বিষয়বস্তুতে চলুন

জসিম বিন হামাদ বিন খলিফা আলে সানি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জসিম বিন হামাদ বিন খলিফা আলে সানি
جاسم بن حمد بن خليفة آل ثاني
২০০০ সালে জসিম বিন হামাদ আলে সানি
জন্ম (1978-08-25) ২৫ আগস্ট ১৯৭৮ (বয়স ৪৬)
দোহা, কাতার
দাম্পত্য সঙ্গীবুসাইনা বিনতে হামাদ আলে সানি (বি. ২০০৬)
বংশধরমোজা বিনতে জসিম বিন হামাদ আলে সানি
ফাহাদ বিন জসিম বিন হামাদ আলে সানি
হিন্দ বিনতে জসিম বিন হামাদ আলে সানি
হামাদ বিন জসিম বিন হামাদ আলে সানি
তামিম বিন জসিম বিন হামাদ আলে সানি
আল-মায়াসা বিনতে জসিম বিন হামাদ আলে সানি
দাই বিনতে জসিম বিন হামাদ আলে সানি
গুনদ বিনতে জসিম বিন হামাদ আলে সানি
রাজবংশআলে সানি
পিতাহামাদ বিন খলিফা আলে সানি
মাতামোজা বিনতে নাসের আল মিসনিদ
ধর্মইসলাম

এর রীতি

জসিম বিন হামাদ বিন খলিফা আল থানি ( আরবি: جاسم بن حمد بن خليفة آل ثاني ; জ. ২৫ আগস্ট, ১৯৭৮ ) হলেন কাতারের প্রাক্তন উত্তরাধিকারী। তিনি বর্তমান কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফার তৃতীয় পুত্র এবং তার দ্বিতীয়া স্ত্রী শেখা মোজা বিনতে নাসেরের আল মিসনেদের প্রথম সন্তান। তিনি ২০০৩ সালে ক্রাউন প্রিন্স হিসাবে তার পদ ত্যাগ করেন এবং তার ছোট ভাই শেখ তামিমকে সে পদে নিয়োগ করা হয়। তিনি আমির হওয়ার ব্যাপারে আগ্রহ না থাকার কারণে এমনটি করেছেন বলে জানান। তাঁকে আলে সানি রাজপরিবারের সবচেয়ে ভদ্র ও নির্লোভ ব্যক্তি হিসেবে উল্লেখ করা।[]

প্রাথমিক জীবন ও শিক্ষা

[সম্পাদনা]

শেখ জসিম কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আলে সানির তৃতীয় পুত্র। [] তার মা মোজা বিনতে নাসের আল-মিসনেদ হামাদ বিন খলিফার ২য় স্ত্রী। [] তিনি রয়্যাল মিলিটারি একাডেমি স্যান্ডহার্স্টে শিক্ষা লাভ করেন। [] [] তিনি ডরসেটের শেরবোর্ন স্কুলে (ইন্টারন্যাশনাল কলেজে) পড়াশোনা করেছেন।

বিয়ে ও সন্তান

[সম্পাদনা]

শেখ জসিম তার চাচাতো বোন শেখ হামাদ বিন আলী আলে সানির মেয়ে শেখা বোসাইনা বিনতে হামাদ আলে সানিকে ২০০৬ সালের ৩০ মার্চ দোহার আল ওয়াজবাহ প্যালেসে বিয়ে করেন। তাদের আট সন্তান; তিন ছেলে ও পাঁচ মেয়ে:

  • শেখা মোজা বিনতে জসিম বিন হামাদ আলে সানি
  • শেখ ফাহাদ বিন জসিম বিন হামাদ আলে সানি
  • শেখা হিন্দ বিনতে জসিম বিন হামাদ আলে সানি
  • শেখ হামাদ বিন জসিম বিন হামাদ আলে সানি
  • শেখ তামিম বিন জসিম বিন হামাদ আলে সানি
  • শেখা আল-মায়াসা বিনতে জসিম বিন হামাদ আলে সানি
  • শেখা দই বিনতে জসিম বিন হামাদ আলে সানি
  • শেখা গুন্দ বিনতে জসিম বিন হামাদ আল থানি
8. হামাদ বিন আবদুল্লাহ আল থানি
4. খলিফা বিন হামাদ আলে সানি
9. নাসের আল আত্তিয়ার একজন বোন
2. হামাদ বিন খলিফা আলে সানি
10. হামাদ বিন আতিয়াহ
5. আয়েশা বিনতে হামাদ আল আতিয়াহ
1.জসিম বিন হামাদ আলে সানি
12.আবদুল্লাহ বিন আলী আল মিসনেদ
6. নাসের বিন আবদুল্লাহ আল মিসনেদ
3. মোজা বিনতে নাসের আল মিসনেদ

কর্মজীবন

[সম্পাদনা]

স্নাতকের পর শেখ জসিম ১৯৯৬ সালের ৯ আগস্ট কাতারি সশস্ত্র বাহিনীতে দ্বিতীয় লেফটেন্যান্ট হিসেবে কমিশন লাভ করেন এবং সেই বছরের ২৩ অক্টোবর কাতারের স্পষ্ট উত্তরাধিকারী নিযুক্ত হন।[] তিনি তার বড় ভাই মিশাল বিন হামাদ আলে সানিকে এই পদে প্রতিস্থাপন করেন এবং [][] ২০০৩ সালের ৫ আগস্ট তার ছোট ভাই শেখ তামিমের পক্ষে নিজের অধিকার ত্যাগ করেন।[] কাতার নিউজ এজেন্সির মতে, জসিম তার বাবার কাছে একটি চিঠি পাঠিয়েছিলেন যাতে বলা হয়েছে, "সরাসরি পদত্যাগ করা এবং উত্তরসূরী নিয়োগ করার এটাই উপযুক্ত সময়"।[] চিঠিতে তিনি বলেছিলেন, "আমি চাইনি, যেমনটি আমি আপনাকে শুরু থেকেই বলেছি, ক্রাউন প্রিন্স হিসাবে নিয়োগ করা হোক। তিনি এও উল্লেখ করেছেন যে, তিনি শুধুমাত্র "সংবেদনশীল পরিস্থিতির" কারণে ১৯৯৬ সালের অক্টোবরে এই পদটি গ্রহণ করেছিলেন। []

জসিম সাবেক আমিরের ব্যক্তিগত প্রতিনিধি ছিলেন। তিনি ১৯৯৭ সাল থেকে কাতার ন্যাশনাল ক্যান্সার সোসাইটির (কিউএনসিএস) সম্মানসূচক সভাপতিও। তদুপরি তিনি ১৯৯৯ সাল থেকে সমন্বয় ও ফলোআপ এর উচ্চ কমিটির সভাপতি এবং ২০০০ সাল থেকে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় গঠিত সুপ্রিম কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৩ সাল থেকে অ্যাসপায়ার একাডেমির পৃষ্ঠপোষক। তিনি কাতার ফাউন্ডেশনের বোর্ড অফ ট্রাস্টিজের সদস্য। []

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Emir names Sheikh Tamim crown prince"gulfnews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০২-২০ 
  2. "Qatar's Decision Makers"APS Review। ৩ নভেম্বর ১৯৯৭। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৩ 
  3. "The Line of Succession"APS Review। ১৯ সেপ্টেম্বর ২০০৫। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৩ 
  4. Curtiss, Richard H. (২৮ ফেব্রুয়ারি ১৯৯৭)। "The Arabian Gulf in 1997: With Ruling Family's Dispute Settled, Qatar's New Emir Charts Bold Course"। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টেম্বর ২০১৩ 
  5. Blanchard, Christopher M. (৫ মে ২০১০)। "Qatar: Background and U.S. Relations"। ২৯ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০১৩ 
  6. "New Qatar crown prince named"BBC। ৫ আগস্ট ২০০৩। সংগ্রহের তারিখ ২৬ জুন ২০১৩ 
  7. "New crown prince for Qatar"Aljazeera.com (ইংরেজি ভাষায়)। ২০০৩-০৮-০৫। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  8. "Emir names Sheikh Tamim crown prince"Gulf News (ইংরেজি ভাষায়)। ২০০৩-০৮-০৬। সংগ্রহের তারিখ ২০২১-০৪-১৯ 
  9. "Board of Trustees"Qatar Foundation (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০২-২৩