মতিউর রহমান (সাংবাদিক)
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |
মতিউর রহমান (জন্ম: ১৫ এপ্রিল, ১৯৪৬) একজন বাংলাদেশী সাংবাদিক ও লেখক৷ তিনি বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক৷ ২০০৫ সালে মতিউর রামোন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন।[১][২][৩]
মতিউর রহমান | |
---|---|
জন্ম | কলকাতা, ভারত | ২ জানুয়ারি ১৯৪৬
পেশা | সাংবাদিক, লেখক |
জাতীয়তা | বাংলাদেশী |
সময়কাল | বিংশ শতাব্দী |
উল্লেখযোগ্য পুরস্কার | রামোন ম্যাগসেসে পুরস্কার |
দাম্পত্যসঙ্গী | মালেকা বেগম |
সন্তান | মাহমুদুর রহমান শাশা মোহসীনা বেগম |
জন্ম
সম্পাদনামতিউর রহমান ১৯৪৬ সালের ২ জানুয়ারি ভারতের কোলকাতায় জন্মগ্রহণ করেন৷[৪] তার বাবার নাম ফজলুর রহমান এবং মায়ের নাম লুৎফুনন্নেসা বেগম৷ তার স্ত্রীর নাম মালেকা বেগম৷ তাদের এক ছেলে এক মেয়ে৷ ছেলের নাম মাহমুদুর রহমান এবং মেয়ের নাম মোহসীনা বেগম৷
শিক্ষাজীবন
সম্পাদনামতিউর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ছাত্র ছিলেন৷ ছাত্র জীবনে তিনি বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সদস্য ছিলেন এবং ১৯৬২-১৯৬৬ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ছিলেন৷ ১৯৬৫-১৯৬৮ সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংসদের সাধারণ সম্পাদক ছিলেন৷ যৌবনে তিনি বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সক্রিয় কর্মী হিসাবে রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এবং ১৯৭৩-১৯৯০ সাল পর্যন্ত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে ছিলেন৷ এছাড়া তিনি ১৯৬১ সালে নওয়াবপুর সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৬৩ সালে ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করেন৷ ঢাকা বিশ্ববিদ্যালয় এর পরিসংখ্যান বিভাগ থেকে ১৯৬৬ সালে স্নাতক (সম্মান) এবং ১৯৬৭ সালে স্নাতকোত্তর সম্পন্ন করেন৷
কর্মজীবন ও সাংবাদিকতা
সম্পাদনা১৯৭০ সাল থেকে ১৯৯১ সাল পর্যন্ত সাপ্তাহিক একতা’র সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন মতিউর রহমান৷ ১৯৯২ সালে তিনি দৈনিক ভোরের কাগজ পত্রিকায় যোগ দেন৷ ১৯৯৮ সাল পর্যন্ত সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন৷ ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত দৈনিক প্রথম আলো পত্রিকার প্রতিষ্ঠা এবং পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি৷ ১৯৯৮ সাল থেকে এ পত্রিকার প্রকাশক ছিলেন মাহফুজ আনাম৷ বর্তমানে মতিউর রহমান এ পত্রিকার সম্পাদকের পাশাপাশি প্রকাশক হিসেবে দায়িত্ব পালন করছেন৷[৫] এর পাশাপাশি তিনি নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহ-সভাপতি, জাতীয় প্রেসক্লাবের সদস্য এবং ৮ম ওয়েজ বোর্ড কমিশন অব বাংলাদেশের সদস্য হিসেব কাজ করছেন৷
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনামতিউর রহমান ২০০৫ সালে সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল যোগাযোগের জন্য রামোন ম্যাগসেসে পুরস্কার[১] লাভ করেন৷
রচনা ও প্রকাশনা
সম্পাদনাতিনি ৫টি গ্রন্থ রচনা করেছেন এবং ৯টি গ্রন্থ সম্পাদনা প্রকাশ করেছেন৷[৬]
উল্লেখযোগ্য প্রকাশনা
সম্পাদনা- কার রাজনীতি কীসের রাজনীতি, (২০০৪)
- ইতিহাসের সত্য সন্ধানে, বিশিষ্টজনদের মুখোমুখি, (২০০৪)
- ধনীক গোষ্টির লুটপাটের কাহিনী, (১৯৮৭)
- খোলা হাওয়া খোলা মন, (১৯৮৮)
- এক দফা, এরশাদ সরকার ও বিকল্প ভাবনা, (১৯৮৮)
সম্পাদনা
সম্পাদনা- যেখানে আমাদের আশা, (২০০৪)
- আমার স্বপ্ন, (২০০৪)
- কৃতিদের মুখ, (২০০৪)
- আমার ভালোবাসা, (২০০৪)
- এখনই যা করতে হবে, (২০০৪)
- আমাদের কালের নায়কেরা, (২০০৩)
- একুশের পটভূমি, একুশের স্মৃতি, (২০০৩)
- স্বাগত ২০০০, (২০০১)
- প্রথম আলোর মুক্ত সংলাপ, (২০০১)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "ম্যাগসেসে পুরস্কার সংক্রান্ত খবর"। ১৩ জুলাই ২০০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০০৬।
- ↑ "Bangladesh through Matiur Rahman of Prothom Alo's eyes"। AdGully। ২২ নভেম্বর ২০১০। ১৯ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ এপ্রিল ২০১৩।
- ↑ "Matiur Rahman" (পিডিএফ)। Ramon Magsaysay Award Foundation। ১৬ জুন ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৩।
- ↑ "মতিউর রহমান" (পিডিএফ)। র্যামন ম্যাগসেসে এওয়ার্ড ফাউন্ডেশান। ১৬ জুন ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ এপ্রিল ২০১৩।
- ↑ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমঃ পেশাজীবিদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী, সংগ্রহঃ ২৬ ডিসেম্বর, ২০১১ইং[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ রামোন ম্যাগসেসে পুরস্কার ফাউন্ডেশানের তথ্যতীর্থ[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]