বর্ষিজোড়া ইকোপার্ক
অবয়ব
বর্ষিজোড়া ইকোপার্ক | |
---|---|
অবস্থান | মৌলভীবাজার, সিলেট বিভাগ, বাংলাদেশ |
নিকটবর্তী শহর | মৌলভীবাজার উপজেলা |
স্থানাঙ্ক | ২৪°২৮′০৮″ উত্তর ৯১°৪৭′০৫″ পূর্ব / ২৪.৪৬৯০° উত্তর ৯১.৭৮৪৭° পূর্ব |
আয়তন | ৮৮৭ একর |
স্থাপিত | ২০০৬ |
কর্তৃপক্ষ | বাংলাদেশ বন বিভাগ |
বর্ষিজোড়া ইকোপার্ক বাংলাদেশের মৌলভীবাজার জেলায় অবস্থিত[১] একটি সংরক্ষিত এলাকা।[২][৩] এই ইকোপার্কটি কয়েকটি ছোট ছোট টিলা নিয়ে গড়ে তোলা হয়েছে। ইকোপার্কটিতে রয়েছে ঘন গাছ-গাছালি ও জীববৈচিত্রের সমাহার। এখানে কটেজ ও পিকনিক কর্নার রয়েছে।
জীববৈচিত্র্য
[সম্পাদনা]উদ্ভিদবৈচিত্র্য
[সম্পাদনা]ইকোপার্কটিতে রয়েছে ঘন গাছ-গাছালি এবং নানা প্রকার প্রাকৃতিক উদ্ভিদ ও বৃক্ষরাজি। এগুলোর মধ্যে চাপালিশ, শাল, গর্জন, চম্পাফুল, জারুল, মিনজিরি, চাউ, ঝাউ, কড়ই, জলপাই, আম, কাঁঠাল, নারিকেল, সুপারি, কামরাঙ্গা, চালতা, আগর, কৃষ্ণচূড়া, শিমুল, বাজনা, নাগেশ্বর, বকুল, হিজল, ডুমুর এবং বিবিধ বেত উল্লেখযোগ্য। এছাড়াও নানা প্রজাতির গুল্ম, বীরুত্ এবং লতাও এখানে দেখা যায়।[১]
শকুনের নিরাপদ এলাকা
[সম্পাদনা]শকুনের নিরাপদ এলাকা-১ তফসিল অনুসারে বর্ষিজোড়া ইকোপার্ক শকুনের জন্য নিরাপদ বলে ঘোষিত।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "ইকোপার্ক"। banglapedia.org।
- ↑ "বার্ষিক প্রতিবেদন ২০১৮-১৯" (পিডিএফ)। বন অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "বার্ষিক প্রতিবেদন ২০১৭-১৮" (পিডিএফ)। বন অধিদপ্তর। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২১।
- ↑ "শকুনের নিরাপদ এলাকা"। রক্ষিত এলাকা। ২০১৭-০৯-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৮।
বহিঃসংযোগ
[সম্পাদনা]উইকিমিডিয়া কমন্সে বর্ষিজোড়া ইকোপার্ক সংক্রান্ত মিডিয়া রয়েছে।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |