ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার

লন্ডনের বাৎসরিক চলচ্চিত্র পুরস্কার
(বাফটা পুরস্কার থেকে পুনর্নির্দেশিত)

বাফটা পুরস্কার নামে সমধিক পরিচিত, ব্রিটিশ অ্যাকাডেমি চলচ্চিত্র পুরস্কার, হল ব্রিটিশ অ্যাকাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) কর্তৃক প্রদত্ত বাৎসরিক চলচ্চিত্র পুরস্কার। এটি ব্রিটিশ ও আন্তর্জাতিক চলচ্চিত্রে অবদানের জন্য প্রদান করা হয়। ২০০৮ থেকে ২০১৭ সাল পর্যন্ত এই পুরস্কার প্রদান অনুষ্ঠান লন্ডনের রয়্যাল অপেরা হাউজে অনুষ্ঠিত হয়, যা পূর্বে লিস্টার স্কয়ারের ওডিওন লিস্টার প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হতো। ২০১৭ সালের ১২ ফেব্রুয়ারি এই পুরস্কারের ৭০তম আয়োজন লন্ডনের রয়্যাল আলবার্ট হলে অনুষ্ঠিত হয়। এই পুরস্কার একাডেমি পুরস্কারের সমতুল্য।

বাফটা পুরস্কার
বর্তমান: ৭১তম বাফটা পুরস্কার
বাফটা পুরস্কার
বিবরণচলচ্চিত্রের অনন্য অবদানের জন্য
দেশযুক্তরাজ্য
প্রথম পুরস্কৃত২৯ মে ১৯৪৯; ৭৫ বছর আগে (1949-05-29)
ওয়েবসাইটbafta.org

ইতিহাস

সম্পাদনা

১৯৪৭ সালে ডেভিড লিন, আলেকজান্ডার কর্ডা, ক্যারল রিড, চার্লস লাফটন, রজার ম্যানভেল ও অন্যান্যরা মিলে ব্রিটিশ ফিল্ম একাডেমি প্রতিষ্ঠা করেন। ১৯৫৮ সালে এই একাডেমি সোসাইটি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন প্রতিষ্ঠার লক্ষ্যে গিল্ড অব টেলিভিশন প্রডিউসার্স অ্যান্ড ডিরেক্টর্সের সাথে মিলিত হয়। ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা), যা পরবর্তীতে ১৯৭৬ সালে ব্রিটিশ একাডেমি অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টস (বাফটা) নাম ধারণ করে।

বার্ষিক আয়োজন

সম্পাদনা

এই আয়োজন পূর্বে এপ্রিল বা মে মাসে অনুষ্ঠিত হতো, কিন্তু ২০০২ সাল থেকে এটি ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়, যাতে অস্কারের পূর্বে এই পুরস্কার প্রদান করা যায়। এই পুরস্কার সকল দেশের জন্য উন্মুক্ত, যদিও এতে ব্রিটিশ লেখক, পরিচালক বা প্রযোজকের অসাধারণ অভিষেক বিভাগে একটি পুরস্কার প্রদান করা হয়।

প্রদত্ত পুরস্কারসমূহ

সম্পাদনা

বাতিলকৃত পুরস্কারসমূহ

সম্পাদনা

বিশেষ পুরস্কার (অ-প্রতিযোগিতামূলক)

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:বাফটা টেমপ্লেট:যুক্তরাজ্যের চলচ্চিত্র টেমপ্লেট:চলচ্চিত্র পুরস্কার