বিষয়বস্তুতে চলুন

ব্যবহারকারী আলাপ:The Piash

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা The Piash (আলোচনা | অবদান) কর্তৃক ২২:১৭, ২১ ফেব্রুয়ারি ২০২৩ তারিখে সম্পাদিত হয়েছিল (ফেব্রুয়ারি ২০২৩)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।


সাম্প্রতিক মন্তব্য: Piash কর্তৃক ১ বছর পূর্বে "ফেব্রুয়ারি ২০২৩" অনুচ্ছেদে

ফেব্রুয়ারি ২০২৩

ঘড়িসহ থামুন আইকন
আপনাকে সম্পাদনা করা থেকে অসীমমেয়াদে বাধাদান করা হয়েছে কারণ আপনি একাধিক অ্যাকাউন্টের অপব্যবহার করেছেন। বিস্তারিত উইকিপিডিয়া:সকপাপেট তদন্ত/The Piash। আপনি যদি মনে করেন যে আপনার কাছে এই বাধা তুলে নেওয়ার জন্য ভালো কারণ রয়েছে, তাহলে আপনি আপনার আলাপ পাতায় এই লেখা যোগ করে বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করতে পারেন: {{বাধা অপসারণ|কারণ=এখানে আপনার যুক্তি লিখুন ~~~~}}। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৬:৪৩, ১১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ভাইয়া আমি আমার ভুলের জন্য আপনার কাছে ক্ষমাপ্রার্থনা আবেদন করছি।
আমাকে ক্ষমা করে দেবেন।
চেষ্টা করবো আর একাধিক আইপি বা আইডি ব্যবহার করবো না।
ভাইয়া দয়া করে শেষবারের মতো বা শেষ চান্স হিসেবে সক-পাপেট বাধা তুলে নেওয়ার জন্য আবেদন করছি। The Piash (আলাপ) ২২:৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আপনাকে এর আগে এবিষয়ে বলা হলেও কারও কথা শুনেননি এবং বেশিরভাগ সময়ই উত্তর দেননি। আপনি কেন এসব করতেছেন তার বিস্তারিত ব্যাখ্যা দিন, অন্যথায় বাধা তোলা সম্ভব নয়। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৩:০৬, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
ঠিক আছে ভাইয়া।
সাকপাপেট দায়ে এই আইডিটি ইংরেজি উইকিতে স্থগিত রয়ে।
শুধু ম্যাচ বক্স ,নকআউট পর্ব বক্স নেওয়ার জন্য অন্য আইডি গুলো ব্যবহার করি।
ভাইয়া ২০২২–২৩ ফেডারেশন কাপ (বাংলাদেশ), ২০২২–২৩ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (ফুটবল) , ২০২২–২৩ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ এইগুলো আমার কাজ অর্ধেক হয়ে রয়েছে ,পারলে এসব কাউকে দিয়ে সুন্দর করে কাজ করে নিবেন।
আপাতত সাকপাপেট দায়ে স্থগিত রাখা হয়েছে হোক
এতে আমার কিছু করার নেই।
বিবেচনা করে স্থগিতাদেশ কমিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইলো ভাইয়া। The Piash (আলাপ) ২৩:১১, ১২ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
মূল কারণ হলো বিগত দুই মাস মোবাইল ব্যবহার করার মতো নিজস্ব মোবাইল নাই।
মোবাইলটি চুরি হয়ে গেছে।
সে কারনে আমার মূল একাউন্টটি একাধিক আইপি ব্যবহার দায়ে যেন না পরে।
সে কারণে আমি ভাইয়ার মোবাইল দিয়ে রাতে সম্পাদনা করার চেষ্টা করি।
দিন বেলায় কাকা বা দাদার মোবাইলে নতুন একাউন্ট খুলে দিয়ে ম্যাচ বক্স বা গুরুত্বপূর্ণ বিষয় গুলো নিয়ে সম্পাদনা করে টুকে রাখতাম। পর আমি সংশোধন করে নিতাম।
আল রিয়াজ উদ্দীন আপনি আমাকে সাকপাপেট দায়ে অভিযুক্ত থেকে মুক্ত করতে অনুরোধ জানাই এবং একাধিক একাউন্ট ব্যবহার করা জন্য আমি আপনার কাছে ক্ষমাপ্রার্থনা আবেদন করছি।

The Piash (আলাপ) ২০:০৮, ১৪ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

আপনার নীতিমালা বিষয়ে ধারণা অর্জন করা দরকার।
  • সক-পাপেটিং কি?
  • কোন কোন কারণে সক-পাপেটিংয়ে অভিযুক্ত করা হতে পারে?
  • কখন একাধিক একাউন্ট ব্যবহার বৈধ?

এই তিনটি পয়েন্টের ওপর সারাংশ লিখুন। একইসাথে কেউ আপনাকে বার্তা দিলে সাধারণত উত্তর দেননা কেন এটারও উত্তর দিন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৩:১২, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

  • উইকিপিডিয়ার আদর্শগত অবস্থান হল এই যে, একজন নিবন্ধনকৃত সম্পাদক সম্পাদনার কাজে একটি মাত্র অ্যাকাউন্ট ব্যবহার করবেন। একাধিক অ্যাকাউন্টের প্রতারণামূলক বা বিভ্রান্তিকর ব্যবহার নিষিদ্ধ করা এই নীতির উদ্দেশ্য। এবং এই নীতিতে ব্যাখ্যা করা হয়েছে কোথায় কোনো সম্পাদক একটি দ্বিতীয় অ্যাকাউন্ট (বিকল্প) যুক্তিসম্মতভাবে ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় অ্যাকাউন্ট থেকে নীতিবহির্ভুত উলঙ্ঘন ব্যবহার করাকে সক-পাপেট্রি বলা হয়।
  • একজন ব্যক্তি একাধিক একাউন্ট অবৈধভাবে চালালে তখন তিনি সাকপাপেট দায়ে গন্য করা হবে।তখন মূল একাউন্টটির সাথে সাথে অন্য একাউন্ট গুলো সাকপাপেট দায়ে অভিযুক্ত করা হবে।যদি কোনও ব্যক্তি কোনও সকেপপেট ব্যবহার করে দেখা যায় তবে সকেপপেট অ্যাকাউন্টগুলি অনির্দিষ্টকালের জন্য অবরুদ্ধ হওয়া উচিত। যে কোনও অবিবর্তিত প্রশাসকের বিবেচনার ভিত্তিতে মূল অ্যাকাউন্টটি অবরুদ্ধ করা যেতে পারে। আইপি ঠিকানাসকেপপেট জন্য ব্যবহৃত অবরুদ্ধ করা যেতে পারে তবে অনির্দিষ্ট কালের জন্য, নির্দিষ্ট বিধিনিষেধের সাপেক্ষে।
  • দীর্ঘমেয়াদী অবদানকারীরা তাদের আসল নাম ব্যবহার করে অবদানের জন্য একটি ছদ্মনাম অ্যাকাউন্ট ব্যবহার করতে ইচ্ছুক হতে পারে যে তারা তাদের আসল নামটির সাথে যুক্ত হতে চায় না বা দীর্ঘমেয়াদী ব্যবহারকারীরা নতুন ব্যবহারকারীদের জন্য সম্প্রদায়টি কীভাবে কাজ করে তা অনুভব করতে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারে।তাহলে আমি এই নীতি লঙ্ঘন করবে না তা নিশ্চিত করার দায়িত্ব আমার। The Piash (আলাপ) ০৯:৫০, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আল রিয়াজ উদ্দীন ভাইয়া আমাকে সাকপাপেট দায়ে অভিযুক্ত থেকে অপসারণ অনুরোধ রইলো। The Piash (আলাপ) ১০:০২, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আমি নিশ্চিত হতে পারছি না যে, বাধা উঠানো হলেও আপনি আবার একই কাজ করবেন না। আপনি বিভিন্ন প্রকল্পে আপনার আগের বাধা থেকে কোনো শিক্ষা নেন নি। আপনাকে একাধিক ব্যবহারকারী সতর্ক করলেও তার উত্তর না দিয়ে বরং বার্তা মুছে দিয়ে একই কাজ চালিয়ে গেছেন। আমি ব্যক্তিগতভাবে আপনাকে টেলিগ্রামেও বার্তা দিয়েছি, তাও উপেক্ষা করেছেন। এখানে উত্তর বার্তার উত্তর না দেওয়ার ব্যাখ্যা চাইলেও বারবার এড়িয়ে যাচ্ছেন। তাই আমার পক্ষ থেকে "না"। (আপনি চাইলে) আপনি যে এমন কাজ আর করবেন না, তা অন্যান্য বাংলা প্রকল্পে অবদান রেখে প্রমাণ করার চেষ্টা করতে পারেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Piash আপনাকে উপরে দেওয়া পয়েন্টগুলোর সারাংশ লিখতে বলেছি, রচনা লিখতে বলিনি। এছাড়াও, যা লিখেছেন তা মূল নীতিমালা থেকে কপি-পেস্ট এবং কিছু যান্ত্রিক অনুবাদ করেছেন বলেই মনে হচ্ছে। এছাড়াও, শেষোক্ত বিষয়টি আবারও এড়িয়ে গেছেন। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ১৩:৩০, ১৫ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
আলাপ পাতার সব মুছে ফেলা পাতাগুলি পড়ে বুঝতে পারলাম।আমি অনেক বড় ভুল করে ফেলেছি। আমি একাধিক একাউন্ট নিয়ে সম্পাদনা করি কেনো আমাকে আইপি ঠিকানা এবং সম্পাদনা হালনাগাদ ধরা দিতে হবে। The Piash (আলাপ) ২২:০৫, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আল রিয়াজ উদ্দীন ভাইয়া আমার ভুলের জন্য আমাকে ক্ষমা করার দরকার নেই।
আমার কারনে @আফতাবুজ্জামান লিমন ভাইয়াকে আপনাদের কাছে অনেক ছোট করে ফেলেছি।উনি আমাকে বুঝতেই অনেক কষ্ট করেছেন কিন্তু আমি তার কথা রাখতে পারিনি বা অক্ষর অক্ষরে পালন করতে পারিনি।আপনাদের অনেক বিরক্ত করা জন্য আমাকে দয়াকরে ক্ষমা করে দিবে ন।আমি কথা দিচ্ছি আর কোন একাধিক একাউন্ট খুলবো না।চেষ্টা করবো আইপি ঠিকানা থেকেও সম্পাদনা করবো না।বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল ও ইন্ডিয়ান সুপার লিগ টিভিতে দেখে আফসোস হচ্ছে আমার ভুলের জন্য আমি গুলো সম্পাদনা করার থেকে বন্ঞ্চিত। The Piash (আলাপ) ২১:৩৬, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
রেজাউল হক ১৯৬৯,BDsportsZone,
ThedetectivePiash1
,I.m Piash,BdHSAIP199 আমার মোবাইলে গুলো এক্টিব ছিলো। The Piash (আলাপ) ২১:৪৬, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
বাকি গুলো আমি নানা ,মামা, বড় ভাইয়ের খুলেছিলাম। The Piash (আলাপ) ২১:৫৭, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@পিয়াস, কথা নেই বার্তা নেই হঠাৎ আফতাব ভাই ছোট হয়ে গেছে কীভাবে! এরকম গায়েবি পিংয়ের কারণ যদি হয় উনার সহানুভূতি পাওয়ার চেষ্টা তাহলে তা বাধা অপসারণে প্রশাসকদের আরও বিমুখ করবে বলে তোমার মনে হয় না! যাইহোক কাজ করার ইচ্ছে থাকলে এরকম ছলচাতুরি করে তো লাভ নেই। যা কাণ্ড হয়েছে সেটার জন্য অনেকেই বার্তা দিয়েও তোমার নাগাল পায় নি, এটাও তো শুভ লক্ষণ না। যাক্গে, উইকিপিডিয়া ছাড়াও সহপ্রকল্প আছে, কিছুদিন কাজকর্ম করো যেমনটা ইয়াহিয়া ভাই বললেন উপরে। পরে প্রশাসকদের কাছে আর্জি জানাতে এসো। আস্থা রাখার মত একটা নমুনা দরকার তো। মেন্টর হিসেবে আমিও তোমার কাজকর্মে অসন্তুষ্ট, আস্থা যদিও কিঞ্চিৎ আছে বৈকি! আক্ষেপ থাকবে আমারও যে সম্পাদনা শিখে একজন সম্ভাবনাময় ব্যবহারকারী অপকর্ম করে বাধা পেয়ে উইকি থেকে হারিয়ে যাবে, এটা কাম্য নয় কখনও। -- Aishik Rehman ২২:০৩, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
কারণ ভাইয়া ফুটবল লিগ গুলো সম্পাদনা করতে উনি আগে সাহায্য করেছিল।কিভাবে লোগো তৈরি করে সারাংশ লিখতে হয়।টেমপ্লেট কিভাবে সম্পাদনা করতে হয়। The Piash (আলাপ) ২২:০৯, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Aishik Rehman আরেকটা ভুল করেছিলাম আমার মেন্টর হিসেবে আমি আপনার থেকে সাহায্য না নিয়ে। The Piash (আলাপ) ২২:১৩, ২১ ফেব্রুয়ারি ২০২৩ (ইউটিসি)উত্তর দিন