আলাপ:বোখারা
আলোচনা যোগ করুনঅবয়ব
সাম্প্রতিক মন্তব্য: Zaheen কর্তৃক ৫ বছর পূর্বে "নিবন্ধের শিরোনাম" অনুচ্ছেদে
এই পাতাটি বোখারা নিবন্ধের উন্নয়ন নিয়ে আলোচনার জন্য আলাপ পাতা। | |||
| নিবন্ধ সম্পাদনার নীতিমালা
|
নিবন্ধের শিরোনাম
[সম্পাদনা]শিরোনাম বোখারা না হয়ে বুখারা হওয়া উচিত। ইতিহাসের বইপত্রে সবজায়গায় বুখারা নামটি উল্লেখ করা আছে। আসিফ মুকতাদির (আলাপ) ১৯:৫২, ৩০ জুলাই ২০১৩ (ইউটিসি)
- আপনি ঠিকই বলেছেন। বুখারাই হবে। আমি রিডাইরেক্ট করে দিচ্ছি। --যুদ্ধমন্ত্রী আলাপ ২০:০৪, ৩০ জুলাই ২০১৩ (ইউটিসি)
- শহরটির মূল নাম ফার্সি ভাষায় দেওয়া। আর ফার্সিতে শহরের নামের উচ্চারণ বুখারা নয়, বোখারা। আর বাংলায় সবজায়গায় বুখারা লেখা হয় না। বুখারা-বোখারা দুটিই লেখা হয়। কিন্তু মূল উচ্চারণের কাছাকাছি প্রতিবর্ণীকরণ বুখারা নয়, বোখারা। আমি আবার বোখারাতে সরিয়ে দিচ্ছি। --অর্ণব (আলাপ | অবদান) ১৭:০৫, ৭ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)