ফরেস্ট গাম্প
ফরেস্ট গাম্প | |
---|---|
পরিচালক | রবার্ট জেমেকিস |
প্রযোজক | |
চিত্রনাট্যকার | এরিক রুথ |
উৎস | উইনস্টন গ্রুম কর্তৃক ফরেস্ট গাম্প |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | এলান সিলভেস্ট্রি |
চিত্রগ্রাহক | ডন বার্গেস |
সম্পাদক | আর্থার শ্মিট |
পরিবেশক | প্যারামাউন্ট পিকচার্স |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৪২ মিনিট |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $৫৫ মিলিয়ন[১] |
আয় | $৬৭৭,৩৮৭,৭১৬[১] |
ফরেস্ট গাম্প (ইংরেজি: Forrest Gump) ১৯৯৪ সালে মুক্তি পাওয়া একটি মার্কিন চলচ্চিত্র। এই চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য টম হ্যাংক্স্ সেরা অভিনেতা হিসেবে ৬৭ তম অস্কার পুরস্কার লাভ করেন। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন রবার্ট জেমেকিস। উইন্সটন গ্রুমের লেখা উপন্যাস ফরেস্ট গাম্প অবলম্বনে নির্মিত হয়েছে এই চলচ্চিত্রটি; যার চিত্রনাট্য লিখেছেন এরিক রথ। চলচ্চিত্রটি ১৯৯৫ সালের অস্কার প্রতিযোগিতায় সর্বমোট ১৪ টি বিভাগে মনোনয়ন পায় এবং ৬ টি বিভাগে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করে।
কাহিনী সংক্ষেপ
চলচ্চিত্রটির মূল কাহিনী শুরু হয় ১৯৮১ সালের কোন এক সময়ে, কোন এক বাস ষ্টেশনে। বোকাসোকা ফরেস্ট গাম্প কিভাবে ঘটনাক্রমে তার জীবনকে আমেরিকার ইতিহাসের কয়েকটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ঘটনার সঙ্গে জড়িয়ে ফেলে, তারই বর্ণনা ছিল গাম্পের কন্ঠে । কোন রকম চেষ্টা ছাড়াই সে ফুটবল তারকা হয়ে যায়, জন এফ কেনেডির সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করার সুযোগ পায়, ভিয়েতনাম যুদ্ধে দেশের হয়ে যোগ দেয়, লাভজনক চিংড়ি ব্যবসায় জড়িয়ে পরে, বছরের পর বছর ধরে গ্রামান্তর দৌঁড়ে অংশ নেয়। শুধু তাই নয়, ওয়াটার গেট কেলেঙ্কারিও সে উন্মোচন করে। জন লেননের সাথেও সময় কাটিয়েছিল গাম্প। নিজের সরল ব্যক্তিত্ব ও সাদামাটা জীবনে ফরেস্ট গাম সব সময়ই ছোট্ট বেলার বান্ধবী জেনীকে কাছে চেয়েছিলো। কিন্তু নিরীহ, সরল ফরেস্ট গাম আমেরিকার সব বড় বড় ঘটনার সাক্ষী হয়ে ওঠে। তবুও শেষ পর্যন্ত সে সাধারণই থেকে যায়।
বিখ্যাত সংলাপ
ফরেস্ট গাম্প চলচ্চিত্রটি বিখ্যাত কিছু সংলাপের জন্য পরিচিতি।
- লেফটেন্যান্ট ড্যানিয়েল টেইলর: তুমি কি এখনো ঈশ্বরকে থুজে পাওনি, গাম্প?
ফরেষ্ট গাম্প: আমি জানি না, কিন্তু আমি তাকে খুজতেছিলাম, স্যার। - ‘আমার নাম ফরেস্ট গাম্প, লোকে আমাকে ফরেস্ট গাম বলে।’
বক্স অফিস
$৫৫ মিলিয়নে অর্থ ব্যয়ে নির্মিত ফরেস্ট গাম্প চলচ্চিত্রটি যুক্তরাষ্ট্রে মুক্তির প্রথম সপ্তাহেই ১,৫৯৫ মিলিয়ন সহ বিশ্বব্যপী সর্বমোট $২৪,৪৫০,৬০২ মিলিয়ন অর্থ আয় করেছে।[১]
তথ্যসূত্র
- ↑ ক খ গ "Forrest Gump (1994)"। Box Office Mojo। সংগ্রহের তারিখ জুলাই ১, ২০০৯।
বহি:সংযোগ
- ইন্টারনেট মুভি ডেটাবেজে ফরেস্ট গাম্প (ইংরেজি)
- টিসিএম চলচ্চিত্র ডেটাবেজে ফরেস্ট গাম্প
- অলমুভিতে ফরেস্ট গাম্প (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে ফরেস্ট গাম্প (ইংরেজি)
- রটেন টম্যাটোসে ফরেস্ট গাম্প (ইংরেজি)