বিষয়বস্তুতে চলুন

ফয়সাল আহমেদ শান্ত(স্টুডেন্ট এক্টিভিস্ট)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা মোঃ সাকিবুল হাসান (আলোচনা | অবদান) কর্তৃক ১৯:২৫, ৮ অক্টোবর ২০২৪ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

ফয়সাল আহমেদ শান্ত (২৩ মে ২০০৫-১৬ জুলাই ২০২৪) বাংলাদেশের একজন স্টুডেন্ট এক্টিভিস্ট ছিলে। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর একজন সক্রিয় কর্মী ছিলেন। গত ১৬ জুলাই ২০২৪ এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এর ডাকে ২০২৪-এ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন এর কর্মসূচীতে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় যোগ দেন।[] সেখানে বাংলাদেশ পুলিশ এবং ততকালীন আওয়ামীলীগ সরকারের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ এর হামলা এবং গুলীতে শাহাদাত বরন করেন।[]

অতীত জীবন

ফয়সাল  আহমেদ শান্ত জন্মগ্রহণ করেন  ২৩ মে ২০০৫ সালে বরিশাল জেলা এর বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের মৈষাদী গ্রামে। তার বাবার নাম জাকির হোসেন এবং মাতার নাম মোসাম্মৎ কোহিনুর বেগম।  এক ভাই এক বোনের মধ্যে তিনি বড় এবং তার ছোট একটি বোন আছেন যার নাম বৃষ্টি।[] বাবার জাহাজে চাকুরীর সুবাদে পরিবারসহ তারা চট্টগ্রামে স্থানান্তরিত হন। ২০১৯ সালে করনাকালীন সময়ে তার বাবা জাকির হোসেন চাকরি ছেড়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলায় একটি কাঠের ফার্নিচারের ব্যবসা শুরু করেন। কিন্তু শান্ত ও তার মা মোসাম্মৎ কোহিনুর বেগম এবং তার ছোট বোন বৃষ্টি চট্টগ্রামের একটি ভাড়া বাসায় থেকে বসবাস শুরু করেন।[] তার মা স্কুলে শিক্ষকতা করেন এবং টিউশনি করে ফয়সাল আহমেদ শান্ত এবং তার ছোট বোনের পড়াশোনার খরচ যোগাতেন।. প্রাইমারি স্কুল শুরু করেন আল আমিন কিন্ডার গার্ডেন নামে একটি স্কুলে এরপর হাইস্কুলে পড়াশোনা করার জন্য ভর্তি হন পতেঙ্গা কর্ণফুলী মাধ্যমিক উচ্চ বিদ্যালয় এ। এই স্কুল থেকে তিনি কৃতিত্বের সাথে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর ভর্তি হন চট্টগ্রামের বাকলিয়া সরকারি কলেজ এ। এই কলেজ থেকে তিনি কৃতিত্বের সাথে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন এরপর তিনি  অনার্স সম্মান কোর্স  হিসাব বিজ্ঞান বিভাগে ভর্তি হন চট্টগ্রামের ওমর গনি এম ই এস কলেজ এ ।[]

২০২৪-এ কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহন

১৬ জুলাই এই আন্দোলনে যুক্ত রংপুর এর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় এর মেধাবী ছাত্র আবু সাঈদ যখন পুলিশের গুলিতে বীরচিত ভাবে নিহত হোন। তখনকার এই ভিডিওটি সারা দেশব্যাপী ছড়িয়ে পড়লে এই আন্দোলন আরো বেগবান হয়।[] ঠিক সেদিনই ফয়সাল আহমেদ শান্ত এই হত্যার প্রতিবাদ জানাতে জড় হওয়া ছাত্রদের বিক্ষোভে অংশ গ্রহন করেন চট্টগ্রামের মুরাদপুর এলাকায়। আর এই এলাকাতেই বাংলাদেশ পুলিশ আর বাংলাদেশ ছাত্রলীগের দ্বিমুখী হামলায় নিহত হন তিনি।[]

আরো পড়ুন

  1. জুলাই ম্যাসাকার
  2. মীর মুগ্ধ
  1. Hossain, Mahmudul (১৭ জুলাই, ২০২৪)। "The lives lost in quota reform protests"The Business Standard  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  2. Hossain, Mahmudul (১৬ জুলাই, ২০২৪)। "Clashes in quota movement: 6 killed in Dhaka, Ctg, Rangpur"Daily Observer  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  3. Hossain, Mahmudul (২৮ জুলাই, ২০২৪)। "Bring back my brother': Brishty still faints from grief over her brother Foysal's death"The Business Standard  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  4. Hossain, Mahmudul (অক্টোবর ০৯, ২০২৪)। "Village grieves for student killed during protest violence"Dhaka Tribune  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
  5. Hossain, Mahmudul (অক্টো ৬, ২০২৪)। "আমাদের শহিদরা"Youtube 
  6. Hossain, Mahmudul (১৭ জুলাই ২০২৪)। "রংপুরে শিক্ষার্থী আবু সাঈদকে লক্ষ্য করে পুলিশের গুলি, ঠিক কী ঘটেছিল?"BBC News বাংলা 
  7. Hossain, Mahmudul (জুলাই ১৬, ২০২৪)। "Quota reform protest violence: 6 killed across the country"The Daily Star