বিষয়বস্তুতে চলুন

২০১৫-এ বাংলাদেশে ভ্যাট বিরোধী ছাত্র বিক্ষোভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(২০১৫-এ বাংলাদেশে ছাত্র বিক্ষোভ থেকে পুনর্নির্দেশিত)
"নো ভ্যাট অন এডুকেশন" (শিক্ষায় কোন ভ্যাট বা মূসক নয়) প্ল্যাকার্ড হাতে শিক্ষার্থীরা।

২০১৫-এ বাংলাদেশে ভ্যাট বিরোধী ছাত্র বিক্ষোভ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার উপর আরোপিত মূসক (বা ভ্যাট) প্রত্যাহারের দাবীতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কর্তৃক বিক্ষোভ।[] বাংলাদেশ সরকারের তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৫-১৬ অর্থ বছরের খসড়া বাজেটে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার উপর ১০ শতাংশ মূসক চালু করার প্রস্তাব করে।[][] পরবর্তীতে, প্রচুর সমালোচনার পর তা কমিয়ে ৭.৫% করা হয় ও ১ জুলাই ২০১৫-১৬ অর্থবছর থেকে কার্যকর করা হয়।[]

বিক্ষোভ

[সম্পাদনা]
ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শিক্ষায় মূসক প্রত্যাহারের প্রতিবাদে।

২২ জুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি মিছিল নিয়ে অর্থ মন্ত্রণালয় ভবনের দিকে তাদের দাবি জানাতে যেতে থাকে যা আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ বিক্ষিপ্ত করে দেয়।[] ২০১৫ সালের আগস্টের শুরুতে বাংলাদেশ সরকার মূসত প্রত্যাহারে অসম্মতি জানায় এবং তা শিক্ষার্থীদের কর্তৃক পরিশোধ করতে হবে বলে ঘোষণা দেয়।[] এই সংবাদ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। সেপ্টেম্বর ৯ তারিখে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা একটি প্রতিবাদ করতে পুলিশ তাতে ফাঁকা গুলি চালায়। ফলে বিশ্ববিদ্যালয়ের অতিরিক্ত নিবন্ধকসহ প্রায় ২৩ জন শিক্ষার্থী আহত হয়।[] যা শিক্ষার্থীদের মধ্যে একটি বিস্ফোরণের জন্ম দেয়। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে হাজার হাজার শিক্ষার্থী এই প্রতিবাদের প্রতি সমর্থন প্রকাশ করে।[] এমনকি দেশের বেশিরভাগ মানুষই এ আন্দোলনের পক্ষে ছিল। ১০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করার মধ্য দিয়ে টিউশন ফির উপর মূসক প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ করে।[][][১০]

১০ সেপ্টেম্বর ভ্যাট বিরোধী আন্দোলনে ছাত্রলীগ হামলা করে।[১১] তারা জয়বাংলা স্লোগান দিয়ে ধানমন্ডি ২৭ নম্বরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর দুই দফা হামলা চালায়।[১২] এছাড়াও ছাত্রলীগ কাকলি মোড়ে ভ্যাট প্রত্যাহারের দাবিতে আন্দোলনরত বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।[১৩] তবে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান লিখিত বক্তব্যে জানান তারা ভ্যাট বিরোধী আন্দোলনের পক্ষেই আছেন এবং প্রধানমন্ত্রীকে ভ্যাট প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন।[১৪]

ফলাফল

[সম্পাদনা]

১৪ই সেপ্টেম্বর, ২০১৫ তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার একটি বৈঠকে ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত চূড়ান্ত হয়। পরবর্তীতে সেইদিনই অর্থ মন্ত্রণালেয়র একটি বিজ্ঞপ্তির মাধ্যামে ভ্যাট প্রত্যাহারের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।[১৫]

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. মোহাম্মদ শাহনেওয়াজ খান চন্দন। "#NO Vat on Education" [#শিক্ষায় কোন মূসক নয়]। দ্য ডেইলি স্টার (বাংলাদেশ) (ইংরেজি ভাষায়)। ঢাকা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১৫ 
  2. অনিক, সৈয়দ সামিউল বাশের (আগস্ট ২, ২০১৫)। "NBR asks private varsities to pay VAT by August 15" [এনবিআর ১৫ আগস্টের মধ্যে মূসক পরিশোধ করতে বেসরকারী বিশ্ববিদ্যালয়সমূহকে জানিয়েছে] (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ১১ আগস্ট ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১৫ 
  3. "বাজেট ২০১৫-১৬"nbr-bd.org (ইংরেজি ভাষায়)। এনবিআর। ২০১৫। ১২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১৫ 
  4. চৌধুরী, আরিফ। "শিক্ষায় সাড়ে ৭ শতাংশ ভ্যাট যৌক্তিক না বৈষম্য?"ক্যাম্পাসলাইভ২৪.কম। ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ সেপ্টেম্বর ২০১৫ 
  5. "Anger as tax on private university education agreed - University World News" [বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার উপর কর বসানোর রাগ যুক্তিযুক্ত - ইউনিভার্সিটি ওয়াল্ড নিউজ]। www.universityworldnews.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৫-০৯-১২ 
  6. "23 hurt as police foil anti-VAT EWU demo" [মূসক-বিরোধী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বিক্ষোভে পুলিশের ভণ্ডুলে ২৩ জন আহত]। dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ঢাকা: ঢাকা ট্রিবিউন। সেপ্টেম্বর ১০, ২০১৫। ১২ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১৫ 
  7. "Thousands of Bangladeshi students protest university tax" [হাজার হাজার বাংলাদেশী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের করের প্রতিবাদ করে]। ইহাহু সংবাদ ভারত (ইংরেজি ভাষায়)। ভারত। সেপ্টেম্বর ১০, ২০১৫। ২০ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ সেপ্টেম্বর ১২, ২০১৫ 
  8. "ভ্যাট প্রত্যাহারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ"বিবিসি বাংলা। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০১৫ 
  9. "Private university students in Dhaka protest VAT on tuition fees" [ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিউশন ফির উপর মূসক বসানোর প্রতিবাদ করে]। bdnews24.com (ইংরেজি ভাষায়)। 
  10. "Students' demo stops Dhaka" [শিক্ষার্থীদের বিক্ষোভে ঢাকা বন্ধ]। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। 
  11. "ভ্যাট আরোপের নৈতিকতা এবং ভ্যাট-বিরোধী আন্দোলন"এনটিভি বাংলাদেশ। ১২ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০২৪ 
  12. "'জয় বাংলা' বলে শিক্ষার্থীদের ওপর হামলা"প্রথম আলো। ১০ সেপ্টেম্বর ২০১৫। সংগ্রহের তারিখ ১০ সেপ্টেম্বর ২০১৫ 
  13. "কাকলিতে আন্দোলনকারীদের ওপর হামলা"বিডিনিউজ২৪.কম। ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৫ 
  14. প্রতিবেদক, নিজস্ব (২০১৫-০৯-১৪)। "ভ্যাট প্রত্যাহারের অনুরোধ ছাত্রলীগের"Prothomalo। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২২ 
  15. "ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার"প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]