ব্যবহারকারী:Mostafijourr/খেলাঘর
আনোয়ার আলদীন | |
---|---|
জন্ম | ৬ জানুয়ারি ১৯৭৪ দক্ষিণ খুলনার কপিলমুনি। |
জাতীয়তা | বাংলাদেশি |
শিক্ষা | ঢাকা বিশ্ববিদ্যালয় |
পেশা | সাংবাদিক |
কর্মজীবন | ১৯৯১-বর্তমান |
প্রতিষ্ঠান | চেয়ারম্যান, বাংলাদেশ সংবাদ সংস্থা, যুগ্ম সম্পাদক, দৈনিক ইত্তেফাক |
সন্তান | দুই কন্যা |
পিতা-মাতা | আফাজ উদ্দিন (পিতা) আমিনা (মাতা) |
ওয়েবসাইট | anwaraldin |
আনোয়ার আলদীন (জন্ম: ৬ জানুয়ারি ১৯৭৪) বাংলাদেশের একজন সংবাদমাধ্যম ব্যক্তিত্ব। তিনি বর্তমানে বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান[১] ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক [২] হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য এবং বাংলাদেশ টেলিভিশন প্রিভিউ কমিটিরও সদস্য ছিলেন।
প্রাথমিক জীবন ও শিক্ষা
আনোয়ার আলদীন ১৯৭৪ সালের ৬ জানুয়ারি [৩] দক্ষিণ খুলনার কপিলমুনিতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আফাজ উদ্দিন এবং মায়ের নাম আমিনা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তিনি বাংলাদেশের প্রাচীনতম সংবাদপত্র দৈনিক ইত্তেফাকে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে যুক্ত হন। আনোয়ার আলদীনকে ১৯৯৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়টির ছাত্রদের মধ্যে সেরা কীর্তিমান সাংবাদিক হিসাবে অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
কর্মজীবন ও সাংবাদিকতা
আনোয়ার আলদীন নব্বইয়ের দশকের সূচনাভাগে তার পেশাগত জীবন শুরু করেন দৈনিক ইত্তেফাকে ঢাকা বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে। পরবর্তীতে তিনি স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার এবং সর্বশেষ যুগ্ম সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি ১০ নভেম্বর ২০২৪ থেকে বাংলাদেশ সংবাদ সংস্থার চেয়ারম্যান [৪] হিসাবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনকালে তিনি ২০০৬ সালে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল[৫], ইউনেস্কো ক্লাব অ্যাওয়ার্ড ২০০৬[৬], ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) [৭]পুরস্কারসহ বহু সম্মাননা অর্জন করেন। আনোয়ার আলদীন ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) চলচ্চিত্র প্রিভিউ কমিটির সদস্য ছিলেন। এছাড়া তথ্য মন্ত্রণালয় [৮] কর্তৃক প্রদেয় জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০০৪-এর জুরিবোর্ডের সদস্য ছিলেন।
তথ্যসূত্র
- ↑ "বাসসের নতুন চেয়ারম্যান ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন"। ১০ নভেম্বর ২০২৪।
- ↑ "দৈনিক ইত্তেফাক"। ৫ নভেম্বর ২০২৪।
- ↑ "বাসসের নতুন চেয়ারম্যান আনোয়ার আলদীন"। ১০ নভেম্বর ২০২৪।
- ↑ "বাসসের নতুন পরিচালনা বোর্ড গঠন"। ১০ নভেম্বর ২০২৪।
- ↑ "ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ"। ২০০৬।
- ↑ "ইউনেস্কো অ্যাওয়ার্ড"। ২০০৬।
- ↑ "ঢাকা রিপোর্টার্স ইউনিটি"। ১৯৯৯।
- ↑ "তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়"।