ভিক্টর বন্দ্যোপাধ্যায়

ভারতীয় অভিনেতা

ভিক্টর বন্দ্যোপাধ্যায় বা ভিক্টর বানার্জি একজন ভারতীয় অভিনেতা যিনি একাধারে ইংরেজি ভাষা, হিন্দি ভাষা, বাংলা ভাষা এবং অসমীয়া ভাষায় অভিনয় করেছেন। তিনি বিশিষ্ট পরিচালক যেমনঃ রোমান পোলান্‌স্কি, জেমস আইভরি, স্যার ডেভিড লিন, জেরি লন্ডন, রোনাল্ড নিয়েম , সত্যজিৎ রায়, মৃণাল সেন, শ্যাম বেনেগাল এবং রাম গোপাল বর্মা, এদের সঙ্গে কাজ করেছেন।

ভিক্টর বন্দ্যোপাধ্যায়
ভিক্টর ব্যানার্জী (২০১৩)
জন্ম
পার্থসারথি বন্দ্যোপাধ্যায়

(1946-10-15) ১৫ অক্টোবর ১৯৪৬ (বয়স ৭৮)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৭০, ১৯৭৭ - বর্তমান
দাম্পত্য সঙ্গীমায়া ভাতে বন্দ্যোপাধ্যায়
সন্তানকেয়া বন্দ্যোপাধ্যায়
দিয়া বন্দ্যোপাধ্যায়
পুরস্কারপদ্মভূষণ (২০২২)

প্রথম জীবন

সম্পাদনা

ভিক্টর বাঙ্গালী হিন্দু জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন, যে পরিবার উত্তরপাড়ার রাজা এবং চাঁচলের (মালদা জেলা) রাজা বাহাদুরের বংশধর। তিনি শিলং থেকে স্কুল পাশ করেন। পরে সেন্ট জেভিয়ার্স কলেজ, কলকাতা থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি ডাবলিনের ট্রিনিটি কলেজ থেকে বৃত্তি লাভ করেন। সেখানে তিনি গীতিনাট্যে যুক্ত হন।

পেশাজীবন

সম্পাদনা

১৯৮৪ সালে তিনি ডেভিড লিনের এ প্যাসেজ টু ইন্ডিয়া চলচ্চিত্রে ডঃ আজিজ আহমেদের চরিত্রে অভিনয় করেন এবং তাতে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করেন। এই চরিত্রের জন্য ১৯৮৬ সালে তিনি ব্রিটিশ একাডেমী অব টেলিভিশন এবং ফিল্ম আর্টস পুরস্কারের জন্য মনোনীত হন। যদিও তিনি সাম্প্রতিক বছরগুলোতে বলিউড-এ যুক্ত, তারপরেও তিনি পশ্চিমবঙ্গের সিনেমার সঙ্গে জড়িত। তিনি মঝে মধ্যে ব্রিটিশ চলচ্চিত্রে অতিথি চরিত্রে অভিনয় করেন।

সম্মাননা

সম্পাদনা

২০২২ -

    • ভারত সরকারের তৃতীয় সেরা বেসামরিক পুরস্কার পদ্মভূষণ
    • ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্টস অ্যাসোসিয়েশন ২১ মার্চ সত্যজিৎ রায়ের বিশপ লেফ্রয় রোডের বাড়িতে প্রদান করে - সত্যজিৎ রায়ের নামাঙ্কিত জীবনকৃতি সম্মান। []

চলচ্চিত্র

সম্পাদনা
  • দুই পৃথিবী (১৯৭০) (পরি. পীযুষ বসু)
  • শতরঞ্জ কি খিলাড়ি (১৯৭৭) (English Title: The Chess Players) (পরি. সত্যজিৎ রায়)
  • Hullabaloo Over Georgie and Bonnie's Pictures (১৯৭৮) (পরি. জেমস আইভরি)
  • পিকু (চলচ্চিত্র) (১৯৮১) (পরি. সত্যজিৎ রায়)
  • কাল্ল্যুগ (১৯৮১) (পরি. শ্যাম বেনেগাল)
  • জইপুর জংশন (১৯৮২)
  • আরোহণ (১৯৮২)
  • দুসরী দুলহান (১৯৮৩)
  • প্রতিদান (1983)
  • ঘরে বাইরে (১৯৮৪) (English Title: The Home and the World) (পরি. সত্যজিৎ রায়)
  • এ প্যাসেজ টও ইন্ডিয়া (১৯৮৪) (পরি. ডেভিড লিন)
  • Foreign Body (১৯৮৬) (পরি. রোনাল্ড নিয়েম)
  • Dadah Is Death (১৯৮৮)
  • আগুন (১৯৮৮ চলচ্চিত্র)
  • দেবতা (১৯৮৯)
  • আক্রোশ (১৯৮৯)
  • প্রতিকার (১৯৮৯)
  • একান্ত আপন
  • লাঠি (১৯৯৬) (পরি. প্রভাত রায়)
  • মহা পৃথিবী (১৯৯২)(পরি. মৃণাল সেন)
  • Bitter Moon (১৯৯২) (পরি. রোমান পোলান্‌স্কি)
  • True Adventures of Christopher Columbus (১৯৯২) (টিভি সিরিয়াল)
  • অন্তর্ঘাত (২০০২)
  • ভুত (২০০৩)
  • Joggers' Park (২০০৩)
  • Bow Barracks Forever (২০০৪)(পরি. অঞ্জন দত্ত)
  • যন্ত্র (২০০৫)
  • It Was Raining That Night (২০০৫)
  • My Brother…Nikhil (২০০৫)
  • Amavas (২০০৫)
  • Home Delivery (২০০৫)
  • পরিনাম (২০০৫)
  • Ho Sakta Hai (২০০৬)
  • Bradford Riots (২০০৬) (টিভি)
  • The Bong Connection (২০০)(পরি. অঞ্জন দত্ত)
  • Chaurahen (২০০৭)
  • Ta Ra Rum Pum (২০০৭)
  • Apne (২০০৭)
  • Tahaan (২০০৮)(পরি. সন্তোষ শিবান)
  • Sarkar Raj (২০০৮) (পরি. রামগোপাল বর্মা)
  • Gosainbaganer Bhoot (২০১১) (পরি. নিতিশ রায়)
  • মেহেরজান (২০১১) (পরি. রুবায়াত হোসেন)
  • Delhi in a Day (২০১২) (পরি. Prashant Nair)
  • Ekhon Nedekha Nodir Xhipare (২০১২) (অসমীয়া চলচ্চিত্র; পরি. Bidyut Kotoky)
  • Tor Naam (২০১২)
  • গুণ্ডে (২০১৪)
  • Jeeya Jurir Xubax (২০১৪) (অসমীয়া চলচ্চিত্র; পরি. Sanjib Sabhapandit)[]
  • Blemished Light (২০১৫) (পরি. রাজ অমিত কুমার)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "সত্যজিৎ জন্মশতবর্ষে সম্মানিত ভিক্টর , রাখা হল তাঁর বিশেষ অনুরোধও"। সংগ্রহের তারিখ ২০২২-০৩-২১ 
  2. Pisharoty, Sangeeta Barooah (১৭ এপ্রিল ২০১৪)। "A struggle still"The Hindu। Delhi। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৪ 

বহিঃসংযোগ

সম্পাদনা