ব্যবহারকারী আলাপ:NahidSultan: সংশোধিত সংস্করণের মধ্যে পার্থক্য
NahidSultan (আলোচনা | অবদান) |
Nahian shuvo (আলোচনা | অবদান) →about the wikipedia birthday competition: নতুন অনুচ্ছেদ |
||
১৬৯ নং লাইন: | ১৬৯ নং লাইন: | ||
:: ভাই, কেন এটা এমন হচ্ছিল? একটু বুঝিয়ে দিন। --[[Special:Contributions/202.53.171.107|202.53.171.107]] ([[User talk:202.53.171.107|আলাপ]]) ১২:১১, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি) |
:: ভাই, কেন এটা এমন হচ্ছিল? একটু বুঝিয়ে দিন। --[[Special:Contributions/202.53.171.107|202.53.171.107]] ([[User talk:202.53.171.107|আলাপ]]) ১২:১১, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি) |
||
:::{{tl|Infobox fragrance}} টেমপ্লেটটি বাংলাতে ছিল না, যার জন্য ওটা আসেনি।--'''<span style="text-shadow:7px 7px 8px Black;">[[User:NahidSultan|<font face="Papyrus">যুদ্ধমন্ত্রী</font>]] <sup>[[User talk:NahidSultan#top|<font face="Papyrus">আলাপ</font>]]</sup></span>''' ১২:১৯, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি) |
:::{{tl|Infobox fragrance}} টেমপ্লেটটি বাংলাতে ছিল না, যার জন্য ওটা আসেনি।--'''<span style="text-shadow:7px 7px 8px Black;">[[User:NahidSultan|<font face="Papyrus">যুদ্ধমন্ত্রী</font>]] <sup>[[User talk:NahidSultan#top|<font face="Papyrus">আলাপ</font>]]</sup></span>''' ১২:১৯, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি) |
||
== about the wikipedia birthday competition == |
|||
when the competition will over? and when the birthday programme will held ? and between how many days I have to fill that forum? |
১৭:১৬, ১৫ ডিসেম্বর ২০১৫ তারিখে সংশোধিত সংস্করণ
অনেক কিছু জানার ছিল
আমি উইকিপিডিয়া অনুবাদে অংশ নিতে ইচ্ছুক। কিন্তু অনেক ধরনের সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। যদি কিছু সাহায্য করতেন। — আশরাফুল হক সোলাইমান (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- এরপর উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫/অনলাইন লিংকে গিয়ে অংশগ্রহণকারী অনুচ্ছেদের পাশে ‘সম্পাদনাতে’ ক্লিক করলে একটি এডিটিং বক্স আসবে। বক্সের ভিতর সবার শেষে জাস্ট এটা যুক্ত করবেন: #~~~~ (অবশ্যই লগ-ইন করা অবস্থায়)। এরপর নিচের সংরক্ষণ বোতামে ক্লিক করলে আপনি অফিসিয়ালি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হয়ে গেলেন :)
- এবার en:User:NahidSultan/GA list লিংকে যান। এখান থেকে আপনি যেকোন আর্টিকেল বেছে নিয়ে অনুবাদ করতে পারেন। তবে সেটি যদি আগে থেকে কেউ তৈরি করে তাহলে হবে না। এটা জানার উপায় হল, দেখবেন: প্রত্যেকটি আর্টিকেলের বামপাশে (স্ক্রিনের বামপাশে) Languages নামে একটি অপশন রয়েছে এবং সেখানে বিভিন্ন ভাষা দেওয়া আছে। যদি সেখানে বাংলা লিখা থাকে তাহলে বুঝবেন নিবন্ধটি আগেই কেউ অনুবাদ শুরু করেছে। যদি বাংলা লিখা না দেখেন তাহলে আপনি ওই আর্টিকেল অনুবাদ শুরু করতে পারেন।
- ধরে নিলাম আপনি একটি আর্টিকেল বেছে নিয়েছেন, কিভাবে কোথায় আর্টিকেলটি অনুবাদ করবেন সেটি এই লিংকে পাবেন: উইকিপিডিয়া:কীভাবে একটি নতুন নিবন্ধ শুরু করবেন?
- অনুবাদের সময় কোন রেফারেন্স/এক্সটার্নাল লিংক বাংলাতে অনুবাদ করার প্রয়োজন নেই, ইংরেজি থাকলে ইংরেজিতেই রেখে দেবেন। শুধুমাত্র আর্টিকেলের কন্টেন্ট অনুবাদ করবেন। টেমপ্লেটও অনুবাদ করতে হবে না, সংশ্লিষ্ঠ টেমপ্লেটটি বাংলাতে যদি থাকে তাহলে অটোমেটিক সেটি দেখাবে না থাকলেও সমস্যা নাই।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৩৫, ৩০ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
উইকিপিডিয়া কর্মশালা
নাহিদ ভাই, আশা করি ভাল আছেন। দেখলাম উইকিপিডিয়া কর্মশালা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে। আমি জানতে চাচ্ছি যে, এই কর্মশালায় কি শুধু রোকেয়া বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বা উইকিপিডিয়ানরাই অংশগ্রহন করবে, না বাইরের উইকিপিডিয়ানরাও অংশগ্রহন করতে পারবে। আর কর্মশালায় কি কি করা হবে? — 119.30.38.85 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- যেহেতু বেগম রোকেয়াতে তাই, সবাই বেগম রোকেয়ার স্টুডেন্টই হবেন কিন্তু বাইরের কেউও ইচ্ছে করলে যোগদান করতে পারবেন সেক্ষেত্রে আমার সাথে ইমেইলে যোগাযোগ করলে আমি স্থানীয় আয়োজনকারীদের সাথে যোগাযোগ করিয়ে দিতে পারবো।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৪০, ৩০ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
ভাইয়া, উইকিপিডিয়াতে উইকিপিডিয়া:উইকিপিডিয়া ১৫/অফলাইন কর্মশালাতে আঞ্চলিক উইকিপিডিয়ান আড্ডা তে বাংলাদেশের দক্ষিণ বঙ্গের একটি জায়গা যোগ করলে কি ভাল হবে না! -- শাহাদাত সায়েম (আলাপ) ০২:৩৫, ৩০ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
- দক্ষিণ বঙ্গেও আমাদের বিভিন্ন কর্মশালা হয়ে থাকে। তবে সবসময়ই করা হয়ে উঠে না কারণ আপনি উইকিপিডিয়ার অবদানকারীদের কথা চিন্তা করলে দেখবেন দক্ষিণবঙ্গের খুবই কম ব্যবহারকারী রয়েছেন। বিভিন্ন ধরণের অফলাইন ইভেন্ট আয়োজন করতে হলে স্থানীয়দের কাজ করতে হয় সেক্ষেত্রে স্থানীয় কেউ এরকম না থাকলে আমাদের পক্ষে ইভেন্ট আয়োজন করা সম্ভব হয় না।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:৪০, ৩০ নভেম্বর ২০১৫ (ইউটিসি)
Hi
Hi, Nahid. Something wrong with wikimedia.org.bd, my message can't be delivered, can you write me from your personal mail? --Алый Король (আলাপ) ০১:৫৮, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
টেমপ্লেট
নাহিদ ভাই, আশা করি ভাল আছেন। একটি বিষয় জানতে আপনার আলাপের দরজায় 'নক' করলাম। ধরুন কোন ব্যবহারকারী যেমন : আমি অনেকগুলো টেমপ্লেট তৈরি করেছি। এখন আমার প্রণীত টেমপ্লেটের তালিকা কিভাবে পেতে পারি? কারন সবগুলো টেমপ্লেট পুরোপুরিভাবে অনুবাদ করা হয় নি। এখন সেগুলো অনুবাদে আমি আগ্রহী!! -- শাহাদাত সায়েম (আলাপ) ০৫:১৬, ৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
তৌকির আহমেদ প্রবন্ধ প্রসঙ্গে
এই প্রবন্ধটি পূর্ণাঙ্গ ছিল না। আর নতুন কোন বিষয় নিয়ে লেখতে চাইলে কিভাবে শুরু করতে হবে একটু জানাবেন। আমার আইডিটা তৈরিতে কি কোন ভুল ছিল, যার কারণে আমার নামটা লাল রঙের দেখাচ্ছে। প্রয়োজনীয় তথ্য দিয়ে সাহায্য করবেন আশা করি। — 119.40.94.179 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- আপনি লগ-ইন করে এখানে মন্তব্য করেননি, সুতরাং আপনার আইডিটি লাল দেখাচ্ছে কিনা বলতে পারছি না তবে আপনার ইউজারপেইজে কিছু লিখেননি, এ জন্য লাল দেখানোর কথা, এটা সমস্যা নয়। আপনি ইউজারপেইজে কিছু যুক্ত করলেই সেটি আর লাল দেখাবে না। আর কিভাবে অনুবাদ প্রতিযোগিতায় অবদান রাখবেন তা এই পৃষ্ঠার “অনেক কিছু জানার ছিল” অনুচ্ছেদের উত্তরে পাবেন। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৪:০৪, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
আমার এই এভরি সানডে অনুবাদে ছবি যুক্ত করতে পারছি না। সাহায্য করলে খুশি হব। ধন্যবাদ।
সাহায্য প্রার্থী
আমার এই এভরি সানডে অনুবাদে ছবি যুক্ত করতে পারছি না। সাহায্য করলে খুশি হব। ধন্যবাদ।— SMMONIR2014 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- করা হয়েছে--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:০৩, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
অনুবাদ প্রতিযোগিতা সম্পর্কে-
আমার অনুবাদকৃত পাতায় কি ইংরেজি পাতায় থাকা সব বাক্যের অনুবাদ করতে হবে নাকি শুধু দরকারী বাক্যগুলোর অনুবাদ ও গ্রহনযোগ্য হবে? — Xahidul Islam (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- পুরু আর্টিকেলটি অনুবাদ করতে হবে, টপ টু বটম (রেফারেন্স অনুচ্ছেদের পূর্ব পর্যন্ত)। দরকারি বাক্য একেক জনের কাছে একেক রকম হয়।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:০৪, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
ভালো নিবন্ধ প্রস্তাবনা
কোন নিবন্ধকে ভালো নিবন্ধের মানদণ্ডে পর্যালোচনার প্রস্তাবনা ( ভালো নিবন্ধ প্রতিযোগিতার বাইরের নিবন্ধের ক্ষেত্রে) উত্থাপন করব কিভাবে? আমি মারি ক্যুরি নিবন্ধটি ভালো নিবন্ধের মানদণ্ডে পর্যালোচনার প্রস্তাবনা উত্থাপন করতে চাই।--Sajibur (আলাপ) ১৪:২৮, ৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
টেমপ্লেট
ভাইয়া,
আমি টুইংকেল ব্যবহার করতে গিয়ে দেখেছি 'স্বাগত' জানানোর জন্য যতগুলো টেমপ্লেট আছে দুই একটি ছাড়া প্রায় সবগুলোই এখনো তৈরি হয়নি। এক্ষেত্রে আমি টেমপ্লেটগুলো তৈরি করতে চাই। যেমন: {{স্বাগতম-ব্যক্তিগত}}
টেমপ্লেট তৈরি করেছি। আর দেখবেন এটাতে সবকিছু ঠিক আছে কিনা! আর টুইংকেল এর সকল টেমপ্লেট যেগুলো তৈরি হয়নি সেগুলো কিভাবে পাব??? --- শাহাদাত সায়েম (আলাপ) ০৬:২৫, ৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- আমাদের সবগুলো প্রয়োজন হয় না সেজন্যই হয়ত তৈরি করা হয়নি তবে আপনি তৈরি করলেও সমস্যা নেই, শুধু তৈরির পর অনুবাদ করতে ভুলবেন না। আর টুইংকল এর টেমপ্লেটগুলো পাবেন এখানে--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০৯, ৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
তথ্যসূত্র
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%8F%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE#cite_note-History-2 এই আর্টিকেলে বলা হচ্ছে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি । কিন্তু আমি তথ্যসূত্র উদ্ধৃত করেছি । সমস্যাটা কোথায় ? — Syd 1085 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- এখন ঠিক করা হয়েছে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:০৫, ৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
উইকিপিডিয়া ২০১৫ এর কন্টেস্ট সংক্রান্ত
একটি ইংরেজি গুড আর্টিকেলের বাংলা করেছি। তবে বর্তমানেও একটি বাংলা আছে,যেটাতে তেমন কিছুই নাই। আমার এই আর্টিকেলটি কি কন্টেস্টের জন্য গ্রহণযোগ্য হবে? বর্তমানের আর্টিকেলের লিংকঃ ২০০৩ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল — Shafi000 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- কনটেস্টের নিয়ম অনুসারে আপনাকে অবশ্যই নতুন নিবন্ধ তৈরি করতে হবে কিন্তু নিবন্ধটি যদি আপনি পুরুটা অনুবাদ করে থাকেন এবং তথ্যগুলো যুক্ত করতে চান তাহলে অবশ্যই আগের নিবন্ধটি অপসারণ করে তারপর করতে হবে। একমাত্র নিবন্ধটি যিনি তৈরি করেছেন তিনিই অপসারণের আবেদন করতে পারেন এবং তিনি যদি নিবন্ধটি অপসারণে রাজি হন তাহলেই শুধুমাত্র আপনি নিবন্ধটি নতুন করে তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আমি প্রথমেই আপনাকে বলব ব্যবহারকারী:Shafi000/২০০৩ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল পাতায় আপনার নিবন্ধটি যুক্ত করতে। তাহলে হয়ত নিবন্ধ সৃষ্টিকারী তথ্যগুলো দেখে ইমপ্রেস হয়ে বিবেচনা করে দেখলেও দেখতে পারেন :) মিনটাইম, নিবন্ধ সৃষ্টিকারী @Aftabuzzaman:-এর দৃষ্টি আকর্ষণ করছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১১:১৫, ৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- Shafi000 বর্তমান নিবন্ধটি অপসারণ করে আপনার নাম ও সম্পাদনা ইতিহাসসহ ২০০৩ ক্রিকেট বিশ্বকাপ ফাইনাল পাতায় স্থানান্তর করে দিয়েছি। --আফতাব (আলাপ) ১৩:১৮, ৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
প্রায় একই রকম আরেকটা কোয়েরি: আমি "বাদশাহী মসজিদ" অনুবাদ শুরু করার পরপরই দেখি কেউ একজন ১৫ নভেম্বর তারিখে আংশিক অনুবাদ করে ফেলেছেন। GA লিস্টে কিন্তু এখনও Badshahi Mosque দেখাচ্ছে, আবার Badshahi Mosque এর ল্যাংগুয়েজে বাংলা দেখাচ্ছে। এখন কি আমার উচিৎ অনুবাদের কাজটা শেষ করে জমা দেওয়া?— Shafi000 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- এটাতে কিছু করার নেই, অন্যেএকটি নিবন্ধ নির্বাচন করুন। তবে ইতিমধ্যে যদি অনুবাদ করেই থাকেন তাহলে একই নিবন্ধে যুক্ত করতে পারেন তবে সেটি প্রতিযোগিতার বাইরে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৩০, ৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
Translating Bangla Page
আচ্ছা ভাইয়া, Wikipedia:Translate us এই পাতাটিকে কি বাংলায় অনুবাদ করা যায়??? https://en.wikipedia.org/wiki/Wikipedia:Translate_us — Kazi Moitry (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- অবশ্যই। উইকিপিডিয়া:আমাদের অনুবাদ করুন-এখানে অনুবাদের কাজ শুরু করুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৫১, ৬ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
আমার কপালটাই খারাপ ভাই, যে তিনটা টপিক অনুবাদ করা শুরু করেছিলাম "বাদশাহী মসজিদ, আল্লাহ, আল রিসালাহ আল দাহাবিয়াহ" তিনটাই অন্য কেউ অনুবাদ করে ফেলছে...
শিরোনাম পরিবর্তন
https://bn.wikipedia.org/wiki/%E0%A6%8F%E0%A6%AE%E0%A7%87%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A1%E0%A6%BE নিবন্ধের নাম হবার কথা এমেন্ডা এ্যাওয়ার্ড , https://en.wikipedia.org/wiki/Amanda_Award কিভাবে পরিবর্তন করবো ? — Syd 1085 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- ইতিমধ্যেই করা হয়েছে। ইতিহাস দেখুন এর পাশে অ্যারোতে মাউস রাখলে স্থানান্তর অপশন দেখতে পাবেন। তবে নিবন্ধ সাধারণত আলোচনা ব্যতীত স্থানান্তর না করাই শ্রেয়।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:২৭, ৭ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
বাধা দান
নাহিদ ভাই,
Jobayer rahman shadhin নামের একপ্টি এক্যাউন্ট থেকে পাতা খালিসহ বিজ্ঞাপন প্রচারের জন্য পাতা তৈরি করা হচ্ছে। বারবার সতর্ক করা সত্বেও সে তার কাজ চালিয়ে যাচ্ছে। এখানে পরীক্ষা করলে বুঝতে পারবেন। সে বিজ্ঞাপন প্রচারের জন্য Modern Science In Our EveryDay Life নামক নিবন্ধ তৈরি করেছে। যাতে আমি ইতিমধ্যে অপসারণ ট্যাগ লাগিয়েছি। আমার মতে তাকে সাময়িক ভাবে সাতে দিনের জন্য বাধা দেওয়া হক।`★ Sethtalk ০৮:২৩, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- তিন দিনের জন্য।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৮:২৭, ৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
সুপ্রিয় NahidSultan,
উইকিপিডিয়া ১৫ অনলাইন নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাকে ধন্যবাদ। আপনি জেনে আনন্দিত হবেন যে আপনার জমা দেয়া এক/একাধিক নিবন্ধ প্রতিযোগিতায় গৃহীত হয়েছে। আয়োজক কমিটি প্রতিযোগিতা শেষ হওয়ার পর অংশগ্রহণকারীদের গৃহীত হওয়া নিবন্ধগুলোর সংখ্যা অনুসারে পুরস্কার ডাকযোগে প্রেরণের সিদ্ধান্ত নিয়েছে, সে লক্ষ্যে আমরা আপনাকে এই ফর্মটি পূরণ করতে অনুরোধ করছি। প্রতিযোগিতা শেষ হওয়ার পর ফর্মে সরবরাহ করা আপনার ইমেইল ঠিকানা অনুসারে আপনার সাথে যোগাযোগ করা হবে। ধন্যবাদ।
উইকিপিডিয়া ১৫ আয়োজক কমিটির পক্ষে,
নাহিদ সুলতান (আলাপ)
বুধবার ১৭:১৬, ০৯ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
উইকিপিডিয়া ১৫
নাহিদ ভাই,
আমি কি ইংরেজি উইকিপিডিয়ার নির্বাচিত নিবন্ধ উইকিপিডিয়া ১৫ তে কি জমা দিতে পারব??★ Sethtalk ০৬:৪০, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- না, শুধুমাত্র ভালো নিবন্ধ অনুবাদ করবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৪৮, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- আপনাকে ধন্যবাদ-★ Sethtalk ০৬:৫৭, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
আমি এয়ার মাজ নামে একটি নিবন্ধন করেছি এটা কি সঠিক হয়েছে? Mohammed Galib Hasan (আলাপ) ১২:২৬, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- এটা একজন পর্যালোচক পর্যালোচনা করবেন, অপেক্ষা করুন। উইকিপিডিয়া ১৫ পাতার নিচের তালিকাতে চোখ রাখুন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:২৮, ১০ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
আসলে নিবন্ধনের পাশে কিছুই লেখা হয়নি তাই আমি বুঝতে পারছিনা এতে কোনো সমস্যা আছে কিনা বা কোনো কিছু যুক্ত করতে হবে কিনা Mohammed Galib Hasan (আলাপ) ০৭:০৪, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- নাহিদ ভাই, সালাব নিবেন। আমার আলাপ পাতায় উইকিপিডিয়া ১৫ উপলক্ষে বার্তা এসেছে, সেখানে একটি ফর্ম পুরণের কথা বলা হয়েছে। ফর্মে পুরস্কার গ্রহণের ঠিকানা চেয়েছে। আমি জানতে চাচ্ছি পুরস্কার কুরিয়ার সার্ভিসে নাকি ডাক বিভাগে পাঠানো হবে। জানালে ঠিকানা দিতে সুবিধা হয়। ধন্যবাদ। --কায়সার আহমাদ (আলাপ) ০৮:৫৩, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- আসলে এটা এখনো ঠিক করি নাই। মূলত এই বার্তা আগে দেওয়ার কারণ হলো টি-শার্টের সাইজ অনুসারে কয়টা লাগবে এর একটা ধারণা পাওয়া। আপনি একটা দিয়ে দিন, পাঠানোর আগেতো আপনার সাথে যোগাযোগ করবোই তখন যদি প্রয়োজন হয় সংশোধন করে দিবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:৪৩, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- নাহিদ ভাই, সালাব নিবেন। আমার আলাপ পাতায় উইকিপিডিয়া ১৫ উপলক্ষে বার্তা এসেছে, সেখানে একটি ফর্ম পুরণের কথা বলা হয়েছে। ফর্মে পুরস্কার গ্রহণের ঠিকানা চেয়েছে। আমি জানতে চাচ্ছি পুরস্কার কুরিয়ার সার্ভিসে নাকি ডাক বিভাগে পাঠানো হবে। জানালে ঠিকানা দিতে সুবিধা হয়। ধন্যবাদ। --কায়সার আহমাদ (আলাপ) ০৮:৫৩, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
তথ্যসূত্র
ভাইয়া, আমি একটা নিবন্ধ লিখলাম। কিন্তু এটা দেখাচ্ছে!! এই নিবন্ধটিতে কোনো উৎস বা তথ্যসূত্র উদ্ধৃত করা হয়নি। দয়া করে উপযুক্ত নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে উৎস প্রদান করে এই নিবন্ধটির মানোন্নয়নে সাহায্য করুন। (সাহায্যের জন্য দেখুন: যাচাইযোগ্যতা) নিবন্ধের যেসব অংশে সঠিক তথ্যসূত্রের উল্লেখ নেই, সেগুলি যেকোনো মুহূর্তে সরিয়ে ফেলা হতে পারে। এর সমাধান কি ভাইয়া??? — শাহাদাত হোসেন মুন (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- উইকিপিডিয়াতে যেকোন নিবন্ধেই রেফারেন্স দিতে হয়। রেফারেন্স আপনি ইংরেজিটা কপি করে দিলেও চলবে। যেহেতু আপনি নতুন সুতরাং ঘাবড়ে যাবেন না, যিনি পর্যালোচনা করবেন তিনি তথ্যসূত্র যুক্ত করে দেবেন কিন্তু ভবিষ্যতে তথ্যসূত্র যুক্ত করার চেষ্ঠা করবেন দয়া করে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৩:২৭, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
দ্বন্দ
ভাইয়া, অনুবাদ ১৫ তে আপনি এম-১৪৭ (মিশিগান হাইওয়ে) এবং এম-১০৫ (মিশিগান হাইওয়ে) গৃহিত বলেছেন আর আমার এম - ২৯৪ (মিশিগান হাইওয়ে) নিবন্ধ যান্ত্রিক অনুবাদ কারন দেখিয়ে বাতিল করেছেন! --- শাহাদাত সায়েম (আলাপ) ১৮:৪৭, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- আপনি সুচারুভাবে আমাকে ব্লেইম দিলেন কিন্তু আমি যখন যান্ত্রিক অনুবাদ বলে বাতিল করেছি তখনকার ইতিহাস দেখলে বুঝতে পারবেন এটা যান্ত্রিক অনুবাদ ছিল। আপনি বলতে পারতেন, আমি পুনরায় যান্ত্রিক অনুবাদ সংশোধন করেছি, এটা না বলে বললেন ডাবল স্ট্যানডার্ড। এটার ব্যাখ্যা কি? যাইহোক, আবারও দেখে দেব।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:১১, ১২ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
ভাইয়া, আমি আসলে এটাই বলতে চেয়েছি যে এখন এটি গ্রহনযোগ্য কিনা? এখানে আমারই কিছু ভুল হয়েছে। আমি বার্তা রাখার সময় এভাবে না লিখলেই পারতাম। আপনি আমাকে মাফ করবেন --- শাহাদাত সায়েম (আলাপ) ০৩:০০, ১৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
পাতার লোগো
নিউ ভিশন স্কুল অ্যান্ড কলেজ এই পাতা যখন উইকিপিডিয়ার মোবাইল ভার্সন থেকে অনুসন্ধান বক্সে এই পাতার নাম লেখা হয় তখন পাতাটির লোগোও দেখানো হয় কিন্তু আমার প্রশ্ন হচ্ছে লোগোটি ঠিক আকারে দেখানো হয় না। আমি ছবির আকার পরিবর্তনের মাধ্যমে চেষ্টা করেছি কিন্তু কাজ হচ্ছে না। আপনার সাহায্য আশা করছি। ধন্যবাদ — Nurulhuda859 (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- প্রথমত কোন কিছুর লগো হলো নন-ফ্রি ফাইল এবং নন-ফ্রি ফাইল কমন্সে আপলোড করা যায় না। লগোটি বাংলা উইকিপিডিয়ায় স্থানীয়ভাবে আপলোড করতে হবে কমন্সে নয়। দ্বিতীয়ত, পরের যে ছবিটা যুক্ত করেছেন সেটি তথ্যছকে যুক্ত করার ফলে এমনি হয়েছে। ছবিটি বাতিল করলেই সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু সমস্যা হলো, ছবিটিই কোন একটি ফটোগ্রাফি থেকে নেওয়া এবং উইকিপিডিয়ায় সাধারণত অন্যের ছবি লিখিত প্রমাণ ছাড়া আপ করা যায় না। সুতরাং এই ছবিটিও অপসারণ করে দিতে হবে। অনুগ্রহ করে নিজের তোলা ছবি আপলোড করুন, ইন্টারনেট থেকে নিয়ে বারবার ছবি আপলোড করলে হয়ত কমন্স ও এখানে আপনি একাউন্ট ব্লকেরও সম্মুখীন হতে পারেন। ভালো থাকবেন।--যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৪৭, ১৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
এই একজন ব্যক্তি, গুরুত্ব নির্ধারনের জন্য যথেষ্ট পরিমান তথ্য নেই
এই একজন ব্যক্তি, গুরুত্ব নির্ধারনের জন্য যথেষ্ট পরিমান তথ্য নেই । একটু বুঝিয়ে বলবেন প্লিজ — Shakil Al Kajem (আলাপ • অবদান) এই স্বাক্ষরহীন মন্তব্যটি যোগ করেছেন।
- প্রথমেই উইকিপিডিয়াতে অবদান রাখার জন্য ধন্যবাদ। উইকিপিডিয়াতে ইচ্ছে করলেই যে কোন ব্যক্তিকে নিয়ে নিবন্ধ তৈরি করা যায় না। যার নামে নিবন্ধ তৈরি করবেন তাকে উইকিপিডিয়ার কিছু নির্দিষ্ট মাপকাঠি অতিক্রম করতে হয় আর উইকিপিডিয়ার ভাষায় এটাকে উল্লেখযোগ্যতা বলা হয়। উইকিপিডিয়ার ভাষায় কোন ব্যক্তি নিবন্ধ তৈরির মত উল্লেখযোগ্য সেটা জানতে অনুগ্রহ করে পড়ুন: উইকিপিডিয়া:উল্লেখযোগ্যতা। ধন্যবাদ।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৯:৪০, ১৩ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
নিবন্ধ আলোচনা
প্রিয় নাহিদ ভাইয়া, আমি মিসিসিপি হাইওয়ে ৩৫০ এবং মিসিসিপি হাইওয়ে ৬০৪ নামে দুইটি নিবন্ধ করেছি কিন্তু এগুলা আলোচনার জন্য সিলেক্ট হয়নি দয়া করে আপনি একটু বিষটি দেখবেন কি? Mohammed Galib Hasan (আলাপ) ০৮:০৪, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- মিসিসিপি হাইওয়ে ৩৫০ নিবন্ধটি আপনি তৈরি করেননি, করেছেন ANKAN GHOSH DASTIDER, আপনি বরং ভালো অনুবাদকে যান্ত্রিক বানিয়েছিলেন। মিসিসিপি হাইওয়ে ৬০৪ নিবন্ধটি নতুন জমা দিয়েছে, সুতরাং অপেক্ষা করুন পর্যালোচনা করা হবে।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:১২, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
ভাইয়া মিসিসিপি হাইওয়ে ৬০৪ এটি আমি আবার অনুবাদ করলাম যেহেতু এটিতে যান্ত্রিক সমস্যা আছে বলা হয়েছে দয়া করে একটু দেখবেন আরেকবার। আরেকটা জিনিস আমি বুঝতে পারিনি সেটা হলো
মিসিসিপি হাইওয়ে ৩৫০ তো আমিই প্রথমে অনুবাদ করলাম যদি কিছু সমস্যা থাকে তবে আমিই ঠিক করতাম আবার বিষয়টি ঠিক বুঝলাম না Mohammed Galib Hasan (আলাপ) ০৬:৩৮, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- এখন পর্যন্ত আপনার তৈরিকৃত নিবন্ধ তালিকা। আর যান্ত্রিক সমস্যাটি দেখে দেব।--যুদ্ধমন্ত্রী আলাপ ১০:৩১, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
অনুবাদ প্রসঙ্গে
আমি যে নিবন্ধটির অনুবাদ আরম্ভ করছি সেটাত একই সময়ে অন্য কেউ অনুবাদ করতে পারে। তার জন্য কি কোন পরামর্শ আছে? --রিয়াদ (আলাপ) ১৫:৫৭, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- এটা হওয়ার সম্ভাবনা হাজারে একবার। যিনি আগে নিবন্ধটি তৈরি করবেন স্বাভাবিকভাবেই তিনি সৃষ্টিকারী।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:১০, ১৪ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
পার কেটি পেরি
নাহিদ ভাই, সাহয্য করুন ইনফোবক্সটা ঠিক মত আসছে না। --মামুন (আলাপ) ১০:১৯, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- ভাই, কেন এটা এমন হচ্ছিল? একটু বুঝিয়ে দিন। --202.53.171.107 (আলাপ) ১২:১১, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- {{Infobox fragrance}} টেমপ্লেটটি বাংলাতে ছিল না, যার জন্য ওটা আসেনি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১২:১৯, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
- ভাই, কেন এটা এমন হচ্ছিল? একটু বুঝিয়ে দিন। --202.53.171.107 (আলাপ) ১২:১১, ১৫ ডিসেম্বর ২০১৫ (ইউটিসি)
about the wikipedia birthday competition
when the competition will over? and when the birthday programme will held ? and between how many days I have to fill that forum?