বিষয়বস্তুতে চলুন

আর্নেস্ট বোর্গনাইন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আর্নেস্ট বোর্গনাইন
Ernest Borgnine
২০০৪ সালে বোর্গনাইন
জন্ম
এর্মেস এফ্রন বোরিনিনো

(১৯১৭-০১-২৪)২৪ জানুয়ারি ১৯১৭
মৃত্যু৮ জুলাই ২০১২(2012-07-08) (বয়স ৯৫)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
সমাধিফরেস্ট লন মেমোরিয়াল পার্ক, হলিউড হিলস, ক্যালিফোর্নিয়া[]
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৪৭-২০১২
দাম্পত্য সঙ্গীরোডা কেমিন্স (বি. ১৯৪৯; বিচ্ছেদ. ১৯৫৮)
ক্যাটি জুরাডো (বি. ১৯৫৯; বিচ্ছেদ. ১৯৬৩)
ইথেল মারম্যান (বি. ১৯৬৪; বিচ্ছেদ. ১৯৬৪)
ডোনা র‍্যানকোর্ট (বি. ১৯৬৫; বিচ্ছেদ. ১৯৭২)
টোভা ট্র্যাসনেস (বি. ১৯৭৩; মৃ. ২০১২)
সন্তান
স্বাক্ষর

আর্নেস্ট বোর্গনাইন (ইংরেজি: Ernest Borgnine; জন্ম: এর্মেস এফ্রন বোরিনিনো,[] ২৪ জানুয়ারি ১৯১৭ - ৮ জুলাই ২০১২) একজন মার্কিন অভিনেতা ছিলেন। তিনি ছয় দশকের অধিক সময় অভিনয়ের সাথে সম্পৃক্ত ছিলেন। জনপ্রিয় এই অভিনেতা একাধিক আলাপচারিতা অনুষ্ঠানে অতিথি হিসেবে ও গেম অনুষ্ঠানের প্যানেলে ছিলেন।

বোর্গনাইনের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৫১ সালে। তিনি চায়না কোরসায়ার (১৯৫১), ফ্রম হিয়ার টু ইটার্নিটি (১৯৫৩), ভেরা ক্রুজ (১৯৫৪), ব্যাড ডে অ্যাট ব্ল্যাক রক (১৯৫৫) ও দ্য ওয়াইল্ড বাঞ্চ (১৯৬৯)-এ পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। পরবর্তীকালে তিনি অসংখ্য চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন এবং মার্টি (১৯৫৫) চলচ্চিত্রে মার্টি পিলেত্তি চরিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে অস্কার, গোল্ডেন গ্লোববাফটা পুরস্কার অর্জন করেন।

তিনি সিটকম ম্যাকহেল্‌স নেভি (১৯৬২-৬৬)-এ নাম ভূমিকায় এবং মারপিঠধর্মী ধারাবাহিক এয়ারউল্‌ফ (১৯৮৪-৮৬)-এ ডমিনিক স্যান্টিনি চরিত্রে অভিনয় করে সফলতা অর্জন করেন। ম্যাকহেল্‌স নেভি নাটকে তার কাজের জন্য তিনি ১৯৬৩ সালে তার প্রথম প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। অল কোয়ায়েট অন দ্য ওয়েস্টার্ন ফ্রন্ট মিনি ধারাবাহিকে অভিনয় করে ১৯৮০ সালে তিনি তার দ্বিতীয় প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি ২০০৯ সালে ৯২ বছর বয়সে ইআর ধারাবাহিকে অভিনয় করে তার তৃতীয় প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

বোর্গনাইন ১৯১৭ সালের ২৪শে জানুয়ারি কানেটিকাট অঙ্গরাজ্যের হ্যামডেন শহরে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম এর্মেস এফ্রন বোরিনিনো।[][] তার পিতামাতা দুজনেই ইতালীয় অভিবাসী ছিলেন। তার মাতা আন্না (বিবাহপূর্ব বোসেল্লি; ১৮৯৪-আনু. ১৯৪৯) মোদেনার নিকটবর্তী কারপি শহরে জন্মগ্রহণ করেছিলেন;[] অন্যদিকে তার পিতা কামিল্লো বোরিনিনো (১৮৯১-১৯৭৫)[] আলেসান্দ্রিয়ার নিকটবর্তী ওত্তিইলিওতে জন্মগ্রহণ করেছিলেন।[] বোর্গনাইনের যখন দুই বছর বয়স তখন তার পিতামাতা আলাদা হয়ে যান। তিনি এরপর তার মায়ের সাথে সাড়ে চার বছর ইতালিতে থাকেন। ১৯২৩ সালে তার পিতামাতা পুনরায় একত্রিত হন। তার পিতা নিজের নাম পরিবর্তন করে চার্লস বোর্গনাইন রাখেন। তাদের পারিবারিক নাম বোরিনিনো থেকে পরিবর্তন করে বোর্গনাইন রাখা হয়। বোর্গনাইনের ছোট বোন ইভলিন বোর্গনাইন ভেলার্দি (১৯২৫-২০১৩)।[] তাদের পরিবার নিউ হেভেনে বসবাস শুরু করে। সেখানে বোর্গনাইন জেমস হিলহাউজ হাই স্কুলে পড়াশোনা করেন। শৈশবে খেলাধুলায় তার আগ্রহ দেখা গেলেও অভিনয়ে তার আগ্রহ ছিল না।[]

কর্মজীবন

[সম্পাদনা]

বোর্গনাইনের চলচ্চিত্রে অভিষেক হয় ১৯৫১ সালে কলাম্বিয়া পিকচার্সের দ্য হুইসেল অ্যাট ইটন ফলস দিয়ে।[১০] একই বছর তিনি চায়না কোরসায়ার (১৯৫১) চলচ্চিত্রের অভিনয় করেন এবং ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে চলে যান। এরপর তিনি কলাম্বিয়ার ফ্রম হিয়ার টু ইটার্নিটি (১৯৫৩) চলচ্চিত্রে সার্জেন্ট ফ্যাটসো জুডসন চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে খ্যাতি অর্জন করেন। এই সময়ে তিনি জনি গিটার (১৯৫৪), ভেরা ক্রুজ (১৯৫৪), ব্যাড ডে অ্যাট ব্ল্যাক রক (১৯৫৫) চলচ্চিত্রের অভিনয়ের মধ্য দিয়ে নির্ভরযোগ্য চরিত্রাভিনেতা ও খল অভিনেতা হিসেবে সুনাম অর্জন করেন।

১৯৫৫ সালে তিনি মার্টি (১৯৫৫) চলচ্চিত্রে মার্টি পিলেত্তি চরিত্রে অভিনয় করেন। ভ্যারাইটির রোনাল্ড হলোওয়ে লিখেন, "বোর্গনাইন... এমন অভিনয় করেছেন যে পরবর্তী অভিনয়ের পুরস্কার প্রদানকালে তাকে বিবেচনা করা হবে।"[১১] এই কাজের জন্য তিনি ফ্রাঙ্ক সিনাত্রা, জেমস ডিন, পূর্ববর্তী শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার বিজয়ী স্পেন্সার ট্রেসিজেমস ক্যাগনিকে হারিয়ে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন।[১২] এছাড়া তিনি এই কাজের জন্য নাট্যধর্মী চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কারশ্রেষ্ঠ প্রধান চরিত্রে অভিনেতা বিভাগে বাফটা পুরস্কার অর্জন করেন।

তার একটি অন্যতম বিখ্যাত চরিত্র হল স্যাম পেকিনপা'র পশ্চিমা ঘরানার ধ্রুপদী চলচ্চিত্রে দ্য ওয়াইল্ড বাঞ্চ (১৯৬৯)-এ ডাচ চরিত্র।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ওকুলা, ক্রিস্টোফার। "U.S. Navy renders honors at funeral of Ernest Borgnine"মিলিটারি নিউজ (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২১ 
  2. "Ernest Borgnine Profile"টার্নার ক্লাসিক মুভিজ। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৯ 
  3. "Ernest Borgnine"। ইন্টারন্যাশনাল ডিকশনারি অব ফিল্মস অ্যান্ড ফিল্মমেকার্স, ৪র্থ সংস্করণ। ৩: অ্যাক্টরস অ্যান্ড অ্যাক্ট্রেস। Reproduced in Biography Resource Center. Farmington Hills, MI: Thomson Gale. 2006: "Born: Ermes Effron Borgnino in Hamden, Connecticut, January 24, 1917 (some sources say 1915 or 1918).": সেন্ট জেমস প্রেস। ২০০০। 
  4. ক্লুনি, নিক (২০০৩)। The Movies That Changed Us: Reflections on the Screen। সিমন অ্যান্ড শুস্টার। পৃষ্ঠা ১১৪। আইএসবিএন 0-7434-1044-0। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২১ 
  5. "Anna Borgnine"জিনি। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২১ 
  6. "Charles-Borgnine"জিনি। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২১ 
  7. "Ernest Borgnine Biography (1917-)"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০১৯ 
  8. "Evelyn Velardi Obituary: View Obituary for Evelyn Velardi by Mt. View Mortuary & Cemetery, San Bernardino, CA"। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২১ 
  9. ফ্যান্টল, ডেভিড; জনসন, টম (২০০৪)। Reel to Real: 25 Years of Celebrity Interviews from Vaudeville to Movies to TV। ব্যাজার বুকস। পৃষ্ঠা ১০৬–১১৩। আইএসবিএন 978-1932542042 
  10. কিসেলহফ, জেফ (১৯৯৫)। THE BOX: An Oral History of Television, 1929-1961। ভাইকিং পেঙ্গুইন। 
  11. হলোওয়ে, রোনাল্ড (২৩ মার্চ ১৯৫৫)। "Marty"ভ্যারাইটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২১ 
  12. "The 28th Academy Awards (1956) Nominees and Winners"একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। নভেম্বর ১১, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ জানুয়ারি ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]