ডিন স্টকওয়েল

মার্কিন অভিনেতা

রবার্ট ডিন স্টকওয়েল (ইংরেজি: Robert Dean Stockwell; জন্ম: ৫ মার্চ ১৯৩৬)[] হলেন একজন অবসরপ্রাপ্ত মার্কিন অভিনেতা। তিনি সত্তর বছরের অধিক সময় ধরে চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশনে অভিনয় করেছেন।[] শিশুশিল্পী হিসেবে তিনি মেট্রো-গোল্ডউইন-মেয়ারের সাথে চুক্তিবদ্ধ হন এবং অ্যাঙ্করস আওয়েই (১৯৪৫), দ্য গ্রিন ইয়ার্স (১৯৪৬) ও জেন্টলম্যান্‌স অ্যাগ্রিমেন্ট (১৯৪৭) ও কিম (১৯৫০) চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের নজর কাড়েন। জেন্টলম্যান্‌স অ্যাগ্রিমেন্ট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি শিশু শিল্পী হিসেবে একটি বিশেষ একাডেমি পুরস্কার লাভ করেন।

ডিন স্টকওয়েল
Dean Stockwell
২০১২ সালে স্টকওয়েল
জন্ম
রবার্ট ডিন স্টকওয়েল

(1936-03-05) ৫ মার্চ ১৯৩৬ (বয়স ৮৮)
পেশাঅভিনেতা
কর্মজীবন১৯৪৫-২০১৫
দাম্পত্য সঙ্গীমিলি পারকিন্স
(বি. ১৯৬০; বিচ্ছেদ. ১৯৬২)

জো মারচেঙ্কো (বি. ১৯৮১)
সন্তান

যৌবনে তিনি ১৯৫৭ সালে ব্রডওয়ে মঞ্চে কমপালশন নাটকে ও ১৯৫৯ সালে এর চলচ্চিত্রায়নে এবং ১৯৬২ সালে তিনি লং ডেস জার্নি ইনটু নাইট চলচ্চিত্রে এডমন্ড টাইরন চরিত্রে অভিনয় করেন। এই দুটি চলচ্চিত্রে অভিনয় করে তিনি দুইবার কান চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার লাভ করেন।[] তিনি ১৯৬০ সালে সন্স অ্যান্ড লাভার্স চলচ্চিত্রে অভিনয় করে সেরা নাট্যধর্মী চলচ্চিত্র অভিনেতা বিভাগে গোল্ডেন গ্লোব এবং ১৯৮৮ সালের ম্যারিড টু দ্য মব চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি প্যারিস, টেক্সাস (১৯৮৪), টু লিভ অ্যান্ড ডাই ইন এল.এ. (১৯৮৫), ব্লু ভেলভেট (১৯৮৬), বেভারলি হিলস কপ টু (১৯৮৭), দ্য প্লেয়ার (১৯৯২), ও এয়ার ফোর্স ওয়ান (১৯৯৭) চলচ্চিত্রে পার্শ্ব চরিত্রে অভিনয় করেন।

টেলিভিশনে তিনি কোয়ান্টাম লিপ (১৯৮৯-১৯৯৩)-এ রিয়ার অ্যাডমিরাল আলবার্ট "অ্যাল" কালাভিচ্চি, এবং সাই-ফাই চ্যানেলের ব্যাটলস্টার গ্যালাক্টিকা (২০০৪-২০০৯)-এ ব্রাদার ক্যাভিল চরিত্রে অভিনয় করে খ্যাতি অর্জন করেন। কোয়ান্টাম লিপ ধারাবাহিকের জন্য তিনি ১৯৯১ থেকে ১৯৯৩ সাল পর্যন্ত চারটি প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন এবং চারটি গোল্ডেন গ্লোব পুরস্কারের মনোনয়ন থেকে একটি পুরস্কার অর্জন করেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Dean Stockwell - Actors and Actresses - Films as Actor:, Publications"ফিল্ম রেফারেন্স। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৯ 
  2. জামব্রানা, এম. এল. (২০০২)। Nature Boy। লিংকন: রাইটার্স ক্লাব প্রেস। পৃষ্ঠা ২। আইএসবিএন 0595218296 
  3. "FILM; Dean Stockwell, Happy at Last in Hollywood"দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। ১১ সেপ্টেম্বর ১৯৮৮। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৯ 
  4. "Dean Stockwell"গোল্ডেন গ্লোব (ইংরেজি ভাষায়)। হলিউড ফরেন প্রেস অ্যাসোসিয়েশন। সংগ্রহের তারিখ ৫ মার্চ ২০১৯ 

বহিঃসংযোগ

সম্পাদনা