দারাশিকো
দারাশিকো (জন্ম লুৎফে আজম; ৯ জানুয়ারি ১৯৩৯ – ২৬ ডিসেম্বর ১৯৯৮) একজন বাংলাদেশী অভিনেতা, পরিচালক ও প্রযোজক। তাকে পর্দায় বজ্রকন্ঠ সংবলিত খল চরিত্র কিংবা দাপুটে বাবার চরিত্রে দেখা যেত।[১][২][৩]
দারাশিকো | |
---|---|
জন্ম | লুৎফে আজম ৯ জানুয়ারি ১৯৩৯ |
মৃত্যু | ২৬ ডিসেম্বর ১৯৯৮ ঢাকা, বাংলাদেশ | (বয়স ৫৯)
পেশা | অভিনেতা, পরিচালক, প্রযোজক |
কর্মজীবন | ১৯৭২–১৯৯৮ |
সন্তান | সুস্ময় |
আত্মীয় | সাইফুল আজম (ভাই) বদরুল আলম (ভাই) |
প্রারম্ভিক জীবন
সম্পাদনাদারাশিকো ১৯৩৯ সালের ৯ জানুয়ারি তৎকালীন ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির (বর্তমান বাংলাদেশ) পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। তার জন্মনাম লুৎফে আজম।[৪]
অভিনয়জীবন
সম্পাদনাতার পরিচালিত প্রথম চলচ্চিত্র রাঙা বউ (১৯৭২)। তার পরিচালিত অন্যান্য চলচ্চিত্র হল ফকির মজনু শাহ, অন্ধ বধূ, প্রেম কাহিনী, বোনের মত বোন, ডাকু ও দরবেশ, বাদশা ভাই, ও অঞ্জলী। দারাশিকো ১৯৭৪ সালে সংগ্রাম চলচ্চিত্রে অভিনয় করেন যেখানে অতিথি চরিত্রে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ছিলেন।[৫][৪] তার অভিনীত অন্যান্য চলচ্চিত্র হল পানছি বাউড়া, ঝড়ের পাখি, অনেক প্রেম অনেক জ্বালা, কি যে করি, সূর্যগ্রহণ, দোস্ত দুশমন, সারেং বৌ, এখনই সময়, চন্দ্রনাথ, সারেন্ডার ও অঞ্জলী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র আম্মাজান।[৪]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাবাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক গ্রুপ ক্যাপ্টেন সাইফুল আজম এবং অভিনেতা ও চিত্রপরিচালক বদরুল আলম সম্পর্কে তার দুই ভাই। চলচ্চিত্র অভিনেতা সুস্ময় তার পুত্র।[৪]
মৃত্যু
সম্পাদনাতিনি ১৯৯৮ সালের ২৬শে ডিসেম্বর বাংলাদেশের ঢাকায় মৃত্যুবরণ করেন।[৪]
পুরস্কার
সম্পাদনাবছর | পুরস্কার | শ্রেণি | কর্ম | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৭৪ | বাচসাস পুরস্কার | শ্রেষ্ঠ অভিনেতা | সংগ্রাম | বিজয়ী | [৬] |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ভিলেন নানারূপে"। দৈনিক মানবজমিন। ২২ অক্টোবর ২০১৮। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১।
- ↑ ভূঁইয়া, শরিফুল ইসলাম (২৮ মে ২০১৯)। "ঢাকাই সিনেমার সেকালের সাফল্য একালের ব্যর্থতা"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১।
- ↑ মারিয়া, শান্তা (২১ জুন ২০১৫)। "বাংলা সিনেমার বাবারা"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১।
- ↑ ক খ গ ঘ ঙ কাশেম, আজাদ আবুল (২৬ ডিসেম্বর ২০২০)। "প্রখ্যাত অভিনেতা ও পরিচালক-প্রযোজক দারাশিকোর মৃত্যুবার্ষিকী আজ"। নিরাপদ নিউজ। সংগ্রহের তারিখ ১২ সেপ্টেম্বর ২০২১।
- ↑ "বঙ্গবন্ধু যে চলচ্চিত্রে অভিনয় করেছিলেন"। সমকাল। ১৭ মার্চ ২০২১। ৬ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ জুন ২০২২।
- ↑ জোয়াদ, আবদুল্লাহ (২০১০)। বাংলাদেশের চলচ্চিত্র: পাঁচ দশকের ইতিহাস। ঢাকা: জ্যোতিপ্রকাশ। পৃষ্ঠা ৪৭৩। আইএসবিএন 984-70194-0045-9।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে দারাশিকো (ইংরেজি)
- বাংলা মুভি ডেটাবেজে দারাশিকো