ক্লুব আতলেতিকো দে মাদ্রিদ এসএডি (স্পেনীয় উচ্চারণ: [ˈkluβaˈtletikoðemaˈðɾið], ইংরেজি: Atlético Madrid; এছাড়াও আতলেতিকো মাদ্রিদ, আতলেতিকো অথবা শুধুমাত্র আতলেতি নামে পরিচিত) হচ্ছে মাদ্রিদ ভিত্তিক একটি স্পেনীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে স্পেনের শীর্ষ স্তরের ফুটবল লিগ লা লিগায় খেলে।[৬] এই ক্লাবটি ১৯০৩ সালের ২৬শে এপ্রিল তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। আতলেতিকো মাদ্রিদ তাদের সকল হোম ম্যাচ মাদ্রিদের মেট্রোপলিটিনো স্টেডিয়ামে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৬৮,৪৫৬। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন দিয়েগো সিমেওনে এবং সভাপতির দায়িত্ব পালন করছেন এনরিক কেরেজো। স্পেনীয়মধ্যমাঠের খেলোয়াড়কোকে এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।
ঘরোয়া ফুটবলে, আতলেতিকো মাদ্রিদ এপর্যন্ত ২৬টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১০টি লা লিগা, ১০টি কোপা দেল রে এবং ২টি স্পেনীয় সুপার কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এপর্যন্ত ৯টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি উয়েফা ইউরোপা লিগ এবং ৩টি উয়েফা সুপার কাপ শিরোপা রয়েছে।[৭][৮]
↑"Primer Equipo" [First team] (Spanish ভাষায়)। Atlético Madrid। ১৫ জুলাই ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ ফেব্রুয়ারি ২০১৬।উদ্ধৃতি শৈলী রক্ষণাবেক্ষণ: অচেনা ভাষা (link)