মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব (শুধুমাত্র মোহনবাগান নামেও পরিচিত) হল একটি কলকাতা-ভিত্তিক ভারতীয় ফুটবল (মুখ্যত) ক্লাব। এই ক্লাবটি বর্তমান ভারতের অন্যতম শ্রেষ্ঠ ফুটবল ক্লাব এবং ভারতীয় ফুটবলের ইতিহাসে শ্রেষ্ঠ ফুটবল ক্লাব হিসেবে পরিগণিত হয়। মোট পাঁচবার এই দল ফুটবলে ভারতের সর্বোচ্চ লিগে চ্যাম্পিয়ন হয়েছে যা একটি যুগ্ম রেকর্ড। মোট ৩২বার এই দল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন হয়েছে। ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত এই দল এশিয়ার প্রাচীনতম ফুটবল ক্লাবগুলির একটি।[২][৩]ফেডারেশন কাপ, রোভার্স কাপ, ডুরান্ড কাপ, আইএফএ শিল্ড, জাতীয় ফুটবল লিগ, আই-লিগ ও কলকাতা ফুটবল লিগ জয় করেছে। মোহনবাগানই প্রথম ভারতীয় দল যারা একটি ইউরোপীয় দলকে পরাজিত করেছিল। ১৯১১ সালে আইএফএ শিল্ডে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে পরাজিত করে। ১৯৮৯ সালে ক্লাবের প্রতিষ্ঠা-শতবর্ষ উপলক্ষে ভারত সরকার ১৯১১ সালের এই জয়ের একটি স্মারক ডাকটিকিট প্রকাশ করে।[৪][৫] মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব তার প্রধান প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের সঙ্গে কলকাতা ডার্বিতে অংশগ্রহণ করে। উল্লেখ্য, পশ্চিমবঙ্গীয়রা (যাদের কথ্যভাষায় 'ঘটি' বা 'এদেশী' বলা হয়) হল মোহনবাগানের সমর্থক এবং পূর্ববঙ্গীয়রা (যাদের কথ্যভাষায় 'বাঙাল' বলা হয়) হল ইস্টবেঙ্গল ক্লাবের সমর্থক। মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবকে ভারতের জাতীয় ক্লাব বলা হয়।[৬]
মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব | |
---|---|
পূর্ণ নাম | মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব |
ডাকনাম | দ্য মেরিনার্স |
ক্রীড়া | ফুটবল মোহনবাগান সুপার জায়ান্ট ক্রিকেট মোহনবাগান ক্রিকেট দল হকি মোহনবাগান হকি দল অন্যান্য অ্যাথলেটিক্স, টেনিস |
প্রতিষ্ঠাকাল | ১৫ অগস্ট, ১৮৮৯ (মোহনবাগান স্পোর্টিং ক্লাব নামে)[১] |
লীগ | ফুটবল ইন্ডিয়ান সুপার লিগ ক্রিকেট সিএবি প্রথম ডিভিশন লিগ হকি কলকাতা হকি লিগ |
ভিত্তিক | কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত |
স্টেডিয়াম | মোহনবাগান মাঠ (নিজস্ব) বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন ইডেন গার্ডেন্স |
রং | সবুজ মেরুন |
ওয়েবসাইট | মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব |
ইতিহাস
সম্পাদনা১৮৮০-এর দশকে ভারতের স্বাধীনতা আন্দোলন শুরু হয়েছিল। এই সময় ভারতীয় জাতীয়তাবাদীদের বিদ্রোহ ভারতীয়দের কল্পনাশক্তিকে জাগরিত করে তুলেছিল। এই আন্দোলনকে সাহায্য করার জন্য উত্তর কলকাতার মোহনবাগান অঞ্চলের মিত্র ও সেন পরিবারের সাহায্যে ভূপেন্দ্রনাথ বসু ১৮৮৯ সালের ১৫ অগস্ট ‘মোহনবাগান স্পোর্টিং ক্লাব’ প্রতিষ্ঠা করেন।[৭] কথিত আছে, মোহনবাগান ভিলায় ইডেন হিন্দু হোস্টেলের বিরুদ্ধে এই দল প্রথম খেলেছিল।[৭] প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর ঠিক আগে অধ্যাপক এফ. জে. রো জিজ্ঞাসা করেছিলেন যে, এই দল কোনো রাইফেল শ্যুটিং বা আংলিং বা এই জাতীয় খেলার সঙ্গে যুক্ত কিনা। মোহনবাগান এই জাতীয় খেলার সঙ্গে যুক্ত নয় জেনে তিনি পরামর্শ দিয়েছিলেন দলের নাম পালটে ‘মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব’ রাখতে। ক্লাবের কর্মকর্তারা এই পরামর্শ মেনে নিয়ে ক্লাবের নাম পরিবর্তন করেন।[৭] ১৮৯১ সালে কলকাতার শ্যামপুকুর অঞ্চলে এই দল চলে আসে। পরে এই দল উঠে যায় শ্যাম স্কোয়ার অঞ্চলে।[৭] ১৮৯৩ সালে মোহনবাগান কোচবিহার কাপে অংশগ্রহণ করে। এটিই ছিল ক্লাবের প্রথম টুর্নামেন্ট।[৭]
পরবর্তীকালে মোহনবাগান কোচবিহার কাপ ও ট্রেডস কাপ সহ বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে। কিন্তু জয়লাভে ব্যর্থ হয়।[৮] পরবর্তীকালে কলকাতা পৌরসংস্থা শ্যাম স্কোয়ার নামে একটি সরকারি স্কোয়ার উদ্বোধন করলে, এরিয়ানস ও বাগবাজার ক্লাবের সঙ্গে মোহনবাগান এই স্কোয়ারে জায়গা পায়। ১৮৯৫ থেকে ১৯০০ সাল পর্যন্ত শ্যাম স্কোয়ার ছিল মোহনবাগানের তৃতীয় মাঠ।[৮]
১৯০৪ সালে কোচবিহার কাপে অংশ নিয়ে মোহনবাগান প্রথম ট্রফি জেতে। ১৯০৫ সালে তারা আবার এই ট্রফি জিতেছিল।[৯] এই বছরই চুঁচুড়ায় আয়োজিত গ্ল্যাডস্টোন কাপে তৎকালীন আইএফএ শিল্ড জয়ী ডালহৌসিকে মোহনবাগান ৬-১ গোলে পরাজিত করে।[৯] ১৯০৬ সালে মোহনবাগান ট্রেডস কাপ, গ্ল্যাডস্টোন কাপ ও কোচবিহার কাপ এক সঙ্গে জয় করে।[৯] ১৯০৭ সালে মোহনবাগান আবার ট্রেডস কাপ জেতে। ১৯০৮ সালেও এই কাপ জিতে পরপর তিন বছর এই কাপ জয়ের রেকর্ড সৃষ্টি করে মোহনবাগান।[৯]
১৯১১ সালে মোহনবাগান ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টকে ২-১ গোলে পরাজিত করে প্রথম ভারতীয় দল হিসেবে আইএফএ শিল্ড জয় করে। দলের অধিনায়ক ছিলেন শিবদাস ভাদুড়ী। উল্লেখ্য, এই খেলায় মোহনবাগানের ফুটবলাররা খালি পায়ে খেলেছিল। অন্যদিকে ইস্ট ইয়র্কশায়ার রেজিমেন্টের ফুটবলারদের যথোপযুক্ত পোশাক ছিল। মোহনবাগানের এই জয়টিকে ভারতের ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা আখ্যা দেওয়া হয়।[১০][১১] কবি করুণানিধান বন্দ্যোপাধ্যায় এই জয় উপলক্ষে একটি জনপ্রিয় গান রচনা করেছিলেন। গানটি মানসী পত্রিকার সেপ্টেম্বর-অক্টোবর সংখ্যায় প্রকাশিত হয়। এই গানটির প্রথম কয়েক লাইন ছিল এই রকম:
- জেগেছে আজ দেশের ছেলে পথে লোকের ভিড়,
- অন্তঃপুরে ফুটল হাসি বঙ্গরূপসীর।
- গোল দিয়েছে গোরার গোলে বাঙালির আজ জিত,
- আকাশ ছেয়ে উঠছে উধাও উন্মাদনার গীত।
- আজকের এই বিজয়বাণী ভুলবে নাকো দেশ,
- সাবাশ সাবাশ মোহনবাগান! খেলেছ ভাই বেশ![১২]
১৯১৫ সালের ১৫ মে মোহনবাগান প্রথম কলকাতা ফুটবল লিগের ফার্স্ট ডিভিশনে খেলে ক্যালকাটা ক্লাবের বিরুদ্ধে।[১৩] এই লিগ ছিল ভারতের প্রথম ফুটবল লিগ। ১৯৩৭ সালে মোহনবাগান ইংল্যান্ডের ইংলিশটন করিন্থিয়ানসের বিরুদ্ধে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলে।[১৩] ১৯৩৯ সালে মোহনবাগান দীর্ঘ ২৫ বছর অপেক্ষার পর প্রথম ভারতীয় কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয়।[১৩]
১৯৪৩ সালে মোহনবাগান প্রথম ভারতীয় দল হিসেবে আহত খেলোয়াড়দের চিকিৎসার সাহায্যের জন্য বিমা প্রকল্প চালু করে ইতিহাস সৃষ্টি করে।[১৩] এক বছরের মধ্যেই কয়েকজন ডাক্তারকে নিয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠিত হয়। এই বছর মোহনবাগান দ্বিতীয়বার কলকাতা ফুটবল লিগের চ্যাম্পিয়ন হয়। এই লিগে ২৪টি ম্যাচ খেলে মোহনবাগান ৩৯ পয়েন্ট পেয়েছিল।[১৩] সেই সঙ্গে এই বছর মোহনবাগান ট্রেডার্স কাপও জেতে।[১৩] পরের বছর মোহনবাগান আবার লিগ জয় করে।[১৩] ১৯৪৭ সালে মোহনবাগান আবার আইএফএ শিল্ড জয় করে।[১৪] এই জয়ের সঙ্গে সঙ্গে মোহনবাগান স্বাধীনতার পর প্রথম আইএফএ শিল্ড-জয়ী ভারতীয় দলে পরিণত হয়।[১৪] এই বছর মোহনবাগান তার প্রধান প্রতিপক্ষ ইস্টবেঙ্গল ক্লাবকে পরাজিত জয়ে কলকাতা ফুটবল লিগও জয় করেছিল।[১৪] এরপর ১৯৫২ সালে মোহনবাগান আবার আইএফএ শিল্ড জেতে।[১৪] ১৯৫৪ সালে এই দল পরপর আইএফএ শিল্ড ও ফার্স্ট ডিভিশন কলকাতা ফুটবল লিগ জয় করে কলকাতার দ্বিমুকুট পায়। মোহনবাগানই প্রথম এই কীর্তি স্থাপন করেছিল।[১৪] ১৯৬০ সালে মোহনবাগান আবার দ্বিমুকুট পায়।[১৪] ১৯৭৭ সালে মোহনবাগান পরপর আইএফএ শিল্ড, ডুরান্ড কাপ ও রোভার্স কাপ জয় করে ত্রিমুকুট পায়। এই দলই প্রথম ভারতীয় ত্রিমুকুট জয়ী দল হিসেবে ইতিহাস গঠন করে।[১৪]
১৯৭৭ সালে মোহনবাগান বিখ্যাত নর্থ আমেরিকান সকার লিগ দল নিউ ইয়র্ক কসমসের বিরুদ্ধে একটি মৈত্রী ফুটবল ম্যাচ খেলে। এই ম্যাচে পেলে নিউ ইয়র্ক কসমসের হয়ে খেলেছিলেন।[১৫] ইডেন গার্ডেন স্টেডিয়ামে আয়োজিত এই ম্যাচে ৮০,০০০ দর্শক এসেছিলেন।[১৫] ম্যাচটি ২-২ গোলে ড্র হয় এবং তারকাসমন্বিত কসমসের খেলোয়াড়েরা মোহনবাগান খেলোয়াড়দের বিস্তর প্রশংসা করেন।[১৫]
এরপর ১৯৭৭ সালে মোহনবাগান প্রথম ফেডারেশন কাপের ফাইনালে ওঠে। কিন্তু এই ম্যাচে তারা ইন্ডিয়ান টেলিফোন ইন্ডাস্ট্রিজের কাছে ১-০ গোলে পরাজিত হয়।[১৬] ১৯৭৮ সালে মোহনবাগান আবার এই টুর্নামেন্টের ফাইনালে ওঠে। কিন্তু এবার তাদের প্রধান প্রতিপক্ষ ইস্টবেঙ্গল কাপের সঙ্গে ট্রফি ভাগ করে নিতে হয়।[১৬] ১৯৮০ সালে আবার মোহনবাগান ফেডারেশন কাপের ফাইনালে ওঠে। এই ম্যাচও তারা ইস্টবেঙ্গলের সঙ্গে ১-১ গোলে ড্র করে।[১৬] পরের বছর, ১৯৮১ সালের ফেডারেশন কাপে তারা ফাইলানে মহামেডান স্পোর্টিং ক্লাবকে.২-০ গোলে পরাজিত করে প্রথম এই কাপ জেতে।[১৬] এক বছর পর ম্ফৎলাল হিলসকে ১-০ গোলে পরাজিত করে মোহনবাগান আবার ফেডারেশন কাপ জেতে।[১৬] ১৯৮৬ সালে ইস্টবেঙ্গলকে ১-০ গোলে পরাজিত করে এবং ১৯৮৭ সালে সালগাঁওকর স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে মোহনবাগান পরপর দুই বছর ফেডারেশন কাপ জেতে।[১৬] ১৯৯২ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত পরপর তিন বছর ইস্টবেঙ্গল মহিন্দ্র ইউনাইটেড ও সালগাঁওকর স্পোর্টিং ক্লাবকে যথাক্রমে ২-০, ১-০ ও ৩-০ গোলে পরাজিত করে মোহনবাগান তিনবার ফেডারেশন কাপ জেতে।[১৬]
১৯৯৮ সালে মোহনবাগান প্রথম একসঙ্গে আইএফএ শিল্ড, ফেডারেশন কাপ ও জাতীয় ফুটবল লিগ জয় করে।[১৭] ২০০৭ সালে মোহনবাগান.৪-০ গোলে ডেম্পো স্পোর্টিং ক্লাবকে হারিয়ে মোহনবাগান ইন্ডিয়ান সুপার কাপ জিতেছিল।[১৮] ২০০৮ সালে মোহনবাগান জার্মান আন্তর্জাতিকের বিরুদ্ধে খেলার সুযোগ পায়। এফসি বায়ার্ন মিউনিখের অফিসিয়াল টেস্টিমোনিয়ালে ছিলেন অলিভার কান।[১৮] কান ছাড়াও জে রোবার্তো ও মার্ক ফন বোমেল বায়ার্ন দলে উপস্থিত ছিলেন।[১৮] ২০০৮ সালের ২৭ মে যুবভারতী ক্রীড়াঙ্গনে ম্যাচটি আয়োজিত হয়েছিল।[১৮]
২০১৯ খ্রিস্টাব্দে বিভিন্ন দেশের প্রাচীনতম সক্রিয় ফুটবল ক্লাবের সম্মেলন ক্লাব অফ পাইয়োনিয়ারস-এর সদস্যপদ লাভ করে মোহনবাগান।
স্টেডিয়াম
সম্পাদনাযুবভারতী ক্রীড়াঙ্গন, বিধাননগর
সম্পাদনাকলকাতার উপকণ্ঠে উত্তর চব্বিশ পরগনা জেলার বিধাননগরে অবস্থিত যুবভারতী ক্রীড়াঙ্গন একটি বহুমুখী স্টেডিয়াম। এটি বিশ্বে দ্বিতীয় বৃহত্তম এবং ভারতে বৃহত্তম নন-অটো রেসিং স্টেডিয়াম। বর্তমানে এটি প্রধানত ফুটবল খেলার জন্য ব্যবহৃত হয়। ১৯৮৪ সালে নির্মিত তিনটি টায়ার যুক্ত এই স্টেডিয়ামে ৮৫০০০ দর্শকাসন রয়েছে।
এই স্টেডিয়ামে একটি অন্য ধরনের রানিং ট্যাক, ইলেকট্রনিক স্কোরবোর্ড, কৃত্রিম টার্ফ, ফ্লাডলাইটিং ব্যবস্থা, শীতাতপ নিয়ন্ত্রিত ভিআইপি রেস্ট রুম এবং মেডিক্যাল রুম ও ডোপিং কন্ট্রোল রুম সহ একটি কনফারেন্স হল আছে।[১৯] এই স্টেডিয়ামের অন্যান্য বৈশিষ্ট্যগুলির মধ্যে অন্যতম হল একাধিক টিভি ক্যামেরার প্ল্যাটফর্ম সহ টিভি বক্স, প্রেস বক্স ও শীতাতপ নিয়ন্ত্রিত খেলোয়াড়দের চেঞ্জিং রুম।
আইএসএলে মোহনবাগানের ঘরের খেলাগুলি এই স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।
মোহনবাগান মাঠ
সম্পাদনামোহনবাগান মাঠ হল কলকাতার অন্যতম স্টেডিয়াম। এটি এখন কলকাতা ফুটবল লিগে মোহনবাগানের ঘরের মাঠ এবং ফুটবল খেলার জন্যই প্রধানত ব্যবহৃত হয়। তবে মূলত শীতকালে মোহনবাগান ক্রিকেট দল-এর প্রস্তুতিও এই মাঠে আয়োজিত হয়। এই মাঠের দর্শকাসন সংখ্যা ২৫,০০০। নতুন বাকেট সিট এবং খেলোয়াড় ও দর্শকদের উপযোগী বিভিন্ন ব্যবস্থা যুক্ত করে এই স্টেডিয়ামটির আধুনিকীকরণ করা হচ্ছে। এটিই কলকাতার একমাত্র ক্লাব স্টেডিয়াম যেখানে সান্ধ্য খেলার জন্য ফ্লাডলাইটের ব্যবস্থা আছে।[২০]
অন্যান্য স্টেডিয়াম
সম্পাদনাযুবভারতী ক্রীড়াঙ্গন ও মোহনবাগান মাঠে খেলা আয়োজন করা না গেলে বারাসত বা কল্যাণী স্টেডিয়ামে খেলা হয়। এই মাঠগুলি খুব বিখ্যাত না হলেও এখানে কম আলোয় খেলার সময় ভালো আলোর ব্যবস্থা আছে। বারাসত স্টেডিয়ামে মোহনবাগানের অধিকাংশ আইএফএ শিল্ড ম্যাচগুলি আয়োজিত হয়। কল্যাণী স্টেডিয়ামে এবং রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে আইলিগ ম্যাচ আয়োজিত হয়েছে।
ট্রফি বিজয়
সম্পাদনাক্রিকেট বিভাগের ট্রফির তালিকা দেখতে এই নিবন্ধে আসুন
এখানে অধিক পরিচিত ফুটবল প্রতিযোগিতায় জয়ের তথ্য পরিবেশিত হয়েছে।
- জাতীয় ফুটবল লিগ/আই-লিগ/আইএসএল (৬) (যুগ্ম রেকর্ড)
- জাতীয় ফুটবল লিগ বিজয়ী (৩) ১৯৯৭-৯৮, ১৯৯৯-২০০০, ২০০১-০২
- আই-লিগ বিজয়ী (২) ২০১৪-১৫, ২০১৯-২০
- আইএসএল (১) :২০২২-২৩ (প্লে অফ বিজয়ী)
- ফেডারেশন কাপ (ভারত) (১৪) (রেকর্ড)
- বিজয়ী ১৯৭৮, ১৯৮০, ১৯৮১, ১৯৮২, ১৯৮৬, ১৯৮৭, ১৯৯২, ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৮, ২০০১, ২০০৬, ২০০৮, ২০১৫–১৬
- সুপার কাপ (২)
- বিজয়ী ২০০৭, ২০০৯
- কলকাতা ফুটবল লিগ (৩০)
- বিজয়ী ১৯৩৯, ১৯৪৩, ১৯৪৪, ১৯৫১, ১৯৫৪, ১৯৫৫, ১৯৫৬, ১৯৫৯, ১৯৬০, ১৯৬২, ১৯৬৩, ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৯, ১৯৭৬, ১৯৭৮, ১৯৭৯, ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৬, ১৯৯০, ১৯৯২, ১৯৯৪, ১৯৯৭, ২০০১, ২০০৫, ২০০৭, ২০০৮, ২০০৯, ২০১৮
- আইএফএ শিল্ড (২২)
- বিজয়ী ১৯১১, ১৯৪৭, ১৯৪৮, ১৯৫২, ১৯৫৪, ১৯৫৬, ১৯৬০, ১৯৬১, ১৯৬২, ১৯৬৭, ১৯৬৯, ১৯৭৬, ১৯৭৭, ১৯৭৮, ১৯৭৯, ১৯৮১, ১৯৮২, ১৯৮৭, ১৯৮৯, ১৯৯৮, ১৯৯৯, ২০০৩
- ডুরান্ড কাপ (১৭) (যুগ্ম রেকর্ড)
- বিজয়ী ১৯৫৩, ১৯৫৯, ১৯৬০, ১৯৬৩, ১৯৬৪, ১৯৬৫, ১৯৭৪, ১৯৭৭, ১৯৭৯, ১৯৮০, ১৯৮২, ১৯৮৪, ১৯৮৫, ১৯৮৬, ১৯৯৪, ২০০০, ২০২৩
- রোভার্স কাপ (১৪) (রেকর্ড)
- বিজয়ী ১৯৫৫, ১৯৬৬, ১৯৬৮, ১৯৭০, ১৯৭১, ১৯৭২, ১৯৭৬, ১৯৭৭, ১৯৮১, ১৯৮৫, ১৯৮৮, ১৯৯১, ১৯৯২, ২০০০
মোহনবাগান এখনও পর্যন্ত (শুধু ফুটবলে) মোট ২৫৭টি ট্রফি জিতেছে প্রতিযোগিতামূলক টুর্নামেন্টে।[২১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Mohun Bagan", sportskeeda.com, সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৮
- ↑ "About us"। Mohun Bagan Athletic Club। ৪ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১২।
- ↑ "About us"। ২৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৫।
- ↑ "THE HISTORICAL TRIUMPH OF 1911 IFA SHIELD"। Mohun Bagan Fan Site। ১ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১২।
- ↑ "potage stamps of 1989"। ২১ জানুয়ারি ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৫।
- ↑ "natonal club of india"। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুন ২০১৫।
- ↑ ক খ গ ঘ ঙ "History"। Mohun Bagan Athletic Club। ২৬ নভেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১২।
- ↑ ক খ "THE BEGINNING OF THE JOURNEY : 1889–1903"। Sabuj Maroon Swapno। ১৩ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১২।
- ↑ ক খ গ ঘ "FIRST STEP TOWARDS SUCCESS : 1904–1910"। Sabuj Maroon Swapno। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "India - List of IFA Shield Finals"। RSSSF। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১২।
- ↑ "CREATION OF HISTORY : MOHUN BAGAN THE CHAMPION OF 1911 IFA SHIELD"। Sabuj Maroon Swapno। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Boria Majumdar, J A Mangan (২০১৩)। Sport in South Asian Society: Past and Present। Routledge। পৃষ্ঠা 47। আইএসবিএন 9781317998945।
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "SILVER AND GOLDEN JUBILEE CELEBRATION : 1912–1946"। Sabuj Maroon Swapno। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "NATION WIDE SUCCESS AND DIAMOND JUBILEE CELEBRATIONS : 1947–1960"। Sabuj Maroon Swapno। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ "MEMORABLE PERFORMANCES AND HISTORICAL MATCH AGAINST PELE : 1965–1977"। Sabuj Maroon Swapno। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ ঙ চ ছ "India - List of Federation Cup Winners"। RSSSF। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১২।
- ↑ "GOLDEN ERA OF THE CLUB AND CENTENARY YEAR CELEBRATION : 1978–1999"। Sabuj Maroon Swapno। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ ক খ গ ঘ "THE NEW MILLENIUM AND THE BRAZILIAN MAGIC : 2000–2009"। Sabuj Maroon Swapno। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১২।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "SALT LAKE STADIUM"। East Bengal Football Club। ২৬ মে ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ মে ২০১২।
- ↑ "Mohun Bagan - About the Club"। Sabuj Maroon Swapno। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১২।
- ↑ Mohun Bagan Trophy Room
বহিঃসংযোগ
সম্পাদনাপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট
সম্পাদনা- এটিকে মোহনবাগান এফসি (ফুটবল বিভাগের ওয়েবসাইট) ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২ অক্টোবর ২০২০ তারিখে
- মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব (ক্লাব ওয়েবসাইট)
সংবাদ ওয়েবসাইট
সম্পাদনা- Mohun Bagan on goal.com
- [১] ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে