অলিম্পিকে কানাডা
অবয়ব
অলিম্পিক গেমসে কানাডা | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||
অলিম্পিক ইতিহাস | ||||||||||
গ্রীষ্মকালীন গেমস | ||||||||||
শীতকালীন গেমস | ||||||||||
কানাডা ১৯০০ সালে অলিম্পিক গেমসে অভিষেকের পর থেকে সকল শীতকালীন অলিম্পিক গেমস এবং গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসে প্রতিনিধি পাঠিয়েছে, একমাত্র ১৯৮০ গ্রীষ্মকালীন অলিম্পিক ছাড়া, যা বয়কট করেছিল। কানাডা অংশগ্রহণকারী সকল গেমসে কমপক্ষে একটি হলেও পদক জিতেছে। কানাডা অলিম্পিক কমিটি কানাডায় আইওসির প্রতিনিধিত্বকারী জাতীয় অলিম্পিক কমিটি।
২০১০ শীতকালীন অলিম্পিক গেমস কানাডার ভ্যানকুভারে অনুষ্ঠিত হয়, যাতে ১৪ টি স্বর্ণ সহ ২৬ টি পদক নিয়ে প্রথম কোন গেমসে সবচেয়ে বেশি পদক জয়ী হওয়া দেশের কাতারে স্থান করে নেয়।
স্বাগতিক গেমস
[সম্পাদনা]কানাডা তিনটি গেমসের আয়োজন করেছে।
গেমস | স্বাগতিক শহর | তারিখ | দেশসমূহ | অংশগ্রহণকারী | ইভেন্ট |
---|---|---|---|---|---|
১৯৭৬ গ্রীষ্মকালীন অলিম্পিক | মন্ট্রিল | ১৭ জুলাই – ১ আগস্ট | ৯২ | ৬,০২৮ | ১২৩ |
১৯৮৮ শীতকালীন অলিম্পিক | ক্যালগারি | ১৩ – ২৮ ফেব্রুয়ারি | ৫৭ | ১,৪২৩ | ৪৬ |
২০১০ শীতকালীন অলিম্পিক | ভ্যানকুভার | ১২ – ২৮ ফেব্রুয়ারি | ৮৩ | ২,৬২৯ | ৮৬ |
পদক তালিকা
[সম্পাদনা] স্বাগতিক গেমসের বছর
গ্রীষ্মকালীন গেমস অনুযায়ী পদক
[সম্পাদনা]গেমস | ক্রীড়াবিদ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট | Rank |
---|---|---|---|---|---|---|
১৯০০ প্যারিস | ২ | ১ | ০ | ১ | ২ | ১৩ |
১৯০৪ সেন্ট লুইস | ৫২ | ৪ | ১ | ১ | ৬ | ৪ |
১৯০৮ লন্ডন | ৮৭ | ৩ | ৩ | ১০ | ১৬ | ৭ |
১৯১২ স্টোকহোম | ৩৭ | ৩ | ২ | ৩ | ৮ | ৯ |
১৯২০ এন্টওয়ার্প | ৫৩ | ৩ | ৩ | ৩ | ৯ | ১২ |
১৯২৪ প্যারিস | ৬৫ | ০ | ৩ | ১ | ৪ | ২০ |
১৯২৮ আমস্টারডাম | ৬৯ | ৪ | ৪ | ৭ | ১৫ | ১০ |
১৯৩২ লস অ্যাঞ্জেলেস | ১০২ | ২ | ৫ | ৮ | ১৫ | ১২ |
১৯৩৬ বার্লিন | ৯৭ | ১ | ৩ | ৫ | ৯ | ১৭ |
১৯৪৮ লন্ডন | ১১৮ | ০ | ১ | ২ | ৩ | ২৫ |
১৯৫২ হেলসিংকি | ১০৭ | ১ | ২ | ০ | ৩ | ২১ |
১৯৫৬ মেলবোর্ন | ৯২ | ২ | ১ | ৩ | ৬ | ১৫ |
১৯৬০ রোম | ৮৫ | ০ | ১ | ০ | ১ | ৩২ |
১৯৬৪ টোকিও | ১১৫ | ১ | ২ | ১ | ৪ | ২২ |
১৯৬৮ মেক্সিকো সিটি | ১৩৮ | ১ | ৩ | ১ | ৫ | ২৩ |
১৯৭২ মিউনিখ | ২০৮ | ০ | ২ | ৩ | ৫ | ২৭ |
১৯৭৬ মন্ট্রিল | ৩৮৫ | ০ | ৫ | ৬ | ১১ | ২৭ |
১৯৮০ মস্কো | অংশগ্রহণ করেনি | |||||
১৯৮৪ লস অ্যাঞ্জেলেস | ৪০৭ | ১০ | ১৮ | ১৬ | ৪৪ | ৬ |
১৯৮৮ সিউল | ৩২৮ | ৩ | ২ | ৫ | ১০ | ১৯ |
১৯৯২ বার্সেলোনা | ২৯৫ | ৭ | ৪ | ৭ | ১৮ | ১১ |
১৯৯৬ আটলান্টা | ৩০৩ | ৩ | ১১ | ৮ | ২২ | ২১ |
২০০০ সিডনি | ২৯৪ | ৩ | ৩ | ৮ | ১৪ | ২৪ |
২০০৪ এথেন্স | ২৬৩ | ৩ | ৬ | ৩ | ১২ | ২১ |
২০০৮ বেইজিং | ৩৩২ | ৩ | ৯ | ৭ | ১৯ | ১৯ |
২০১২ লন্ডন | ২৮১ | ১ | ৫ | ১২ | ১৮ | ৩৬ |
মোট | ৫৯ | ৯৯ | ১২১ | ২৭৯ | ২০ |
শীতকালীন গেমস অনুযায়ী পদক
[সম্পাদনা]গেমস | ক্রীড়াবিদ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট | অব. |
---|---|---|---|---|---|---|
১৯২৪ চেমোনিক্স | ১২ | ১ | ০ | ০ | ১ | ৮ |
১৯২৮ সেন্ট মরিজ | ২৩ | ১ | ০ | ০ | ১ | ৫ |
১৯৩২ লেক প্লাসিড | ৪২ | ১ | ১ | ৫ | ৭ | ৪ |
১৯৩৬ গার্মিখ | ২৯ | ০ | ১ | ০ | ১ | ৯ |
১৯৪৮ সেন্ট মরিজ | ২৮ | ২ | ০ | ১ | ৩ | ৬ |
১৯৫২ অসলো | ৩৯ | ১ | ০ | ১ | ২ | ৬ |
১৯৫৬ কর্তিনা | ৩৭ | ০ | ১ | ২ | ৩ | ১০ |
১৯৬০ স্কোয়া ভ্যালি | ৪৪ | ২ | ১ | ১ | ৪ | ৭ |
১৯৬৪ ইন্সব্রুক | ৫৫ | ১ | ১ | ১ | ৩ | ১০ |
১৯৬৮ গ্রানোবল | ৭০ | ১ | ১ | ১ | ৩ | ১৩ |
১৯৭২ সাপ্পোরো | ৪৭ | ০ | ১ | ০ | ১ | ১৭ |
১৯৭৬ ইন্সব্রুক | ৫৯ | ১ | ১ | ১ | ৩ | ১১ |
১৯৮০ লেক প্লাসিড | ৫৯ | ০ | ১ | ১ | ২ | ১৪ |
১৯৮৪ সারাজেভো | ৬৭ | ২ | ১ | ১ | ৪ | ৮ |
১৯৮৮ ক্যালগেরি | ১১২ | ০ | ২ | ৩ | ৫ | ১৩ |
১৯৯২ আলবার্টভিল | ১০৮ | ২ | ৩ | ২ | ৭ | ৯ |
১৯৯৪ লিলেহামার | ৯৫ | ৩ | ৬ | ৪ | ১৩ | ৭ |
১৯৯৮ নাগানো | ১৪৪ | ৬ | ৫ | ৪ | ১৫ | ৪ |
২০০২ সল্ট লেক | ১৫০ | ৭ | ৩ | ৭ | ১৭ | ৪ |
২০০৬ তুরিন | ১৯৬ | ৭ | ১০ | ৭ | ২৪ | ৫ |
২০১০ ভ্যানকুভার | ২০৬ | ১৪ | ৭ | ৫ | ২৬ | ১ |
২০১৪ সোচি | ২২০ | ১০ | ১০ | ৫ | ২৫ | ৩ |
মোট | ৬২ | ৫৬ | ৫২ | ১৭০ | ৬ |
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]- "Canada" [কানাডা] (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
- "Results and Medalists" [ফলাফল ও পদক তালিকা]। Olympic.org (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
- "Olympic Medal Winners" [অলিম্পিকে পদক জয়ীগণ] (ইংরেজি ভাষায়)। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি।
- "Canada" [কানাডা] (ইংরেজি ভাষায়)। Sports-Reference.com। ৩১ জুলাই ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০১৬।
- CBC ডিজিটাল আর্কাইভ - অলিম্পিক (ইংরেজি)
- অলিম্পিক - TSN (ইংরেজি)