উইকিপিডিয়া:Wikiproject virus
অবয়ব
এটি একটি উইকিপ্রকল্প, যা একটি সমন্বিত উদ্যোগ এবং সম্পাদকদের উন্মুক্ত দল যারা উইকিপিডিয়ায় কোন নির্দিষ্ট বিষয়ের নিবন্ধের মানোন্নয়নে অথবা উইকিপিডিয়ার কোন আভ্যন্তরীন কোন প্রক্রিয়াকে বিন্যাস্ত করতে নিয়োজিত। আরও জানতে উইকিপ্রকল্পের নীতিমালা এবং উইকিপ্রকল্পসমূহ দেখুন। |
- দ্রষ্টব্য: উইকিপিডিয়া উইকিপ্রকল্পগুলো Wikimedia sister projects-এর নয়; আর না সেগুলো Wikipedia school and university projects-এর কোনো অংশ।
একটা উইকিপ্রকল্প হলো উইকিপিডিয়ার অধীনে কোনো নির্দিষ্ট বিষয় অথবা একই শ্রেণীভুক্ত একাধিক বিষয়ের ব্যবস্থাপনায় নিয়োজিত একটি সংগ্রহ; এবং পাশাপাশি একদল সম্পাদক, যারা ঐসকল পাতাকে কোনো বিশ্বষীয় কাজে বর করেন। এটা ভাইরাস উইকি প্রকল্প। এই প্রকল্পের উদ্দেশ্য ভাইরাস বিষয়ক পাতার উন্নতি করা।