এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা InternetArchiveBot(আলোচনা | অবদান) কর্তৃক ১৪:৪১, ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সম্পাদিত হয়েছিল(১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8.5)। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।
InternetArchiveBot(আলোচনা | অবদান) কর্তৃক ১৪:৪১, ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সম্পাদিত সংস্করণ (১টি উৎস উদ্ধার করা হল ও ০টি অকার্যকর হিসেবে চিহ্নিত করা হল।) #IABot (v2.0.8.5)
রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক, জনপ্রিয় পরিচিতি রিয়াজ (ইংরেজি: Riaz; জন্ম: ২৬ অক্টোবর, ১৯৭২[১]) একজন বাংলাদেশী চলচ্চিত্রঅভিনেতা। তিনি ১৯৯৫ সালে বাংলার নায়ক চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন।[২] যদিও প্রথম চলচ্চিত্রটি তাকে প্রশন্ত সুনাম প্রদান করেনি।[৩] ১৯৯৭ সালে মহাম্মদ হান্নান পরিচালিত প্রাণের চেয়ে প্রিয় চলচ্চিত্রটি অসাধারণ ব্যবসায়িক সাফল্য লাভ করে এবং রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে চলে আসেন।[৩] তিনি বাংলাদেশের অনেক গুনী পরিচালকের সাথে কাজ করে অসংখ্য চলচ্চিত্রে অভিনয় করে বাণিজ্যিকভাবে সফল হয়েছেন। এছাড়াও রিয়াজ ভারতের বিখ্যাত চলচ্চিত্রকার ও অভিনেতা মহেশ মাঞ্জরেকার এর ইট ওয়াজ রেইনিং দ্যাট নাইট নামে একটি ইংরেজি চলচ্চিত্রে অভিনয় করেছেন।[৪] এই চলচ্চিত্রে রিয়াজ বলিউডের খ্যাতনামা অভিনেত্রী সুশমিতা সেনের সাথে কাজ করেছেন।[৪]
রিয়াজ অভিনীত লোভে পাপ পাপে মৃত্যু এটি মুক্তি পায় ২০১৪ সালের ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে যা সোহানুর রহমান সোহান পরিচালনা করেন।[৯][১০] এরপর
দীর্ঘ পাঁচ বছর বিরতি নেন রিয়াজ। "সুইটহার্ট" নামের এই চলচ্চিত্রের একটি অতিথি চরিত্রে 'সাইকোর ভূমিকায় অভিনয়ের মাধ্যমে ২০১৬ সালে চলচ্চিত্রে ফিরেন তিনি।[১১] ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় এই চলচ্চিত্রে আরও অভিনয় করেন বিদ্যা সিনহা সাহা মীম এবং বাপ্পি চৌধুরী।[১১][১২][১৩][১৪][১৪] একই বছর মাহিয়া মাহির বিপরীতে কৃষ্ণপক্ষ চলচ্চিত্রে অভিনয়ের পর আবারও চলচ্চিত্র হতে লম্বা বিরতি নেন রিয়াজ। ২০১৯ সালের রিয়াজ অভিনয়ে ফিরেন দীপঙ্কর দীপনের অপারেশন সুন্দরবন চলচ্চিত্রের মাধ্যমে। ২০২০ সালে মুক্তির অপেক্ষায় থাকা অপারেশন সুন্দরবন চলচ্চিত্রে রিয়াজকে দেখা যাবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের এখন কমান্ডিং অফিসারের চরিত্রে।[১৫]
চলচ্চিত্রের তালিকা
রিয়াজ অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো: প্রাণের চেয়ে প্রিয় ও হৃদয়ের আয়না (১৯৯৭), ভালবাসি তোমাকে, পৃথিবী তোমার আমার, বুক ভরা ভালোবাসা ও কাজের মেয়ে (১৯৯৮), বিয়ের ফুল ও স্বপ্নের পুরুষ (১৯৯৯), এ বাঁধন যাবেনা ছিঁড়ে, সাবধান ও ভয়ঙ্কর বিষু (২০০০), হৃদয়ের বন্ধন, শ্বশুরবাড়ী জিন্দাবাদ ও মিলন হবে কতো দিনে (২০০১), প্রেমের তাজ মহল, নিঃশ্বাসে তুমি বিঃশ্বাসে তুমি, ও প্রিয়া তুমি কোথায় ও সুন্দরী বধু (২০০২), মাটির ফুল, ভালবাসা কারে কয়, মনের মাঝে তুমি ও জামাই শ্বশুর (২০০৩),স্বপ্নের বাসর, রং নাম্বার ও ছোট্ট একটু ভালবাসা (২০০৪), মোল্লা বাড়ীর বউ (২০০৫), হৃদয়ের কথা (২০০৬), আকাশ ছোঁয়া ভালোবাসা ও তোমাকেই খুঁজছি (২০০৮), মন বসেনা পড়ার টেবিলে (২০০৯), এবং বাজাও বিয়ের বাজনা (২০১০)।
গুন্ডার প্রেম চলচ্চিত্রটি দর্শক মহলে দারুন জনপ্রিয়তা অর্জন করে।
কিন্তু এর সংস্লিষ্ঠ স্বত্বাধিকারীরা এই চলচ্চিত্রটিই নতুন নামঃ কালা মানিক দিয়ে ২০০৫ সালে পুনরায় মুক্তি দেয়। যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের দীর্ঘ ইতিহাসে একটি কলঙ্কিত ঘটনা।
↑ কখআলাউদ্দীন মাজিদ। "আর অভিনয় নয় : রিয়াজ"। bangladesh-pratidin.com। ১৭ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ March 08, 2011।এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
↑"পেশাদারির উন্নতি হয়নি: রিয়াজ"। http://www.prothom-alo.com। ১২ ফেব্রুয়ারি ২০১৪।অজানা প্যারামিটার |রিয়াজ তার চলচ্চিত্র জগতে সবচেয়ে বেশি খ্যাত হন শাবনূরের বিপরীতে অভিনয় করে। রিয়াজ-শাবনূর কে বাংলা চলচ্চিত্রের অন্যতম সফল জুটি বলা হয়ে থাকে। রিয়াজের বিপরীতে সর্বাধিক সিনেমার নায়িকা ও শাবনূর। তারা একত্রে মোট 43 টি চলচ্চিত্রে জুটি বাঁ্ধেন। রিয়াজের বিপরীতে পূর্ণিমা ও অভিনয় করে জুটি হিসেবে প্রশংসা কুড়ান।
ইউআরএল= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য); |ইউআরএল= অনুপস্থিত বা খালি (সাহায্য); |সংগ্রহের-তারিখ= এর |ইউআরএল= প্রয়োজন (সাহায্য)
↑ কখগদৈনিক বাংলাদেশ প্রতিদিন (০৪ সেপ্টেম্বর ২০১৪)। "একসঙ্গে রিয়াজ-মিম-বাপ্পি"। শোবিজ প্রতিবেদক। ঢাকা, বাংলাদেশ। ৮ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪।এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
↑দৈনিক কালের কণ্ঠ (০১ সেপ্টেম্বর ২০১৪)। "ফিরছেন রিয়াজ"। রংবেরং প্রতিবেদক। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪।এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
↑ঢালিউড২৪.কম (৩১ অগাস্ট, ২০১৪)। "আবার চলচ্চিত্রে রিয়াজ"। আহমেদ জামান শিমুল। ঢাকা, বাংলাদেশ। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪।এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)
↑ কখদৈনিক করতোয়া (০৩ সেপ্টেম্বর ২০১৪)। "অভিমানেই চলচ্চিত্র থেকে দূরে ছিলেন রিয়াজ"। বিনোদন প্রতিবেদক। ঢাকা, বাংলাদেশ। ২৩ অক্টোবর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ সেপ্টেম্বর ২০১৪।এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)উদ্ধৃতি ত্রুটি: <ref> ট্যাগ বৈধ নয়; আলাদা বিষয়বস্তুর সঙ্গে "অভিমানেই দূরে" নামটি একাধিক বার সংজ্ঞায়িত করা হয়েছে