বিষয়বস্তুতে চলুন

কেনেথ মোর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেনেথ মোর

কেনেথ মোর
১৯৬৯ সালে মোর
জন্ম
কেনেথ গিলবার্ট মোর

(১৯১৪-০৯-২০)২০ সেপ্টেম্বর ১৯১৪
মৃত্যু১২ জুলাই ১৯৮২(1982-07-12) (বয়স ৬৭)
ফুলহাম, লন্ডন, ইংল্যান্ড[]
মৃত্যুর কারণপার্কিন্সন রোগ
সমাধিপুটনি ভেল সেমেটারি, লন্ডন
জাতীয়তাব্রিটিশ
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৩৫-১৯৮০

কেনেথ গিলবার্ট মোর, সিবিই (ইংরেজি: Kenneth Gilbert More; জন্ম: ২০ সেপ্টেম্বর ১৯১৪ - ১২ জুলাই ১৯৮২) বিংশ শতাব্দীর একজন বিখ্যাত ইংরেজ অভিনেতা। তিনি বর্ষীয়ান গাড়ি ভিত্তিক হাস্যরসাত্মক চলচ্চিত্র জেনেভিভ (১৯৫৩) ছবিতে অভিনয় করে “তারকা” খ্যাতি অর্জন করেন এবং শ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের জন্য মনোনীত হন। তিনি জনপ্রিয় ডক্টর চলচ্চিত্র ধারাবাহিকের প্রথম চলচ্চিত্র ডক্টর ইন দ্য হাউজ (১৯৫৪)-এ মূল অংশে অভিনয় করে শ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন। এছাড়া তিনি ডিপ ব্লু সি (১৯৫৫) ও রিচ ফর দ্য স্কাই (১৯৫৬) চলচ্চিত্রের জন্য আরো দুটি বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন। পরবর্তীকালে তাকে স্বাধীনচেতা ও সুখী-ভাগ্যবান ভদ্রলোক চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এই সময়ে তার সবচেয়ে বাজারজয়ী চলচ্চিত্রগুলো হল রাইজিং আ রায়ট (১৯৫৫) এবং দি অ্যাডমিরেবল ক্রিচটন (১৯৫৭)।

১৯৬০-এর দশকের শুরুতে তার কর্মজীবনে পড়তি দেখা দিলেও তিনি তার নিজের প্রিয় দুটি চলচ্চিত্র - দ্য কমেডি ম্যান (১৯৬৪) ও দ্য গ্রিনগেজ সামার (১৯৬১)-এ সুজানা ইয়র্কের সাথে অভিনয় করেন।[] তিনি দ্য ফরসিট সাগা (১৯৬৭) টিভি ধারাবাহিকে এবং ফাদার ব্রাউন (১৯৭৪) ধারাবাহিকে কাজ করেন। ১৯৭০ সালে তিনি অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ারের কমান্ডার উপাধিতে ভূষিত হন।[]

জীবনী

[সম্পাদনা]

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

কেনেথ মোর ১৯১৪ সালের ২০শে সেপ্টেম্বর বাকিংহামশায়ার জিরার্ডস ক্রসে জন্মগ্রহণ করেন।[] তার পিতা চার্লস গিলবার্ট মোর ছিলেন রয়্যাল নেভাল এয়ার সার্ভিসের পাইলট এবং মাতা এডিথ উইনিফ্রেড ওয়াটকিন্স ছিলেন কার্ডিফের সলিসিটারের কন্যা। মোর তার পিতামাতার একমাত্র সন্তান। তার শৈশবের একটা অংশ কেটেছে চ্যানেল আইল্যান্ডে, সেখানে তার পিতা জার্সি ইস্টার্ন রেলওয়ের ব্যবস্থাপক ছিলেন। তিনি জার্সির ভিক্টোরিয়া কলেজে পড়াশোনা করেন।[]

প্রারম্ভিক অভিনয় জীবন

[সম্পাদনা]

কানাডায় তিনি তার এক পারিবারিক বন্ধু ভিভিয়ান ভ্যান ডেমের সহযোগিতায় উইন্ডমিল থিয়েটারে সহকারী ব্যবস্থাপকের কাজ পান, সেখানে তার দায়িত্ব ছিল রিভিউডেভিল বিচিত্রানুষ্ঠান চলাকালে অসদাচরণকারী বা অপেরা গ্লাস ব্যবহার করে অভিনয়শিল্পীদের নগ্ন দর্শনকারী দর্শকের চিহ্নিত করা।[] তিনি অল্পদিনের মধ্যে রিভিউডেভিল হাস্যরসাত্মক অনুষ্ঠানে প্রধান অভিনেতা হিসেবে কাজ পান এবং ১৯৩৭ সালের আগস্টে তার প্রথম স্কেচে অভিনয় করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Results for England & Wales Deaths 1837-2007"ফাইন্ড মাই পাস্ট। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৮ 
  2. মোর ১৯৭৮
  3. "KENNETH MORE, ENGLISH ACTOR ON STAGE AND SCREEN, IS DEAD"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ১৪ জুলাই ১৯৮২। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৮ 
  4. "Family Announcements, MORE Kenneth - Funeral Directors and services"ফ্যামিলি অ্যানাউন্সমেন্ট (ইংরেজি ভাষায়)। ১২ জুলাই ১৯৮২। সংগ্রহের তারিখ ২০ সেপ্টেম্বর ২০১৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]