বিষয়বস্তুতে চলুন

গোল্ডেন গ্লোব পুরস্কার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এটি এই পাতার একটি পুরনো সংস্করণ, যা TanvirH (আলোচনা | অবদান) কর্তৃক ০২:৩১, ১১ অক্টোবর ২০১৬ তারিখে সম্পাদিত হয়েছিল। উপস্থিত ঠিকানাটি (ইউআরএল) এই সংস্করণের একটি স্থায়ী লিঙ্ক, যা বর্তমান সংস্করণ থেকে ব্যাপকভাবে ভিন্ন হতে পারে।

গোল্ডেন গ্লোব পুরস্কার
গোল্ডেন গ্লোব পুরস্কারের প্রতীক
বিবরণচলচ্চিত্রে সেরা এবং টেলিভিশনে সেরা অবদানের জন্য
দেশযুক্তরাষ্ট্র
পুরস্কারদাতাহলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন
প্রথম পুরস্কৃত১৯৪৪
ওয়েবসাইটhttp://www.hfpa.org/

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড (ইংরেজি ভাষায়: Golden Globe Award) চলচ্চিত্র ও টেলিভিশন প্রোগ্রামের জন্য প্রদান করা হয়। এই মার্কিন পুরস্কারটি প্রতি বছর আনুষ্ঠানিক ডিনারের মাধ্যমে প্রদান করা হয়। সেই ১৯৪৪ সাল থেকে হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন পুরস্কারটির আয়োজন করে আসছে। এটা হলিউডের জন্য ফান্ড সংগ্রাহক হিসেবে কাজ করে।[]

আমেরিকায় একাডেমি পুরস্কারগ্র্যামি অ্যাওয়ার্ডের পরই সবচেয়ে বেশি দেখা হয় গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। ব্রিটেনের বাফটা অ্যাওয়ার্ডকে এই পুরস্কারের সম মানের হিসেবে গণ্য করা হয়।

প্রতি বছরের শুরুর দিকেই এই পুরস্কার প্রদান করা হয়। জয়-পরাজয় নির্ধারণ করে হলিউডে বসবাসকারী ৮৬ জন পার্ট-টাইম সাংবাদিকের সিদ্ধান্তে। বিদেশী মিডিয়াও একে অধিভুক্ত করে থাকে। একাডেমি পুরস্কারের জন্য গ্রহণযোগ্য সময় জানুয়ারির ১ তারিখ থেকেই শুরু হয়, কিন্তু গোল্ডেন গ্লোবের জন্য তা ১লা অক্টোবর। অস্কার, গ্র্যামি বা এমি অ্যাওয়ার্ডের নিয়মিত হোস্ট থাকে যে সম্প্রচারের শুরুতেই অনুষ্ঠানের সাথে সবাইকে পরিচয় করিয়ে দেয়। কিন্তু গোল্ডেন গ্লোবে এ ধরণের কোন হোস্ট নেই।

মেরিল স্ট্রিপ এবং জ্যাক নিকোলসন সবচেয়ে বেশি বার গোল্ডেন গ্লোব পুরস্কার পেয়েছেন: দুজনেই ৬ বার করে। আর সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছেন জ্যাক লেমন, ২২ বার। মেরিল স্ট্রিপ ২১টি মনোনয়ন নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

পুরস্কারসমূহ

চলচ্চিত্র

  • সেরা চলচ্চিত্র - নাটক
  • সেরা চলচ্চিত্র - সঙ্গীতর্ধমী বা কমেডি
  • সেরা পরিচালক - চলচ্চিত্র
  • সেরা অভিনেতা - নাট্য চলচ্চিত্র
  • সেরা অভিনেতা - সঙ্গীতধর্মী বা কমেডি চলচ্চিত্র
  • সেরা অভিনেত্রী - নাট্য চলচ্চিত্র
  • সেরা অভিনেত্রী - সঙ্গীতধর্মী বা কমেডি চলচ্চিত্র
  • সেরা পার্শ্ব অভিনেতা - চলচ্চিত্র
  • সেরা পার্শ্ব অভিনেত্রী - চলচ্চিত্র
  • সেরা চিত্রনাট্য
  • সেরা মৌলিক সুর
  • সেরা মৌলিক সঙ্গীত
  • সেরা বিদেশী ভাষার চলচ্চিত্র
  • সেরা এনিমেশন চিত্র (২০০৬-বর্তমান)
  • সেসিল বি ডিমিল অ্যাওয়ার্ড - চলচ্চিত্র আজীবন অর্জন

টেলিভিশন

  • সেরা নাটক
  • সেরা কমেডি বা মিউজিক্যাল
  • সেরা অভিনেতা - টেলিভিশনের ধারাবাহিক নাটক
  • সেরা অভিনেতা - টেলিভিশন কমেডি বা মিউজিক্যাল
  • সেরা অভিনেত্রী - টেলিভিশনের ধারাবাহিক নাটক
  • সেরা অভিনেত্রী - টেলিভিশন কমেডি বা মিউজিক্যাল
  • সেরা টেলিভিশনের জন্য নির্মীত মিনি-সিরিজ বা চলচ্চিত্র
  • সেরা অভিনেতা - টেলিভিশনের জন্য নির্মীত মিনি-সিরিজ বা চলচ্চিত্র
  • সেরা অভিনেত্রী - টেলিভিশনের জন্য নির্মীত মিনি-সিরিজ বা চলচ্চিত্র
  • সেরা পার্শ্ব অভিনেতা - টেলিভিশনের জন্য নির্মীত সিরিজ, মিনি-সিরিজ বা চলচ্চিত্র
  • সেরা পার্শ্ব অভিনেত্রী - টেলিভিশনের জন্য নির্মীত সিরিজ, মিনি-সিরিজ বা চলচ্চিত্র


তথ্যসূত্র

  1. "History of the Golden Globes"hfpa.org। সংগ্রহের তারিখ ২০১২-১২-২৭ 


বহিঃসংযোগ