বিষয়বস্তুতে চলুন

আগস্ট ১৯৭৫ (চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আগস্ট ১৯৭৫
পরিচালকসেলিম খান
শামীম আহমেদ রনি
প্রযোজকসেলিম খান[]
আফসার উদ্দিন[]
নাসির উদ্দিন[]
কাজী মিজানুর রহমান[]
চিত্রনাট্যকারশামীম আহমেদ রনি
কাহিনিকারশামীম আহমেদ রনি
শ্রেষ্ঠাংশে
সুরকারইমন সাহা
সুমন কল্যাণ
চিত্রগ্রাহকসাইফুল ইসলাম শাহীন
সম্পাদকমোস্তফা প্রকাশ
প্রযোজনা
কোম্পানি
পরিবেশকসিনেবাজ
মুক্তি
  • ১৫ আগস্ট ২০২১ (2021-08-15) (সিনেবাজ)
  • ২২ আগস্ট ২০২১ (2021-08-22) (প্রেক্ষাগৃহ)
স্থিতিকাল১০০ মিনিট
দেশবাংলাদেশ
ভাষাবাংলা
নির্মাণব্যয়প্রা. ২.৮৬ কোটি []

আগস্ট ১৯৭৫[] একটি রাজনৈতিক হত্যাকাণ্ড পরবর্তী ঘটনা নিয়ে নির্মিত বাংলাদেশি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। ১৯৭৫ সালের ১৫ আগস্টে সংগঠিত বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডের রাত ও পরের দিন বাংলাদেশের রাজনৈতিক পালা বদলে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার ভিত্তিতে চলচ্চিত্রটির কাহিনি রচিত। শাপলা মিডিয়া ইন্টারন্যাশনালের ব্যানারে এই রাজনৈতিক রোমাঞ্চধর্মী চলচ্চিত্রটি সেলিম খান, আফছার উদ্দিন ভূঁইয়া, কাজী মিজানুর রহমান ও নাসির উদ্দিনের যৌথ প্রযোজনায় নির্মিত।[] শামীম আহমেদ রনি'র চিত্রনাট্যে ছবিটি যৌথ পরিচালনা করেছেন সেলিম খান ও শামীম আহমেদ রনি।[] শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ, তাসকিন রহমান, তানভিন সুইটি, দিলারা জামানমাসুমা রহমান নাবিলা প্রমুখ উল্লেখযোগ্য চরিত্রসমূহে অভিনয় করেছেন। গোপনীয়তার সাথে ২০২০ সালের ১০ হতে ২৯ জুলাই চলচ্চিত্রটির মুখ্য চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[][] চলচ্চিত্রে ইমন সাহা ও সুমন কল্যাণের সুরারোপিত গান ও আবহ সঙ্গীতের ব্যবহার হয়েছে।

চলচ্চিত্রটির নির্মাণ শেষে প্রদর্শনীর ছাড়পত্র পেতে এক বছর সময় লাগে। এটির কাহিনি ঐতিহাসিকভাবে সংবেদনশীল হওয়ায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড চূড়ান্ত ছাড়পত্র অনুমোদনের আগে বেশ কয়েকবার নিরীক্ষা করেছিল।[] চলচ্চিত্রটি ২০২১ সালে বাংলাদেশের জাতীয় শোক দিবসে সিনাবাজে এবং ১ সপ্তাহ পরে বাংলাদেশের প্রেক্ষাগৃহ সমূহে বাণিজ্যিক মুক্তি পায়। চলচ্চিত্রটি একটি উৎসব হতে সেরা চরিত্রাভিনেতা বিভাগ হতে একটি পুরস্কার অর্জন করে।

গল্পসূত্র

[সম্পাদনা]

আগস্ট ১৯৭৫ ছায়াচিত্রের মূল প্রেক্ষাপট ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর বাংলাদেশের রাজনৈতিক অবস্থার আমূল পরিবর্তনের প্রারম্ভিক ঘটনাবলী। ১৫ আগস্ট শেষ রাত থেকে ১৬ আগস্ট শেখ মুজিবুর রহমানের মরদেহ দাফনের আগ পর্যন্ত ঘটে যাওয়া ঘটনা[], হত্যাকাণ্ডের পর খন্দকার মোশতাক আহমেদের অঘোষিতভাবে বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ ও হত্যা পরবর্তী আওয়ামী লীগের চারজন প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, সাবেক প্রধানমন্ত্রী মনসুর আলী, সাবেক উপ-রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আ হ ম কামারুজ্জামানদের অবস্থান ও পরিণতি নিয়ে এটির কাহিনি আবর্তিত।

কুশীলব

[সম্পাদনা]

প্রধান চরিত্র

[সম্পাদনা]

অন্যান্য

[সম্পাদনা]

কৃতিত্ব দেওয়া হয়নি

[সম্পাদনা]

এছাড়া আরমান পারভেজ মুরাদ, প্রাণ রায়, আমান রেজা সহ বিভিন্ন চরিত্রে ৭৫ জন শিল্পী অভিনয় করেছেন।[][১৮]

প্রযোজনা

[সম্পাদনা]

দেড় বছর সময় নিয়েআগস্ট ১৯৭৫-এর চিত্রনাট্য প্রস্তুত করা হয়।[] চিত্রনাট্যে প্রাথমিক নাম ১৯৭৫ - অ্যান আনটোল্ড স্টোরি ছিল। গল্পের সূচনা শেখ মুজিবুর রহমানের হত্যা পরবর্তী ঘটনা হতে, তাই চিত্রনাট্যে শেখ মুজিব পরিবারের কোন চরিত্র রাখা হয়নি।[] প্রাথমিকভাবে শহীদুজ্জামান সেলিম, তৌকির আহমেদ ও মাসুমা রহমান নাবিলা'র এই চলচ্চিত্রে অভিনয়ের সংশ্লিষ্টতা প্রকাশিত হয়।[১৯] এছাড়াও পূর্ণিমাফজলুর রহমান বাবুকে এই ছবিতে অভিনয়ের প্রস্তাব দেয়া হয়েছিল, তবে তারা যোগ দেননি।[২০][২১][২২] পরবর্তীতে বাবু একটি গানে কন্ঠ দিয়েছিলেন এবং ঐ গানের চিত্রায়নে বায়োস্কোপওয়ালার চরিত্রে অভিনয় করেছিলেন।[][১১] অন্যান্য শিল্পীদের নাম ট্রেইলার ও টিজারের মাধ্যমে প্রকাশ করা হয়। ২০২০ সালের ১০ জুলাই হতে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি)-তে এই চলচ্চিত্রের মুখ্য চিত্রগ্রহণ শুরু হয়।[][২৩] ১৪ দিনের কার্যসূচিতে ধারণ করা আগস্ট ১৯৭৫ প্রথমে স্বল্পদৈর্ঘ্যে নির্মাণের পরিকল্পনা থাকলেও পরবর্তীতে চলচ্চিত্রটি পূর্ণদৈর্ঘ্যে বর্ধিত হয়েছে।[][] ১৫ আগস্টের হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি স্পর্শকাতর বিষয় মর্মে বেশীরভাগ চিত্রগ্রহণ গোপনে করা হয়েছে।[] ২৯ জুলাই চিত্রগ্রহণ সম্পন্ন হয়।[] ২০২০ সালের ২ আগস্ট প্রথম পোস্টার প্রকাশের আগে নাম পরিবর্তন করে আগস্ট ১৯৭৫ করা হয়।[] সম্পূর্ণ চলচ্চিত্রটি নির্মাণে প্রায় দুই কোটি ছিয়াশি লাখ বাংলাদেশি টাকা ব্যয় হয়।[]

সঙ্গীত

[সম্পাদনা]
আগস্ট ১৯৭৫
কর্তৃক চলচ্চিত্র সঙ্গীত
মুক্তির তারিখ২০২০
শব্দধারণের সময়২০২০
ঘরানাচলচ্চিত্র সংগীত
ভাষাবাংলা
সঙ্গীত প্রকাশনীশাপলা মিডিয়া
ভয়েস টেলিভিশন
প্রযোজকইমন সাহা
সুমন কল্যাণ
বহিঃস্থ ভিডিও
video icon ইউটিউবে "মুজিব একজনা"

আগস্ট ১৯৭৫ ইতিহাস নির্ভর চলচ্চিত্র। কাহিনির সাথে সামঞ্জস্য রেখে দুইটি গান আছে। ইমন সাহা একটি গানের সুর ও সঙ্গীত প্রযোজনা করেছেন। তার প্রযোজিত 'প্রহসন' শিরোনামের গানে কন্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার[১৫][২৪] এছাড়াও সুদীপ কুমার দীপ রচিত 'মুজিব একজনা' শিরোনামের আরেকটি গানের সুর করেছেন সুমন কল্যাণ। শেখ মুজিবুর রহমানের জীবনের উল্লেখযোগ্য ঘটনা নিয়ে রচিত এই গানে ফজলুর রহমান বাবু কন্ঠ দিয়েছেন।[][২২][২৫]

মুজিব একজনা গানটি শেখ মুজিবুর রহমানের জন্ম, ছেলেবেলা, রাজনীতিতে যোগদান থেকে শুরু করে ১৯৫২'র ভাষা অন্দোলন, ১৯৫৪ যুক্তফ্রন্ট নির্বাচন, ১৯৬৬'র ছয় দফা আন্দোলন, আগরতলা ষড়যন্ত্র মামলা, ৬৯'র গণঅভুত্থান, ৭০'র নির্বাচন, মুক্তিযুদ্ধ ও পরবর্তী সব ঘটনায় তাঁর সংস্লিষ্টতা নিয়ে লিখিত। পূঁথি ও কীর্ত্তন পাঠের আদলে সুর আরোপিত। শাপলা মিডিয়া, ২০২০ সালের ১৩ আগস্ট গানটির ভিডিও তাদের আনুষ্ঠানিক ইউটিউব চ্যানেলে অবমুক্ত করে।[২৬]

গানের তালিকা
নং.শিরোনামগীতিকারসুরকারশিল্পীদৈর্ঘ্য
১."প্রহসন"সুদীপ কুমার দীপইমন সাহাবাপ্পা মজুমদার 
২."মুজিব একজনা"সুদীপ কুমার দীপসুমন কল্যাণফজলুর রহমান বাবু০৭:১৪

প্রচারণা ও মুক্তি

[সম্পাদনা]

শাপলা মিডিয়া তাদের অন্যান্য প্রযোজনার মত এই চলচ্চিত্রটি নির্মাণের জন্য কোন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি। চিত্রগ্রহণের সময়ও কলাকুশলী, প্রযোজক ও নির্মাণ সংশ্লিষ্টরা চলচ্চিত্রটির বিষয় গোপন রেখেছিলেন। চিত্রগ্রহণ শুরুর ১০ দিন পর ছায়াছবিটির মুখ্য অভিনেত্রী নাবিলা তার সামাজিক মাধ্যমে এই ছবির বিষয়ে প্রকাশ্যে নিয়ে আসেন। তারপর গণমাধ্যমে প্রচার পায়।[] ২০২০ সালের ২ আগস্ট পোস্টার প্রকাশের মাধ্যমে শাপলা মিডিয়া তাদের নিজস্ব উদ্যোগে চলচ্চিত্রটির প্রচারণা শুরু করে।[] ৬ আগস্ট আরো একটি পোস্টার ও টিজার প্রকাশ[১৮][২৭] ও সেন্সরের জন্য আবেদন করে।[২৮] আগস্ট ১৯৭৫ নির্মাণ সম্পন্ন হওয়ার পর প্রদর্শনের অনুমতি অর্জনে একাধিক নিরীক্ষা ও তথ্যগত সঠিকতা যাচাইয়ের কারণে এক বছরের বেশি সময় লেগেছিল। ২০২০ সালের জুলাই হতে প্রদর্শনের ছাড়পত্র অর্জনের প্রক্রিয়া শুরু হয়েছিল। চলচ্চিত্রটির বিষয়বস্তু বাংলাদেশের প্রেক্ষাপটে সংবেদনশীল হওয়ায় বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড কর্তৃক বেশ কয়েকবার নিরীক্ষিত হয়; বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্ট চলচ্চিত্রটির ঐতিহাসিক সঠিকতা নিরীক্ষা করে। তথ্যগত ভুল সংশোধনের পর[] ছায়াছবিটি ২০২১ সালের ১০ আগস্ট চলচ্চিত্রটি প্রদর্শনের চূড়ান্ত ছাড়পত্র পায়।[২৯][৩০]

আগস্ট ১৯৭৫ চলচ্চিত্রটি ২০২০ সালে আগস্টে মুক্তির জন্য পরিকল্পিত ছিল।[২২] একবছর পিছিয়ে ২০২১ সালে বাংলাদেশের জাতীয় শোক দিবসে চলচ্চিত্রটি শাপলা মিডিয়ার চাহিদা ভিডিও সেবা সিনেবাজে [৩১][৩২] এবং ২২ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায়।[৩৩] বিনোদন মাধ্যমের বাইরে, চলচ্চিত্রটি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সকল বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে প্রদর্শনের জন্য নির্দেশনা পেয়েছিল।[৩৪]

প্রশংসা

[সম্পাদনা]

দ্বিতীয় সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এই চলচ্চিত্রে মাওলানা আব্দুল হালিম এবং টুঙ্গিপাড়া মিয়া ভাই ছবিতে শেখ মুজিবুর রহমানের বাবার চরিত্রে অভিনয়ের জন্য জয়ন্ত জয়ন্ত চট্টোপাধ্যায় 'সেরা অভিনেতা (চরিত্র)' শাখায় পুরস্কার জয় করেন।[৩৫]

পুরস্কার এবং মনোনয়নের তালিকা
সংগঠন বছর প্রদানের তারিখ বিভাগ প্রাপক ফলাফল তথ্যসূত্র
দ্বিতীয় সিনেমেকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২ ৬ জানুয়ারি, ২০২২ সেরা অভিনেতা (চরিত্র) জয়ন্ত চট্টোপাধ্যায় বিজয়ী [৩৫]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ""আগস্ট ১৯৭৫" চলচ্চিত্রের পোস্টার রিলিজ করলো শাপলা মিডিয়া"ভয়েস টিভি। ২০২০-০৮-০২। ২০২২-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৩ 
  2. "সেলুলয়েডে জাতীয় শোককাব্য"দৈনিক কালের কণ্ঠ। ২০২০-০৮-১৩। ২০২২-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৫ 
  3. "'আগস্ট ১৯৭৫' মুক্তির জন্য প্রেক্ষাগৃহ খুলে দেয়ার আবেদন প্রযোজকের"চ্যানেল আই অনলাইন। ২০২০-০৭-৩০। ২০২০-১০-৩১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩১ 
  4. "১৫ আগস্ট নিয়ে চলচ্চিত্র, অভিনয়ে তৌকীর-নাবিলা-সেলিম"বাংলা ট্রিবিউন। ২০২০-০৭-২১। ২০২০-১০-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৯ 
  5. শিমুল, আহমেদ জামান (২০২১-০৮-১২)। "এক বছর পরে সেন্সর ছাড়পত্র পেলো 'আগস্ট ১৯৭৫'"সারাবাংলা.নেট। ২০২১-০৮-১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৩ 
  6. "রাজনৈতিক নেতার চরিত্রে তৌকির"একুশে টিভি। ২০২০-০৭-২৫। ২০২০-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৯ 
  7. "বিশ্বাসযোগ্যতার ব্যাপারটাও ভাবতে হয়"প্রথম আলো। ২০২০-০৭-২২। ২০২০-০৭-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৮ 
  8. "বেবী মওদুদের চরিত্রে নাবিলা"একুশে টিভি। ২০২০-০৭-২২। ২০২০-১০-১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৯ 
  9. "তানভীন সুইটির অন্যরকম অর্জন"দৈনিক যুগান্তর। ২০২১-১১-০৭। ২০২১-১১-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১১-১২ 
  10. "'এমন ঘৃণিত চরিত্রে অভিনয় করতে চাইনি'"বাংলা ট্রিবিউন। ২০২০-০৮-২৮। ২০২০-১০-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৬ 
  11. "শাপলা মিডিয়ার "আগস্ট ১৯৭৫" চলচ্চিত্রের পোস্টার রিলিজ রোববার"ভয়েস টিভি। ২০২০-০৭-৩১। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০১ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  12. "তিনি একজনই শাহেদ আলী"বাংলাদেশ প্রতিদিন। ২০২০-১০-২২। ২০২২-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১১-০৬ 
  13. "শোক দিবসে মুক্তি পাচ্ছে 'আগস্ট ১৯৭৫'"এনটিভি। ২০২১-০৮-১৩। ২০২১-০৮-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৯-২৫ 
  14. "খন্দকার মোশতাক চরিত্রে সেলিম"দৈনিক কালের কন্ঠ। ২০২০-০৭-১৮। ২০২০-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৯ 
  15. "১৫ আগস্ট নিয়ে সিনেমায় তৌকীর-নাবিলা ও সেলিম"জাগো নিউজ। ২০২০-০৭-২১। ২০২০-০৭-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৯ 
  16. "পর্দায় খালেদ মোশাররফ হয়ে আসছেন আগুন"দৈনিক যুগান্তর। ২০২০-০৭-২০। ২০২০-১০-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১৫ 
  17. "বঙ্গবন্ধুর ছবির পোস্টারে তাসকিন, এলো টিজারও"বাংলা ট্রিবিউন। ২০২০-০৮-০৬। ২০২০-০৯-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৮ 
  18. "'আগস্ট ১৯৭৫' মুক্তির জন্য হল খোলার অনুরোধ"এনটিভি অনলাইন। ২০২০-০৮-০৬। ২০২০-০৮-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৮ 
  19. "বেবী মওদুদের চরিত্রে নাবিলা"দৈনিক আমাদের সময়। ২০২০-০৭-২১। ২০২০-০৭-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৯ 
  20. "সন্তানের জন্য ঘরের বাইরে 'না'"সময় টিভি। ২০২০-০৭-১৭। ২০২২-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩১ 
  21. "করোনা পরিস্থিতিতে ক্যামেরার সামনে দাঁড়াবেন না পূর্ণিমা"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২০-০৭-১৭। ২০২০-০৭-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৯ 
  22. "আবারও চলচ্চিত্রের গানে কণ্ঠ দিলেন ফজলুর রহমান বাবু"প্রথম আলো। ২০২০-০৭-২৯। ২০২২-০১-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৯ 
  23. "১৫ আগস্ট নিয়ে সিনেমা, বেবী মওদুদের চরিত্রে নাবিলা"দৈনিক জনকন্ঠ। ২০২০-০৭-২২। সংগ্রহের তারিখ ২০২০-০৭-২৯ 
  24. "জাতির পিতাকে নিয়ে ইমন-বাপ্পা"দৈনিক কালের কণ্ঠ। ২০২০-০৭-১৫। ২০২০-০৮-১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-৩০ 
  25. "ফজলুর রহমান বাবুর কণ্ঠে বঙ্গবন্ধুর গান"দৈনিক কালের কন্ঠ। ২০২০-০৮-১০। ২০২০-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-১২ 
  26. "ফজলুর রহমান বাবুর কণ্ঠে বঙ্গবন্ধুর গান"দৈনিক কালের কণ্ঠ। ২০২০-০৮-১০। ২০২০-০৯-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৯-০৬ 
  27. "'আগস্ট ১৯৭৫' চলচ্চিত্রের টিজার ও পোস্টার প্রকাশ"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০২০-০৮-০৬। ২০২০-০৮-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৮ 
  28. "মুক্তির অপেক্ষায় 'আগস্ট ১৯৭৫' এখন সেন্সর বোর্ডে"ভয়েস টিভি। ২০২০-০৮-০৭। সংগ্রহের তারিখ ২০২০-০৮-০৮ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  29. "সেন্সর পেল 'আগস্ট ১৯৭৫', শোক দিবসে সিনেবাজে মুক্তি"চ্যানেল আই অনলাইন। ২০২১-০৮-১১। ২০২১-০৮-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১১ 
  30. "আগস্টে ছাড়পত্র আগস্টেই মুক্তি 'আগস্ট ১৯৭৫'"বাংলা ট্রিবিউন। ২০২১-০৮-১১। ২০২১-০৮-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১১ 
  31. "শোক দিবসে মুক্তি পাচ্ছে 'আগস্ট ১৯৭৫'"এনটিভি। ২০২১-০৮-১৩। ২০২১-০৮-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৫ 
  32. "ওটিটি প্ল্যাটফরমে 'আগস্ট ১৯৭৫'"আমাদের সময়। ২০২১-০৮-১৫। ২০২১-০৮-১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৮-১৫ 
  33. "ফিরে দেখা ২০২১: বাংলা সিনেমার হালচাল"চ্যানেল আই অনলাইন। ২০২১-১২-২৮। ২০২২-০৬-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১০ 
  34. "সব শিক্ষাপ্রতিষ্ঠানে 'আগস্ট ১৯৭৫' প্রদর্শনের নির্দেশ"ভয়েস টেলিভিশন। ২০২১-০৯-০১। ২০২১-১২-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-১২-২৪ 
  35. স্মৃতি, ফারজানা (২০২২-০১-০৬)। "শেষ হলো সিনেম্যাকিং আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব"সময় টিভি। ২০২২-০১-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১০ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]