নরেন্দ্রনাথ মিত্র
নরেন্দ্রনাথ মিত্র (১৯১৬–১৯৭৫) বাংলা ভাষার একজন অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক ও গল্পলেখক।[১][২]
জীবনী
সম্পাদনানরেন্দ্রনাথ মিত্র ১৬ মাঘ, ১৩২৩ বঙ্গাব্দ (৩০ জানুয়ারি, ১৯১৬)-এ জন্মগ্রহণ করেন বাংলাদেশের ফরিদপুরের সদরদিতে।[৩] ভঙ্গা হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন, ফরিদপুরের রাজেন্দ্র কলেজ থেকে আই-এ ও বি-এ পাশ করেন বঙ্গবাসী কলেজ থেকে। লেখালেখির সূচনা বাল্য কালে। প্রথম মুদ্রিত কবিতা 'মূক', প্রথম মুদ্রিত গল্প 'মৃত্যু ও জীবন'। দুটোই 'দেশ' পত্রিকায়, ১৯৩৬ সালে। বিষ্ণুপদ ভট্টাচার্য ও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে একত্রে প্রথম কাব্যগ্রন্থ 'জোনাকি' (১৩৪৫ বঙ্গাব্দ)। "নিরিবিলি" নামে আরও একটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় । এরপর মাঝেমাঝেই তার লেখা কবিতা বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হলেও গ্রন্থাকারে আসেনি । প্রথম গল্প-সংগ্রহ 'অসমতল' (১৩৫২ বঙ্গাব্দ)। প্রথম উপন্যাস 'হরিবংশ', গ্রন্থাকারের নাম 'দীপপুঞ্জ' (১৩৫৩ বঙ্গাব্দ)। গল্পগ্রন্থ একান্নটি আর উপন্যাসের সংখ্যা আটত্রিশটি। উপন্যাসের মধ্যে বিশেষত, 'দীপপুঞ্জ', 'চেনামহল', 'তিন দিন তিন রাত্রি' ও 'সূর্যসাক্ষী', দেশ পত্রিকায় ধারাবাহিক প্রকাশকাল থেকেই দারুণ ভাবে সমাদৃত। তিনি ১৯৭৫ সালের ১৪ সেপ্টেম্বর মারা যান।
সাহিত্যকর্ম
সম্পাদনাপুরো চার দশক ধরে প্রায় পাঁচশো গল্প লিখেছেন তিনি।
শান্ত-নিস্তরঙ্গ পল্লীজীবন, নগরমুখী মফস্বল শহরের ভাসমান মধ্যবিত্ত এবং মহানগরী কলকাতার সীমায়িত এলাকার অভিজ্ঞতা তার উপন্যাসগুলির মূল উপজীব্য। নিজের ‘দ্বীপপুঞ্জ’ উপন্যাসের আলোচনায় তিনি বলেছিলেন, “আমার কোন রচনাতেই অপরিচিতদের পরিচিত করবার উৎসাহ নেই। পরিচিতরাই সুপরিচিত হয়ে উঠেছে।”
চলচ্চিত্রে রূপায়ণ
সম্পাদনানরেন্দ্রনাথ মিত্রের সাহিত্যকর্মের মধ্যে যেগুলি চলচ্চিত্রে রূপায়িত হয়েছে তার কয়েকটি - সত্যজিৎ রায়ের মহানগর, অগ্রগামীর 'হেডমাস্টার', 'বিলম্বিতলয়'; রাজেন তরফদারের 'পালঙ্ক'। 'রস' গল্পটির অমিতাভ বচ্চন অভিনীত হিন্দি চলচ্চিত্রের নাম 'সৌদাগর'[৪] ।
পুরস্কার ও সম্মাননা
সম্পাদনা- আনন্দ পুরস্কার (১৯৬২)
গ্রন্থতালিকা
সম্পাদনাতার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে:
- দ্বীপপুঞ্জ
- রূপমঞ্জরী
- অক্ষরে অক্ষরে
- চেনামহল
- দেহমন
- দূরভাষিণী
- সঙ্গিণী
- অনুরাগিণী
- সহৃদয়া
- গোধুলি
- শুল্কপক্ষ
- চোরাবালি
- তিন দিন তিন রাত্রি
- পরস্পরা
- জলপ্রপাত
- কন্যাকুমারী
- সুখ দুঃখের ঢেউ
- প্রথম তোরণ
- তার এক পৃথিবী
- সেই পথটুকু
- নীড়ের কথা
- নতুন ভূবন
- জলমাটির গন্ধ
- শিখা
- অনাত্মীয়া
- নতুন তোরণ
- সূর্যমুখী
- সিঁদূরে মেঘ
- নির্বাসন
গল্প সংকলন
- অসমতল
- হলদে বাড়ি
- চড়াই-উৎরাই
- বিদু্যৎলতা
- সেতার
- উল্টোরথ
- পতাকা
কবিতা সংকলন
- জোনাকি
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ তুহিন ওয়াদুদ। "কালোত্তীর্ণ গল্পকার নরেন্দ্রনাথ মিত্র"। বাংলাদেশ প্রতিদিন।
- ↑ "বিষণ্ণ এক অক্ষরপুরুষ"। আনন্দবাজার পত্রিকা।
- ↑ মফিজ ইমাম মিলন। "নরেন্দ্রনাথ মিত্র :ছোটগল্পের বড় লেখক"। ইত্তেফাক।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ Gulzar; Govind Nihalani; Saibal Chatterjee (২০০৩)। Encyclopaedia of Hindi cinema। Popular Prakashan। পৃষ্ঠা 336। আইএসবিএন 81-7991-066-0।