বিষয়বস্তুতে চলুন

তহশিল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Tehsil থেকে পুনর্নির্দেশিত)

তহশিল বা তহসিল, যা তালুক, মহকুমা, মণ্ডল ইত্যাদি নামেও পরিচিত, হচ্ছে ভারতপাকিস্তানে প্রচলিত একধরনের স্থানীয় প্রশাসনিক বিভাগ, যা সাধারণত কোনো জেলার উপবিভাগ।[] এটি ভারত ও পাকিস্তানে পূর্ববর্তী প্রশাসনিক বিভাগদের প্রতিস্থাপিত করেছে, যেমন পরগনাথানা[]

বিশাল দেশ হওয়ার জন্য প্রশাসনিক সুবিধার্থে ভারতকে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করা হয়েছে। এই রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলো আবার জেলায় বিভক্ত। এই জেলাগুলো আবার বিভিন্ন ভাগে বিভক্ত,[] যা বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত। মূলত উত্তর ভারতে এটি "তহশিল" নামে প্রচলিত। পশ্চিমদক্ষিণের রাজ্যে (অন্ধ্রপ্রদেশতেলেঙ্গানা ব্যতীত) এরা "তালুক" বা "তালুকা" নামে বেশি প্রচলিত এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় এদের "রাজস্ব বিভাগ" বলা হয়। আবার, পূর্বউত্তরপূর্বের রাজ্যে (অরুণাচল প্রদেশনাগাল্যান্ড ব্যতীত) এরা "মহকুমা" বা "উপবিভাগ" নামে পরিচিত" এবং অরুণাচল ও নাগাল্যান্ডে এরা "সার্কেল" নামে পরিচিত।

পাকিস্তান

[সম্পাদনা]

পাকিস্তানে তহশিল হলো দ্বিতীয় স্তরের প্রশাসনবিভাগ। এবং পাকিস্তানে তহশিলকে আবার উপ-বিভাগে ভাগ করা হয় যাকে ইউনিয়ন কাউন্সিল বলে। পাকিস্তানে কয়কটি তহশিল মিলিয়ে একটি জেলা (ڈسٹرکٹ) গঠিত হয়। সিন্ধ প্রদেশে তহশিল শব্দটির পরিবর্তে তালুকা শব্দটিও প্রয়োগ করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "tehsil"Lexico UK English DictionaryOxford University Press। মার্চ ২২, ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  2. Dutt, Ashok K.; Noble, Allen G.; Costa, Frank J.; Thakur, Sudhir K.; Thakur, Rajiv; Sharma, Hari S. (১৫ অক্টোবর ২০১৫)। Spatial Diversity and Dynamics in Resources and Urban Development: Volume 1: Regional Resources। Springer। আইএসবিএন 9789401797719 – Google Books-এর মাধ্যমে। 
  3. "class six civics pacnhayati raj"www.excellup.com। ৯ আগস্ট ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ জানুয়ারি ২০২৪ 
  4. "Taluka Municipal Administration Larkana - Government of Sindh"। ১০ আগস্ট ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৬