অন্ধকার বলতে সাধারনত দৃশ্যমান আলোর অনুপস্থিতিকেই বোঝায়।রঙের জগতে এটাকে কালো বলে। 

The Creation of Light(আলোর সৃষ্টি), by Gustave Doré

যখন আলো অথবা অন্ধকার যে কোন একটি প্রধান্য বিস্তার করে তখন মানুষ রঙ পৃথক করতে পারে না। 

বৈজ্ঞানিক ব্যাখ্যা

সম্পাদনা
 
চিত্রটির দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকুন, তারপর অন্য কোথাও তাকান। বিপরীত রঙের প্রতিবিম্ব দেখতে পাবেন।

পদার্থবিদ্যায়

সম্পাদনা

পদার্থবিদ্যায় অন্ধকার বলতে সেই সব বস্তুকে বোঝায় যেগুলো থেকে ফোটন নির্গত হয়. উদাহরণস্বরূপ একটি অনুজ্জ্বল কালো চিত্রাঙ্কন যথেষ্ট পরিমাণ দৃশ্যমান আলো প্রতিফলিত করতে পারে না এবং অন্ধকার প্রতীয়মান হয়। অপরপক্ষে একটি সাদা চিত্রাঙ্কন যথেষ্ট পরিমাণ আলো প্রতিফলিত করে এবং উজ্জ্বলতা প্রতীয়মান হয়।  আরও তথ্য পেতে  রঙ বিষয়টি দেখুন। .

প্রযুক্তিতে

সম্পাদনা

একটি আদর্শ ২৪-বিট কম্পিউটার মনিটরের একটি বিন্দুর রঙ RGB( Red= লাল, Green=সবুজ, Blue=নীল) মান দ্বারা সংজ্ঞায়িত করা থাকে সেগুলোর প্রতিটির মান ০-২৫৫। যখন একটি পিক্সেল থেকে লাল, সবুজ এবং নীল উপাদান গুলো দূরীভূত করা(২৫৫,২৫৫,২৫৫) হয় তখন পিক্সেলটি সাদা দেখায়, যখন ঐ তিনটি উপাদান দূরীভূত করা হয় না ( ০,০,০) তখন পিক্সেল্টি কালো দেখায়।

সাহিত্যে

সম্পাদনা

সাহিত্যের  বিভিন্ন শাখায় অন্ধকারকে ছায়া, মন্দ এবং আসন্ন বিপদ রূপে প্রকাশ করা হয়।

ভাষায়

সম্পাদনা

বাংলা ভাষাতে বেশ কিছু শব্দ আছে যেগুলো দিয়ে অন্ধকার বোঝায়। যেমনঃ আঁধার,তিমির, তমসা, তমিস্র ইত্যাদি।

বহিঃসংযোগ

সম্পাদনা

অভ্যান্তরীন সংযোগসমূহ

সম্পাদনা
  •   উইকিঅভিধানে অন্ধকার-এর আভিধানিক সংজ্ঞা পড়ুন।
  •   উইকিউক্তিতে অন্ধকার সম্পর্কিত উক্তি পড়ুন।
  •   উইকিমিডিয়া কমন্সে অন্ধকার সম্পর্কিত মিডিয়া দেখুন।