চুয়াডাঙ্গা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র সুইমিংপুল
চুয়াডাঙ্গা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র ২০১৬ সালে সক্রিয় হওয়া, বাংলাদেশের শিশু-কিশোরদের সাঁতার প্রশিক্ষণ ও ক্রীড়া আয়োজনস্থল। এক সুইমিংপুল বিশিষ্ট কেন্দ্রটির অবস্থান চুয়াডাঙ্গা জেলার পুরাতন স্টেডিয়ামের সাথে। এটি চুয়াডাঙ্গা সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্মিত ও নিয়ন্ত্রিত একটি স্বায়ত্ত্বশাষিত সুইমিংপুল।[১] পেশাদার সাঁতারুদের অনুশীলন ও সাধারণ প্রশিক্ষণ ছাড়াও সুইমিংপুলটি বয়সভিত্তিক প্রতিযোগিতা আয়োজনের জন্য ব্যবহৃত হয়।[২]
চুয়াডাঙ্গা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র সুইমিংপুল | |
---|---|
২৩°৩৮′২২″ উত্তর ৮৮°৫১′২৬″ পূর্ব / ২৩.৬৩৯৪৩২° উত্তর ৮৮.৮৫৭১৭৪° পূর্ব | |
ঠিকানা | চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়াম, চুয়াডাঙ্গা |
খোলা | ২৫ সেপ্টেম্বর, ২০১৬ |
পরিচালনায় | চুয়াডাঙ্গা সদর উপজেলা |
মালিকানাধীন | চুয়াডাঙ্গা সদর উপজেলা |
অবস্থা | সক্রীয় |
খরচ | ৳ ৩০ লাখ (প্রায়) |
দৈর্ঘ্য | ১৩০ ফুট |
প্রস্থ | ২৫ ফুট |
গভীরতা | ৫ ফুট |
ইতিহাস
সম্পাদনা২০১৬ সালের আগস্টে চুয়াডাঙ্গা উপজেলা প্রশাসন, সরকারী অনুদান ও গণঅর্থায়নের মাধ্যমে[১] চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামের হায়দার আলী প্যাভিলিয়নের পাশে মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিত্যক্ত জায়গায় সুইমিংপুলটির নির্মাণ কাজ শুরু হয়।[৩] প্রকল্পটি নির্মাণে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হয়।[৪] একই বছরের ২৫ সেপ্টেম্বর সুইমিংপুলটি সক্রীয় ব্যবহারের জন্য উদ্বোধন ও উম্মুক্ত করা হয়।[৫][৬]
কাঠামো
সম্পাদনাএটি খোলা আকাশের নিচে উম্মুক্ত সুইমিংপুল। আয়তনে কম হলেও আদর্শ সুইমিংপুলের আদলে তৈরি। এটির দৈর্ঘ্য ১৩০ ফুট, প্রস্ত ২৫ ফুট এবং গভীরতা ৫ ফুট।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "সাঁতার শিখে আত্মবিশ্বাসী শিশু-কিশোরেরা"। প্রথম আলো। ২০১৭-০১-১৮। ২০২২-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬।
- ↑ "সাঁতার শেখার গুরুত্ব দিতে অভিভাবকদের প্রতি আহ্বান"। দৈনিক মাথাভাঙ্গা। ২০১৮-০৩-৩০। ২০২২-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬।
- ↑ "চুয়াডাঙ্গা সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের এ মাসেই উদ্বোধন"। দৈনিক সময়ের সমীকরণ। ২০১৬-০৮-০৮। ২০২২-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬।
- ↑ "৬ মাস ধরে বিভিন্ন সমস্যার কারণে চুয়াডাঙ্গার শিশু-কিশোর সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রটির কার্যক্রম বন্ধ"। এসএ টিভি। ২০১৯-০৪-২০। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৫।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "চুয়াডাঙ্গায় সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন"। ঢাকা টাইমস। ২০১৯-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২৭।
- ↑ "চুয়াডাঙ্গায় সাঁতার প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন"। বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২০১৬-০৯-২৫। ২০২২-০১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২২-০১-২৬।