বিষয়বস্তুতে চলুন

গ্রানাইট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(Granite থেকে পুনর্নির্দেশিত)
পটাশিয়াম ফেল্ডস্পার, প্লজিওক্লেজ ফেল্ডস্পার, কোয়ার্টজ এবং বায়োটাইট এবং / অথবা অ্যাম্ফিবলযুক্ত গ্রানাইট

গ্রানাইট এক প্রকার আগ্নেয় শিলা।গ্রানাইট এক ধরণের অগভীর পাথর যা পৃথিবীতে পাওয়া যায় কিন্তু সৌরজগতের অন্য কোথাও পাওয়া যায় না। এতে উপস্থিত খনিজ পদার্থের অনুপাত অনুযায়ী এর রং গোলাপী থেকে ধূসর বর্ণের হয়। ভূ-পৃষ্ঠের চাপ দ্বারা ম্যাগমা পাথরের স্তরের মধ্যে চাপ প্রাপ্ত হয়। ম্যাগমা ঠান্ডা হয়ে আস্তে আস্তে কঠিন পাথরে পরিনত হয় । গ্রানাইট এর মধ্যে বিভিন্ন খনিজ পদার্থ আছে। ম্যাগমা ঠান্ডা হলে খনিজ পদার্থগুলো স্ফটিকাকার ধারণ করে। গ্রানাইটকে কাটলে বা মসৃণ করলে খুব সহজেই এই স্ফটিকগুলো দেখা যায়। পৃথিবীতে গ্রানাইট হচ্ছে সাধারণ পাথর এবং ভ-ূত্বকের একটি বিরাট অংশ তৈরী করে। সাধারণত ভূ-ত্বকে মহাদেশীয় প্লেটে এটি পাওয়া যায়। যদিও এটি ভূ-পৃষ্ঠের নিচের গঠিত হয়। এছাড়া অস্বাভাবিক উপরিস্থ টেকটোনিক আন্দোলনের ফলেও এটি বিভিন্ন জায়গায় গঠিত হয়।

রাসায়নিক মিশ্রণ[]

[সম্পাদনা]
  • SiO2 — ৭২.০৪%
  • Al2O3 — ১৪.৪২%
  • K2O — ৪.১২%
  • Na2O — ৩.৬৯%
  • CaO — ১.৮২%
  • FeO — ১.৬৮%
  • Fe2O3 — ১.২২%
  • MgO — ০.৭১%
  • TiO2 — ০.৩০%
  • P2O5 — ০.১২%
  • MnO — ০.০৫%

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Harvey Blatt and Robert J. Tracy (১৯৯৭)। Petrology (2nd edition সংস্করণ)। New York: Freeman। পৃষ্ঠা 66। আইএসবিএন 0716724383