লেন্স
দুটি গোলীয় পৃষ্ঠ ধারা সীমাবদ্ধ কোনো স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলে।
লেন্স এক ধরনের সমসত্ত্ব আলোকীয় যন্ত্র, যার মধ্য দিয়ে আলোর প্রতিসরণ ঘটে। লেন্স শব্দটির বাংলা প্রতিশব্দ পরাকলা একটি আলোকরশ্মি প্রেরণক্ষম গোলককে বিভিন্ন অংশ থেকে এবং বিভিন্ন নকশায় কেটে নিলেই লেন্স তৈরি হয়ে যায়।
লেন্স দুই রকম হয়ে থাকে। যথা: উত্তল লেন্স ও অবতল লেন্স।
উত্তল লেন্স
সম্পাদনাযে লেন্সের মধ্যভাগ মোটা ও এর প্রান্তভাগ ক্রমশ সরু, তাকে উত্তল লেন্স বলে। উত্তল লেন্সের ফোকাস দূরত্ব ধনাত্মক হয়ে থাকে। তলের আকৃতির ওপর নির্ভর করে উত্তল লেন্স তিন প্রকারের। যথা:
- উভোত্তল লেন্স বা দ্বি-উত্তল লেন্স
- অবতলোত্তল (অবতল-উত্তল) লেন্স
- সমতলোত্তল (সমতল-উত্তল) লেন্স
অবতল লেন্স
সম্পাদনাযে লেন্সের মধ্যভাগ সরু ও এর প্রান্তভাগ ক্রমশ মোটা, তাকে অবতল লেন্স বলে। অবতল লেন্সের ফোকাস দূরত্ব ঋণাত্মক হয়। তলের আকৃতির ওপর নির্ভর করে অবতল লেন্সও তিন প্রকারের। যথা:
- উভাবতল বা দ্বি-অবতল লেন্স
- উত্তলাবতল (উত্তল-অবতল) লেন্স
- সমতলাবতল (সমতল-অবতল) লেন্স
ইতিহাস
সম্পাদনালেন্স শব্দটি এসেছে লাতিন শব্দ 'lentil' (ডাল) থেকে, কারণ একটি দ্বি-উত্তল লেন্সের আকৃতি ডালের মতো। ডাল উদ্ভিদটি Lens গণের অন্তর্ভুক্ত এবং সবচেয়ে বেশি খাওয়া ডাল হলো Lens culinaris। এছাড়া ডালের সাথে লেন্সের জ্যামিতিক আকারেও মিল রয়েছে।[১][২]
সবচেয়ে প্রাচীন লেন্স হলো নিমরুদের লেন্স, যা তৈরি হয়েছিল ২৭০০ বছর আগে, প্রাচীন আসিরিয়ায়। ডেভিড ব্রুস্টার প্রস্তাব করেছিলেন, একে আতশি কাচ হিসেবে অথবা আগুন ধরাতে ব্যবহার করা যেতে পারে।[৩][৪]
সাধারণ লেন্সের গঠন
সম্পাদনালেন্স প্রস্তুতকারকের সূত্র
সম্পাদনাবায়ুতে কোনো লেন্সের ফোকাস দৈর্ঘ্য এই সূত্র দ্বারা নির্ণয় করা যায়:[৫]
যেখানে
- ফোকাস দূরত্ব
- লেন্সের প্রতিসরাঙ্ক
- আলোক উৎসের নিকটবর্তী তলের বক্রতা ব্যাসার্ধ
- আলোক উৎসের দূরবর্তী তলের বক্রতা ব্যাসার্ধ
- লেন্সের পুরুত্ব
বিম্বের ধরন
সম্পাদনাবিম্ব একটি মসৃণ তল যেখানে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে।
১.অবতল দর্পণ বা উত্তল লেন্স সর্বদা ধনাত্মক
২.উত্তল দর্পণ বা অবতল লেন্স সর্বদা ঋণাত্মক
বিম্বের প্রতিফলন বা প্রতিসরণ নির্ভর করে বিম্বটি উত্তল না অবতল তার উপর।
লেন্সের ব্যবহার
সম্পাদনা- উত্তল লেন্স
- বিবর্ধক কাচ হিসেবে
- আতশী কাচ হিসেবে
- চশমায় ব্যবহার করা হয় (দৃষ্টির ত্রুটি প্রতিরোধ করতে)
- ক্যামেরা, অণুবীক্ষণ যন্ত্রে
- অন্যান্য আলোক যন্ত্রে
- অবতল লেন্সের ফোকাস দূরত্ব নির্ণয়ের সময় সহায়ক হিসেবে।
- দূরবীক্ষণ যন্ত্রে
- অলংকার নির্মাতা ও ঘড়ি মেরামতকারীরা এটি ব্যবহার করেন
- গাড়িচালক গাড়ির রিয়ার ভিউ ফাইন্ডার-রূপে ব্যবহার করে, ইত্যাদি।
- অবতল লেন্স
- চশমায় ব্যবহার করা হয় (ক্ষীনদৃষ্টির ক্ষেত্রে)
- কোন কোন দূরবীক্ষণ যন্ত্রে
- অন্যান্য আলোক যন্ত্রে
- বিভিন্ন পরীক্ষণে
- টর্চে ব্যবহৃত হয়।
- দাঁতের চিকিৎসায়।
- সোলার কুকারে ব্যবহৃত হয়।
- শক্তিশালী সমান্তরাল আলোকরশ্মি পেতে সন্ধান-আলো (সার্চলাইট) এবং যানবাহনের হেডলাইটে ব্যবহৃত হয়।
- মুখের বৃহৎ চিত্র দেখতে ক্ষৌরকর্মের দর্পণে ব্যবহৃত হয়, ইত্যাদি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Brians, Paul (২০০৩)। Common Errors in English। Franklin, Beedle & Associates। পৃষ্ঠা 125। আইএসবিএন 1-887902-89-9। ২৫ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুন ২০০৯। Reports "lense" as listed in some dictionaries, but not generally considered acceptable.
- ↑ Merriam-Webster's Medical Dictionary। Merriam-Webster। ১৯৯৫। পৃষ্ঠা 368। আইএসবিএন 0-87779-914-8। Lists "lense" as an acceptable alternate spelling.
- ↑ Whitehouse, David (১ জুলাই ১৯৯৯)। "World's oldest telescope?"। BBC News। সংগ্রহের তারিখ ১০ মে ২০০৮।
- ↑ "The Nimrud lens/The Layard lens"। Collection database। The British Museum। সংগ্রহের তারিখ ২৫ নভেম্বর ২০১২।
- ↑ Greivenkamp 2004, পৃ. 14
Hecht 1987, § 6.1