দামোদর নদ
দামোদর নদ ভারতের ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে দিয়ে প্রবাহিত হওয়া একটি নদী। এই নদীগর্ভ সমৃদ্ধ সম্পদে পরিপূর্ণ, এই নদী যে বিরাট অববাহিকা তৈরি করেছে যেখানে বড় বড় খনি ও শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। আগে এ দামোদর নদকে বলা হত 'বাংলার দুঃখ'। গঙ্গার শাখা হুগলির উপনদী হল দামোদর।
- উৎস: ভারতের ঝাড়খণ্ড রাজ্যের ছোটনাগপুর মালভূমিতে, পালামৌ জেলার টোরির নিকট উচ্চগিরি শৃঙ্গ।
- মোহনা: কলকাতার ৫০কি.মি. দক্ষিণে হুগলি নদীতে সঙ্গম।
- দৈর্ঘ্য: ৫৯২ কি.মি.
দামোদর নদ | |
---|---|
অবস্থান | |
দেশ | ভারত |
অবস্থান | ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
উৎস | |
• অবস্থান | চুলাপানি, লোহারদাগা জেলা, ছোট নাগপুর মালভূমি, ঝাড়খণ্ড |
মোহনা | |
• অবস্থান | হুগলি নদী, হাওড়া জেলা, পশ্চিমবঙ্গ |
দৈর্ঘ্য | ৫৯২ কিমি (৩৬৮ মা) |
নিষ্কাশন | |
• গড় | ২৯৬ মি৩/সে (১০,৫০০ ঘনফুট/সে)[১] |
অববাহিকার বৈশিষ্ট্য | |
উপনদী | |
• বামে | বরাকর, কোনার, জামুনিয়া, নুনিয়া |
• ডানে | শালি (পশ্চিমবঙ্গ) |
উপনদী
সম্পাদনাবরাকর নদী,কোনার নদ, উশ্রী, বোকারো নদী ইত্যাদি।
অববাহিকা
সম্পাদনাসর্পিল গতিতে বয়ে চলা দামোদরের ২৪,২৩৫ বর্গ কি.মি. বিস্তীর্ণ অববাহিকা ভারতের ঝাড়খণ্ড রাজ্যের পালামৌ, হাজারীবাগ, কোডার্মা, গিরিডি, ধানবাদ, বোকারো, চাতরা জেলা, এবং পশ্চিমবঙ্গ রাজ্যের বর্ধমান ও হুগলি জেলার অধিকাংশ জুড়ে বিস্তৃত। এছাড়া ঝাড়খণ্ডের পালামৌ, রাঁচি, লোহারডগা, ও দুমকা জেলা এবং পশ্চিমবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া জেলা, ও হাওড়া জেলার স্বল্প কিছু অংশও দামোদর উপত্যকার অংশ।[২]
বাংলার দুঃখ
সম্পাদনাপ্রতি বর্ষায় দামোদরের বন্যায় অনেক প্রাণ ও সম্পত্তি হানির কারণে দামোদর নদ "বাংলার দুঃখ" নামে আখ্যায়িত।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Damodar Basin Station: Rhondia, UNH/GRDC
- ↑ বন্দ্যোপাধ্যায়, দিলীপকুমার (২০০৭)। বাংলার নদনদী। কলকাতা: দে’জ পাবলিশিং।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |