জীববিজ্ঞানের যে শাখায় ব্যাঙ, স্যালামেন্ডার, নিউটসিসিলার মত উভচর প্রাণী নিয়ে পঠন-পাঠন ও গবেষণা করা হয় তাকে বলে উভচরবিদ্যা। শাখাটি উভচর প্রাণী বা ব্যাট্রাকোলজি নামে পরিচিত। উভচর প্রাণী নিয়ে যারা গবেষণা করেন তাদেরকে বলা হয় "উভচরবিদ"। বিজ্ঞানের এই শাখাটিকে আবার হার্পেটোলজি বা উভচর-সরীসৃপবিদ্যার অন্তর্ভুক্ত শাখা হিসেবে বিবেচনা করা হয়।[]

যেহেতু এটা গাছে আছে মানে স্থলেও থাকতে পারে আবার সাধারণত এটা পানিতে বসবাস করে তাই হটি উভয়চর।

উভচরেরা শীতল রক্তবিশিষ্ট মেরুদণ্ডী প্রাণী। বেশিরভাগ উভচরই স্যাঁতস্যাঁতে এলাকায় বসবাস করে। পৃথিবীতে মোট উভচর প্রজাতির সংখ্যা ৬৭০০টি।[] আবাসস্থল ধ্বংসের কারণে বর্তমানে এদের অস্তিত্ব হুমকির সম্মুখীন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Batrachology: The Study of Amphibians"। Save the Frogs। ২৭ অক্টোবর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ এপ্রিল ২০০৯ 
  2. "AmphibiaWeb"। AmphibiaWeb। সংগ্রহের তারিখ ২০১২-১২-১৩