উইকিপিডিয়া:স্বাগতম, নবাগত

এটি একটি পরীক্ষিত সংস্করণ, যা ১ ডিসেম্বর ২০২৪ তারিখে পরীক্ষিত হয়েছিল।

স্বাগতম নবাগত

উইকিপিডিয়া একটি উইকি-ভিত্তিক উন্মুক্ত ইন্টারনেট বিশ্বকোষ। কিন্তু এর বিশেষত্ব হল অবদানকারীরা (অর্থাৎ পাঠকদেরই একাংশ) সম্মিলিত সহযোগিতার মাধ্যমে বিশ্বকোষটি রচনা করেন।

আপনি কি পাঠক?

আপনি বিভিন্ন উপায়ে উইকিপিডিয়া ঘুরে দেখতে পারেন।

নির্দিষ্ট কোন বিষয়ে অনুসন্ধান

নির্দিষ্ট কোন শব্দ বা বাক্যাংশ সম্পর্কিত নিবন্ধ খুঁজতে চাইলে উইকিপিডিয়ার যেকোন পাতার উপরের অনুসন্ধান বক্সটিতে তা লিখে অনুসন্ধান বোতামে ক্লিক করুন। মনে রাখবেন, মাঝে মাঝে সার্ভারের ওপর অতিরিক্ত চাপ পড়লে উইকিপিডিয়ার নিজস্ব অনুসন্ধান প্রক্রিয়া সাময়িকভাবে বন্ধ করে রাখা হয়। সেক্ষেত্রে আপনাকে স্বয়ংক্রিয়ভাবে গুগলের (Google) অনুসন্ধান পাতায় নিয়ে যাওয়া হবে।

আপনার যদি কোন বিশেষ নিবন্ধের নাম নিশ্চিতভাবে জানা থাকে, তবে অনুসন্ধান বক্সে নামটি লিখে অনুসন্ধান বোতামে ক্লিক করলে উইকিপিডিয়া আপনাকে নিবন্ধটিতে নিয়ে যাবে।

অনির্দিষ্ট যেকোনো নিবন্ধ

Alt-x চাপলে বা প্রতিটি পৃষ্ঠার বামপাশের কলামের অজানা যেকোনো পৃষ্ঠা লিন্কটিতে ক্লিক করলে উইকিপিডিয়া আপনাকে দৈবচয়নে অজানা যেকোন একটি নিবন্ধে নিয়ে যাবে।

বিষয় বা বিভাগ অনুযায়ী অনুসন্ধান

বিষয় বা বিভাগ অনুযায়ী উইকিপিডিয়া ঘুরে দেখতে চাইলে প্রধান বিষয়তালিকা বা প্রধান বিষয়শ্রেণী পাতা থেকে শুরু করতে পারেন।

মন্তব্য করার জন্য আপনি সবসময় আমন্ত্রিত

উইকিপিডিয়ার কোন নিবন্ধ পড়ে আপনার যদি খুব ভাল লাগে, তবে আপনার প্রতিক্রিয়া সেই নিবন্ধটির আলোচনা পাতায় লিখে জানাতে পারেন। আলোচনা পাতায় যাওয়ার জন্য প্রথমে নিবন্ধটির ওপরে অবস্থিত আলোচনা ট্যাবটিতে ক্লিক করুন, তারপর সম্পাদনা-তে ক্লিক করে আপনার মন্তব্যটি আলাপ পাতায় যোগ করুন। উইকিপিডিয়া সবসময়ই ব্যবহারকারিদের কাছ থেকে গঠনমূলক মন্তব্য আশা করে।

যদি মনে করেন নিবন্ধটিতে কোন ভুল তথ্য উল্লেখ করা হয়েছে, কিংবা নিবন্ধটি অন্য কোন ভাবে উন্নত করা যেতে পারে, সেক্ষেত্রেও নিবন্ধটির আলোচনা পাতায় মন্তব্য রাখতে পারেন।

আপনি কি অবদানকারী?

প্রধান নীতিগুলো

উইকিপিডিয়া অবদানকারীদের জন্য উন্মুক্ত। তবে অবদানকারীদেরকে কিছু নীতিমালা ও নির্দেশাবলী মেনে চলতে হয়।

  • একজন অবদানকারীর প্রথমেই জানা দরকার উইকিপিডিয়া কী নয়
  • নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি মূলনীতি অনুসারে উইকিপিডিয়ার নিবন্ধগুলো পক্ষপাতদুষ্ট হতে পারবে না, এবং যেকোনো নিবন্ধে তার বিষয়বস্তু সংক্রান্ত বিভিন্ন মতামতের উপযুক্ত প্রতিফলন ঘটবে।
  • উইকিপিডিয়া-তে অবদানকৃত সবকিছু জি.এফ.ডি.এল. (GNU Free Documentation License)-এর আওতায় প্রকাশিত হবে, যা নিশ্চিত করে যে এই উইকিপিডিয়া অনন্তকাল বিনামূল্যে ছড়িয়ে দেয়া যাবে। এ সম্পর্কে আরও দেখুন কপিরাইট-এ।
  • উইকিপিডিয়া একটি সহযোগিতামূলক প্রকল্প, তাই উইকিপিডিয়ার সাথে সম্পৃক্ত সবাইকে সবসময় পারষ্পরিক শ্রদ্ধা, সাধারণ ভদ্রতা ও মার্জিত রুচি প্রদর্শন করতে হবে। কারও সাথে মতানৈক্য হলে দয়া করে আস্থা রাখুন, মাথা ঠান্ডা রাখুন আর ভদ্রভাবে ব্যাপারটা নিয়ে আলোচনা করুন। যখনই কোন সম্পাদনা করবেন, আপনার সম্পাদনার একটি সারাংশ যোগ করার চেষ্টা করুন, যাতে অন্যরা সহজেই আপনার সম্পাদনা/সংযোজনটির উদ্দেশ্য বুঝতে পারেন ও গ্রহণ করতে পারেন| যদি দেখতে পান যে আপনার সম্পাদনা/সংযোজনটি মুছে গেছে বা পরিবর্তিত হয়ে গেছে, সাথে সাথে আবার সম্পাদনা করবেন না। একটু অপেক্ষা করুন। আগে পৃষ্ঠাটির ইতিহাস, পৃষ্ঠাটির আলাপ পাতা, বা আপনার নিজস্ব ব্যবহারকারী পৃষ্ঠার আলাপ পাতায় দেখুন কেউ কোনো কারণ দর্শিয়েছে কি না, তারপর সেই অনুসারে আলোচনা করুন। এছাড়া উইকিশিষ্টাচার নিবন্ধটি-ও পড়ে দেখুন।

নিরাশ হবেন না

প্রথম প্রথম সম্পাদনা করতে গিয়ে আপনি অন্যদের সাথে সংঘাতে জড়িয়ে পড়তে পারেন। কিন্তু নিরাশ হবেন না। এরকম সহযোগিতামূলক প্রকল্পে সংঘাত থাকবেই। লেখকদের যোগাযোগের নিয়মকানুন নিবন্ধটি পড়ে দেখুন; এছাড়া বিভিন্ন সহায়িকারও সাহায্য নিতে পারেন। এগুলোর মাধ্যমে সমস্যা-সংঘাত নিরসনের চেষ্টা করুন এবং কী ভাবে একজন সক্রিয় ও সৃষ্টিশীল অবদানকারী হতে পারেন, তা শিখুন।

আর কোনো কিছু একেবারেই বুঝতে না পারলে - সেটা সামাজিক বা খুঁটিনাটি যা-ই হোক না কেন - এবং কোথায় জিনিসটার উত্তর খুঁজবেন তা বুঝতে না পারলে সাহায্যকেন্দ্র-তে গিয়ে আপনার প্রশ্নটি জমা দিন, সেখানে কোনো ওয়াকিবহাল ব্যক্তি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেয়ার চেষ্টা করবেন।

যোগ দিতে চান?

উইকিপিডিয়া যে কেউ সম্পাদনা করতে পারেন, কিন্তু উইকিপিডিয়ায় যদি নিয়মিত অবদান রাখতে চান, তবে আপনার একটি নিজস্ব অ্যাকাউন্ট রাখার কিছু সুবিধা রয়েছে। তাই যোগ দিতে চাইলে একটি নতুন অ্যাকাউন্ট খুলুন, তারপর নতুন ব্যবহারকারী তালিকা-তে নিজের একটা ছোট ভূমিকা দিয়ে আমাদের এই উইকি-সম্প্রদায়ে আত্মপ্রকাশ করুন।

আরও দেখুন

সাধারণ তথ্যাবলী, নির্দেশাবলী ও সহায়িকাসমুহ

উইকিপিডিয়া আচরণ

সহায়িকাসমূহ

সর্বপ্রধান নীতিসমূহ

উইকিপিডিয়া সম্প্রদায়