পাল্প ফিকশন

১৯৯৪-এর মার্কিন অপরাধ চলচ্চিত্র

পাল্প ফিকশন ১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র নির্দেশক কুয়েন্টিন টারান্টিনোর অস্কার পুরস্কার বিজয়ী একটি চলচ্চিত্র। কোয়েন্টিন টারান্টিনো নির্দেশনা ছাড়াও রজার এভেরির সাথে এই চলচ্চিত্রটির সংলাপ নির্দেশনায় অবদান রাখেন।

পাল্প ফিকশন
পরিচালককোয়েন্টিন টারান্টিনো
প্রযোজকলরেন্স বেন্ডার
রচয়িতাকোয়েন্টিন টারান্টিনো
রজার এভেরি
শ্রেষ্ঠাংশেজন ট্রাভোল্টা
স্যামুয়েল এল. জ্যাকসন
উমা থারম্যান
হার্ভে কাইটেল
টিম রথ
আমান্ডা প্লামার
মারিয়া দে মেদেইরোস
ভিং রামেস
ডুয়ান হুইটেকার
পিটার গ্রিন
এরিক স্টোৎস
রোজানা আর্কেট
ক্রিস্টোফার ওয়াকিন
ব্রুস উইলস
ফিল ল্যামার
চিত্রগ্রাহকআন্দ্রেজ সেকুলা
সম্পাদকস্যালি মেঙ্ক
পরিবেশকমিরাম্যাক্স ফিল্মস
(যুক্তরাষ্ট্র)
বুয়েনা ভিস্তা পিকচার্স
(বৈশ্বিক ও হোম ভিডিও)
মুক্তিফ্রান্স মে ১৯৯৪
(কান)
মার্কিন যুক্তরাষ্ট্র ১৪ অক্টোবর, ১৯৯৪
যুক্তরাজ্য ২১ অক্টোবর, ১৯৯৪
অস্ট্রেলিয়া ২৪ নভেম্বর, ১৯৯৪
ব্রাজিল ১৮ ফেব্রুয়ারি, ১৯৯৫
স্থিতিকালTheatrical Cut:
১৫৪ মিনিট
Deluxe Edition:
১৬৮ মিনিট
দেশ যুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
নির্মাণব্যয়ইউএস$৮ মিলিয়ন

পাল্প ফিকশন চলচ্চিত্রটি মুক্তি পাবার সাথে-সাথে রাতারাতি চলচ্চিত বোদ্ধাদের মাঝে ভীষণ সাড়া জাগায়। এমনকি আজও,মুক্তির 30 বছর পর চলচ্চিত্র তৈরির সময় নির্দেশক আর পরিচালকেরা পাল্প ফিকশন এর অসামান্য ও অনন্য আবহ দ্বারা প্রভাবিত হন বা হয়েছেন বলে প্রমাণ পাওয়া যায়।

চলচ্চিত্রটির অনন্য ও নজর কাড়া বৈশিষ্ট্য এর মধ্য রয়েছে ভগ্ন ঘটনাপ্রবাহ,ব্যতিক্রমী চরিত্র-চারণ,পরিহাস আর ব্যঙ্গার্থক অবস্থার চতুর সমন্বয়,চলচ্চিত্র ধারণকারী ক্যমেরার ব্যতিক্রমী ব্যবহার আর অতীতের জনপ্রিয় বিনোদন মূহুর্তের ক্রমোল্লেখ।

টারান্টিনো আর এভেরি এই চলচ্চিত্রের জন্য "শ্রেষ্ঠ অনন্য সংলাপ নির্দেশনা" বিভাগে অস্কার পুরস্কার লাভ করেন। এছাড়াও আরো বেশ কয়েকটি বিভাগ যেমন "শ্রেষ্ঠ চলচ্চিত্র" এর ক্ষেত্রেও পাল্প ফিকশন অস্কার মনোনয়ন লাভ করে।

বহিঃসংযোগ

সম্পাদনা

টেমপ্লেট:Roger Avary