ফাতমিরে আলুশি
জার্মান ফুটবল খেলোয়াড়
ফাতমিরে "লিরা" আলুশি (née বজরমান; জন্ম: ১ এপ্রিল ১৯৮৮), একজন জার্মান অবসরপ্রাপ্ত নারী ফুটবলার। তিনি মূলতঃ একজন আক্রমনাত্মক মিডফিল্ডার হিসেবে খেলে থাকেন। ২০১০ সালে বিশ্বের সেরা খেলোয়াড়দের বার্ষিক পুরস্কার ফিফা ব্যালন ডি'অর প্রতিযোগিতায় তিনি ৩য় স্থান দখল করেছিলেন।[১]
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ফাতমিরে লিরা আলুশি | ||
জন্ম | ১ এপ্রিল ১৯৮৮ | ||
জন্ম স্থান | ইস্টগ, কসোভো, এসএফআর যুগোস্লাভিয়া | ||
উচ্চতা | ১.৭০ মিটার (৫ ফুট ৭ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||
যুব পর্যায় | |||
১৯৯৩–১৯৯৮ | ডিজেকে / ভিএফএল গেসেনকার্কেন | ||
১৯৯৮–২০০৪ | এফএসসি মনচেনগ্লাডবাচ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০০৪–২০০৯ | এফসিআর ২০০১ দুইসবার্গ | ৮৪ | (৩০) |
২০০৯–২০১১ | ১. এফএফসি টার্বাইন পস্টদাম | ৪০ | (২৯) |
২০১১–২০১৪ | ১. এফএফসি ফ্রাংকফুর্ট | ২৭ | (১০) |
২০১৪–২০১৬ | প্যারিস সেন্ট জার্মেইন | ২৪ | (৮) |
মোট | ১৭৫ | (৭৭) | |
জাতীয় দল | |||
২০০৩ | জার্মান অনূর্ধ্ব -১৫ | ২ | (০) |
২০০৪ | জার্মান অনূর্ধ্ব-১৭ | ৭ | (০) |
২০০৫–২০০৬ | জার্মান অনূর্ধ্ব-১৯ | ১৬ | (১) |
২০০৫–২০১৫ | জার্মানি | ৭৯ | (১৮) |
অর্জন ও সম্মাননা | |||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে |
অর্জন
সম্পাদনাক্লাব
সম্পাদনা- এফসিআর ২০০১ ডুইসবার্গ
- উয়েফা মহিলা কাপ: বিজয়ী ২০০৮–০৯
- বুন্দেসলিগা: রানার-আপ ২০০৪–০৫, ২০০৫–০৬, ২০০৬–০৭, ২০০৭–০৮
- ডিএফবি-পকাল: বিজয়ী ২০০৮–০৯; রানার-আপ ২০০৬–০৭
- টারবাইন পটসডাম
- উয়েফা মহিলা চ্যাম্পিয়নস লীগ: বিজয়ী ২০০৯–১০
- বুন্দেসলিগা: বিজয়ী ২০০৯–১০, ২০১০–১১
- এফসিসি ফ্রাংকফুর্ট
- উয়েফা মহিলা চ্যাম্পিয়নস লীগ: রানার-আপ ২০১১–১২
- ডিএফবি-পকাল: বিজয়ী ২০১৩–১৪
আন্তর্জাতিক
সম্পাদনা- ফিফা বিশ্বকাপ: বিজয়ী ২০০৭
- উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ: বিজয়ী ২০০৯, ২০১৩
- অলিম্পিক ব্রোঞ্জ পদক: ২০০৮
- উয়েফা মহিলা অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ: বিজয়ী ২০০৬
- আলগারে কাপ: বিজয়ী ২০১৪
ব্যক্তিগত
সম্পাদনা- জার্মান ফুটবলার অফ দ্য ইয়ার: ২০১১
- সিলবার্ন লরবেবার্ল্যাট: ২০০৭
- ফিফা ব্যালন ডি'অর: ৩য়-স্থান ২০১০
অবসর গ্রহণ
সম্পাদনাফাতমিরে ২০১৭ সালের ২৮ ফেব্রুয়ারি তারিখে অবসর গ্রহণের ঘোষণা দেন।[২]
আরো দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Nationalspielerin Fatmire Bajramaj" (German ভাষায়)। DFB.de। সংগ্রহের তারিখ ২৫ জুন ২০১১।
- ↑ "Weltmeisterin Alushi beendet ihre Karriere"। dfb। ২৮ ফেব্রুয়ারি ২০১৭।
বহিঃসংযোগ
সম্পাদনাউইকিমিডিয়া কমন্সে ফাতমিরে আলুশি সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- দাপ্তরিক ওয়েবসাইট
- পরিলেখ - জার্মান ফুটবল ফেডারেশন
- ফাতমিরে আলুশি – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- ওয়ার্ল্ডফুটবল.নেটে ফাতমিরে আলুশি (ইংরেজি)