গ্রীষ্মকালীন অলিম্পিকে কুস্তি
কুস্তি বা মল্লযুদ্ধ ৭০৮ খৃঃ পূঃ প্রাচীন অলিম্পিক গেমসের সময় থেকে প্রচলিত; যা আজকের গ্রীষ্মকালীন অলিম্পিক গেমসেও অনুষ্ঠিত হয়।[১] ১৮৯৬ সালে অ্যাথেন্সে আধুনিক অলিম্পিক গেমসের সূত্রপাত হবার পর থেকে কুস্তি (অর্থাৎ, গ্রেকো-রোমান কুস্তির ধরন) অলিম্পিকের অন্যতম অংশ ছিল; ব্যতিক্রম, একমাত্র ১৯০০ গ্রীষ্মকালীন অলিম্পিক যেখানে কুস্তি আয়োজিত হয়নি। ফ্রিস্টাইল কুস্তি এবং ওজন-ভিত্তিক বিভাগীয় লড়াই ১৯০৪ অলিম্পিক থেকে শুরু হয়। মহিলাদের প্রতিযোগিতা শুরু হয় ২০০৪ অলিম্পিক থেকে। ২০১৩ ফেব্রুয়ারিতে আইওসির কার্যকরী সমিতির ভোটে সিদ্ধান্ত হয় ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিক থেকে কুস্তি বাদ দেওয়া হবে।[২] তবে, ৮ই সেপ্টেম্বর ২০১৩, আইওসির সাধারণ অধিবেশনের ভোটাভুটিতে বেসবল, সফ্টবল ও স্কোয়াশকে হারিয়ে, অলিম্পিকে তিন হাজার বছরের ইতিহাস সংবলিত, কুস্তির ২০২০ অলিম্পিক থেকে অপসারণ রোধ হয়।[৩][৪][৫]
অলিম্পিক থেকে অপসারণের সম্ভাবনা
[সম্পাদনা]বেশ কিছুদিন ধরেই আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (IOC) ভাবছিল কি করে অলিম্পিকের খরচ, আয়তন ও জটিলতা কমানো যায়।[৬] আইওসি অলিম্পিক ক্রীড়াগুলিকে "মুখ্য ক্রীড়া" ও "সাধারণ ক্রীড়া"য় ভাগ করে। মুখ্য ক্রীড়াগুলি ভবিষ্যতের সব অলিম্পিকে নিশ্চিতভাবে থাকলেও, সাধারণ ক্রীড়াগুলির ক্ষেত্রে সেই নিশ্চয়তা থাকবে না। তাদের এক-একটি অলিম্পিকের আসর ধরে যোগ্যতা যাচাই হবে। ২৬টি মুখ্য ক্রীড়ার অন্যতম ছিল কুস্তি। কিন্তু, ২০১২ লন্ডন অলিম্পিকের পর আইওসির কার্যকরী সমিতি, প্রতিটি মুখ্য ক্রীড়ার লন্ডন অলিম্পিকে সাফল্য ও বিশ্ব জুড়ে তৃণমূল স্তরে তাদের জনপ্রিয়তার মাপকাঠিতে মূল্যায়ন করে। এই মূল্যায়ণের উদ্দেশ্য ছিল, ২০২০ অলিম্পিক থেকে মুখ্য ক্রীড়ার সংখ্যা ২৫টিতে কমিয়ে এনে সেই স্থানে একটি সাধারণ ক্রীড়ার সংযোজন। ২০১৩ সালের ১২ই ফেব্রুয়ারি, আইওসির কার্যকরী সমিতির সিদ্ধান্তে কুস্তি অলিম্পিক মুখ্য ক্রীড়ার মর্যাদা হারায়।
সেই দিনই কুস্তির আন্তর্জাতিক ফেডারেশন (তদানিন্তন FILA আজকের সংযুক্ত বিশ্ব কুস্তি) বিবৃতি দেয়:
আইওসি কার্যকরী সমিতির ২০২০ অলিম্পিকে কুস্তিকে ২৫টি মুখ্য ক্রীড়ার মধ্যে না ধরার সুপারিশে FILA যারপরনাই বিস্মিত। প্রাচীন ও আধুনিক অলিম্পিকের অন্যতম প্রতিষ্ঠাতা ক্রীড়া কুস্তির এই স্খলনের বিরুদ্ধে FILA আইওসি কার্যকরী সমিতি ও আইওসির সকল সদস্যকে বোঝানোর সর্বতো চেষ্টা করবে।[৭]
১৫ই ফেব্রুয়ারি, FILA জরুরি বৈঠক ডাকে। সেখানে সভাপতি রাফায়েল মার্টিনেত্তি আস্থা ভোট চান। কিন্তু যখন তিনি দেখেন মাত্র ৫০% সদস্য তাঁর পক্ষে ভোট দিয়েছে; তখন তিনি FILA সভাপতির পদ থেকে পদত্যাগ করেন।[৭] যদিও এই সিদ্ধান্তের পরে বিশ্ব ক্রীড়ায় অংশ নিতে কোনো বাধা ছিল না; তবু আমেরিকান মল্লবীরেরা ভবিষ্যতের অলিম্পিকে অংশ নিতে না পারার সম্ভাবনায় প্রবল হতাশা প্রকাশ করেন।[৮]
কুস্তি, আরও সাতটি সাধারণ ক্রীড়া, যথা, - বেসবল/সফ্টবল, স্কোয়াশ, কারাতে, স্পোর্ট ক্লাইম্বিং, ওয়েকবোর্ডিং, উশু এবং রোলার ক্রীড়ার সাথে ২০২০ অলিম্পিকের জন্য প্রতিযোগিতায় নামতে বাধ্য হয়।[২] ৮ই সেপ্টেম্বর ২০১৩, আইওসি ঘোষণা করে ২০২০ অলিম্পিকে, বাকি প্রতিদ্বন্দ্বীদের হারিয়ে, কুস্তি সাধারণ ক্রীড়া হিসাবে অনুষ্ঠিত হবে।[৩] মে মাসে সংক্ষিপ্ত তালিকায় জায়গা পাওয়া থেকে শেষ পর্যন্ত ২০২০ অলিম্পিকে অন্তর্ভুক্তির এই সাফল্যের জন্য নতুন FILA সভাপতি নেনাদ লালোভিচকে কৃতিত্ব দেওয়া হয়।[৩] লালোভিচ বলেন, "যে কাজটা কয়েক বছরে করার, সেটা আমরা কয়েক মাসে করতে পেরেছি। এটা আমাদের বাঁচার লড়াই ছিল...আমরা সম্ভাব্য সব কিছু করেছি, আমরা খেলাটিতে পরিবর্তন আনতে পেরেছি, যা এই ফেডারেশনের সাফল্য। আর আমরা আগামীকালও কাজ করব।"[৩]
পুরুষ
[সম্পাদনা]বিভাগ | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | ২০ | ২৪ | ২৮ | ৩২ | ৩৬ | ৪৮ | ৫২ | ৫৬ | ৬০ | ৬৪ | ৬৮ | ৭২ | ৭৬ | ৮০ | ৮৪ | ৮৮ | ৯২ | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | বর্ষ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
গ্রেকো-রোমান লাইট ফ্লাইওয়েট | X | X | X | X | X | X | X | ৭ | ||||||||||||||||||||
গ্রেকো-রোমান ফ্লাইওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৪ | |||||||||||||
গ্রেকো-রোমান ব্যান্টমওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২১ | ||||||
গ্রেকো-রোমান ফেদারওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৩ | ||||
গ্রেকো-রোমান লাইটওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৪ | |||
গ্রেকো-রোমান ওয়েল্টারওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৯ | ||||||||
গ্রেকো-রোমান মিডলওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৪ | |||
গ্রেকো-রোমান লাইট হেভিওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৯ | |||||||
গ্রেকো-রোমান হেভিওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৩ | ||||
গ্রেকো-রোমান সুপার হেভিওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১২ | |||||||||||||||
গ্রেকো-রোমান ওপেন | X | ১ | ||||||||||||||||||||||||||
ফ্রিস্টাইল লাইট ফ্লাইওয়েট | X | X | X | X | X | X | X | X | ৮ | |||||||||||||||||||
ফ্রিস্টাইল ফ্লাইওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৫ | ||||||||||||
ফ্রিস্টাইল ব্যান্টমওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২২ | ||||
ফ্রিস্টাইল ফেদারওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৪ | |||
ফ্রিস্টাইল লাইটওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৪ | |||
ফ্রিস্টাইল ওয়েল্টারওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২২ | |||||
ফ্রিস্টাইল মিডলওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৩ | ||||
ফ্রিস্টাইল লাইট হেভিওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১৮ | |||||||||
ফ্রিস্টাইল হেভিওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | X | ২৪ | |||
ফ্রিস্টাইল সুপার হেভিওয়েট | X | X | X | X | X | X | X | X | X | X | X | ১১ | ||||||||||||||||
বিভাগসমূহ | ১ | ০ | ৭ | ৯ | ৫ | ১০ | ১৩ | ১৩ | ১৪ | ১৪ | ১৬ | ১৬ | ১৬ | ১৬ | ১৬ | ১৬ | ২০ | ২০ | ২০ | ২০ | ২০ | ২০ | ২০ | ১৬ | ১৪ | ১৪ | ১৪ |
মহিলা
[সম্পাদনা]বিভাগ | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | ২০ | ২৪ | ২৮ | ৩২ | ৩৬ | ৪৮ | ৫২ | ৫৬ | ৬০ | ৬৪ | ৬৮ | ৭২ | ৭৬ | ৮০ | ৮৪ | ৮৮ | ৯২ | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | বর্ষ |
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
ফ্রিস্টাইল ফ্লাইওয়েট | X | X | X | ৩ | ||||||||||||||||||||||||
ফ্রিস্টাইল লাইটওয়েট | X | X | X | ৩ | ||||||||||||||||||||||||
ফ্রিস্টাইল মিডলওয়েট | X | X | X | ৩ | ||||||||||||||||||||||||
ফ্রিস্টাইল হেভিওয়েট | X | X | X | ৩ | ||||||||||||||||||||||||
বিভাগসমূহ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ০ | ৪ | ৪ | ৪ |
অংশগ্রহণকারী রাষ্ট্রসমূহ
[সম্পাদনা]রাষ্ট্র | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | ২০ | ২৪ | ২৮ | ৩২ | ৩৬ | ৪৮ | ৫২ | ৫৬ | ৬০ | ৬৪ | ৬৮ | ৭২ | ৭৬ | ৮০ | ৮৪ | ৮৮ | ৯২ | ৯৬ | ০০ | ০৪ | ০৮ | ১২ | অলিম্পিক বর্ষ | ||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
আফগানিস্তান (AFG) | ৭ | |||||||||||||||||||||||||||||
আলবেনিয়া (ALB) | ৩ | |||||||||||||||||||||||||||||
আলজেরিয়া (ALG) | ৭ | |||||||||||||||||||||||||||||
আমেরিকান সামোয়া (ASA) | ৩ | |||||||||||||||||||||||||||||
আর্জেন্টিনা (ARG) | ১৩ | |||||||||||||||||||||||||||||
আর্মেনিয়া (ARM) | ৫ | |||||||||||||||||||||||||||||
অস্ট্রেলিয়া (AUS) | ২১ | |||||||||||||||||||||||||||||
অস্ট্রিয়া (AUT) | ১৯ | |||||||||||||||||||||||||||||
আজারবাইজান (AZE) | ৫ | |||||||||||||||||||||||||||||
বেলারুশ (BLR) | ৫ | |||||||||||||||||||||||||||||
বেলজিয়াম (BEL) | ১৮ | |||||||||||||||||||||||||||||
বোহেমিয়া (BOH) | ২ | |||||||||||||||||||||||||||||
বলিভিয়া (BOL) | ২ | |||||||||||||||||||||||||||||
বসনিয়া ও হার্জেগোভিনা (BIH) | ১ | |||||||||||||||||||||||||||||
ব্রাজিল (BRA) | ৫ | |||||||||||||||||||||||||||||
বুলগেরিয়া (BUL) | ১৫ | |||||||||||||||||||||||||||||
কম্বোডিয়া (CAM) | ১ | |||||||||||||||||||||||||||||
ক্যামেরুন (CMR) | ৫ | |||||||||||||||||||||||||||||
কানাডা (CAN) | ২২ | |||||||||||||||||||||||||||||
চীন (CHN) | ৮ | |||||||||||||||||||||||||||||
চীনা তাইপেই (TPE) | ৩ | |||||||||||||||||||||||||||||
কলম্বিয়া (COL) | ৮ | |||||||||||||||||||||||||||||
কোত দিভোয়ার (CIV) | ১ | |||||||||||||||||||||||||||||
ক্রোয়েশিয়া (CRO) | ৩ | |||||||||||||||||||||||||||||
কিউবা (CUB) | ১১ | |||||||||||||||||||||||||||||
সাইপ্রাস (CYP) | ২ | |||||||||||||||||||||||||||||
চেক প্রজাতন্ত্র (CZE) | ১১ | |||||||||||||||||||||||||||||
চেকোস্লোভাকিয়া (TCH) | ১৫ | |||||||||||||||||||||||||||||
ডেনমার্ক (DEN) | ১৭ | |||||||||||||||||||||||||||||
ডোমিনিকান প্রজাতন্ত্র (DOM) | ৪ | |||||||||||||||||||||||||||||
ইকুয়েডর (ECU) | ৪ | |||||||||||||||||||||||||||||
মিশর (EGY) | ১৮ | |||||||||||||||||||||||||||||
এল সালভাদোর (ESA) | ৩ | |||||||||||||||||||||||||||||
এস্তোনিয়া (EST) | ১০ | |||||||||||||||||||||||||||||
ফিনল্যান্ড (FIN) | ২৪ | |||||||||||||||||||||||||||||
ফ্রান্স (FRA) | ২৩ | |||||||||||||||||||||||||||||
গাম্বিয়া (GAM) | ১ | |||||||||||||||||||||||||||||
জর্জিয়া (GEO) | ৫ | |||||||||||||||||||||||||||||
জার্মানি (GER) | ১৩ | |||||||||||||||||||||||||||||
জার্মানির সমন্বিত দল (EUA) | ৩ | |||||||||||||||||||||||||||||
পূর্ব জার্মানি (GDR) | ৫ | |||||||||||||||||||||||||||||
পশ্চিম জার্মানি (FRG) | ৫ | |||||||||||||||||||||||||||||
গ্রেট ব্রিটেন (GBR) | ২৩ | |||||||||||||||||||||||||||||
গ্রিস (GRE) | ২৪ | |||||||||||||||||||||||||||||
গুয়াম (GUM) | ৬ | |||||||||||||||||||||||||||||
গুয়াতেমালা (GUA) | ৬ | |||||||||||||||||||||||||||||
গিনি (GUI) | ১ | |||||||||||||||||||||||||||||
গিনি-বিসাউ (GBS) | ৫ | |||||||||||||||||||||||||||||
হাঙ্গেরি (HUN) | ২৪ | |||||||||||||||||||||||||||||
আইসল্যান্ড (ISL) | ১ | |||||||||||||||||||||||||||||
স্বাধীন অলিম্পিক অংশগ্রহণকারী (IOP) | ১ | |||||||||||||||||||||||||||||
ভারত (IND) | ১৭ | |||||||||||||||||||||||||||||
ইন্দোনেশিয়া (INA) | ১ | |||||||||||||||||||||||||||||
ইরান (IRI) | ১৫ | |||||||||||||||||||||||||||||
ইরাক (IRQ) | ৬ | |||||||||||||||||||||||||||||
আয়ারল্যান্ড (IRL) | ১৭ | |||||||||||||||||||||||||||||
ইসরায়েল (ISR) | ৭ | |||||||||||||||||||||||||||||
ইতালি (ITA) | ২৪ | |||||||||||||||||||||||||||||
জাপান (JPN) | ১৯ | |||||||||||||||||||||||||||||
জর্ডান (JOR) | ১ | |||||||||||||||||||||||||||||
কাজাখস্তান (KAZ) | ৫ | |||||||||||||||||||||||||||||
কেনিয়া (KEN) | ১ | |||||||||||||||||||||||||||||
উত্তর কোরিয়া (PRK) | ৯ | |||||||||||||||||||||||||||||
দক্ষিণ কোরিয়া (KOR) | ১৬ | |||||||||||||||||||||||||||||
কিরগিজস্তান (KGZ) | ৫ | |||||||||||||||||||||||||||||
লাতভিয়া (LAT) | ৮ | |||||||||||||||||||||||||||||
লেবানন (LIB) | ৯ | |||||||||||||||||||||||||||||
লিথুয়ানিয়া (LTU) | ৬ | |||||||||||||||||||||||||||||
লুক্সেমবুর্গ (LUX) | ৮ | |||||||||||||||||||||||||||||
মেসিডোনিয়া (MKD) | ২ | |||||||||||||||||||||||||||||
মাল্টা (MLT) | ২ | |||||||||||||||||||||||||||||
মৌরিতানিয়া (MTN) | ২ | |||||||||||||||||||||||||||||
মরিশাস (MRI) | ১ | |||||||||||||||||||||||||||||
মেক্সিকো (MEX) | ১৬ | |||||||||||||||||||||||||||||
মলদোভা (MDA) | ৫ | |||||||||||||||||||||||||||||
মঙ্গোলিয়া (MGL) | ১২ | |||||||||||||||||||||||||||||
মরক্কো (MAR) | ৯ | |||||||||||||||||||||||||||||
নামিবিয়া (NAM) | ৯ | |||||||||||||||||||||||||||||
নেদারল্যান্ডস (NED) | ৭ | |||||||||||||||||||||||||||||
নিউজিল্যান্ড (NZL) | ৯ | |||||||||||||||||||||||||||||
নিকারাগুয়া (NCA) | ১ | |||||||||||||||||||||||||||||
নাইজেরিয়া (NGR) | ৯ | |||||||||||||||||||||||||||||
নরওয়ে (NOR) | ২৩ | |||||||||||||||||||||||||||||
পাকিস্তান (PAK) | ১০ | |||||||||||||||||||||||||||||
পালাউ (PLW) | ২ | |||||||||||||||||||||||||||||
পানামা (PAN) | ৯ | |||||||||||||||||||||||||||||
পেরু (PER) | ৭ | |||||||||||||||||||||||||||||
ফিলিপাইন (PHI) | ৮ | |||||||||||||||||||||||||||||
পোল্যান্ড (POL) | ১৭ | |||||||||||||||||||||||||||||
পর্তুগাল (POR) | ১০ | |||||||||||||||||||||||||||||
পুয়ের্তো রিকো (PUR) | ৭ | |||||||||||||||||||||||||||||
রোমানিয়া (ROU) | ১৭ | |||||||||||||||||||||||||||||
রাশিয়া (RUS) | ৭ | |||||||||||||||||||||||||||||
সামোয়া (SAM) | ২ | |||||||||||||||||||||||||||||
সেনেগাল (SEN) | ১১ | |||||||||||||||||||||||||||||
সার্বিয়া (SRB) | ২ | |||||||||||||||||||||||||||||
সার্বিয়া ও মন্টিনিগ্রো (SCG) | ১ | ১ | ||||||||||||||||||||||||||||
স্লোভাকিয়া (SVK) | ৪ | |||||||||||||||||||||||||||||
দক্ষিণ আফ্রিকা (RSA) | ১২ | |||||||||||||||||||||||||||||
সোভিয়েত ইউনিয়ন (URS) | ৯ | |||||||||||||||||||||||||||||
স্পেন (ESP) | ১০ | |||||||||||||||||||||||||||||
সুইডেন (SWE) | ২৪ | |||||||||||||||||||||||||||||
সুইজারল্যান্ড (SUI) | ১৯ | |||||||||||||||||||||||||||||
সিরিয়া (SYR) | ৭ | |||||||||||||||||||||||||||||
তাজিকিস্তান (TJK) | ৪ | |||||||||||||||||||||||||||||
তিউনিসিয়া (TUN) | ৮ | |||||||||||||||||||||||||||||
তুরস্ক (TUR) | ১৯ | |||||||||||||||||||||||||||||
তুর্কমেনিস্তান (TKM) | ২ | |||||||||||||||||||||||||||||
ইউক্রেন (UKR) | ৫ | |||||||||||||||||||||||||||||
সমন্বিত দল (EUN) | ১ | ১ | ||||||||||||||||||||||||||||
মার্কিন যুক্তরাষ্ট্র (USA) | ২৩ | |||||||||||||||||||||||||||||
উজবেকিস্তান (UZB) | ৫ | |||||||||||||||||||||||||||||
ভেনেজুয়েলা (VEN) | ৮ | |||||||||||||||||||||||||||||
ভিয়েতনাম (VIE) | ৩ | |||||||||||||||||||||||||||||
ভার্জিন দ্বীপপুঞ্জ (ISV) | ১ | |||||||||||||||||||||||||||||
ইয়েমেন (YEM) | ১ | |||||||||||||||||||||||||||||
উত্তর ইয়েমেন (YAR) | ২ | ১ | ||||||||||||||||||||||||||||
যুগোস্লাভিয়া (YUG) | ১২ | |||||||||||||||||||||||||||||
মোট রাষ্ট্র | ৪ | – | ১ | ১৩ | ১৮ | ২০ | ২৬ | ৩০ | ১৭ | ২৮ | ২৯ | ৩৬ | ৩০ | ৪৪ | ৩৯ | ৪৫ | ৪৯ | ৪১ | ৩৫ | ৪২ | ৬৯ | ৫৮ | ৭৪ | ৫৩ | ৬৫ | ৫৮ | ৬৬ | |||
মোট মল্লবীর | ৬ | – | ৪২ | ১০৮ | ১৬১ | ১৫৭ | ২১৯ | ১৬৫ | ৬৯ | ১৮৯ | ২১৩ | ২১৫ | ১৬৭ | ৩২৫ | ২৭০ | ২৯৬ | ৩৯১ | ৩৩০ | ২৫৯ | ২৬১ | ৪৩০ | ৩৪৪ | ৩৯৮ | ৩২৪ | ৩৫০ | ৩৫৩ | ৩৫০ |
বি. দ্র. -
- রাশিয়ার সাথে পূর্বতন রুশ সাম্রাজ্যের হিসাবও ধরা হল।
- @১৯৪৮ অলিম্পিকে পাকিস্তান চারজন ফ্রিস্টাইল মল্লযোদ্ধা পাঠায়। কিন্তু তারা ভুল করে গ্রেকো-রোমান শৈলীর প্রতিযোগিতায় প্রবেশ করতে গেলে তাদের যোগ্যতা বাতিল করা হয়।
- X - চিহ্নের দ্বারা বর্জন নির্দেশ করা হল। বিভিন্ন দেশ বিভিন্ন কারণে অলিম্পিক বর্জন করেছে। নিচে কারণগুলি তালিকাবদ্ধ করা হল।
- †মিশর ও ইরাক ১৯৫৬ অলিম্পিক বর্জন করে সুয়েজ সমস্যায় ব্রিটিশ ও ফরাসি যোগের জন্য। যদিও, অস্ট্রেলিয়ার অস্ট্রেলীয় সঙ্গরোধ নিয়মের জন্য পাঁচ মাস পূর্বে সুইডেনের স্টকহোমে অনুষ্ঠিত অশ্বচালনার প্রতিযোগিতায় তিনজন মিশরীয় প্রতিযোগী অংশ নেয়।
- স্পেন নাৎসি জার্মানিতে অনুষ্ঠিত ১৯৩৬অলিম্পিক বর্জন করে।
- * নতুন উদীয়মান শক্তির গেমসের (Games of the New Emerging Forces) জন্য বর্জন করে।
- X*সোভিয়েত ইউনিয়নের হাঙ্গেরী আক্রমণের প্রতিবাদে স্পেন, সুইজারল্যান্ড ও নেদারল্যান্ডস উদ্বোধনের মাত্র কয়েক সপ্তাহ আগে ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিক বর্জন করে। (তবে, একজন ডাচ অশ্বারোহী সুইডেনের স্টকহোমে মূল অলিম্পিকের কয়েক মাস আগে অনুষ্ঠিত অশ্বচালনার প্রতিযোগিতায় অংশ নিয়েছিল।)
- X#উত্তর কোরিয়ার সমর্থনে নিকারাগুয়া ১৯৮৮ সিওল অলিম্পিক বয়কট করে।
- বিভিন্ন অলিম্পিকে স্বেচ্ছায় বর্জন ছাড়াও অনেক সময় নানা কারণে বিভিন্ন দেশকে নিষিদ্ধ করা হয়েছে।
সর্বকালীন পদক তালিকা – ১৮৯৬–২০১২
[সম্পাদনা]ক্রম | দেশ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | সোভিয়েত ইউনিয়ন (URS) | ৮০ | ৩১ | ২৩ | ১৩৪ |
২ | মার্কিন যুক্তরাষ্ট্র (USA) | ৫০ | ৪৩ | ৩২ | ১২৫ |
৩ | সুইডেন (SWE) | ২৮ | ২৭ | ২৯ | ৮৪ |
৪ | জাপান (JPN) | ২৮ | ১৭ | ১৭ | ৬২ |
৫ | তুরস্ক (TUR) | ২৮ | ১৬ | ১৪ | ৫৮ |
৬ | ফিনল্যান্ড (FIN) | ২৬ | ২৮ | ২৯ | ৮৩ |
৭ | রাশিয়া (RUS) | ২৫ | ১৩ | ১৩ | ৫১ |
৮ | হাঙ্গেরি (HUN) | ১৯ | ১৬ | ১৯ | ৫৪ |
৯ | বুলগেরিয়া (BUL) | ১৬ | ৩২ | ২০ | ৬৮ |
১০ | দক্ষিণ কোরিয়া (KOR) | ১১ | ১১ | ১৩ | ৩৫ |
১১ | ইরান (IRI) | ৮ | ১৩ | ১৭ | ৩৮ |
১২ | রোমানিয়া (ROU) | ৭ | ৮ | ১৭ | ৩২ |
১৩ | ইতালি (ITA) | ৭ | ৪ | ৯ | ২০ |
১৪ | পোল্যান্ড (POL) | ৬ | ৯ | ১১ | ২৬ |
১৫ | কিউবা (CUB) | ৬ | ৫ | ৭ | ১৮ |
১৬ | সমন্বিত দল (EUN) | ৬ | ৫ | ৫ | ১৬ |
১৭ | এস্তোনিয়া (EST) | ৫ | ২ | ৪ | ১১ |
১৮ | জার্মানি (GER) | ৪ | ১১ | ৫ | ২০ |
১৯ | যুগোস্লাভিয়া (YUG) | ৪ | ৬ | ৬ | ১৬ |
২০ | আজারবাইজান (AZE) | ৪ | ৫ | ৫ | ১৪ |
২১ | ফ্রান্স (FRA) | ৪ | ৪ | ৮ | ১৬ |
২২ | সুইজারল্যান্ড (SUI) | ৪ | ৪ | ৬ | ১৪ |
২৩ | উজবেকিস্তান (UZB) | ৪ | ২ | ০ | ৬ |
২৪ | গ্রেট ব্রিটেন (GBR) | ৩ | ৪ | ১০ | ১৭ |
২৫ | ইউক্রেন (UKR) | ৩ | ৪ | ৬ | ১৩ |
২৬ | উত্তর কোরিয়া (PRK) | ৩ | ২ | ৪ | ৯ |
২৭ | কানাডা (CAN) | ২ | ৭ | ৭ | ১৬ |
২৮ | চীন (CHN) | ২ | ৩ | ৩ | ৮ |
২৯ | পূর্ব জার্মানি (GDR) | ২ | ৩ | ২ | ৭ |
মিশর (EGY) | ২ | ৩ | ২ | ৭ | |
৩১ | জর্জিয়া (GEO) | ২ | ২ | ৭ | ১১ |
৩২ | নরওয়ে (NOR) | ২ | ২ | ১ | ৫ |
৩৩ | চেকোস্লোভাকিয়া (TCH) | ১ | ৭ | ৭ | ১৫ |
৩৪ | জার্মানির সমন্বিত দল (EUA) | ১ | ৫ | ৩ | ৯ |
৩৫ | কাজাখস্তান (KAZ) | ১ | ৪ | ৯ | ১৪ |
৩৬ | পশ্চিম জার্মানি (FRG) | ১ | ৪ | ৪ | ৪ |
৩৭ | গ্রিস (GRE) | ১ | ৩ | ৭ | ১১ |
৩৮ | মঙ্গোলিয়া (MGL) | ১ | ৪ | ৫ | ৯ |
৩৯ | আর্মেনিয়া (ARM) | ১ | ২ | ৩ | ৬ |
৪০ | বেলারুশ (BLR) | ০ | ৩ | ৫ | ৮ |
৪১ | বেলজিয়াম (BEL) | ০ | ৩ | ০ | ৩ |
৪২ | ডেনমার্ক (DEN) | ০ | ২ | ৬ | ৮ |
৪৩ | ভারত (IND) | ০ | ১ | ৩ | ৪ |
৪৪ | লেবানন (LIB) | ০ | ১ | ২ | ৩ |
অস্ট্রেলিয়া (AUS) | ০ | ১ | ২ | ৩ | |
৪৬ | সিরিয়া (SYR) | ০ | ১ | ০ | ১ |
মেক্সিকো (MEX) | ০ | ১ | ০ | ১ | |
লাতভিয়া (LAT) | ০ | ১ | ০ | ১ | |
৪৯ | অস্ট্রিয়া (AUT) | ০ | ০ | ২ | ২ |
কলম্বিয়া (COL) | ০ | ০ | ২ | ২ | |
লিথুয়ানিয়া (LTU) | ০ | ০ | ২ | ২ | |
৫২ | মেসিডোনিয়া (MKD) | ০ | ০ | ১ | ১ |
পাকিস্তান (PAK) | ০ | ০ | ১ | ১ | |
মলদোভা (MDA) | ০ | ০ | ১ | ১ | |
মোট | ৯৫৮ | ৯৫৯ | ৯৬২ | ১০৭৮ |
সর্বকালীন পদক তালিকা – গ্রেকো-রোমান – ১৮৯৬–২০১২
[সম্পাদনা]ক্রম | দেশ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | সোভিয়েত ইউনিয়ন (URS) | ৩৪ | ১৬ | ১০ | ৬০ |
২ | ফিনল্যান্ড (FIN) | ১৮ | ২১ | ১৯ | ৫৮ |
৩ | সুইডেন (SWE) | ২০ | ১৭ | ১৯ | ৫৬ |
৪ | হাঙ্গেরি (HUN) | ১৬ | ১০ | ১০ | ৩৬ |
৫ | বুলগেরিয়া (BUL) | ৯ | ১৪ | ৮ | ৩১ |
৬ | রোমানিয়া (ROU) | ৬ | ৮ | ১৩ | ২৭ |
৭ | তুরস্ক (TUR) | ১১ | ৫ | ৪ | ২০ |
৮ | পোল্যান্ড (POL) | ৬ | ৮ | ৬ | ২০ |
৯ | রাশিয়া (RUS) | ৫ | ৫ | ৪ | ১৪ |
১০ | ইতালি (ITA) | ৫ | ৪ | ৯ | ১৮ |
১১ | দক্ষিণ কোরিয়া (KOR) | ৫ | ২ | ৫ | ১২ |
১২ | জার্মানি (GER) | ৪ | ৯ | ৫ | ১৮ |
১৩ | জাপান (JPN) | ৪ | ৫ | ২ | ১১ |
১৪ | মার্কিন যুক্তরাষ্ট্র (USA) | ৩ | ৬ | ৫ | ১৪ |
১৫ | যুগোস্লাভিয়া (YUG) | ৩ | ৫ | ৪ | ১২ |
১৬ | কিউবা (CUB) | ৩ | ৪ | ২ | ৯ |
১৭ | ইরান (IRI) | ৩ | ১ | ১ | ৫ |
১৮ | এস্তোনিয়া (EST) | ৩ | ০ | ৪ | ৭ |
১৯ | মিশর (EGY) | ২ | ২ | ২ | ৬ |
২০ | পূর্ব জার্মানি (GDR) | ২ | ১ | ১ | ৪ |
২০ | নরওয়ে (NOR) | ২ | ১ | ১ | ৪ |
২২ | চেকোস্লোভাকিয়া (TCH) | ১ | ৬ | ৪ | ১১ |
২৩ | গ্রিস (GRE) | ১ | ৩ | ৫ | ৯ |
২৪ | পশ্চিম জার্মানি (FRG) | ১ | ৩ | ১ | ৫ |
২৫ | ফ্রান্স (FRA) | ১ | ২ | ২ | ৫ |
২৬ | কাজাখস্তান (KAZ) | ১ | ১ | ১ | ৩ |
২৬ | ইউক্রেন (UKR) | ১ | ১ | ১ | ৩ |
২৮ | আর্মেনিয়া (ARM) | ১ | ০ | ০ | ১ |
২৮ | আজারবাইজান (AZE) | ১ | ০ | ০ | ১ |
২৮ | উজবেকিস্তান (UZB) | ১ | ০ | ০ | ১ |
৩১ | জার্মানির সমন্বিত দল (EUA) | ০ | ৪ | ৩ | ৭ |
৩২ | ডেনমার্ক (DEN) | ০ | ২ | ৬ | ৮ |
৩৩ | বেলারুশ (BLR) | ০ | ২ | ৩ | ৫ |
৩৪ | জর্জিয়া (GEO) | ০ | ১ | ২ | ৩ |
৩৪ | লেবানন (LIB) | ০ | ১ | ২ | ৩ |
৩৬ | সমন্বিত দল (EUN) | ৩ | ৩ | ৩ | ৯ |
৩৭ | লাতভিয়া (LAT) | ০ | ১ | ০ | ১ |
৩৭ | মেক্সিকো (MEX) | ০ | ১ | ০ | ১ |
৩৯ | লিথুয়ানিয়া (LTU) | ০ | ০ | ২ | ২ |
৪০ | অস্ট্রিয়া (AUT) | ০ | ০ | ১ | ১ |
৪০ | চীন (CHN) | ০ | ০ | ১ | ১ |
৪০ | মলদোভা (MDA) | ০ | ০ | ১ | ১ |
৪০ | উত্তর কোরিয়া (PRK) | ০ | ০ | ১ | ১ |
৪০ | সুইজারল্যান্ড (SUI) | ০ | ০ | ১ | ১ |
মোট | ১৭৪ | ১৭৫ | ১৭৫ | ৫২৩ |
সর্বকালীন পদক তালিকা – ফ্রিস্টাইল – ১৯০৪–২০১২
[সম্পাদনা]ক্রম | দেশ | স্বর্ণ | রৌপ্য | ব্রোঞ্জ | মোট |
---|---|---|---|---|---|
১ | মার্কিন যুক্তরাষ্ট্র (USA) | ৪৭ | ৩৭ | ২৬ | ১১০ |
২ | সোভিয়েত ইউনিয়ন (URS) | ২৮ | ১৫ | ১৩ | ৫৬ |
৩ | জাপান (JPN) | ২০ | ১২ | ১৩ | ৪৫ |
৪ | তুরস্ক (TUR) | ১৭ | ১১ | ৮ | ৩৬ |
৫ | রাশিয়া (RUS) | ১৩ | ৫ | ৪ | ২২ |
৬ | সুইডেন (SWE) | ৮ | ১০ | ৮ | ২৬ |
৭ | ফিনল্যান্ড (FIN) | ৮ | ৭ | ১০ | ২৫ |
৮ | বুলগেরিয়া (BUL) | ৭ | ১৭ | ১১ | ৩৫ |
৯ | ইরান (IRI) | ৫ | ১১ | ১৪ | ৩০ |
১০ | দক্ষিণ কোরিয়া (KOR) | ৪ | ৯ | ৭ | ২০ |
১১ | সুইজারল্যান্ড (SUI) | ৪ | ৪ | ৫ | ১৩ |
১২ | গ্রেট ব্রিটেন (GBR) | ৩ | ৪ | ১০ | ১৭ |
১৩ | হাঙ্গেরি (HUN) | ৩ | ৪ | ৭ | ১৪ |
১৪ | উত্তর কোরিয়া (PRK) | ৩ | ২ | ৩ | ৮ |
১৫ | সমন্বিত দল (EUN) | ৩ | ২ | ২ | ৭ |
১৬ | কানাডা (CAN) | ২ | ৬ | ৬ | ১৪ |
১৭ | ইউক্রেন (UKR) | ২ | ৩ | ৪ | ৯ |
১৮ | উজবেকিস্তান (UZB) | ২ | ৩ | ০ | ৫ |
১৯ | ফ্রান্স (FRA) | ২ | ২ | ৫ | ৯ |
২০ | কিউবা (CUB) | ২ | ১ | ৪ | ৭ |
২১ | এস্তোনিয়া (EST) | ২ | ১ | ০ | ৩ |
২১ | চীন (CHN) | ২ | ১ | ০ | ৩ |
২৩ | জার্মানি (GER)[৯] | ১ | ৩ | ৩ | ২ |
২৪ | যুগোস্লাভিয়া (YUG) | ১ | ১ | ২ | ৪ |
২৪ | আজারবাইজান (AZE) | ১ | ১ | ২ | ৪ |
২৬ | রোমানিয়া (ROU) | ১ | ০ | ৪ | ৫ |
২৬ | জর্জিয়া (GEO) | ১ | ০ | ৪ | ৫ |
২৮ | ইতালি (ITA) | ১ | ০ | ০ | ১ |
২৯ | মঙ্গোলিয়া (MGL) | ০ | ৪ | ৪ | ৮ |
৩০ | কাজাখস্তান (KAZ) | ০ | ৩ | ৩ | ৬ |
৩১ | বেলজিয়াম (BEL) | ০ | ৩ | ০ | ৩ |
৩২ | পূর্ব জার্মানি (GDR) | ০ | ২ | ১ | ৩ |
৩৩ | পোল্যান্ড (POL) | ০ | ১ | ৪ | ৪ |
৩৪ | পশ্চিম জার্মানি (FRG) | ০ | ১ | ৩ | ৪ |
৩৪ | চেকোস্লোভাকিয়া (TCH) | ০ | ১ | ৩ | ৪ |
৩৪ | ভারত (IND) | ০ | ১ | ৩ | ৪ |
৩৬ | অস্ট্রেলিয়া (AUS) | ০ | ১ | ২ | ৩ |
৩৭ | বেলারুশ (BLR) | ০ | ১ | ১ | ২ |
৩৮ | আর্মেনিয়া (ARM) | ০ | ১ | ০ | ১ |
৩৮ | নরওয়ে (NOR) | ০ | ১ | ০ | ১ |
৩৮ | সিরিয়া (SYR) | ০ | ১ | ০ | ১ |
৩৮ | তাজিকিস্তান (TJK) | ০ | ১ | ০ | ১ |
৪৩ | গ্রিস (GRE) | ০ | ০ | ২ | ২ |
৪৪ | অস্ট্রিয়া (AUT) | ০ | ০ | ১ | ১ |
৪৪ | কলম্বিয়া (COL) | ০ | ০ | ১ | ১ |
৪৪ | মেসিডোনিয়া (MKD) | ০ | ০ | ১ | ১ |
৪৪ | পাকিস্তান (PAK) | ০ | ০ | ১ | ১ |
৪৪ | স্লোভাকিয়া (SVK) | ০ | ০ | ১ | ১ |
মোট | ১৯৩ | ১৯৩ | ২০৫ | ৫৯১ |
সূত্র: কুস্তিতে ফ্রিস্টাইল অলিম্পিক পদকের তালিকা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ (ইংরেজি)http://www.olympic.org/wrestling-greco-roman-equipment-and-history?tab=1
- ↑ ক খ (ইংরেজি)http://www.bbc.co.uk/sport/0/olympics/21427455
- ↑ ক খ গ ঘ (ইংরেজি)Kelly Whiteside (৯ই সেপ্টেম্বর ২০১৩)। "Wrestling wins IOC vote for 2020 Olympic Games"। USA TODAY Sports। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-১১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ (ইংরেজি)Owen Gibson (৮ই সেপ্টেম্বর ২০১৩)। "Wrestling wriggles out of Olympic headlock and gets back into Games"। "The Guardian। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-১১। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ (ইংরেজি)"India Welcomes Re-Inclusion Of Wrestling In Olympic Games"। ২৬ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ই সেপ্টেম্বর ২০১৩। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ (ইংরেজি)Richard W. Pound, Q.C. (জুলাই ২০০৩)। "Olympic Games Study Commission-Report to the 115th IOC Session" (PDF)। http://www.olympic.org/। International Olympic Committee। পৃষ্ঠা ৬। সংগ্রহের তারিখ ১১ই সেপ্টেম্বর ২০১৫।
A "Public Suggestions" section was included on the IOC’s website at www.olympic.org from 25 May 2002. It was dedicated solely to gathering ideas on how to reduce the size, cost and complexity of the Games.
এখানে তারিখের মান পরীক্ষা করুন:|সংগ্রহের-তারিখ=
(সাহায্য);|ওয়েবসাইট=
এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য) - ↑ ক খ (ইংরেজি)"Recommendation of IOC Executive Board"। ২৮ জানুয়ারি ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩শে ফেব্রুয়ারি ২০১৩। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ (ইংরেজি)Sheinin, Dave (১৫ই ফেব্রুয়ারি ২০১২)। "Wrestling prodigy's Olympic dream in jeopardy"। Washington Post। পৃষ্ঠা A1। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ জার্মানির সমন্বিত দল (EUA) সহ