বিষয়বস্তুতে চলুন

অ্যানি (১৯৮২ চলচ্চিত্র)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার বর্তমান সংস্করণ, যা WikitanvirBot (আলোচনা | অবদান) কর্তৃক ০৫:৩৮, ২০ নভেম্বর ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (বট নিবন্ধ পরিষ্কার করছে, কোনো সমস্যায় পরিচালককে জানান)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক।

(পরিবর্তন) ← পূর্বের সংস্করণ | সর্বশেষ সংস্করণ (পরিবর্তন) | পরবর্তী সংস্করণ → (পরিবর্তন)

আ্যানী ১৯৮২ ‍সালে র্নির্মিত একটি সঙ্গীত নির্ভর হাস্য রসাত্মক চলচ্চিত্র, নির্মাতা চার্লস ষ্ট্রাউস, মার্টিন চারনিন এবং থমাস মীহান, ১৯৭৭ সালের একই নামের ব্রডওয়ে মিউজিক্যাল নাটকের উপর ভিত্তি করে ছায়াছবিটি তৈরী করেন। মিউজিক্যালটি আবার তৈরী হয়েছিল “ লিটল অরফ্যান আ্যানী কমিক স্ট্রিপ ” এর উপর ভিত্তি করে, যার নির্মাতা ছিলেন হ্যারল্ড গ্রে, পরিচালক ছিলেন জন হিউষ্টন, লিখেছিলেন ক্যারল সোবিয়েস্কি। ছায়াছবিটির মূখ্য চরিত্রে ছিলেন আলবার্ট ফিনে, ক্যারল বার্নেট, বার্নাডেট পিটারস, জিওফ্রে হোল্ডার, এডওয়ার্ড হারম্যান ও এইনিন কুইয়িন। ছায়াছবিটির কাহিনী ১৯৩৩ এর মহা মন্দার সময়কালের প্রেক্ষাপটে নিউইর্য়ক শহরের আ্যানী নামের এক অনাথকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী ব্যক্তি অলিভার ওয়ারবাকস কর্তৃক দত্তক নেওয়াকে কেন্দ্র করে আবর্তিত। নিউ জার্সির মনমাউথ বিশ্ববিদ্যালয়ে ৬ সপ্তাহে চলচ্চিত্রটির মূল চিত্রগ্রহণ সমাপ্ত হয়। ১৯৮২ সালের ২১ মে কলম্বিয়া পিকচার্স ছবিটি মুক্তি দেয়, প্রযোজনায় ছিল রে ষ্টার্কের রাষ্টারস। ৩৫ মিলিয়ন ডলারে তৈরি ছায়াছবিটি ৫৭ মিলিয়ন ডলার আয় করে এবং সমালোচকেরা ছবিটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া প্রকাশ করেন। অ্যানী দুইটি একাডেমী পুরস্কারের মনোনয়ন লাভ করে, সেরা নির্মাণ কৌশল এবং সেরা গান ।