বিষয়বস্তুতে চলুন

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা Barack Abraham Lincoln (আলোচনা | অবদান) কর্তৃক ০৮:৪২, ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি
রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির লোগা
নীতিবাক্যগ্রাম পর্যায়ে বিদ্যুৎ পৌঁছানো এবং উন্নয়ন
গঠিত২৮ এপ্রিল ১৯৯৫
ধরনসরকারি
পেশাগত উপাধি
পল্লী বিদ্যুৎ সমিতি
সদরদপ্তরঢাকা, বাংলাদেশ
অবস্থান
  • রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি,নওয়াহাট, রাজশাহী।
যে অঞ্চলে
রাজশাহী জেলা
পরিষেবাবিদ্যুৎ
দাপ্তরিক ভাষা
বাংলা, ইংরেজি
ওয়েবসাইটhttp://pbs.rajshahi.gov.bd/

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি হচ্ছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্র্ডের পরিচালিত ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি মধ্যে একটি। রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি রাজশাহী বিভাগের রাজশাহী জেলার কয়েকটি জোনাল অফিসের মাধ্যমে ৫টি উপজেলায় বিদ্যুৎ সেবা প্রদান করে থাকে। এ পল্লী বিদ্যুৎ সমিতিটি প্রতিষ্ঠিত হয় ২৮ এপ্রিল ১৯৯৫ সালে।[][]

ইতিহাস

এ সমিতিটি ২৮ এপ্্রিল ১৯৯৫ সালে রেজিস্ট্রেশন প্রাপ্ত হয় এবং ২৮ জানুয়ারী ১৯৯৬ সালে এ যাত্রা শুরু হয়। এ সমিতির অধীন ৩৮টি উইনয়ন ও ৯২৪টি গ্রাম রয়েছে। এ সব এলাকায় শতভাগ বিদ্যুৎ প্রদান করা হয়। নওয়াহাট, রাজশাহী, অফিসটি প্রধান অফিস হিসাবে ব্যবহার হয়।[]

ভিশন ও মিশন

রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি, ১৯৯৫ ইং সালে কার্যক্রম শুরুর প্রারম্ভিক সময় হতে রাজশাহী জেলার কৃষি, শিল্প ও আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে। আধুনিক সেচ ব্যবস্থার মাধ্যমে খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, বৃহৎ-সহ মাঝারি ও ক্ষুদ্র শিল্পের ব্যাপক প্রসার এবং শিক্ষা-স্বাস্থ্য ও তথ্য প্রযুক্তি বিকাশের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে। লাভ নয়, লোকসান নয় - গ্রাহকগণই প্রকৃত মালিক ও সেবক মূলনীতিতে এবং সমবায় ভিত্তিতে রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি-এর কার্যক্রম পরিচালিত হয়।[]

আরইবি-পল্লী বিদ্যুৎ সমিতির বর্তমান সংকট

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ একই আইনের (পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন, ২০১৩) মাধ্যমে গঠিত হয়। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা বাপবিবো (রাজস্ব) এবং পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা পবিস (রাজস্ব) খাত থেকে স্যালারি পেয়ে থাকেন। আরইবিকে বাস্তবে ডিস্ট্রিবিউশন বলা হলেও তারা ডিস্ট্রিবিউশন করে না। ডিস্ট্রিবিউশন মূলত পল্লী বিদ্যুৎ সমিতি গুলো করে থাকে। আর এজন্য পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের স্যালারি স্ট্রাকচার বোর্ডের চেয়ে প্রায় দ্বিগুন বা অন্যান্য ডিস্ট্রিবিউশন সংস্থার প্রায় কাছাকাছি। আরইবির মূলত মিডল ম্যান হিসেবে কাজ করা, ফিল্ডের কোন ধরনের বাস্তব অভিজ্ঞতা না থাকা, কর্মকর্তা-কর্মচারীদের সীমাহীন দূর্নীতি, পবিসের জণগণের টাকা কিন্তু সমিতির অনুমতি না নিয়ে নিজেদের ইচ্ছামতো ক্রয় কাজ বোর্ডের মাধ্যমে সম্পাদন করা, গ্রাহকের ক্রস সাবসিডির অর্থ লুটপাট করা, সমিতির জণগণের গ্রান্টের অর্থ আরইবির বলে সমিতির গ্রাহকদের গ্র্যান্ট থেকে বঞ্চিত করা; ইকুইটি সমিতিকে না দিয়ে নিজেরা ভোগ করা; সমিতির প্রাপ্য বিদেশ ট্যুর সমূহ নিজেরা ভাগাভাগি করে ভোগ করা; সমিতির অর্থ দিয়ে বোর্ডের সমস্ত কার্জ সম্পাদন করে ফেইক স্লিপ পাঠিয়ে সমিতিতে আরআর করানো; প্রিপেইড মিটারের অগ্রীম অর্থ সমিতিতে না দিয়ে বোর্ডে রেখে সুদ গ্রহণ করা; বাস্তব অভিজ্ঞতা না থাকার কারণে গ্রাহক বান্ধব সিন্ধান্ত না দেওয়া; নিজেরা যত্রতত্র সমিতি ভিজিটের নামে সমিতি (গ্রাহকদের) থেকে টিএ ডিএ বাবদ শত শত কোটি টাকা লুটপাট করা; কর্মকর্তা-কর্মচারীদের প্রাপ্য সম্মান ও সরকার কর্তৃক সময়ে সময়ে জারিকৃত সকল সুযোগ-সুবিধা নিজেরা গ্রহণ করে তা থেকে শুধু সমিতি গুলো বঞ্চিত করা (যেমন অল্প কয়েক উদাহরণ দেয়া যাকঃ একই সংস্থা হওয়ার পরও শুধু পবিসের কর্মকর্তা-কর্মচারীদের পদ-পদবি, পদমর্যদা না দেওয়া; ২০১৫ পে-স্কেল বাস্তবায়ন না করা; সমিতির জন্য সরকারি প্রবিধানমালা না মানা; ৫% প্রণোদনা নিজেরা জুলাই মাস থেকে নিয়ে সমিতিতে দেওয়ার ক্ষেত্রে কালপেক্ষণ করা সহ ৮ মাস পরে দিলেও নিজেদের খেয়াল খুশি মতো জানুয়ারি মাস থেকে তা বাস্তবায়ন করা; একই পদে বিভিন্ন রকম নিয়োগ দেওয়ায় কর্মচারীর মাঝে এক ধরণের বৈষম্য সৃষ্টি করা; সরকার কর্তৃক প্রণীত টি-এ ডি-এ বাস্তবায়ন না করা; প্রশিক্ষণ সম্মানী নিজেরা বেশি বেশি নিয়ে শুধু পবিসের ক্ষেত্রে নিজেদের মনগড়া হিসেবে দিয়ে তা বাস্তবায়ন করা সহ হাজারো সমস্যা সৃষ্টি করা) বিভিন্ন অডিটের নামে হয়রানি করা (হয়রানি ও সময় কিলিং করার জন্য ৫০ টাকার আপত্তিও দিয়ে আসা হয়েছে যা পরবর্তীতে নিস্পত্তি হয় এবং এই আপত্তির উত্তর দেওয়ার পিছনে কাগজ ও কর্মকর্তাদের শ্রমের মূল্য প্রায় ১ লক্ষ টাকার অধিক খরচ হয়েছে); সমিতির অনুপস্থিতিতে সকল সিদ্ধান্ত বোর্ড থেকে বাস্তবায়ন করা; কথায় কথায় কর্মকর্তা-কর্মচারীদের বহিস্কার করা; একই তথ্য বিভিন্ন দপ্তর থেকে বার বার চাওয়া, নিজেদের কাছে কোন তথ্য যথাযত ভাবে না রাখা, সকল কাজ সমিতি থেকে চিঠি আকারে পাঠানোর পরও তার সফটকপি দেওয়া এবং কোন পরিবর্তন আসলে সেগুলো পুনরায় ঠিক করে দেওয়া ( এই রকম আর কোথাও হয় বলে আমার জানা নাই); বিভিন্ন অপ্রয়োজনীয় তথ্য চেয়ে সমিতি গুলোর দৈনন্দিন কাজে বাধা প্রদান করা; গ্রাহকের ভূর্তকীর টাকা নিজেরা মারার কারণে সমিতি গুলো থেকে গ্রাহকদের সেবা দিতে না পারা; এসব স্বৈরাচারী মনোভাবের কারণে দেশের মানুষ বিদ্যুৎ সেবা থেকে দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছে যারই ফলশ্রুতিতে ৮০ টি পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫০০০ কর্মকর্তা-কর্মচারীরা বোর্ডের সীমাহীন দূর্নীতি বিরুদ্ধে ও দেশের মানুষের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা প্রদানের লক্ষে ২০২৪ সালের জানুয়ারি মাস থেকে আন্দোলন করে যাচ্ছে। বর্তমানে ৩.৬ কোটি গ্রাহকরাও বোর্ডের সীমাহীন দূর্নীতি ও এসব অপকর্মের কারণে গ্রাহক সেবা থেকে বঞ্চিত হবার দরুন বৈষম্যবিরোধী পল্লী বিদ্যুৎ আন্দোলনের সাথে সহমত প্রকাশ করেন। পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের মূল দাবি ২টি যথাঃ

একঃ অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে
দুইঃ সকল চুক্তিভিত্তিক কর্মচারীদের নিয়মিত করতে হবে।

বর্তমানে অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়নের জন্য একটি নয় সদস্য বিশিষ্ট্য কমিটি গঠন করা হয় যার কাজ মন্ত্রণালয়ে চলমান রয়েছে। তাদের দাবি দাওয়া মানা না হলে দুই দফা থেকে এক দফায় যাওয়া হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫০০০ জন কর্মকর্তা-কর্মচারী, পল্লী বিদ্যুৎ সমিতি বোর্ড ও ৩.৬ কোটি গ্রাহকদের দাবি আরইবির আর কোন প্রয়োজনীয়তা নেই। অন্যদিকে গ্রাহকদের দাবি হয়রানি ছাড়া তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা পেতে চায়। গ্রাহক সেবায় যেখানে বোর্ড অন্তরায় হিসেবে কাজ করছে সেখানে ৮০টি সমিতির সকল কর্মকর্তা-কর্মচারী, পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড সভাপতি, এলাকা পরিচালক সহ সম্মানিত গ্রাহকরা মনে করছেন দাবি মানা না হলে সময়ের প্রয়োজনে আরইবি কে বিলুপ্ত করে সমিতি বোর্ডের মাধ্যমে সংস্থা চালানো হোক এবং ৮০টি সমিতি স্বাধীনভাবে চলতে পারবে সেই সক্ষমতা তাদের আছে। এছাড়াও দাবি জানানো হয়, বার্কের সাথে কথা বলে প্রয়োজনে এখন থেকে লাভবান সমিতির অর্থ যাতে আরইবি আত্নসাৎ করতে না পারে সেই জন্য লীড পবিসের মাধ্যমে লসে থাকা সমিতি গুলোতে বন্টন করা হবে। দেশের ১৪ কোটি মানুষকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়ার স্বার্থে হয় অভিন্ন সার্ভিস কোড বাস্তবায়ন করতে হবে নয়ত আরইবি কে বিলুপ্ত করে অন্যান্য ডিস্ট্রিবিউশন সংস্থার ন্যায় দেশের আর্থিক অপচয় রোধ করে দেশ থেকে চিরতরের জন্য পল্লী বিদ্যুৎ সিন্ডিকেট মুক্ত করা হবে মর্মে বৈষম্য বিরোধী পল্লী বিদ্যুৎ আন্দোলন কারীরা দাবি জানাচ্ছে। সরকার যেখানে সংস্কার চাচ্ছে সেখানে পল্লী বিদ্যুৎ সমিতির ৪৫০০০ জন কর্মকর্তা-কর্মচারীরা সরকারের সাথে একমত পোষণ করে উভয় পক্ষের উইন-উইন সিচুয়েশন বজায় রেখে মন্ত্রনালয়ে একটি প্রস্তাবনা দাখিল করেছে যা আরইবি থেকে প্রত্যাখান করেছে। যদিও মানবিক দৃষ্টিকোন বৈষম্যবিরোধী পল্লী বিদ্যুৎ আন্দোলনের কর্মকর্তা-কর্মচারীদের দাবি আরইবির ১৫০০ জন কর্মকর্তা-কর্মচারীরা ৪৫০০০ জনের সাথে মিলে-মিশে দেশ সেবায় অংশ নিবেন। এই বৈষম্যবিরোধী পল্লী বিদ্যুৎ আন্দোলনের কর্মকর্তা-কর্মচারীরা দীর্ঘদিন (বিগত ৯ মাস) ধরে তাদের এই দাবি জানিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতি একযোগে ৩০/০৯/২০২৪ খ্রিঃ তারিখে দেশের সকল ডিসি অফিস সহ ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানব বন্ধনের ডাক দিয়েছে। আরইবির পক্ষ থেকে যদি দুই দফা দাবি মানা না হয় তাহলে হয়ত ৩০/০৯/২০২৪ খ্রিঃ তারিখ "এক দফা" ঘোষণা করতে পারে কিংবা ভবিষ্যতে এই ধরনের ডাক আসতে পারে বলে জানা গেছে। নিজেদের মনের ভিতরে যে স্বৈরাচার মনোভাব তা দূর করে একসাথে আমরা ব্রত মনে ধারণ ও আইনের মাধ্যমে তা বাস্তবায়ন করে দেশ সেবার কাজ করার জন্য বৈষম্য বিরোধী পল্লী বিদ্যুৎ আন্দোলনের পক্ষ থেকে আরইবির ১৫০০ জন কর্মকর্তাকে পুনরায় আহ্বান জানানো হয়।

যদিও পল্লী বিদ্যুৎ সমিতি সমূহের আন্দোলন বিগত সরকারের আমল অর্থ্যাৎ জানুয়ারি-২০২৪ থেকে চলমান কিন্তু বোর্ডের কিছু অসাধু, স্বৈরাচারী মনোভাবাপন্ন কর্মকর্তা বারবার এখানে মানুষকে ভুল তথ্য দিয়ে যাচ্ছে। আরইবির কিছু দূর্নীতিবাদ ও দেশদ্রোহী কর্মকর্তারা মিলে বিগত সরকারের আমল থেকে এই আন্দোলনকে ভিন্ন-দিকে প্রবাহিত করার চেষ্টা করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকারের সময় এই আন্দোলনকে সরকার বিরোধী ট্যাগ দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় বর্তমানেও আরইবি সিন্ডিকেট এই আন্দোলন কে সরকার বিরোধী ট্যাগ দিয়ে অন্যদিকে প্রবাহিত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা গবেষণা করে দেখেছি, স্বনামধন্য জাতীয় দৈনিক পত্রিকার মাধ্যমে জানুয়ারি'২৪ থেকে যে এই আন্দোলনের সূত্রপাত তার প্রমাণ পাওয়া যায়। তাই সকলের জানার জন্য এই আন্দোলনের একদম জানুয়ারি'২৪ মাসের ধারাবাহিকতা বজায় রেখে কিছু জাতীয় পত্রিকার লিংক সহ তথ্যসমূহ এখানে দেওয়া হলো।


তারিখঃ ২৮ জানুয়ারি, ২০২৪
পদ-পদবী পরিবর্তনের দাবি পল্লী বিদ্যুতের দেড় হাজার কর্মকর্তা-কর্মচারীর
যুগান্তরঃ shorturl.at/E39wB

তারিখ: ২৯ জানুয়ারি, ২০২৪
পদবী পরিবর্তনের দাবি পল্লী বিদ্যুতের কর্মকর্তাদের
কালেরকন্ঠঃ https://kalerkantho.com/print-edition/news/2024/01/29/1358877

তারিখঃ ০৫ মে, ২০২৪
সারাদেশে অনির্দিষ্টকালের কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা
যুগান্তরঃ https://jugantor.com/national/801941
কালের কন্ঠঃ https://kalerkantho.com/online/national/2024/05/05/1385022
দেশ রুপান্তরঃ https://deshrupantor.com/507163

তারিখঃ ০৯ মে, ২০২৪
বিভিন্ন দাবিতে ৫ম দিনের মতো কর্মবিরতি
যুগান্তরঃ https://jugantor.com/tp-second-edition/803606
যায়যায়দিনঃ https://jaijaidinbd.com/wholecountry/461484

তারিখঃ ১৯ মে, ২০২৪
৫ দফা দাবিতে সারাদেশে পল্লী বিদ্যুৎ সমিতির স্মারকলিপি
নয়া দিগন্তঃ https://dailynayadiganta.com/organization/836240

তারিখঃ ০১ জুলাই, ২০২৪
ফের কর্মবিরতিতে যাচ্ছেন পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারী
যুগান্তরঃ https://jugantor.com/national/others/822660
সমকালঃ https://samakal.com/bangladesh/article/244408
দেশ রূপান্তরঃ https://deshrupantor.com/520140

তারিখঃ ০৫ জুলাই, ২০২৪
বৈঠক ব্যর্থ, কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা পল্লী বিদ্যুৎ সমিতির
সমকালঃ https://samakal.com/bangladesh/article/245131
যুগান্তরঃ https://jugantor.com/national/824605
দেশ রূপান্তরঃ https://deshrupantor.com/520915

তারিখঃ ০৬ জুলাই, ২০২৪
টানা ৬ দিন কর্মবিরতিতে ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা
সমকালঃ https://samakal.com/bangladesh/article/245219

তারিখঃ ০৭ জুলাই, ২০২৪
টানা ৭ম দিনের কর্মবিরতিতে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা
কালের কন্ঠঃ https://kalerkantho.com/online/country-news/2024/07/07/1404165

তারিখঃ ১১ জুলাই, ২০২৪
৬ শর্তে স্থগিত পল্লী বিদ্যুৎ সমিতির আন্দোলন
সমকালঃ https://samakal.com/bangladesh/article/246088
নয়াদিগন্তঃ https://dailynayadiganta.com/politics/848815
আমাদের সময়ঃ https://dainikamadershomoy.com/details/0190a2f33ccf8
দেশ রূপান্তরঃ https://deshrupantor.com/522352

তারিখঃ ১৫ জুলাই, ২০২৪
পল্লী বিদ্যুতের অচলাবস্থা নিরসনে চেয়ারম্যানকে সমিতির ব্যবস্থাপকদের চিঠি
যুগান্তরঃ https://jugantor.com/national/828462
ডেইলি অব্জারভারঃ https://bn.observerbd.com/details.php?id=109558

তারিখঃ ০৮ আগস্ট, ২০২৪
২১ কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আরইবি
যুগান্তরঃ https://jugantor.com/todays-paper/second-edition/835384

তারিখঃ ২৬ আগস্ট, ২০২৪
পল্লী বিদ্যুৎ সমিতির ৭২ ঘণ্টার আল্টিমেটাম, গণছুটির হুমকি
সমকালঃ https://samakal.com/bangladesh/article/252628
আমাদের সময়ঃ https://dainikamadershomoy.com/details/01918f4e00ac
সময়ের আলোঃ https://shomoyeralo.com/details.php?id=282410

তারিখঃ ২৭ আগস্ট, ২০২৪
পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের গণছুটি কর্মসূচি প্রত্যাহার
প্রথম আলোঃ https://prothomalo.com/bangladesh/dd223xbmkx
সমকালঃ https://samakal.com/bangladesh/article/253022
জাগোনিউজঃ https://jagonews24.com/national/news/964329

তারিখঃ ০৬ সেপ্টেম্বর, ২০২৪
পল্লী বিদ্যুতায়ন বোর্ড আইন সংশোধনের উদ্যোগ দুরভিসন্ধিমূলক : পবিস
কালবেলাঃ https://kalbela.com/national/118563
অবজারভারঃ https://bn.observerbd.com/details.php?id=110969
ভোরের কাগজঃ https://www.bhorerkagoj.com/national/734947

তারিখঃ ১৭ সেপ্টেম্বর, ২০২৪
পল্লী বিদ্যুতের সংকট নিরসনে চেয়ারম্যানকে ৮০ মহাব্যবস্থাপকদের চিঠি
যুগান্তরঃ https://jugantor.com/national/853341
ঢাকা পোস্টঃ https://dhakapost.com/national/307778

তারিখঃ ২৫ সেপ্টেম্বর, ২০২৪
আসতে পারে আরইবি ব্লকেড কর্মসূচি; ক্ষুব্ধ পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারীরা
ভোরের কাগজঃ https://bhorerkagoj.com/national-other/739584
‘আরইবি ব্লকেড’ কর্মসূচির হুঁশিয়ারি পল্লী বিদ্যুৎ সমিতির
সমকালঃ https://samakal.com/bangladesh/article/257549
ঢাকা পোস্টঃ https://dhakapost.com/national/310104

জোনাল অফিস সমূহ

এ পল্লী বিদ্যুৎ সমিতির অধীনে থাকা জোনাল অফিস গুলো হচ্ছে:

  • দুর্গাপুর জোনাল অফিস[]
  • তানোর জোনাল অফিস[]
  • কাকনহাট জোনাল অফিস
  • মোহনপুর জোনাল অফিস[]

সাব জোনাল অফিস গুলো হচ্ছে

গ্রাহক সংখ্যা

এ পল্লী বিদ্যুৎ সমিতিতে ২,৭০,৮৭০ জন গ্রাহক রয়েছে। গ্রাহক সেবা কেন্দ্র=১৭টি।[]

অন্যান্য তথ্য

  1. মোট আয়তন=১৩৮৬ বর্গকিলোমিটার
  2. অভিযোগ কেন্দ্র=২৪টি
  3. সাব-ষ্টেশন (সংখ্যা ও ক্ষমতা)= ১২ টি,
  4. মোট সংযোগসৃষ্টি = ২.৭০,৮৭০ টি
  5. বিদ্যুতায়িত লাইনের পরমিান = ৪৯৯৪.১৭ কি.মি.
  6. সিষ্টেম লস= মে ২০২২ পর্যন্ত ক্রমপুঞ্জিত = ৯.৫০%
  7. মোট বিনিয়োগ= ৭৭ কোটি টাকা।[]

জনবল

  • কর্মকর্তা ও কর্মচারীর= ৪৩৬ জন[]

সমিতি বোর্ড

মোট ৯জন সদস্য নিয়ে এ পল্লী বিদ্যুৎ সমিতির বোর্ড গঠিত হয়। এ তে ৩জন মহিলা পরিচালক আছেন।[]

আরো দেখুন

জাতীয় গ্রিড

তথ্যসুত্র

  1. "রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতি"pbs.rajshahi.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড"www.reb.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৫ 
  3. "দূর্গাপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.durgapur.rajshahi.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৫ 
  4. "তানোর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.tanore.rajshahi.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৫ 
  5. "মোহনপুর উপজেলা পল্লী বিদ্যুৎ সমিতি অফিস"pbs.mohonpur.rajshahi.gov.bd। সংগ্রহের তারিখ ২০২২-০৭-১৫