স্টিভেন সোডারবার্গ
মার্কিন চলচ্চিত্র পরিচালক
এই জীবিত ব্যক্তির জীবনীমূলক নিবন্ধটির তথ্য যাচাইয়ের জন্য অতিরিক্ত সূত্র থেকে উদ্ধৃতিদান করা প্রয়োজন। |
স্টিভেন অ্যান্ড্রু সোডারবার্গ (ইংরেজি ভাষায়: Steven Andrew Soderbergh) (জন্ম: ১৪ই জানুয়ারি, ১৯৬৩) [১] একজন সুয়েডীয় বংশোদ্ভূত মার্কিন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, চিত্রগ্রাহক ও সম্পাদক। তিনি ২০০০ সালে ট্রাফিক চলচ্চিত্রটি পরিচালনার জন্য সেরা পরিচালক বিভাগে একাডেমি পুরস্কার অর্জন করেন। পরবর্তীকালে তিনি ওশান্স ত্রয়ী (২০০১-১৮), কন্টাজিয়ন (২০১১), ম্যাজিক মাইক (২০১২), সাইড এফেক্টস (২০১৩), লোগান লাকি (২০১৭) ও আনসেন (২০১৮) ছবিগুলো দিয়ে আরও জনপ্রিয়তা ও সমালোচনামূলক সফলতা অর্জন করেন।
স্টিভেন সোডারবার্গ | |
---|---|
Steven Soderbergh | |
জন্ম | স্টিভেন অ্যান্ড্রু সোডারবার্গ ১৪ জানুয়ারি ১৯৬৩ |
দাম্পত্য সঙ্গী | বেটসি ব্র্যান্টলি (বি. ১৯৮৯; বিচ্ছেদ. ১৯৯৪) জুল্স অ্যাসনার (বি. ২০০৩) |
সন্তান | ২ |
চলচ্চিত্রসমূহ
সম্পাদনাপরিচালক
সম্পাদনা- সেক্স, লাইস, অ্যান্ড ভিডিওটেপ (১৯৮৯)
- কাফকা (১৯৯১)
- কিং অফ দ্য হিল (১৯৯৩)
- আন্ডারনিথ (১৯৯৫)
- গ্রে'স অ্যানাটমি (১৯৯৬)
- স্কিজোপলিস (১৯৯৬)
- আউট অফ সাইট (১৯৯৮)
- দ্য লিমেই (১৯৯৯)
- ট্র্যাফিক (২০০০)
- এরিন ব্রকোভিচ (২০০০)
- ওশান্স ইলেভেন (২০০১)
- ফুল ফ্রন্টাল (২০০২)
- সোলারিস (২০০২)
- ইরস (২০০৪)
- বাব্ল (২০০৫)
- দ্য গুড জার্মান (২০০৬)
- ওশান্স থার্টিন (২০০৭)
- লাইফ ইন্টারাপ্টেড (২০০৭)
- গেরিলা (২০০৮)
- দি আর্জেন্টাইন (২০০৮)
- দি ইনফরম্যান্ট (২০০৯)
তথ্যসূত্র
সম্পাদনাবহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে স্টিভেন সোডারবার্গ সংক্রান্ত মিডিয়া রয়েছে।