ১৯৮৬ []

ক্রমিক নির্বাচিত সদস্য সংসদীয় আসন (ক্রমিক নং) সংসদীয় আসন (এলাকা) নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ
মোহাম্মদ ফরহাদ পঞ্চগড়-২
মোঃ দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২
প্রসুন কান্তি রায় ২২৩ সুনামগঞ্জ-১

পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯১ []

ক্রমিক নির্বাচিত সদস্য সংসদীয় আসন (ক্রমিক নং) সংসদীয় আসন (এলাকা) নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ
মোঃ মোজাহার হুসেন ০২ পঞ্চগড়-২ ১,৭৯,০০৯ ১,০৮,১৪৬ ৪২,৩৩৫ ৩৯.১৫
মোঃ দবিরুল ইসলাম ০৪ ঠাকুরগাঁও-২ ১,৪৭,৩১৭ ৯৬,৪৮৯ ৪৬,৪৫২ ৪৮.১৪
মোঃ সামসুদ্দোহা ১৩ নীলফামারী-২ ১,৬৭,০৯৩ ১,০৫,০৯৮ ৩৫,২১৬ ৩৩.৫১
নজির হোসেন ২২৩ সুনামগঞ্জ-১ ২,৪৯,৫৬২ ১,১৯,৫৩৩ ৪৪,১১৭ ৩৬.৯১
মোঃ ইউসুফ ২৮৫ চট্টগ্রাম-৭ ১,৫৯,১৯৫ ৮৫,৯২৩ ৩৪,৬১৫ ৪০.২৯

অংশগ্রহণকারী নেতৃত্বের তালিকা

[সম্পাদনা]

পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন, ১৯৯১

ক্রমিক অংশগ্রহণকারী সংসদীয় আসন (ক্রমিক নং) সংসদীয় আসন (এলাকা) নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
মোঃ মোজাহার হুসেন ০২ পঞ্চগড়-২ ১,৭৯,০০৯ ১,০৮,১৪৬ ৪২,৩৩৫ ৩৯.১৫ ১ম
মোঃ দবিরুল ইসলাম ০৪ ঠাকুরগাঁও-২ ১,৪৭,৩১৭ ৯৬,৪৮৯ ৪৬,৪৫২ ৪৮.১৪ ১ম
মোঃ সামসুদ্দোহা ১৩ নীলফামারী-২ ১,৬৭,০৯৩ ১,০৫,০৯৮ ৩৫,২১৬ ৩৩.৫১ ১ম
শাহ মোঃ আব্দুল হাকিম ২২ রংপুর-৪ ২,৪০,৩৬৭ ১,৬০,৭৫৪ ৮২ ০.০৫ ১২তম
মোঃ আহম্মদ আলী ২৩ রংপুর-৫ ২,৩০,৯৬৫ ১,৪১,৫৫৭ ৪০৮ ০.২৯ ৬ষ্ঠ
মোঃ আব্দুল হাই ২৫ কুড়িগ্রাম-১ ২,৫৯,৮০৬ ১,১৯,৭৫৬ ৪৭৭ ০.৪ ৭ম
হারুন অর রশীদ লাল ২৬ কুড়িগ্রাম-২ ২,৭৬,৯৭৩ ১,৩৯,৭৬২ ৪১৬ ০.৩ ১২ম
মোঃ গোলাম হায়দার ২৮ কুড়িগ্রাম-৪ ১,৮৪,১৭৩ ৭৫,২৭২ ২৬৩ ০.৩৫ ১১তম
মোঃ আমিনুল হক (বাবলু) ৩৪ জয়পুরহাট-১ ২,৩৩,২৪৭ ১,৫৫,৫১৮ ১,৮৯২ ১.২২ ৫ম
১০ মোঃ আব্দুল রাজ্জাক ৪১ বগুড়া-৬ ২,৭৩,৩৪৭ ১,৭৬,০৩২ ৮২৩ ০.৪৭ ৭ম
১১ শেখ ওহিদুর রহমান ৫১ নওগাঁ-৬ ১,৮০,০০৭ ১,৩২,৯৬৯ ৪৬,৭৮০ ৩৫.১৮ ২য়
১২ মোঃ ইব্রাহীম হোসেন ৫৪ রাজশাহী-৩ ২,২৪,৪৬০ ১,৫৪,৩৮০ ১৪,৮৯১ ৯.৬৫ ৪র্থ
১৩ ডাঃ সদর উদ্দিন আহমেদ ৫৫ রাজশাহী-৪ ১,৬১,২১৮ ১,২৩,৮৪১ ১,৩২৫ ১.০৭ ৫ম
১৪ মোঃ জসিম উদ্দিন মন্ডল ৭১ পাবনা-৪ ২,০৮,৮৯৩ ১,৪৩,৬৪৩ ১০২ ০.০৭ ৯ম
১৫ জাহিদুন্নবী কালু ৮১ ঝিনাইদহ-১ ১,৮০,৬৮৭ ১,২৯,৬৫১ ১৬১ ০.১২ ৮ম
১৬ অচিন্ত্য বিশ্বাস ৯৯ খুলনা-১ ১,৪১,৭৩৩ ৯৪,০০৪ ২১,৬৬৮ ২৩.০৫ ২য়
১৭ এম ফিরোজ আহমেদ ১০০ খুলনা-২ ১,৮৩,৬২৭ ৯৩,৫১৯ ১,৪০৫ ১.৫ ৭ম
১৮ মোঃ শামীম মিয়া ১১৬ পটুয়াখালী-৪ ১,৫৫,৯৩৮ ৭৭,৩৯৮ ৯৫ ০.১২ ১২তম
১৯ নাজমুল আহসান (মিজান) ১২৩ বরিশাল-৩ ২,১৩,২৫২ ৮০,৪৮৭ ২১১ ০.২৬ ১১তম
২০ শ্রী সরোজ বন্ধু দেব ১৩৩ টাঙ্গাইল-১ ১,৮৪,৪২২ ৯৭,৪৪০ ৮১২ ০.৮৩ ৬ষ্ঠ
২১ শ্রী কার্তিক চন্দ্র ১৩৫ টাঙ্গাইল-৩ ১,৯৮,৯৭৬ ১,১৯,৭৬৯ ৫১৯ ০.৪৩ ৩য়
২২ এ্যাড. জোয়াদ আল মালুম ১৩৭ টাঙ্গাইল-৫ ৩,৩৩,১৫৫ ১,৯২,৮৫১ ৩০০ ০.১৬ ১২তম
২৩ মোঃ দাউদুল ইসলাম ১৩৮ টাঙ্গাইল-৬ ১,৬৭,৯৯৭ ৮৪,৫৮২ ১,২২৭ ১.৪৫ ৮ম
২৪ খ. নুরুর রহমান সেলিম ১৩৯ টাঙ্গাইল-৭ ২,০২,৫১৬ ১,১৮,৫০২ ৩৯৭ ০.৩৪ ৭ম
২৫ শামসুল বারী ১৫৭ ময়মনসিংহ-৯ ১,৯৩,৩৬৫ ৮০,৩৮৯ ২৫৬ ০.৩২ ১২তম
২৬ ছবি বিশ্বাস ১৬১ নেত্রকোণা-১ ২,১০,৭৯৮ ১,০৩,১১১ ৩,৯১৮ ৩.৮ ৪র্থ
২৭ বজ্র গোপাল সরকার ১৬৪ নেত্রকোণা-৪ ২,১২,৪৮২ ১,২১,১৪৬ ৩,১৯১ ২.৬৩ ৩য়
২৮ শাহ্ মোঃ আজিজুল হক ১৬৭ কিশোরগঞ্জ-৩ ১,৮৫,৬১৮ ১,০৯,০৯৪ ১৩৩ ০.১২ ৬ষ্ঠ
২৯ মোঃ আমিরুল ইসলাম ১৬৮ কিশোরগঞ্জ-৪ ২,১৭,২১৩ ১,০৭,৩০৪ ৪৪৬ ০.৪২ ৬ষ্ঠ
৩০ নুরুল ইসলাম ১৭০ কিশোরগঞ্জ-৬ ১,৮০,২৫২ ১,০৪,৭২০ ৯৮৪ ০.৯৪ ১১তম
৩১ এ রহমান দর্জি মিনু ১৭২ মানিকগঞ্জ-১ ১,৭৭,৭৮২ ৯৯,৪১৯ ১,২৭৭ ১.২৮ ১০ম
৩২ আজহারুল ইসলাম আরজু ১৭৪ মানিকগঞ্জ-৩ ১,৯৮,২৪৩ ১,২৬,০৪৫ ৬,৭৯৭ ৫.৩৯ ৪র্থ
৩৩ সাইফুদ্দিন আহমেদ মানিক ১৮৩ ঢাকা-৪ ২,৮১,৮১২ ১,১৭,৭১৪ ৪২,৪৫৪ ৩৬.০৭ ২য়
৩৪ মুজাহিদুল ইসলাম সেলিম ১৯১ ঢাকা-১২ ২,০৫,২৯০ ১,২১,৬৮৬ ২,২৮২ ১.৮৮ ৬ষ্ঠ
৩৫ মোঃ শহীদুল্লাহ ১৯৬ গাজীপুর-৪ ১,৭৪,৯৭৯ ১,০৪,৭৬৪ ২১৬ ০.২১ ৭ম
৩৬ মোঃ মতিউর রহমান ২০০ নরসিংদী-৪ ২,২৯,০৪২ ১,৩৩,৬০৬ ৫২৫ ০.৩৯ ৮ম
৩৭ মোঃ হাফিজুল ইসলাম ২০৩ নারায়ণগঞ্জ-২ ১,৬৭,৭১২ ১,১২,৩২৬ ১২৩ ০.১১ ৭ম
৩৮ মন্টু ঘোষ ২০৬ নারায়ণগঞ্জ-৫ ২,২৬,১৯৭ ১,২৬,৮১৯ ২৯৬ ০.২৩ ৮ম
৩৯ ইঞ্জিনিয়ার মোঃ আবুল কাশেম ২১৫ গোপালগঞ্জ-২ ২,৫৪,৫৯৩ ১,২২,৭৩১ ১,৪২৫ ১.১৬ ৬ষ্ঠ
৪০ নজির হোসেন ২২৩ সুনামগঞ্জ-১ ২,৪৯,৫৬২ ১,১৯,৫৩৩ ৪৪,১১৭ ৩৬.৯১ ১ম
৪১ মোঃ আব্দুল মালেক ২২৮ সিলেট-১ ২,৯০,৭৪৬ ১,১৭,০৫৪ ১৪১ ০.১২ ১২তম
৪২ নুরুল ইসলাম নাহিদ ২৩৩ সিলেট-৬ ২,৬০,৬১০ ১,২৫,৯০৮ ৩৩,৩৩২ ২৬.৪৭ ২য়
৪৩ সোমেশ রঞ্জন রায় ২৪৪ ব্রাহ্মণবাড়ীয়া-৩ ৩,২১,৯১৫ ১,৭৬,৪০৬ ৪৮২ ০.২৭ ৭ম
৪৪ মোঃ জিয়াউদ্দিন আহমেদ চৌধুরী ২৬৭ ফেনী-২ ২,৭৬,২৬৮ ১,১১,৩০৫ ৩১১ ০.২৮ ১০ম
৪৫ নুরুল ইসলাম এম এ ২৭১ নোয়াখালী-৩ ১,৩৪,৬৭৮ ৫১,১৮৯ ১০,০৮২ ১৯.৭ ২য়
৪৬ শফিকুল মওলা ২৮১ চট্টগ্রাম-৩ ১,৬৭,২২২ ৮৫,৬৪৭ ৩৩২ ০.৩৯ ৫ম
৪৭ মোঃ ইউসুফ ২৮৫ চট্টগ্রাম-৭ ১,৫৯,১৯৫ ৮৫,৯২৩ ৩৪,৬১৫ ৪০.২৯ ১ম
৪৮ মনোয়ার আহমেদ ২৮৮ চট্টগ্রাম-১০ ২,১৩,১৫১ ১,১০,৩৫১ ৮৯ ০.৮৯ ১১তম
৪৯ শাহ্ আলম ২৮৯ চট্টগ্রাম-১১ ১,৮৭,১৩০ ১,১০,৩৪৩ ১,৪৩৬ ১.৩ ৬ষ্ঠ

সপ্তম জাতীয় সংসদ নির্বাচন, জুন ১৯৯৬

ক্রমিক অংশগ্রহণকারী সংসদীয় আসন (ক্রমিক নং) সংসদীয় আসন (এলাকা) নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
মোঃ সেলিম উদ্দিন ০২ পঞ্চগড়-২ ১,৭৬,৪৫৩ ১,৩৫,৩৪২ ৯৫২ ০.৭ ৫ম
সৈয়দ মেরাজুল হোসেন ০৩ ঠাকুরগাঁও-১ ২,৩৫,৭৫০ ১,৮২,৫৬৮ ৭১৬ ০.৩৯ ৬ষ্ঠ
মোঃ মহসিন সরকার ০৪ ঠাকুরগাঁও-২ ১,৫১,৮৪৪ ১,১৪,৪০৯ ৬৭৩ ০.৫৯ ৫ম
মোঃ মনসুুরুল রহমান ০৫ ঠাকুরগাঁও-৩ ১,৬৪,৮৭৯ ১,২৭,৬২৩ ১,৪৩৯ ১.১৩ ৫ম
মোঃ আলতাফ হোসেন ০৬ দিনাজপুর-১ ১,৮৯,৮১৯ ১,৪৩,৮৯৩ ৭৫৬ ০.৫৩ ৫ম
মোঃ জাহেদ আলী ১৪ নীলফামারী-৩ ১,৬৩,৯৫৪ ১,১৯,৮৫৩ ৫৭৭ ০.৪৮ ৭ম
মোঃ নুর এ আলম মানিক ২৯ গাইবান্ধা-১ ১,৯২,১৩৫ ১,২৯,৫৬৪ ৫০৭ ০.৩৯ ৭ম
মোঃ শাহাদাৎ হোসেন (লাকু) ৩০ গাইবান্ধা-২ ১,৯৫,৩১৬ ১,৪১,২৭১ ১,০৮৮ ০.৭৭ ৬ষ্ঠ
মোঃ জাহেদুর রহমান (দুদু) ৩১ গাইবান্ধা-৩ ২,৪৬,৮০৫ ১,৭৬,০৯০ ৮৮৭ ০.৫ ৭ম
১০ মোঃ বদিউজ্জামান ৩৪ জয়পুরহাট-১ ২,৫১,৫৭৫ ২,১০,৪০০ ৩০২ ০.১৪ ৫ম
১১ মোঃ আবুল কাশেম (রবি) ৭৮ কুষ্টিয়া-৪ ২,০২,৩৫৩ ১,৭০,৮৫২ ৫৫১ ০.৩২ ৭ম
১২ মোঃ রাজিবুল হাসান ৮১ ঝিনাইদহ-১ ১,৭৪,৯৯৮ ১,৫৩,৩৪০ ১০৪ ০.০৭ ৮ম
১৩ অচিন্ত্য কুমার বিশ্বাস ৯৯ খুলনা-১ ১,৪৪,৭১৯ ১,১৬,৪২৬ ১৯,৩৯৮ ১৬.৮১ ২য়
১৪ মোঃ আব্দুর রশিদুজ্জামান মোরিল ১০৪ খুলনা-৬ ২,০৯,১৯৮ ১,৭৩,৩৩৯ ২,৭৪৩ ১.৫৮ ৫ম
১৫ আব্দুল হালিম ১১০ বরগুনা-১ ১,৭৪,৯৬৯ ১,১৫,২৪৬ ৪৪১ ০.৩৮ ৮ম
১৬ সামসুল হক গাজী ১১৫ পটুয়াখালী-৩ ১,৫৬,০৭৯ ৯৬,১১৩ ২১২ ০.২২ ৮ম
১৭ এফ, আর, এম, নাজমুল আহসান নিজাম ১২৩ বরিশাল-৩ ১,৩৫,৩৭৬ ৯৭,০২৮ ২৬৩ ০.২৭ ৭ম
১৮ আব্দুল মান্নান ১২৮ ঝালকাঠি-২ ১,৬৯,৯১৬ ১,২৭,০৩৮ ২৯১ ০.২৩ ৮ম
১৯ মোঃ মঞ্জুরুল আহসান খান ১৪২ জামালপুর-২ ১,৪২,১৮৪ ৯৬,০১৮ ৬,৯৯২ ৭.২৮ ৪র্থ
২০ নঈম জাহাঙ্গীর ১৪৩ জামালপুর-৩ ২,৫১,৯৬৩ ১,৬১,০৩৮ ২,১৩২ ১.৩২ ৫ম
২১ মোঃ মোজাম্মেল হক ১৫৯ ময়মনসিংহ-১১ ১,৪৯,৯৭২ ১,০৯,৯৬০ ৪০৭ ০.৩৭ ৫ম
২২ ডাঃ দিবালোক সিংহ ১৬১ নেত্রকোণা-১ ২,০০,৭৭৪ ১,৪৯,০৭৩ ১,৭২৮ ১.১৬ ৫ম
২৩ পিযুষ কান্তি তালুকদার ১৬৪ নেত্রকোণা-৪ ১,৭৪,৬৯৪ ১,৩৮,৫৭৪ ৬০৩ ০.৪৪ ৫ম
২৪ মোঃ সিরাজুল ইসলাম সাত্তার ১৬৭ কিশোরগঞ্জ-৩ ১,৬০,৯৯১ ১,২১,৯১১ ১৯৪ ০.১৬ ৫ম
২৫ এ মান্নান ১৭৩ মানিকগঞ্জ-২ ১,৫৯,০২৩ ১,২৭,৯৮৩ ২৬২ ০.২ ৬ষ্ঠ
২৬ মোঃ কিশমত আলী ১৭৫ মানিকগঞ্জ-৪ ১,৬৩,৮৪৫ ১,৩০,৮৩২ ৪৪৮ ০.৩৪ ৭ম
২৭ শহীদুল্লাহ চৌধুরী ১৮৩ ঢাকা-৪ ৩,৩১,৬৪১ ২,১৮,৫০২ ৫৮৩ ০.২৭ ৭ম
২৮ মোঃ আলতাফ হোসেন ১৯৬ গাজীপুর-৪ ১,৪৯,২৪১ ১,১৭,৭৪৯ ১৭৫ ০.১৫ ৭ম
২৯ মন্টু ঘোষ ২০৬ নারায়ণগঞ্জ-৫ ১,৮০,৫৮৭ ১,৪৩,৯৭৩ ৩৫৫ ০.২৫ ৮ম
৩০ মোঃ আব্দুল মালেক সিকদার ২০৯ ফরিদপুর-১ ২,৩৮,০৯৩ ১,৯৬,৭৩৫ ৫৭২ ০.২৯ ৬ষ্ঠ
৩১ মীর আবু বকর সিদ্দীক ২১০ ফরিদপুর-২ ১,৫৫,৫১২ ১,১৯,৩৬৬ ২৮৩ ০.২৪ ৭ম
৩২ মোঃ মোসলেম খান এ্যাডভোকেট ২২২ শরীয়তপুর-৩ ২,২১,৬৩১ ১,৭২,৪৩২ ৫০০ ০.২৯
৩৩ প্রবাংশু চৌধুরী ২২৪ সুনামগঞ্জ-২ ১,৪৫,৩৯৬ ১,২১,১৯২ ৫০০ ০.৪০ ৫ম
৩৪ খন্দকার লুৎফর রহমান ২৩৫ মৌলভীবাজার-২ ১,৭৭,০৩৫ ১,৩৩,৬৩৫ ১,০২৩ ০.৭৭ ৬ষ্ঠ
৩৫ আব্দুস সালাম ২৮৯ চট্টগ্রাম-১১ ১,৫৭,৭৬০ ১,১৬,৫৭৫ ৪৩১ ০.৩৭ ৬ষ্ঠ
৩৬ আব্দুল নবী ২৯১ চট্টগ্রাম-১৩ ১,২৯,৭৮৩ ১,০০,৭৯৪ ৪০১ ০.৪ ৫ম

অষ্টম জাতীয় সংসদ নির্বাচন, ২০০১

ক্রমিক অংশগ্রহণকারী সংসদীয় আসন (ক্রমিক নং) সংসদীয় আসন (এলাকা) নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
মোঃ সেলিম উদ্দিন ০২ পঞ্চগড়-২ ২,১৪,২৫২ ১,৮২,২৭৪ ১,৬৭৩ ০.৯২ ৪র্থ
সৈয়দ মেরাজুল হোসেন ০৩ ঠাকুরগাঁও-১ ২,৮৬,৩১৭ ২,৪৯,১৪৪ ৬৩৯ ০.২৬ ৪র্থ
মোঃ মহসিন সরকার ০৪ ঠাকুরগাঁও-২ ১,৮৩,৩৬২ ১,৬১,১২৮ ৩৩৯ ০.২১ ৬ষ্ঠ
মোঃ মনসুরুল অালম ০৫ ঠাকুরগাঁও-৩ ২,০৪,২৪৬ ১,৭৮,৪৮১ ১,৬৫৬ ০.৯৩ ৪র্থ
মোঃ আলতাফ হোসেন ০৬ দিনাজপুর-১ ২,৩১,৬৫৫ ১,৯৭,৩৭৪ ৭৬০ ০.১৪ ৫ম
মোঃ হাফেজ আলী ১০ দিনাজপুর-৫ ২,৯০,০৫৬ ২,৪৪,৬৭৪ ২৯৬ ০.১২ ৪র্থ
মোঃ জাহেদ আলী ১৪ নীলফামারী-৩ ২,০৫,৭২৬ ১,৬৮,৭৫৪ ৫৫২ ০.৩৩ ৫ম
মোঃ দেলোয়ার হোসেন ১৫ নীলফামারী-৪ ২,২১,৮১৯ ১,৭২,৩৮৭ ২৬৩ ০.১৫ ৫ম
মোঃ সিরাজুল ইসলাম খান ১৮ লালমনিরহাট-৩ ১,৮৭,৬৬৯ ১,৪১,১৪৮ ৩১৭ ০.২২ ৫ম
১০ মোঃ শামসুজ্জামান ২৩ রংপুর-৫ ২,৮৩,২৮০ ২,৩৩,৮৩৩ ১,২৫৫ ০.৫৪ ৪র্থ
১১ মোঃ কামরুজ্জামান ২৪ রংপুর-৬ ২,১৫,৫৬৪ ১,৭৪,৮৯১ ৬৭৩ ০.৩৮ ৪র্থ
১২ মোঃ আব্দুল মোতালেব ২৭ কুড়িগ্রাম-৩ ২,৩৬,৫০১ ১,৬৮,০৬০ ৭৪২ ০.৪৪ ৪র্থ
১৩ শ্রী বীরেন সরকার ২৯ গাইবান্ধা-১ ২,৬০,১৩১ ১,৮৪,৩৩৫ ৬১০ ০.৩৩ ৬ষ্ঠ
১৪ শাহাদাৎ হোসেন লাকু ৩০ গাইবান্ধা-২ ২,৪৫,৫৯৪ ১,৮৩,৮৯৭ ৩০৪৬ ১.৬৬ সপ্তম
১৫ দেওয়ান মোঃ বদিউজ্জামান ৩৪ জয়পুরহাট-১ ২,৯৪,৪৮৭ ২,৫০,৫১৪ ৬৭৭ ০.২৭ ৫ম
১৬ মোঃ আব্দুর রাজ্জাক ৪১ বগুড়া-৬ ৩,৭৮,৮৫৪ ২,৮৯,৪১৮ ১,৫১৩ ০.৫২ ৪র্থ
১৭ সৈয়দ আহম্মদ বিশ্বাস ৪৩ নওয়াবগঞ্জ-১ ২,৭৭,৪৮৭ ২,৪৮,৯৯৫ ৩০৬ ০.০৪ ৬ষ্ঠ
১৮ সাদেকুল ইসলাম ৪৪ নওয়াবগঞ্জ-২ ২,৪৫,৯২৯ ২,২০,০১১ ৩০৬ ০.১৪ ৫ম
১৯ মোঃ মনিরুল হক (মুকুল) ৫০ নওগাঁ-৫ ২,২৭,০৫১ ১,৯২,৭৩৯ ২১১ ০.১১ ৫ম
২০ প্রদ্যুৎ ফৌজদার ৫১ নওগাঁ-৬ ২,১৫,২৩১ ১,৮৭,৩৫৬ ৩৫৯ ০.১৯ ৪র্থ
২১ আবুল কালাম আজাদ ৫৫ রাজশাহী-৪ ২,১১,৯৮৩ ১,৯৫,৪৫৩ ৩৭২ ০.১৯ ৪র্থ
২২ মোঃ ইসমাইল হোসেন ৬৩ সিরাজগঞ্জ-৩ ২,৬৯,৯৮৬ ২,২৭,৯৪২ ৫৮৯ ০.২৬ ৪র্থ
২৩ মোঃ মঞ্জুর এ খোদা ৬৫ সিরাজগঞ্জ-৫ ২,৭১,৮৯৬ ১,৯৪,৯৯০ ১,৩২৩ ০.৬৮ ৫ম
২৪ জসীম উদ্দিন মন্ডল ৭১ পাবনা-৪ ২,৬৮,০৭৭ ২,২২,৭৪৩ ২৪৪ ০.১১ ৫ম
২৫ জি এম শহীদুল আলম ৭৮ কুষ্টিয়া-৪ ২,৬১,২৫৮ ২,১৯,২৪৮ ২৫১ ০.১১ ৫ম
২৬ মোঃ শহীদুল ইসলাম ৮০ চুয়াডাঙ্গা-২ ২,৮৮,৭৪৬ ২,৫৭,২৯৯ ৯৫৭ ০.৩৭ ৪র্থ
২৭ আলমগীর হোসেন ৮১ ঝিনাইদহ-১ ২,১৭,৮২১ ১,৮৬,১৪৫ ২১৪ ০.১২ ৪র্থ
২৮ আবুল হোসেন ৮৬ যশোর-২ ২,৯৩,৬৭১ ২,৬৩,৫৫৯ ৪৬৯ ০.১৮ ৫ম
২৯ এস এম রেজাউল করিম ৯৬ বাগেরহাট-২ ২,১৯,১৩৫ ১,৮০,৪৫৪ ৯৯ ০.০৫ ৭ম
৩০ অচিন্ত্য কুমার বিশ্বাস ৯৯ খুলনা-১ ১,৭৯,৫৯৫ ১,৫১,২৫৮ ১৮,৫১২ ১২.২৪ ৩য়
৩১ শেখ আব্দুল হান্নান ১০৪ খুলানা-৬ ২,৫৫,৪১০ ২,২৪,৭৮৬ ৯০৬ ০.৪ ৫ম
৩২ সুভাষ চন্দ ১১৩ পটুয়াখালী-১ ৩,১৬,৯৭৭ ১,৯৪,১৭৪ ৩৪৮ ০.১৮ ৪র্থ
৩৩ মোঃ শাহাবুদ্দিন আহম্মেদ ১১৪ পটুয়াখালী-২ ২,২৬,৭৬৬ ১,৪৭,৫৪১ ১৭৫ ০.১২ ৪র্থ
৩৪ মোঃ শামসুল হক গাজী ১১৫ পটুয়াখালী-৩ ২,৪৩,৩৫১ ১,৪৯,৪৫৭ ১৩০ ০.০৯ ৭ম
৩৫ আব্দুল মান্নান ১২৮ ঝালকাঠি-২ ২,৪০,৩৭২ ১,৫৭,৩৪০ ১৩৫ ০.০৯ ৫ম
৩৬ বিমলেন্দু হালদার ১৩১ পিরোজপুর-৩ ১,৫৮,৮৬৫ ১,১১,৭৪৭ ১০২ ০.০৯ ৬ষ্ঠ
৩৭ শংকর আচার্য ১৩২ বরিশাল-পিরোজপুর ২,২৫,১৩০ ১,৭১,১৮০ ২৩০ ০.১৩ ৫ম
৩৮ মোঃ আব্দুর রউফ ১৩৮ টাঙ্গাইল-৬ ১,৮২,১৬৪ ১,২৯,৩৩০ ৩০৯ ০.২৪ ৬ষ্ঠ
৩৯ মোঃ আসলাম খান ১৪২ জামালপুর-২ ১,৯৭,১০৯ ১,৩১,২১১ ১,০৩২ ০.৭৯ তয়
৪০ মোঃ মুনির উদ্দিন ১৪৪ জামালপুর-৪ ২,১০,৩২৮ ১,৬১,৪৭৮ ২১৩ ০.১৩ ৫ম
৪১ আবু মোঃ মাজহার ১৪৭ শেরপুর-২ ২,৬২,৯০৫ ২,০৫,৮২৯ ২৫৬ ০.১২ ৫ম
৪২ মোঃ আবুল হাশেম ১৫০ ময়মনসিংহ-২ ৩,১৬,১৭৫ ২,২৫,৮৯৮ ১,২১৩ ০.৫৪ ৪র্থ
৪৩ শাহ আসাদুজ্জামান ১৫২ ময়মনসিংহ-৪ ৩,৮৩,৮৮৪ ২,৬৬,১০৬ ৫৫১ ০.২১ ৫ম
৪৪ ডাঃ দিবালোক সিংহ ১৬১ নেত্রকোণা-১ ২,৫১,৯৭৫ ১,৯৭,০৩৮ ৩,৪৯৩ ১.৭৭ তয়
৪৫ ডাঃ এনামুল হক ১৬৮ কিশোরগঞ্জ-৪ ২,৫৯,৫৮২ ১,৯৩,৬৭১ ৬১১ ০.৩২ ৫ম
৪৬ মোহাম্মদ হানিফ ১৭১ কিশোরগঞ্জ-৭ ২,৩৬,০৭৭ ১,৯৬,৭৬৬ ২৩৭ ০.১২ ৫ম
৪৭ আফসার উদ্দিন আহম্মেদ ১৭২ মানিকগঞ্জ-১ ২,০২,৩৩৪ ১,৫১,১০০ ১৮৮ ০.১২ ৫ম
৪৮ শহীদুল্লাহ চৌধুরী ১৮৩ ঢাকা-৪ ৪,৮৮,৪৭৩ ২,৯০,৯৯০ ৫০৭ ০.১৭ ৪র্থ
৪৯ আব্দুল মালেক ১৮৮ ঢাকা-৯ ৩,৯৩,৫২৪ ২,২১,৬৫১ ৪৬৫ ০.২১ ৫ম
৫০ মোঃ মোর্শেদ আলী ১৯০ ঢাকা-১১ ৬,২৭,৮০৭ ৩,৭৪,৯৪৪ ৮১৪ ০.২২ ৪র্থ
৫১ লীনা চক্রবর্তী ১৯১ ঢাকা-১২ ৩,৫১,৪৮৯ ২,৪৪,৮৬১ ৩৫৯ ০.১৫ ৫ম
৫২ কাজী সাজ্জাদ জহির ২০০ নরসিংদী-৪ ২,৫৫,৯৯৯ ২,০৫,৬৯৩ ৩৯৭ ০.১৯ ৫ম
৫৩ মোঃ আমিনুল হক ২০১ নরসিংদী-৫ ২,৮৯,৯৭৪ ২,২০,৭২২ ৭৯০ ০.৩৬ ৪র্থ
৫৪ মোঃ হাফিজুল ইসলাম ২০৩ নারায়ণগঞ্জ-২ ১,৯৪,০৪৯ ১,৫৬,২৫৯ ২৭১ ০.১৭ ৫ম
৫৫ জিয়া হায়দার ডিপটি ২০৪ নারায়ণগঞ্জ-৩ ১,৯৬,৬৯৫ ১,৪৬,৪৪৯ ৩৬৩ ০.২৫ ৪র্থ
৫৬ মন্টু ঘোষ ২০৬ নারায়ণগঞ্জ-৫ ২,২০,৯৬৪ ১,৬৯,৬৪৯ ৩৫৪ ০.২১ ৭ম
৫৭ আব্দুল মালেক শিকদার ২০৯ ফরিদপুর-১ ৩,০৫,৬৩৭ ২,৪৯,৩৭৫ ৮০৪ ০.৩২ ৪র্থ
৫৮ আবু মোঃ মোখলেছুর রহমান ২১১ ফরিদপুর-৩ ২,৪১,১৭৮ ১,৮৬,৯৬৯ ২৭৮ ০.১৫ ৫ম
৫৯ খন্দকার লুৎফর রহমান ২৩৫ মৌলভীবাজার-২ ২,১৬,৩০২ ১,৭২,৮৭৯ ৫৭৬ ০.৩৩ ৭ম
৬০ হীরেন্দ্র দত্ত ২৪০ হবিগঞ্জ-৩ ২,৩৫,৭৩৭ ১,৭৪,২৮৫ ২৩৫ ০.১৩ ৭ম
৬১ পরেশ রঞ্জন কর ২৫১ কুমিল্লা-৪ ২,৪১,৩২১ ১,৫৫,৬৯৫ ৩৩৪ ০.২১ ৫ম
৬২ মোঃ মসিউদ্দৌলা ২৮০ চট্টগ্রাম-২ ১,৩৮,১৩৫ ১,৩৬,৯১৯ ২৩১ ০.১৭ ৬ষ্ঠ
৬৩ প্রমোদ বরণ বড়ুয়া ২৮৫ চট্টগ্রাম-৭ ১,৮২,৮৭৮ ১,৩২,৮১৭ ৪০৩ ০.৩ ৪র্থ
৬৪ এ্যাডভোকেট অপূর্ব চরণ দাস ২৯২ চট্টগ্রাম-১৪ ২,৯৬,০১৫ ২,২০,৮৯১ ৪৫৮ ০.২১ ৫ম

নবম জাতীয় সংসদ নির্বাচন, ২০০৮ []

ক্রমিক অংশগ্রহণকারী সংসদীয় আসন (ক্রমিক নং) সংসদীয় আসন (এলাকা) নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
শফিউর রহমান পঞ্চগড়-১ ২,৯১,০৯৫ ২,৬৭,৫৩৩ ৪০২ ০.১৫ ৫ম
মোঃ আশরাফুল আলম পঞ্চগড়-২ ২,৫৩,৬৫১ ২,৩৬,৪৯২ ৯২৬ ০.৩৯ ৩য়
মোঃ মনসুরুল আলম ঠাকুরগাঁও-৩ ২,৩৬,৫১২ ২,১৭,০১৩ ৪,৪৩৮ ২.০৫ ৩য়
মোহাম্মদ আলতাফ হোসাইন দিনাজপুর-১ ২,৭১,৯৫৮ ২,৫৩,২২২ ১,৫৯৬ ০.৬৩ ৩য়
শাহাদাত হোসেন ২১ রংপুর-৩ ৩,৩৩,৫৯৬ ২,৭১,২১৫ ১,৬০২ ০.৫৯ ৪র্থ
মোঃ কামরুজ্জামান ২৪ রংপুর-৬ ২,৩৬,৮২২ ২,১৪,৫০৩ ১,১৯৯ ০.৫৬ ৪র্থ
দেওয়ান মোঃ বদিউজ্জামান ৩৪ জয়পুরহাট-১ ৩,২৭,৭৯২ ৩,০০,০৪৭ ৬৬৫ ০.২২ ৫ম
মোঃ সাদেকুল ইসলাম ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ ২,৯০,৬৮৯ ২,৭৪,৬৫৫ ৩৭৩ ০.১৪ ৪র্থ
ডাঃ রওনক জাহান ৪৯ নওগাঁ-৪ ২,৩৪,৩৫৭ ২,১৯,৮৫৩ ১,১১৬ ০.৫১ ৪র্থ
১০ মোঃ এনামুল হক ৫৩ রাজশাহী-২ ২,৫৮,৭৫৯ ২,১১,৩৪৯ ৪৭৬ ০.২৩ ৩য়
১১ মোহাম্মদ মহসিন প্রাং ৫৫ রাজশাহী-৪ ২,২৯,৬৮০ ২,১৪,৮১৪ ১,৮৬১ ০.৮৭ ৪র্থ
১২ মোঃ আবুল কালাম আজাদ ৫৬ রাজশাহী-৫ ২,৪৭,৫১৯ ২,৩৪,৮৭৬ ৬১২ ০.২৬ ৪র্থ
১৩ শ্রী রমানাথ মাহাতো ৬১ নাটোর-৪ ৩,০০,৫৮৬ ২,৮০,৭১৪ ২৫৯ ০.০৯ ৬ষ্ঠ
১৪ মোঃ আব্দুল বাকী ৬২ সিরাজগঞ্জ-১ ২,৫৭,৫০৯ ২,২১,১৮১ ১,৮০৬ ০.৮২ ৩য়
১৫ মোঃ ইসমাইল হোসেন ৬৩ সিরাজগঞ্জ-২ ৩,০৫,৪৭২ ২,৬৮,৭৬১ ৫৮০ ০.২২ ৭ম
১৬ মোঃ ইলাহদাদ খান ৮৭ যশোর-৩ ৩,৪৭,৪২৬ ২,৯৫,৬৮৫ ৬৩২ ০.২১ ৪র্থ
১৭ মনজুরুল আহসান খান ১৩৯ জামালপুর-২ ২,০৩,৮৭৭ ১,৭৯,০৫৮ ৩,১০০ ১.৭৩ ৪র্থ
১৮ মোঃ মোজাম্মেল হক ১৫৬ ময়মনসিংহ-১১ ২,৩৩,৮১৯ ২,০২,৫০২ ২৫৭ ০.১৩ ৫ম
১৯ সিদ্দিকুর রহমান ১৫৭ নেত্রকোণা-১ ২,৬৪,৯৪৫ ২,৩২,১৭২ ৪,৫১৪ ১.৯৪ ৩য়
২০ এ, কে, এম, আবু রায়হান ১৬২ কিশোরগঞ্জ-১ ৩,২৮,৪৪৮ ২,৭৭,৮১৯ ৩,৫২৬ ১.২৭ ৩য়
২১ সৈয়দ নজরুল ইসলাম ১৬৩ কিশোরগঞ্জ-২ ৩,২১,৪৭৫ ২,৭৫,৮৩৬ ৬৯৩ ০.২৫ ৬ষ্ঠ
২২ মোঃ নোয়াব আলী ১৬৯ মানিকগঞ্জ-২ ৩,১৪,৪৯১ ২,৭৬,৫৫৩ ১,১৪৫ ০.৪১ ৩য়
২৩ শেখ মোঃ কামাল হোসেন ১৭৩ মুন্সীগঞ্জ-৩ ৩,১৮,৭৬৫ ২,৭২,২৫৪ ২০৭ ০.০৮ ৮ম
২৪ খান আহসান হাবীব ১৮৬ ঢাকা-১৩ ২,৮৩,১৪২ ২,১৮,৩০৪ ৪২৩ ০.১৯ ৫ম
২৫ আহাম্মদ সাজেদুল হক ১৮৮ ঢাকা-১৫ ২,৮৯,২৭৮ ২,১৩,৩০৩ ৬২৭ ০.২৯ ৫ম
২৬ লীনা চক্রবর্তী ১৯২ ঢাকা-১৯ ৬,০২,৩৮৬ ৪,৬০,০৭৩ ৭০৩ ০.১৫ ৪র্থ
২৭ মোঃ জিয়াউল কবীর ১৯৫ গাজীপুর-২ ৫,২৬,৯৫২ ৪,১৪,৫৬৩ ১,০১৬ ০.২৫ ৫ম
২৮ কাজী সাজ্জাদ জহির চন্দন ২০২ নরসিংদী-৪ ২,৬৫,৭৬৬ ২,৩৫,৭৭৩ ৬০৪ ০.২৬ ৬ষ্ঠ
২৯ ইলিয়াস আহমেদ ২০৪ নারায়ণগঞ্জ-১ ২,৭৪,৭০৮ ২,৪৫,৮৫৬ ২১০ ০.০৯ ৯ম
৩০ জিয়া হায়দার ২০৬ নারায়ণগঞ্জ-৩ ৩,৬৫,২৫৩ ৩,১৬,৫৯৮ ৮২৩ ০.২৬ ৪র্থ
৩১ মন্টু চন্দ্র ঘোষ ২০৮ নারায়ণগঞ্জ-৫ ৩,৬১,১৬৫ ৩,১১,৩৫৪ ১,৫৩৮ ০.৪৯ ৩য়
৩২ মোঃ রফিকুজ্জামান মিয়া ২১২ ফরিদপুর-২ ২,১৬,৩৫৫ ১,৯৩,২০৯ ৩৭৭ ০.২০ ৩য়
৩৩ সৈয়দ আবু জাফর আহমদ ২৩৭ মৌলভীবাজার-৩ ৩,০৯,২১২ ২,৬২,৭৭৮ ১,২৬৫ ০.৪৮ ৪র্থ
৩৪ মোঃ শরীফ উদ্দিন ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ ২,৮৯,৮৭৬ ২,৪১,৬০১ ৩৭২ ০.১৫ ৭ম
৩৫ গোলাম আকবর ২৭১ নোয়াখালী-৪ ৩,৫০,৯১৯ ২,৮৬,৮৯১ ১,০১০ ০.৩৫ ৫ম
৩৬ মোঃ মছিউদ দৌলা ২৮০ চট্টগ্রাম-৩ ৩,০৬,৮৩৩ ২,৫২,১৩৫ ৮৫০ ০.৩৪ ৩য়
৩৭ এ এফ এম শাহ আলম ২৮৮ চট্টগ্রাম-১১ ২,১৬,৫৬১ ১,৮৮,২৩৮ ৫২৮ ০.২৮ ৬ষ্ঠ

সিটি কর্পোরেশন নির্বাচন

[সম্পাদনা]

ঢাকা সিটি কর্পোরেশন

[সম্পাদনা]

২য় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচন, ২০২০ [১০]

ক্রমিক অংশগ্রহণকারী নির্বাচনের বছর নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
ডঃ আহমেদ সাজেদুল হক রুবেল ২০২০ ২৩,৮৮,৯০০ -- ১৪২৫৬ -- --


গাজীপুর সিটি কর্পোরেশন

[সম্পাদনা]

২য় গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, ২০১৮ [১১]

ক্রমিক অংশগ্রহণকারী নির্বাচনের বছর নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
কাজী মো. রুহুল আমিন ২০১৮ ১১,৩৭,৭৩৭ -- ৯৭৩ -- --

খুলনা সিটি কর্পোরেশন

[সম্পাদনা]

খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন, ২০১৮ [১২]

ক্রমিক অংশগ্রহণকারী নির্বাচনের বছর নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
মিজানুর রহমান বাবু ২০১৮ ৪,৯৩,০৯৩ -- ২৫৩ -- --

বরিশাল সিটি কর্পোরেশন

[সম্পাদনা]

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন, ২০১৮ [১৩]

ক্রমিক অংশগ্রহণকারী নির্বাচনের বছর নিবন্ধিত ভোটার প্রদত্ত ভোট প্রাপ্ত ভোট শতাংশ অবস্থান
আবুল কালাম আজাদ ২০১৮ ২,৪২,১৬৬ -- ২৪৪ -- --

গণসংগঠনসমূহ

[সম্পাদনা]
বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নবম সম্মেলন

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. আবেদীন, জয়নাল (ফেব্রুয়ারি ২০১৩)। উপমহাদেশের জাতীয়তাবাদী ও বামধারার রাজনীতি, প্রেক্ষিত বাংলাদেশ (প্রথম প্রকাশ সংস্করণ)। ঢাকা: বাংলাপ্রকাশ। পৃষ্ঠা ১৯৮, ২০৪। 
  2. সিপিবির দশম কংগ্রেস ১১ অক্টোবর শুরু[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] দৈনিক প্রথম আলো, ৮ অক্টোবর, ২০১২।
  3. সিপিবির সভাপতি সেলিম, সম্পাদক জাফর দৈনিক প্রথম আলো, ১ নভেম্বর, ২০১৬।
  4. সেলিম-জাফর সিপিবির সভাপতি-সাধারণ সম্পাদক পুনর্নির্বাচিত, সম্পাদক জাফর বাংলানিউজটোয়েন্টিফোর, ১ নভেম্বর, ২০১৬।
  5. সিপিবির দ্বাদশ কংগ্রেস শুরু, দুঃশাসন হটানোর আহ্বান দৈনিক প্রথম আলো, ২৫ ফেব্রুয়ারি, ২০২২।
  6. সিপিবির নেতৃত্বে শাহ আলম-প্রিন্স ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ মার্চ ২০২২ তারিখে বিডিনিউজটোয়েন্টিফোর, ৪ মার্চ, ২০২২।
  7. List of 4th Parliament Members ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৬ এপ্রিল ২০২৩ তারিখে,
  8. List of 5th Parliament Members ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ জুলাই ২০২৩ তারিখে,
  9. পরিসংখ্যান প্রতিবেদন, বাংলাদেশ নির্বাচন কমিশন,
  10. কে কত ভোট পেলেন মেয়র প্রার্থীরা,
  11. কে কত ভোট পেলেন মেয়র প্রার্থীরা,
  12. কে কত ভোট পেলেন মেয়র প্রার্থীরা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৩ জুলাই ২০১৮ তারিখে,
  13. কে কত ভোট পেলেন মেয়র প্রার্থীরা ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ অক্টোবর ২০১৮ তারিখে,

আরও দেখুন

[সম্পাদনা]
  • ন্যাশনাল আওয়ামী পার্টি ( মোজাফফর)

বহিঃসংযোগ

[সম্পাদনা]