1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘দাবি উত্থাপনকেই রাজনৈতিক হিসেবে দেখি’

২৬ জুলাই ২০২৪

সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে বাংলাদেশে এখন পর্যন্ত দুইশর অধিক মানুষ প্রাণ হারিয়েছেন৷ এই আন্দোলনকে চাইলে সহজেই সমাধান করা যেতো কিনা তা নিয়ে পক্ষে বিপক্ষে রয়েছে নানা মত৷

https://p.dw.com/p/4inMW
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশো-তে অতিথি হিসেবে আছেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক মানস চৌধুরী৷
‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়’ টকশোয়ের একটি দৃশ্যছবি: DW

প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান কোটা আন্দোলন নিয়ে ১০ জুলাই ও ১৯ জুলাই এক ছিল কিনা সঞ্চালক খালেদ মুহিউদ্দীনের এই প্রশ্নের জবাবে বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী বলেন, ‘‘এটি শুরুতেই কোটা আন্দোলন ছিল না৷ এই আন্দোলন শুরুই হয়েছিল সরকার পতনের উদ্দেশে৷''

তবে সাধারণ শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে অনিয়মতান্ত্রিক আন্দোলন হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘‘এ আন্দোলন কখনো নিয়মতান্ত্রিক ছিল না৷ নিয়মতান্ত্রিক আন্দোলন এবং এই অশান্তির আন্দোলন এক না৷ রাস্তা বন্ধ করা, রেল বন্ধ করা নিয়মতান্ত্রিক আন্দোলন না৷ পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে৷'' 

একই বিষয়ে অনুষ্ঠানের অপর অতিথি অধ্যাপক মানস চৌধুরী বলেন, ‘‘বিষয়টা এত সরল না৷ আলাপ অত্যন্ত দুরূহ৷ আন্দোলন নিয়মতান্ত্রিক কিনা এগুলো রেটরিক৷ আমাদের পক্ষপাতের উপর নির্ভর করে তা৷''

বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় মৃত্যুর ঘটনাগুলোর সঠিক তদন্ত, দেশের সম্পদ বিনষ্ট করার ক্ষেত্রে আসলে দায়ী কারা, দেশি-বিদেশি গণমাধ্যম এই সময়ে কী ভূমিকা রেখেছে এসব বিষয় নিয়ে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশো-তে আলোচনা হয়৷ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক মানস চৌধুরী৷

সাংবাদিক এবং শিক্ষকদের ভূমিকা সম্পর্কে অধ্যাপক মানস চৌধুরী বলেন, ‘‘আমি ২০১৮ সাল থেকেই শিক্ষার্থীদের সঙ্গে কোটা আন্দোলনের একজন৷ শিক্ষকরা সবসময়ই এসব থেকে দূরে থেকেছেন৷''

সরকার কোটা ব্যবস্থা বাতিল করতে চেয়েছিল বলেও বিচারপতি শামসুদ্দিন জানান, ‘‘সরকার চেয়েছিল কোটা বাদ করতে৷ সরকারকে অপেক্ষা করতে হয়েছে সুপ্রিম কোর্ট কি বলে৷'' ৪ জুন রায় কোটার বিষয় রায় হওয়ার পর ১৮ জুলাই সরকার চেম্বার জজ আদালতে যাওয়া এতদিন সময় নেয়ার বিষয়ে বলেন, ‘‘সব কিছুর একটা প্রক্রিয়া আছে৷''

অপরদিকে দাবি জানানোই রাজনৈতিক হিসেবে উল্লেখ করে অধ্যাপক মানস চৌধুরী বলেন, ‘‘দাবি উত্থাপনকেই রাজনৈতিক হিসেবে দেখি৷ কিন্তু মুশকিল হচ্ছে, যখন সরকারি লোকজন রাজনৈতিক শব্দটাকে দুরভিসন্ধি বা ষড়যন্ত্র হিসেবে বলে৷'' 

এসএইচ/এআই